
01/07/2025
প্রশাসন, পুলিশ ও পররাষ্ট্র ক্যাডারে প্রথম হলেন যারা
প্রশাসন ক্যাডারে প্রথম ফরহাদ হোসেন: প্রশাসন ক্যাডারে প্রথম হয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ফরহাদ হোসেন। তিনি ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ১০ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রশাসন ক্যাডারে প্রথম হয়ে তিনি গড়েছেন অনন্য দৃষ্টান্ত।
পুলিশ ক্যাডারে প্রথম শরিফ খান: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোক-প্রশাসন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শরিফ খান পুলিশ ক্যাডারে প্রথম হয়েছেন। একই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায়ও প্রথম স্থান অধিকার করেন। তবে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের অনুমোদন না হওয়ায় এখনো তাঁর নিয়োগ চূড়ান্ত হয়নি।
পররাষ্ট্র ক্যাডারে প্রথম শামীম শাহরিয়ার: ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) সাবেক শিক্ষার্থী শামীম শাহরিয়ার পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছেন। তিনি কে-৭৩ ব্যাচের শিক্ষার্থী ছিলেন এবং বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টারনাল মেডিসিন বিভাগে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত। ইতিমধ্যে তিনি এমআরসিপি পার্ট-১ সম্পন্ন করেছেন। রাজধানীর সেন্ট জোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং নটর ডেম কলেজ থেকে এইচএসসি পাস করেন তিনি।