Sadia Yeasmin Rima

Sadia Yeasmin Rima Sunshine & Smile Always �. Success is the best Revenge �
(3)

16/10/2025

ভালো থাকুক ভালোবাসা অন্য কারো ছোঁয়ায় -
আজ তাকে যে বেঁধে রাখে কাজল চোখের মায়ায়!!

01/10/2025

~ সৌন্দর্য দিয়ে ভালোবাসা যায় না, ভালোবাসা হয় সম্মান,সততা, বিশ্বাস আর যত্নে!🖤🖇️🌸

30/09/2025

০১.১০-মরীচিকা
💔💔💔

30/09/2025

মানুষ মুক্ত খুঁজতে গিয়ে খাঁটি সোনা হারায়।আর পরবর্তীতে পায় চকচকে লোহা যা কিছুদিন পরেই মরিচা ধরে যায়।।

“তোমার অবহেলা আমাকে শিখিয়েছে—নিঃশব্দে দূরে চলে যাওয়ায় হলো সবচেয়ে বড় শাস্তি!”
19/09/2025

“তোমার অবহেলা আমাকে শিখিয়েছে—নিঃশব্দে দূরে চলে যাওয়ায় হলো সবচেয়ে বড় শাস্তি!”

মাঝে মাঝে নিজেকে ইচ্ছা করে নদীর মাঝে ভাসিয়ে দিতে। যেখানে নদীর মতো আমার ও শেষ সীমানা হবে সমুদ্রে!!
14/09/2025

মাঝে মাঝে নিজেকে ইচ্ছা করে নদীর মাঝে ভাসিয়ে দিতে। যেখানে নদীর মতো আমার ও শেষ সীমানা হবে সমুদ্রে!!

ভোরের কুয়াশা আর সোনালী রোদ যেমন মনকে জুড়িয়ে দেয়,তেমনি আজকের সকাল হোক প্রশান্তিময়!!
14/09/2025

ভোরের কুয়াশা আর সোনালী রোদ যেমন মনকে জুড়িয়ে দেয়,তেমনি আজকের সকাল হোক প্রশান্তিময়!!

অনেক সুন্দর একটা মহূর্ত 🖤🖤
13/09/2025

অনেক সুন্দর একটা মহূর্ত 🖤🖤

06/09/2025

যার হৃদয়ে আমার কোনো জায়গা হলো না, সে হয়তো বড় হৃদয়বান। তাই আমার ক্ষুদ্রতম ভালোবাসা তার- বৃহত্তর হৃদয়ে বিন্দুমাত্র ছাপ ফেলতে পারেনি।

05/09/2025

হুমায়ূন আহমেদ বলেছিলেন, “অপেক্ষা হচ্ছে শুদ্ধতম ভালোবাসার বহিঃপ্রকাশ, যার অপেক্ষা যত দীর্ঘ তার ভালোবাসা তত শুদ্ধ, তত গভীর।”

আমি আমার তুমুল প্রেম, আমার তীব্র ভালোবাসা, আমার চাওয়া–পাওয়া, আমার অনুভূতি, আমার আবেগ, আকুতি কতখানি শুদ্ধ তা বিপরীতে থাকা মানুষটাকে বোঝানোর জন্য বহুদিন অপেক্ষা করেছি।
আমি তাকে পেতে গিয়ে নিজেকে এমনভাবে হারিয়েছি, ইতিপূর্বে এমনভাবে পৃথিবীর আর কেউ নিজেকে হারায়নি। নিজের মূল্য বোঝাতে গিয়ে তার কাছে নিজেকে এত ছোট করেছি যে এখন নিজের দিকে তাকালে ঘৃণায় শরীর শিরশির করে ওঠে।
আমি ভেঙেছি প্রতিদিন। আমি ক্ষয়ে গেছি নীরবে, নিভৃতে, প্রতি মুহূর্তে। কিঞ্চিৎ ভালোবাসার লোভে, একটুখানি ভালো থাকার বাসনায় আমি নিজেকে দিনে দিনে এমন দেউলিয়া করে ফেলেছি-যে দিকে হাত বাড়িয়েছি সেদিকেই পেয়েছি বিপুল শূন্যতা।
“ও আমায় ভালোবাসে—না কি বাসে না?” এই জটিল ধাঁধার উত্তর খোঁজা আমি একসময় বন্ধ করে দিলাম। শামুকের মতো গুটিয়ে নিলাম নিজেকে, ফিরিয়ে নিলাম সমস্ত প্রার্থনা। আমি যেন হয়ে গেলাম সেই হৃদয়, যে হৃদয়ের কিছুই যায় আসে না। এই যে নিজেকে নিয়ে একা একা ফিরে আসা, এই ফিরে আসাটা এত সহজ ছিল না। কষ্ট হয়েছে, পাড়ি দিতে হয়েছে অসংখ্য কাঁটাভরা পথ।
তবুও—
কোনো কোনো উত্তরী হাওয়া বইতে থাকা হিমশীতল সন্ধ্যায় বুক ভারি হয়ে ওঠে, চোখের পাতা কেঁপে ওঠে কী যেন এক বেদনায়, একটা উত্তরহীন প্রশ্ন হৃদয়ের এফোঁড়–ওফোঁড় ছিদ্র করে চলে যায়, “ও আমায় ভালোবাসল না কেন? আমি কি ভালোবাসার মত মানুষ না? আমাকে বুঝি ভালোবাসা যায় না?...

Address

Rajshahi
6100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sadia Yeasmin Rima posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category