
28/03/2025
শবে ক্বদরের রাতটাতে আমার খালি ভয়ার্ত আবু বকরের কথা মনে পড়ে।
হিজরতের ঘটনা জানাজানি হওয়ার সাথে সাথেই মক্কার কুরাইশরা নবিজী (সা:) এর মাথার দাম ঘোষণা করলো। জীবিত বা মৃত, যে কোনভাবে মুহাম্মদ (সা:) কে এনে দিতে পারলেই মিলবে বিরাট টাকার পুরস্কার।
পুরস্কারের ঘোষণা শুনে সমস্ত আরবের টার্গেট হলো একটাই, মুহাম্মদ(সা:) কে ধরতেই হবে। শুধু মক্কার লোকজন না, বরং বেদুঈনরাও ছড়িয়ে পড়লো মরুভূমিতে।
এই অবস্থায়, তিনদিন লুকাইয়া থাকার পর নবিজী (সা:) আবু বকরকে নিয়ে বের হয়ে চলতে শুরু করলেন।
নবিজীর একটা চমৎকার গুণ ছিলো, তিনি ছিলেন চূড়ান্ত লেভেলের কুল হেডেড পার্সন। ঐ অবস্থাতেও তিনি খুব নির্ভার ছিলেন।
আবু বকর আবার পেরেশান ছিলেন কিছুটা।
ভয়ে, আতঙ্কে বারবার পিছনে তাকাচ্ছিলেন। অবশ্য তাঁর এই পেরেশানি যতটা না নিজের জন্য ছিলো, তারচে বেশি ছিলো নবিজীর জন্যই।
তো, নবিজী আবু বকরের এই বারবার পেছনে তাকানোটা লক্ষ্য করে বললেন, ভয় পেও না আবু বকর, আল্লাহ আমাদের সাথেই আছেন।
আমরাও আসলে একটা তাড়া খাওয়া জেনারেশন। স্পিরিচুয়ালি এতোটা বাজে সময় মানুষ আর কখনও পার করেছে কি না, সন্দেহ। আমরা আক্ষরিক অর্থেই ধর্মেও আছি, জিরাফেও আছি। আমরা নামাজ পড়ি আবার গান শুনি। আমরা ভালো কাজও করি, আবার মন্দ কাজও করি। জুমার নামাজে পাঞ্জাবী পরে যাই, আবার কনসার্টেও আনন্দ নিয়েই যাই।
যারা প্র্যাকটিসিং তাদের কথা বলছি না। আমাদের মতো সাধারণ পোলাপাইনের কথাই বলতেসি আমি।
তো আমরাও আসলে মরুভূমির মধ্যে বিভ্রান্ত হয়ে ঘুরতেসি। আমাদের পেছনে তাড়া করতেসে আধুনিকতা, তাড়া করতেসে ক্যাপিটালিজম, তাড়া করতেসে মিডিয়া, তাড়া করতেসে ধর্মও।
আমরা না পারতেসি খুব ভালো মানুষ হইতে আবার না পারতেসি এই ভালো হতে না পারার আফসোস থেকে মুক্ত হতেও।
আমরা ভয় পাই। আমরা বিভ্রান্ত হই। তারপর রমজান আসে। শবে ক্বদর আসে। তাড়া খাওয়া অসহায় আমরা জায়নামাজে বসি। বিভ্রান্ত। দিকভ্রান্ত। নিশ্চল।
আল্লাহ তাআলা নাইমা আসেন প্রথম আসমানে।
ঝিরিঝিরি বাতাস বয়ে যায়। গাছগুলোও যেন অবনত হয় সেজদায়।
পাপী বান্দা হয়ে আমি জায়নামাজে দাড়াই, বছর ভর বয়ে চলে পাপের বোঝা আমাদের পিঠে হিমালয় হয়ে চেপে বসে। আমার ক্লান্ত লাগে। ঠিক আবু বকরের মতোই।
আমরা বারবার পেছনে তাকাই। অন্ধকারে হারিয়ে যাওয়ার ভয়ে শিউরে উঠি।
ঠিক তখনই দখিনা হাওয়ায় ভেসে আসে নবিজীর সেই কথাটা, ভয় পেয়ো না আবু বকর, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন।
আমার ভয় কাইটা যায়। মনে হয়, না আমি একা না। সূরা দুহা পড়ি। আল্লাহ বলতেছেন, তিনি আপনাকে ছেড়ে যাননি। আপনাকে ত্যাগও করেননি।
ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা।
নিশ্চয়ই তোমার পরবর্তী জীবন পূর্বের জীবনের চে সুন্দর হবে।
এই একটা লাইন। আমাদের সব দুঃখ, কষ্ট, না পাওয়া দূর করে দেয়। আমাদের পরের এক বছর বেঁচে থাকার শক্তি দিয়ে যায়।
আমরা বেঁচে থাকি। বেঁচে থাকি আল্লাহর পাহাড়সম রহমতের এক রাতকে বুকে ধরে।
"তুমি কি জান শবে কদর কী? শবে কদর এক হাজার মাস অপেক্ষাও শ্রেষ্ঠ।" (৯৭:২)
- সাদিকুর রহমান খান