04/08/2025
৩০ বছরের সংসার জীবনে একসাথে কখনো সমুদ্র দেখেননি....একসাথে পাহাড় দেখার আগেই কোমড়েট ব্যাথায় জীবন যায় যায়....এমন দম্পতির সংখ্যা এই শহরে অসংখ্য... অফিসের কাজের চাপে আর বাচ্চার পরীক্ষার অজুহাতে কোনদিন একসাথে সিনেমার টিকেটই কাটা হয়নি.... শেষ কবে একসাথে দুজন মেলায় গিয়েছিলো তা আর মনেই পরে না...এমন দাম্পত্য জীবনে সুখকে খুঁজে বেড়ানো নিতান্তই বিলাসিতা....
তাই সময় থাকতে, বেরিয়ে পড়ুন... আজকে না হয় রোজকার সাংসারিক জীবন থেকে বেড়িয়ে পাড়ার টং-এর দোকানে দুজন একসাথে চা খেতে খেতেই প্ল্যানটা করে ফেলুন.. দেখবেন বেঁচে থাকার আরো অনেকগুলো কারণ খুঁজে পাবেন ❣️