31/12/2024
থার্টিফার্স্ট নাইট ও নিউ ইয়ার উৎসব উদযাপনকে “না” বলুন
--------------------------------------
মুফতী আবুল হাসান শামসাবাদী
--------------------------------------
ইসলামের নির্দেশ হলো, মুসলমানগণ কোন ব্যাপারে ইয়াহুদী-খৃষ্টানদের অনুকরণ করতে পারবেন না। এ সম্পর্কে হযরত আবু উমামা বাহেলী (রা.) হতে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন--
مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ ، وَمَنْ أَحَبَّ قَوْمًا حُشِرَ مَعَهُمْ
“যে ব্যক্তি কোন সম্প্রদায়ের কৃষ্টি-কালচারের অনুকরণ করবে, সে তাদের অন্তর্ভুক্ত গণ্য হবে এবং যে ব্যক্তি যে সম্প্রদায়কে মহব্বত করবে, তাদের সাথে তার হাশর হবে।” (সুনানে আবু দাউদ, হাদীস নং ৩৫১৪)
সুতরাং মুসলমানগণ উৎসব পালনেও অমুসলিমদের অনুকরণ করতে পারবেন না। এ সম্পর্কে হযরত আনাস (রা.) থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন--
قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ وَلَهُمْ يَوْمَانِ يَلْعَبُونَ فِيهِمَا فَقَالَ مَا هَذَانِ الْيَوْمَانِ؟ قَالُوا كُنَّا نَلْعَبُ فِيهِمَا فِي الْجَاهِلِيَّةِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ قَدْ أَبْدَلَكُمْ بِهِمَا خَيْرًا مِنْهُمَا يَوْمَ الْأَضْحَى وَيَوْمَ الْفِطْرِ
“রাসূলুল্লাহ (সা.) মদীনায় আগমন করলেন, তখন সেই অধিবাসীদের দু’টি পর্ব ছিল, সে সময় তারা আমোদ-উৎসব করত। তা দেখে রাসূলুল্লাহ (সা.) বললেন : এ দু’টি দিন কী? তারা বললেন : আমরা এদিন দু’টিতে জাহিলী যুগে আমোদ-উৎসব করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন : নিশ্চয় আল্লাহ তা‘আলা এ দু’টির পরিবর্তে তোমাদেরকে তার চেয়ে উত্তম দিয়েছেন ঈদুল আজহা ও ঈদুল ফিতর।” (সুনানে আবু দাউদ, হাদীস নং ১১৩৪/ মুসনাদে আহমাদ, হাদীস নং ১৩২১০/ মুস্তাদরাকে হাকেম, হাদীস নং ১১২৪)
আল্লামা ইবনে তাইমিয়াহ (র.) বলেন : “এ হাদীস প্রমাণ করে যে, মুসলমানদের জন্য কাফেরদের উৎসব পালন করা নিষিদ্ধ। কারণ, রাসূলুল্লাহ (সা.) আনসারদের জাহিলী যুগের দু’টি উৎসব বহাল না রেখে রহিত করে দিয়েছেন। (ফাইজুল কাদির, ৪র্থ খণ্ড, ৫১১ পৃষ্ঠা)
তাই এ বিষয়ে সতর্ক করে হযরত আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন--
مَنْ تَنَافَى أَرْضَ الأَعَاجِمِ فَصَنَعَ نَيْرُوزَهُمْ وَمَهْرِجَانِهِمْ حُشِرَ مَعَهُمْ
“যে ব্যক্তি বিধর্মীদের দেশে বিচরণ করে, অতঃপর তাদের নওরোজ ও মেহেরজান উৎযাপন করে, কিয়ামতের দিন তাদের সাথে তার হাশর হবে।”(সুনানে বাইহাকী, ২য় খণ্ড, ৩২৫ পৃষ্ঠা)
আসুন, ইয়াহুদী ও খৃষ্টানদের অনুকরণে থার্টিফাস্ট নাইট ও নিউইয়ার উদযাপন করা থেকে বিরত থাকি। বিশেষত থার্টিফাস্ট নাইটের নামে নারী-পুরুষরা একত্রিত হয়ে যে উদ্ভট মাতামাতিতে বিভিন্নরকম বেপর্দাপনা, অশ্লীলতা ও নষ্টামীর জন্ম দেয়—তা সম্পূর্ণ কবীরা গুনাহ ও হারাম কাজ। এসব থেকে মুসলমাদের দূরে থাকতে হবে।