20/08/2025
এলাকার মাঠের সবচেয়ে ভালো খেলোয়াড়গুলারে একসময় বিদেশ চলে যেতে হয় । কয়েক বছর আর হাতে ব্যাট থাকে না, পায়ে ফুটবল থাকে না , কাজ থাকে শুধু ।
প্রত্যেকদিন নিয়ম করে বিকেলে মাঠে আসা ভাইটা রোজ নিয়ম করে কাজে ডুবে থাকে । কাল কত রান করলে প্রেস্টিজ ঠিকঠাক থাকবে, কত গোল করলে সহজে জেতা যাবে , ভাবতে থাকা মানুষটা ভাবে কাল কত টাকা পাঠাইলে এই মাসটা পরিবারের চলে যাবে ।
কখনো কখনো খেলা নিয়া ভাবলে দুঃখ হয় । বন্ধুদের কল দিয়ে বলা যায় সে দুঃখের কথা।
তারপর কয়েকবছর পর আবার যখন দেশে ফিরে পুরনো টানে মাঠে আসে , বল করতে যায় , বল ওয়াইড হয়। লাইন নেই।
ব্যাট করতে গেলে ব্যাট চালানোর আগে বল চলে যায় । শরীর ভারী হয়ে গেছে ।
ফুটবল মাঠে একটু দৌঁড়াইলেই ক্লান্ত হয়ে যায় শরীর।
তারপর ভাই হয়তো হাসতে হাসতেই বলে উঠে,
' আগের সেই দিন কি আর আছে...
মনে প্রতিধ্বনি তুলে কথাটা আবার ফিরে আসে, আগের সেই দিন কি আর আছে... দিন হারাইছে। '