19/05/2025
সান্ডা ভাইয়ের বিয়ে!
সান্ডা ভাই দিল হুংকার, "এইবার বিয়ে করবো আর!"
বন্ধুরা সব বলে, "তুই পাগল নাকি? কে তোকে চায় আর?"
পা দেখে মনে হয় ঘোড়ার নকল,
চোখ দেখে হাটে কেউ ভাবে পাকা পেঁয়াজের কল!
লেজ এমন মোটা, একবার ঠেলা খেলে,
গরু-ছাগল সবাই পালায়, পড়ে যায় খালে-ডোলে!
তবু সান্ডা ভাই সাজে ধোপদুরস্ত,
গায়ে পারফিউম দিল — গন্ধে বেহুঁশ মস্ত!
বলল, "আজ প্রেম নিবেদন করবো সুন্দরী সাপিনীকে!"
সাপিনী দেখে ফিস ফিসায়, “এই কে এলো ডাকে ডাকে?”
সান্ডা বলে, “হৃদয় আমার দেবে তুমি আজ?”
সাপিনী বলে, “দূর হ, মুখটা তো যেন পোড়া পাঁজ!”
বন্ধুরা হাসে, মাঠ কাঁপে, কাকেরা ডাকে,
সান্ডা ভাই কান চুলকায়, বলে, "ভালবাসা আজকাল মাকে!?"
---
নোট: যদি এই ছড়ায় হাসি আটকে রাখতে পারো, তাহলে তুমি একদম স্টোন হার্ট!
আরও এমন উল্টাপাল্টা মজার ছড়া চাইলে, শুধু বলো — স্যান্ডা স্পেশাল রেডি আছে!