Ahadur volog

Ahadur volog I❤️ Allah & Ma,Baba ❤️

শুধু সময়ের ব্যবধানে কর রুপ দেখলাম আল্লাহ মাফ করিও আমারে। 🤲
30/07/2025

শুধু সময়ের ব্যবধানে কর রুপ দেখলাম
আল্লাহ মাফ করিও আমারে। 🤲

রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের এখনও খোঁজ মেলেনি...
21/07/2025

রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের এখনও খোঁজ মেলেনি। সোমবার (২১ জুলাই) দুপুর একটা ৬ মিনিটে উড্ডয়নের পর পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠে বি'ধ্বস্ত হয় বিমানটি।
আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে, এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ বিমানটিতে পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। এখনও তার খোঁজ মেলেনি।

সবাই কেমন আছেন 🥰
20/07/2025

সবাই কেমন আছেন 🥰

20/07/2025

এটায় বাস্তব 😅

19/07/2025

I got over 110 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

10/07/2025

এসএসসি ২০২৫ সালের রাজশাহী বোর্ড এর ফলাফল প্রকাশিত হয়েছে 10 জুলাই 2025 বিকাল ২টায়। নিচে বিস্তারিত সত্য তথ্য ও ফল দেখার পদ্ধতি তুলে ধরলাম:

---

📊 রাজশাহী বোর্ডের ফলাফল: প্রধান তথ্যসমূহ

পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা: প্রায় 1,928,970 across all boards, যার মধ্যে রাজশাহী বোর্ডও অন্তর্ভুক্ত

রাজশাহী বোর্ডের পাস শতাংশ: 89.26%, এবং আগত GPA-5 (টপরাজ্যস্ত) শিক্ষার্থীর সংখ্যা: 28,074

> 🔍 মনে রাখবেন: উপরের পরিসংখ্যানটি মোট পরীক্ষা সমূহের (সকল বোর্ড) ভিত্তিতে; রাজশাহী বোর্ড নিজস্ব নিজস্ব পরিসংখ্যান প্রাপ্ত তথ্য।

---

🎯 ফলাফল দেখার উপায়

1. অনলাইনে (ওয়েবসাইট)

সরকারি ওয়েবসাইট: www.educationboardresults.gov.bd

অথবা রাজশাহী বোর্ডের নিজস্ব ওয়েবসাইট** (e-board system)**

পদ্ধতি:

1. পরীক্ষার ধরন: "SSC/Dakhil/Equivalent"

2. বছর: 2025

3. বোর্ড: Rajshahi

4. রোল ও রেজিস্ট্রেশন নম্বর ও সিকিউরিটি কোড দিন

5. ফলাফল দেখুন ও মুদ্রণ/ডাউনলোড করুন

2. এসএমএস-এর মাধ্যমে

ফরম্যাট:

SSC RAJ রোল 2025

পাঠান 16222 নম্বরে

SMS চার্জ প্রযোজ্য (Tk 2.44 অনুমান অনুযায়ী)

3. প্রতিষ্ঠান-ভিত্তিক রিপোর্ট

স্কুল বা কলেজগুলো ইআইআইএন ব্যবহার করে paperless result ডাউনলোড করতে সক্ষম

---

ℹ️ আরও তথ্য

পুনঃপরীক্ষা (Re‑scrutiny) করার জন্য আবেদন শুরু: 11 জুলাই 2025, শেষ: 17 জুলাই 2025, প্রতি বিষয়ের ফি ~Tk 125

পুনঃপরীক্ষার ফলাফল: 21 আগস্ট 2025 প্রকাশ

---

✅ আমার পরামর্শ

✅ আপনার রোল ও রেজিস্ট্রেশন নম্বর হাতে রাখুন

✅ অফিসিয়াল #ওয়েবসাইটে গিয়ে লগইন করে ফলাফল+মার্কশিট দেখুন

✅ ইন্টারনেট না থাকলে SMS-এর মাধ্যমে ফলাফল দ্রুত পেতে পারবেন

✅ যদি ফলাফল প্রত্যাশিত না হয়, জাতীয় সময়ের মধ্যে re‑scrutiny করার সুযোগ রয়েছে

---

আপনার বন্ধু, সহপাঠী বা পরিবারের যেকোনো সদস্য যার রোল নম্বর এখনও মিস করছেন, তাদেরকে সাহায্য করুন। আর যদি আরও কিছু জানতে চান—যেমন GPA ক্যালকুলেশন, রেজাল্ট সফ্টওয়্যার ব্যবহার, বা পরবর্তী পড়া পরিকল্পনা—নিশ্চিন্তে জানাবেন। 😊

P M Ahadur Rahman

10/07/2025

I got over 300 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

বাংলাদেশ তথা উত্তরবঙ্গের মহীয়সী নারী  অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম  যার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, সহ ৪৩ ...
10/07/2025

বাংলাদেশ তথা উত্তরবঙ্গের মহীয়সী নারী অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম যার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, সহ ৪৩ টি শিক্ষা প্রতিষ্ঠান, এছাড়াও ১০০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, ২৫০ শয্যা বিশিষ্ট ক্যান্সার হাসপাতাল, হার্ট সেন্টার সহ অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা যার নেতৃত্বে এবছর রাজশাহী বিভাগের মধ্যে টিএমএসএস শ্রেষ্ঠ বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা (ক্লিনিক ) বগুড়া, নির্বাচিত হওয়ায় অভিনন্দন।

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when Ahadur volog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share