School Life 2.0

School Life 2.0 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from School Life 2.0, Digital creator, Rajshahi.

digital creator
আসসালামু আলাইকুম আমার পেজে আসার জন্য সবাইকে ধন্যবাদ 🫶👍👍
সবাইকে আনন্দ দেওয়ার জন্য ভিডিও গুলো বানানো, আসলে বাস্তবের সাথে কোন মিল নাই।
ইস্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় এর সকল শিক্ষার্থীদের ভিডিও পেতে,,,,,, পেজটি ফলো দিয়ে রাখুন🙏🙏🙏🇧🇩

14/09/2025

যদি বউ সাজো গো, ফুল ভিডিও❤️❤️❤️

“একটা মেয়ে তার boy friend কে জিজ্ঞেসাকরলোঃ--আচ্ছা অন্য কারো সাথে আমার বিয়েহয়ে গেলে তুমি  কি করবে?--ছেলেটা উত্তর দিলো,...
10/06/2025

“একটা মেয়ে তার boy friend কে জিজ্ঞেসা
করলোঃ
--আচ্ছা অন্য কারো সাথে আমার বিয়ে
হয়ে গেলে তুমি কি করবে?
--ছেলেটা উত্তর দিলো, ভুলে যাবো
ছেলেটার উত্তর শুনে মেয়েটি রাগে
অন্যদিকে মুখ ঘোরালো।

ছেলেটি আবার বললঃ
--তুমিও আমাকে ভুলে যাবে, এটা সবচেয়ে
বড় কথা। আমি যত দ্রুত তোমাকে ভুলে
যাবো। তার চেয়েও বেশি দ্রুত
তুমি আমাকে ভুলে যাবে।

প্রেমিকা প্রশ্ন করলোঃ
--কি রকম?
ছেলেটি বলতে শুরু করলঃ
"মনে করো বিয়ের প্রথম তিনদিন তুমি এক
ধরনের ঘোরের মধ্যে থাকবে। শরীরে
গয়নার ভার, মুখে মেকআপ এর প্রলেপ,
চারেদিক থেকে ক্যামেরার ফ্লাশ,
মানুষের ভিড়। তুমি চাইলেও তখন আমার
কথা মনে করতে পারবে না। ''আর আমি তখন
তোমার বিয়ের খবর পেয়ে হয়ত কোন বন্ধুর
সাথে উল্টাপাল্টা কিছু খেয়ে পরে
থাকবো। আর একটু পর পর তোমাকে
হৃদয়হীনা বলে
গালি দিবো। আবার পরক্ষনেই পুরাতন
স্মৃতির কথা মনে করে বন্ধুকে জড়িয়ে ধরে
কাঁদবো। "বিয়ের পরের দিন তোমার আরো
ব্যস্ত সময় কাটবে। স্বামী আর মিষ্টির
প্যাকেট, এই দুটো হাতে নিয়ে তুমি
বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় ঘুরে
বেড়াবে।

আমার কথা তখন তোমার হঠাৎ হঠাৎ মনে
হবে। এই যেমন স্বামীর হাত ধরার সময়, এক
সাথে রিক্সায় চড়ার সময়। আর আমি তখন
ছন্নছাড়া হয়ে ঘুরে বেড়াব। আর বন্ধুদের
বলবো, বুঝলি দোস্ত, জীবনে প্রেম
ভালোবাসা কিছুই নাই। "পরের একমাসে
তুমি হানিমুনে যাবে, নতুন বাসা পাবে,
শপিং, ম্যাচিং,শত প্লান, আর স্বামীর
সাথে হালকা মিষ্টি ঝগড়া। তখন তুমি
বিরাট সুখে,
হঠাৎ আমার কথা মনে হলে ভাববে, আমার
সাথে বিয়ে না হয়ে বোধ হয়
ভালোই হয়েছে। আমি ততদিনে বাপ, মা,
বন্ধু কিংবা বড় ভাইয়ের ঝাড়ি খেয়ে
মোটামোটি সোজা হয়ে গিয়েছি।
ঠিক করেছি কিছু একটা করতে হবে,
তোমার চেয়ে একটা সুন্দরী মেয়ে বিয়ে
করে
তোমাকে দেখিয়ে দিতে হবে।

সবাইকে বলবো, তোমাকে ভুলে গেছি।
কিন্তু তখনও মাঝরাতে তোমার
এসএমএসগুলো বের করে পড়বো আর
দীর্ঘশ্বাস ছাড়ব। "পরের দুই বছর পর তুমি
আর কোন প্রেমিকা কিংবা
নতুন বউ নেই। মা হয়ে গিয়েছো।
পুরাতন প্রেমিকের স্মৃতি, স্বামীর আহ্লাদ,
এসবের চেয়েও বাচ্চার ডায়াপার, পিটার
এসব নিয়ে বেশি চিন্তিত থাকবে।

অর্থাৎ তখন আমি তোমার জীবন থেকে
মোটামুটি পারমানেন্টলি ডিলিট হয়ে
যাবো। এদিকে আমিও একটা কাজ পেয়েছি।
বিয়ের কথা চলছে। মেয়েও পছন্দ হয়েছে।
আমি এখন ভীষণ ব্যাস্ত।

এবার সত্যিই আমি তোমাকে ভুলে
গিয়েছি।শুধু রাস্তা ঘাটে কোন কাপল দেখলে
তোমার কথা মনে পড়বে। কিন্তু তখন আর
দীর্ঘশ্বাসও আসেবে না।

এতদূর পর্যন্ত বলার পর ছেলেটি দেখলো
প্রেমিকা ছলছল চোখ নিয়ে
ছেলেটির দিকে তাকিয়ে আছে।মুখে কোন কথা নেই। ছেলেটি ও চুপচাপ।
একটু পর প্রেমিকা বললোঃ
"তবে কি সেখানেই সব শেষ?ছেলেটি বলল, না।

কোন এক মন খারাপের রাতে তোমার
স্বামী নাক ডেকে ঘুমুবে। আমার বউও ব্যস্ত
থাকবে নিজের ঘুম রাজ্যে।শুধু তোমার আর আমার চোখে ঘুম থাকবেনা। সেদিন অতীত আমাদের দুজনকে নিঃশ্বদে কাঁদাবে। সৃষ্টিকর্তা ব্যাতিত যে কান্নার কথা কেউ জানবেনা
((সংগৃহিত))

10/06/2025

এগিয়ে যাও পাশে আছি ইনশাল্লাহ সফলতার পথে আমরা সবাই হাটবো ওকে

এই ঈদে 🌙ভুড়ি করেনি এমন কোন মেয়ে💃🏽🧕🏽 সারা বাংলাদেশ খুঁজলে পাওয়া যাবে না😎
08/06/2025

এই ঈদে 🌙ভুড়ি করেনি এমন কোন মেয়ে💃🏽🧕🏽 সারা বাংলাদেশ খুঁজলে পাওয়া যাবে না😎

🥀প্রেম করছো নিজের ইচ্ছায়.!👇🏽👇🏽👇🏽👇🏽হোটেলে se'x করছো নিজের ইচ্ছায়।প্রেমিকের সাথে যখন,তখন ফোনে সে'ক্স করছো।সেটাও নিজের ইচ...
07/06/2025

🥀প্রেম করছো নিজের ইচ্ছায়.!👇🏽👇🏽👇🏽👇🏽
হোটেলে se'x করছো নিজের ইচ্ছায়।প্রেমিকের সাথে যখন,তখন ফোনে সে'ক্স করছো।সেটাও নিজের ইচ্ছায়।ডেটে গেলে শরীরের,জায়গায় জায়গায় হাত দিতে দিচ্ছো নিজের ইচ্ছায় ।কাওকে জিজ্ঞেস কর নাই,,,,,কাজটা কি ঠিক না বেঠিক..? দিন শেষে প্রেমিক তোমাকে ছেঁকা দিয়ে চলে গেল,,,,,!!!এখন তোমার মাথায় বুদ্ধির উদয় হয়েছে,, এখন বলছো,,, পৃথিবীর সব ছেলেরাই খারাপ...!
"""""তুমি যে খারাপ ছেলেটাকে বেছে নিয়েছিলে,তা তো বলো না! তোমাদের তো এসব লুচ্চা ছেলেরাই পছন্দ,যারা লুতু পুতু কথা বলে মেয়ে পটাতে পারে,,,,,,কখনো কি বুঝার বা জানার চেস্টা করছো,,,,একজন ছেলের পার্সোনালিটি বলতে কি বুঝাই?? যে ছেলে তোমার পিছে পিছে ঘুরে, তোমাকে ইম্প্রেস করছে তার কি ভরসা, যে সে অন্য মেয়ের পিছে ঘুরবে না? কিন্তু না এসবের পর ও ,,তুমি যে নিজেই তার হাতে তোমার মূল্যবান সম্পদ তুলে দিয়ে, তার কাছে তোমাকে সস্তা করে দিয়েছো,, তা আর স্বীকার করবে না। ওই ছেলে নিশ্চিত বাহিরে বলে বেরাবে "ওই মেয়েটা ভালো না, আমিও করছি,,! এই কথা তো আর মিথ্যা না,,,,!!!
তাকে এই কথা বলার সুযোগ দিলো কে? তুমিই তো নাকি???এরপর পুরুষ জাতিকে গালি দিয়ে,,, বাবা-মা এখন যার সাথে বিয়ে দিবে,,,তাকেই বেচে নিয়ে চুপ থাকবে,,,!!! তোমার এই ব্যবহৃত শরীরকে, সতীত্বের মিথ্যা মোড়কে পেচিয়ে,,,, তাকে উপহার দিবে,,,,!!!!
হ্যা বাবা-মা যা করে সন্তানের ভালোর
জন্যেই করে...!

যে ছেলেটিকে বিয়ে করে জীবন কাটিয়ে দিবে সেও একটি পুরুষ।মেয়েদের কাছে আশা করবো সুধু সুন্দর প্লেবয় টাইপ ছেলেদের বয়ফ্রেন্ড না বাছাই করে,
বাবা-মার পছন্দে বিয়ে করবো এতে শান্তি হবে ..!

"""""""""""""""""""""""""""""""""""""""""""
এই লেখাটা হয়তো অনেকের কাছেই
ভালো লাগবে না,,,,,,,,,,,!!!!
→ দয়া করে ক্ষমা করবেন.... ।।

একটা মনের মত বন্ধু চাই 🫶🏽🫶🏽🫶🏽কেউ বন্ধু হবা 🥰🥰🥰
22/05/2025

একটা মনের মত বন্ধু চাই 🫶🏽🫶🏽🫶🏽
কেউ বন্ধু হবা 🥰🥰🥰

এরপরও যদি পছন্দ না হয় তাহলে বুঝবো আপনার.............. ভালো না🥰🥰🥰🥰🥰
18/05/2025

এরপরও যদি পছন্দ না হয় তাহলে বুঝবো আপনার.............. ভালো না🥰🥰🥰🥰🥰

07/05/2025

হিন্দি গানের সাথে, অনেক সুন্দর একটি নাচ,,👌👌হয়েছে👌🫣🫣
এই রকম ভিডিও পেতে আমাকে ফলো করুন🙏🏽

সকলকে পড়ার অনুরোধ জানাচ্ছি,🙏🏽🙏🏽🙏🏽বিঃদ্রঃ কথালগুলো নারীদের উদ্দেশ্য হলেও, নারী পুরুষ উভয়ের জন্যই শিক্ষণীয়।❤️🥀নারীর লজ্জা...
07/05/2025

সকলকে পড়ার অনুরোধ জানাচ্ছি,🙏🏽🙏🏽🙏🏽
বিঃদ্রঃ কথালগুলো নারীদের উদ্দেশ্য হলেও, নারী পুরুষ উভয়ের জন্যই শিক্ষণীয়।❤️

🥀নারীর লজ্জা হচ্ছে লজ্জাবতী গাছের মতো।
হাত লাগলেই শেষ। সেটা স্বামীর হাত হোক বা অন্য কোন পুরুষের। এই হাত লাগা মানে শুধুই শারীরিক স্পর্শ না, একজন পুরুষের সঙ্গতায় ও নারীর লজ্জা কেটে যায়।

যে মেয়ে যত বেশি পুরুষের সংস্পর্শে যাবে, তার লজ্জা তত কমবে। যেমন চিত্র নায়িকারা, ওরা শুধু ব্রা-পেন্টি পরে অর্ধনগ্ন দেহ নিয়েও পুরুষের সামনে ঘুরতে দ্বিধা করে না। কারন- পুরুষের মাঝ থেকে চক্ষু লজ্জা উঠে গেছে তাদের। অথচ কনজারভেটিভ ফ্যামিলির একটা মেয়েকে ওড়না ছাড়া দাঁড়াতে বললেও সে লজ্জায় মরে যাবে।

আর ইদানীং ফেসবুক এই লজ্জা নিবারণের বড় মূখ্য ভূমিকা পালন করছে।

উদাহরণঃ
ফেসবুকে বন্ধু বেশি। আর অতি আধুনিক মেয়েরা ছেলে বন্ধুদেরর সঙ্গে পিরিয়ড নিয়ে কথা বলে। ফ্ল্যার্ট করতে গিয়ে শরীর নিয়ে নগ্ন কথা বলে।
আর মাইন্ড করলে বলে ''জাস্ট কিডিং, টেক ইট ইজি"।
এই ইজিলি নিতে নিতে সেসব অশালীন বিষয় আর
অশালীন লাগে না। মানে লজ্জা শেষ!

আবার এখন ফেসবুকে প্রেমিক বেশি! কেউ প্রেমে পড়েছে তো প্রেমিক রোমান্সের ছলে অশ্লীল কথা বলে।
একদম স্বামীর মতো। এরপর ব্রেকআপ হয়। আবারও কারও প্রেমে পড়ে। আর আবারও চুম্মা-চাটি আরও কত কী করে! অতঃপর আবারও ব্রেকাপ! তখন লজ্জা-শরমের মাথা খেয়ে মেয়েটা এক সময় নির্লজ্জ হয়ে যায়। অশ্লীল প্রেম নারীর লজ্জাশীলতাকে গ্রাস করে ,
ফলে- নির্দিষ্ট একজন পুরুষের প্রতি আকর্ষণটা বিলীন হয়ে যায়।
জাগে বহু পুরুষের স্বান্নিধ্য পাওয়ার ইচ্ছা।

একজন নারীর কাছে পুরুষের উপস্থিতি হচ্ছে ইয়াবার মত। প্রথমে একটা খেলেই পিনিক আসে। পরে ২০-২৫টা খেলেও কাজ হয় না। ব্যাস!
এক সময় পুরুষের প্রতি তার আর ফিলিংস কাজ করে না। প্রেমিকের ভালোবাসা তার কাছে পানসে লাগে। একটার পর একটা পুরুষ বদল করে। কিন্তু স্থির হতে পারে না কোনোটাতেই। জানা-শোনা শেষ হলেই আর ভালো লাগে না কাউকে। বোরিং লাগে। কারণ, ডিফারেন্ট টেস্ট নিতে নিতেই তার ভালোবাসার অনুভূতিই শেষ। তখন বর্তমান হয়ে যায় এক্স। তারপর আবারও খোঁজা শুরু নতুন মুখ, নতুন প্রেমিক।

আগে মুরব্বীরা বলতেন, বিয়ের পরে মেয়েদের লজ্জা
কমে। বাচ্চা হওয়ার পরে আরও কমে যায়। তখন আমি বুঝতাম না। ভাবতাম লজ্জা 'ফোঁড়ার' মতো কিছু।
বিয়ের পরে গলে যায়।
কিন্তু এখন বুঝি। আগে মেয়েদের কাছে স্বামীই ছিল পুরুষ। তাই বিয়ের পরের কথা এসেছে। এখন বিয়ে লাগে না, পুরুষের কাছে আসতে ফেসবুক হলেই চলে। এখন ফেসবুক-ই সেই স্বামীর ভূমিকা পালন করে।
যাইহোক, সবশেষে নারীদের মাথায় রাখা উচিতঃ
এভাবে বাসা বদলের মতো প্রেমিক বদলের খেলাটা
নিজেকে খুবই সহজলভ্য করে দেয়। আর যে জিনিস সহজে পাওয়া যায় তার কদর থাকে না। সৃষ্টি কর্তা কে ভয় করে এই সব অনৈতিক কাজ থেকে বেরিয়ে আসুন

লেখাটি না বুঝলে আরেকবার পড়ুন। তবুও না বুঝলে মাথা খাটিয়ে একটু ভাবুন, তারপর মন্তব্য করুন।

বিঃদ্রঃ কথালগুলো নারীদের উদ্দেশ্য হলেও, নারী পুরুষ উভয়ের জন্যই শিক্ষণীয়।

(হ্যাপি রিডিং❤️)

⚠️ছবিটি ও লেখা সংগৃহিত⚠️

আমি ভুল করে কাঁদি      - ভুলেই বাধি ঘর..!🤕😔আমার সমস্ত ভুলের তো    - আমি নিজেই কারিগর..!❤️‍🩹💯📝📝📝
06/05/2025

আমি ভুল করে কাঁদি
- ভুলেই বাধি ঘর..!🤕😔
আমার সমস্ত ভুলের তো
- আমি নিজেই কারিগর..!❤️‍🩹💯📝📝📝

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when School Life 2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share