Rajshahi University News24

Rajshahi University News24 It is a media page deals with current news and information of Rajshahi University.
(1)

প্রশাসন, পুলিশ ও পররাষ্ট্র ক্যাডারে প্রথম হলেন যারাপ্রশাসন ক্যাডারে প্রথম ফরহাদ হোসেন: প্রশাসন ক্যাডারে প্রথম হয়েছেন মাও...
01/07/2025

প্রশাসন, পুলিশ ও পররাষ্ট্র ক্যাডারে প্রথম হলেন যারা

প্রশাসন ক্যাডারে প্রথম ফরহাদ হোসেন: প্রশাসন ক্যাডারে প্রথম হয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ফরহাদ হোসেন। তিনি ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ১০ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রশাসন ক্যাডারে প্রথম হয়ে তিনি গড়েছেন অনন্য দৃষ্টান্ত।

পুলিশ ক্যাডারে প্রথম শরিফ খান: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোক-প্রশাসন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শরিফ খান পুলিশ ক্যাডারে প্রথম হয়েছেন। একই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায়ও প্রথম স্থান অধিকার করেন। তবে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের অনুমোদন না হওয়ায় এখনো তাঁর নিয়োগ চূড়ান্ত হয়নি।

পররাষ্ট্র ক্যাডারে প্রথম শামীম শাহরিয়ার: ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) সাবেক শিক্ষার্থী শামীম শাহরিয়ার পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছেন। তিনি কে-৭৩ ব্যাচের শিক্ষার্থী ছিলেন এবং বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টারনাল মেডিসিন বিভাগে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত। ইতিমধ্যে তিনি এমআরসিপি পার্ট-১ সম্পন্ন করেছেন। রাজধানীর সেন্ট জোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং নটর ডেম কলেজ থেকে এইচএসসি পাস করেন তিনি।

এখন পর্যন্ত পাওয়া তথ্য...
01/07/2025

এখন পর্যন্ত পাওয়া তথ্য...

ঢাবির ৫৮৩ ছাত্রীকে প্রতি মাসে ৩ হাজার টাকা করে দেওয়া হবে, চলবে অনির্দিষ্টকাল।উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, ‘এ...
01/07/2025

ঢাবির ৫৮৩ ছাত্রীকে প্রতি মাসে ৩ হাজার টাকা করে দেওয়া হবে, চলবে অনির্দিষ্টকাল।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, ‘এই সহায়তা একটি আপৎকালীন ব্যবস্থা। আমাদের শিক্ষার্থীদের প্রায় ৫৩ ভাগই ছাত্রী। অথচ তাদের জন্য মাত্র ৫টি আবাসিক হল রয়েছে। অনেক ছাত্রী প্রত্যন্ত অঞ্চল থেকে আসে। ঢাকায় তাদের আত্মীয়স্বজন থাকে না। শুরুতে টিউশনিও মেলে না। সব মিলিয়ে তাদের জন্য জীবন কঠিন। বিশ্ববিদ্যালয় হিসেবে আমাদের সীমাবদ্ধতা রয়েছে, তারপরও শিক্ষার্থীদের কষ্ট লাঘবের জন্য আমরা চেষ্টা করছি।’

উপাচার্য বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় একটি জাতীয় প্রতিষ্ঠান। এর অর্জন যেমন সমাজকে আনন্দ দেয় তেমনি সীমাবদ্ধতাও সমাজকে জানাতে হবে। বর্তমানে আমাদের ৫১ কোটি টাকার বাজেট ঘাটতি রয়েছে। সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা চাই, ভবিষ্যতে এই সহায়তা সকল শিক্ষার্থীর জন্য বিস্তৃত হোক। এজন্য আমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনসহ সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানাই।’

তিনি বলেন, ‘চীনের অর্থায়নে একটি নতুন ছাত্রী হল নির্মাণের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং শিগগিরই নির্মাণ কাজ শুরু হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের একটি বড় প্রকল্প একনেকে অনুমোদনের অপেক্ষায় আছে। যেখানে চারটি নতুন ছাত্রী হল ও পাঁচটি ছাত্র হল নির্মাণের পরিকল্পনা রয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য আবাসন সংকট অনেকটাই দূর হবে।’

ছাত্রী মোটা না চিকন হয়েছে দেখতে ইমোতে কল দেন শিক্ষক!ছাত্রী বলেন, ‘স্যার আমাকে ইমোতে ভিডিও কল দেন। আমি কল রিসিভ না করায় প...
01/07/2025

ছাত্রী মোটা না চিকন হয়েছে দেখতে ইমোতে কল দেন শিক্ষক!

ছাত্রী বলেন, ‘স্যার আমাকে ইমোতে ভিডিও কল দেন। আমি কল রিসিভ না করায় পরে অডিও কল দেন। তখন তিনি বলেন, অনেকদিন তোমাদের দেখি না, তোমরা মোটা হয়েছো না চিকন হয়েছো দেখার জন্য ভিডিও কল দিচ্ছি। তারপর উনি বলেন, তোমার কি কথা বলার লোক আছে? আমি বলি না নেই। তখন তিনি বলেন, এখন বলছো কেউ নাই, কিছুদিন পর তো দেখব ক্যাম্পাসে কোনো ছেলের হাত ধরে ঘুরছো।’

বিস্তারিত মন্তবে...

‘তোর কি আমার নাম মনে আছে’—মেসেঞ্জারে পাঠানো এই একটি টেক্সট থেকেই শুরু হয়েছিল গল্প। প্রথমে বন্ধুত্ব, পরে প্রেম আর সবশেষে ...
01/07/2025

‘তোর কি আমার নাম মনে আছে’—মেসেঞ্জারে পাঠানো এই একটি টেক্সট থেকেই শুরু হয়েছিল গল্প। প্রথমে বন্ধুত্ব, পরে প্রেম আর সবশেষে বিয়ে। এবার সেই পথচলায় যুক্ত হয়েছে নতুন অধ্যায়।

বিস্তারিত মন্তব্যে...

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক কোণে গড়ে ওঠা একটি ছোট্ট বিভাগ যার নাম হয়তো অনেকেই ঠিকমতো জানেন না। “ভেটেরিনারি এন্ড এনিমেল সা...
01/07/2025

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক কোণে গড়ে ওঠা একটি ছোট্ট বিভাগ যার নাম হয়তো অনেকেই ঠিকমতো জানেন না। “ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগ”—এই নামটি বললেই অনেকের মুখে বিস্ময় জাগে, কেউ কেউ তো অবাক হয়ে প্রশ্ন করেন, “রাজশাহীতে এমন বিভাগও আছে?” অনেকে আবার হেয় করে ‘গরুর ডাক্তার’ বলে উপহাস করেন, ঠোঁটের কোণে উপহাসের হাসিও লুকান না।

হ্যাঁ, আমরা জানি আমাদের নেই কোনো প্রচার কিংবা লোক দেখানো আভিজাত্য। নেই বড় কোনো নামডাক। কিন্তু যা আমাদের আছে, সেটাই সবচেয়ে বড় শক্তি: আমাদের যোগ্যতা।

গত কয়েক বছর ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক বিসিএস ক্যাডার আমাদের এই ছোট্ট বিভাগটি থেকেই। শুধু বিসিএস-এ নয়, দেশের বিভিন্ন সরকারি চাকরি থেকে শুরু করে দেশের বাইরে টপ রাঙ্কিং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রেস্টিজিয়াস স্কলারশিপ বলুন সর্বত্রই রয়েছে এই ছোট্ট বিভাগটির অবাধ বিচরণ।
আমার নিজের স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার হওয়ার। কখনো ভাবিনি এই বিভাগে পড়বো। তাই শুরুতে বিভাগ নিয়ে কোনো আগ্রহও ছিল না। কিন্তু সময়ের সাথে সাথে, বিভাগের অর্জন এবং সিনিয়রদের সাফল্যে নিজের অজান্তেই গড়ে উঠেছে গভীর এক ভালোবাসা এই ছোট্ট জায়গাটির প্রতি।

আজ যারা আমাদের “গরুর ডাক্তার” বলে উপহাস করেন, আমরা তাদেরকে আমাদের অর্জন দিয়ে উত্তর দিচ্ছি। প্রতিনিয়ত প্রমাণ করছি আমরাও পারি, আমরাও যোগ্য।

এই ছোট্ট বিভাগটিই একদিন হবে গর্বের বড় নাম, ঠিক যেমনটা তার শিক্ষার্থীরা প্রতিনিয়ত করে চলেছে।

লেখা: Prantor Karmaker

টেক্সটাইল বিভাগের ১০ম ব্যাচের ছাত্র তিনি
01/07/2025

টেক্সটাইল বিভাগের ১০ম ব্যাচের ছাত্র তিনি

উল্লাস বলেন, ‘স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও চাকরিক্ষেত্রে স্বাভাবিক ও সুস্থ প্রার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে এত দূর এসেছ...
01/07/2025

উল্লাস বলেন, ‘স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও চাকরিক্ষেত্রে স্বাভাবিক ও সুস্থ প্রার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে এত দূর এসেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শারীরিক প্রতিবন্ধী কোটা নেওয়ার সুযোগ থাকলেও কোটা নিইনি। সাধারণ প্রার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করেই টিকেছি।’

01/07/2025
01/07/2025

এতদিন জুডিশিয়ারিতে বাজিমাত করত রাজশাহী বিশ্ববিদ্যালয়, এবার বিসিএস। এগিয়ে যাক প্রিয় ক্যাম্পাস।

শুভ কামনা
01/07/2025

শুভ কামনা

অভিনন্দন
01/07/2025

অভিনন্দন

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rajshahi University News24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rajshahi University News24:

Share