
10/04/2025
এক গর্ভবতী নারী তাঁর নিজের ঘরে ছিলেন। বিস্ফোরণের প্রকোপে সেই নারীর পেট ফেটে যায়। গর্ভস্থ সন্তান ছিটকে দূরে গিয়ে পড়ে।
একদিন আসবে যখন পাথরের জবান খুলে যাবে। পাথরের আড়ালে এই খুনীরা যখন লুকোবে, পাথরও আওয়াজ করে ওদের চিনিয়ে দেবে।
আমাদের মুখ বন্ধ হতে হতে একদিন পাথরেরই বুক ফেটে যাবে।
হায়, পবিত্র ভূমি আমার!💔🥹