Munzia

Munzia A man's maturity isn't defined by his age, but by the experiences life puts him through — and the deeper the pain, the greater the growth.

আমরা অনেকেই মুখে বলি, “ভালো মানুষদের কদর নেই এই সমাজে।”কিন্তু কখনও কি ভেবে দেখেছি, ভালো মেয়েদের ক্ষেত্রে এই কথাটা কতটা ন...
10/08/2025

আমরা অনেকেই মুখে বলি, “ভালো মানুষদের কদর নেই এই সমাজে।”
কিন্তু কখনও কি ভেবে দেখেছি, ভালো মেয়েদের ক্ষেত্রে এই কথাটা কতটা নির্মমভাবে সত্যি?

ভালো মেয়েরা মানেই কি মুখ চেপে থাকা?
তাদের কষ্ট নেই?
তাদের কোনো ইচ্ছা নেই?
না, সবই থাকে। শুধু তারা সেটা জোরে বলে না।

তারা চায় না দামি উপহার,
চায় না প্রতিদিনের বাহারি সাজ।
তারা শুধু চায়—একটু সম্মান, একটু যত্ন,
তাদের অনুভূতিগুলো কেউ একটু বুঝুক।

যে মেয়ে নিজের জন্য কিছু চায় না,
সে মেয়েটাই একদিন অবহেলার বোঝা বইতে বইতে ভেঙে পড়ে।
যে মেয়ে বাবার কাছে কখনো হাত খরচ চায়নি,
তাকে কখনোই কেউ নিজে থেকে কিছু দিতে চায় না।
যে স্ত্রী মুখ ফুটে নিজের কষ্ট বলে না,
তার অসুস্থতা, দুঃখ, একাকিত্ব — সব কিছুই ‘নাটক’ বলে উড়িয়ে দেওয়া হয়।

কারণ কী?
কারণ সে তো কখনো দাবি করেনি কিছু!
তাহলে এখন কীসের অভাব?

এ সমাজ “ত্যাগ” বোঝে না, “আবেগ” বুঝে না।
এই সমাজ বোঝে — চাও তো দাও, বলো তো পাও।
যারা চুপ থাকে, তারা যেন মানুষ নয়, অনুভূতিহীন পাথর।

আর একদল মেয়ে আছে—
যারা চায়, জোরে বলে, দাবি তোলে।
তাদের কাছে সমাজ নিজেই হার মেনে যায়।
তাদের সখের ফোন, নতুন জামা, পার্লারের বিল—সবই "প্রয়োজন" হিসেবে মেনে নেয়।
কারণ তারা শিখে গেছে—নিজেকে দামি প্রমাণ না করলে, কেউ তোমাকে গুরুত্ব দেবে না।

অন্যদিকে যে মেয়েটি চায় কেউ একটু মনের যত্ন করুক,
জীবনের কঠিন সময়েও কেউ একজন হাতটা না রাখুক,
কোন ভয় ছাড়াই একটা শান্ত বুকে নিঃশ্বাস ছাড়তে চায়
কিন্তু এসব শুধু চাওয়াতে থাকে পুর্ণতা পায় না
সে দিনের পর দিন শুধু না-পাওয়া নিয়ে বাঁচে।
তার হাসির আড়ালে জমে থাকা কান্না কেউ দেখে না।

এই সমাজ ভালো মেয়েদের “সহজলভ্য” ভাবে।
আর যারা সহজলভ্য, তারা কখনো গুরুত্ব পায় না।

তাদের যন্ত্রণা — "ও তো কষ্ট সহ্য করতে পারে।"
তাদের ইচ্ছা — "ও তো এমনিতেই কিছু চায় না।"
তাদের ভালোবাসা — "ও তো নিজের জন্য কিছুই করে না।"

কিন্তু জানো তো,
তারা অভ্যস্ত হয়ে গেছে চুপ করে থাকার,
অভ্যস্ত হয়ে গেছে নিজের মূল্য নিজেই বোঝার।

তাই একটুখানি ভালোবাসা,
একটু বোঝার চেষ্টা,
একটুখানি যত্ন—এই মেয়েগুলোর খুব দরকার।

কারণ তারা যা দেয়, তার অনেকটুকুই নিঃস্বার্থ।
আর এই নিঃস্বার্থ ভালোবাসা…
আজকের দিনে সবচেয়ে বেশি মূল্যবান।
~Munzia~
10-08-25
#ভালো_মেয়ে #নারীরসম্মান #নারীর_যন্ত্রণা #নারীর_অধিকার

05/08/2025

জুলাই, ২০২৪।
বাংলাদেশের রাজপথ তখন শুধুই ধুলা আর ধোঁয়ায় আচ্ছন্ন নয়—
সেই রাস্তাগুলো ছিল তরুণদের রক্তে ভেজা,
ছিল মায়ের কান্নায় নোনা, আর বাবার চোখের অপেক্ষায় দীর্ঘ।

তারা কেউ অস্ত্র নিয়ে নামেনি।
তারা এসেছিল দাবি নিয়ে,
আসছিল স্বপ্ন নিয়ে—
স্বচ্ছতা, ন্যায্যতা, আর ন্যায়ের একটি দেশ গড়ার স্বপ্ন।

কিন্তু রাষ্ট্রের মুখোশধারীরা বুঝেছিল অন্য ভাষা।
তারা বেছে নিয়েছিল বুলেট,
তারা সাজিয়েছিল টিয়ার গ্যাস আর লাঠিচার্জের ভয়াল দৃশ্য।

রাস্তায় পড়ে থাকত একটি একটি করে শরীর,
কেউ কেউ নিঃশব্দে শেষ শ্বাস ফেলে চলে যেত চিরতরে।
তবু কেউ পিছু হটেনি।

যে রক্ত মাটি ভিজিয়েছিল,
সেই মাটির গন্ধেই জন্ম নিয়েছে প্রত্যয়ের নতুন সকাল।
আর সেই সকাল এসেছে ৫ আগস্ট,
যেদিন স্বৈরশাসনের পতন হয়,
যেদিন জয় হয় গণতন্ত্রের, সাহসের, আর শহীদদের আত্মত্যাগের।

আজ, এই দিনে আমরা নতজানু হই না,
আমরা মাথা উঁচু করে বলি—
"বাংলাদেশ তোমাদের বুকের স্পন্দনেই আজো জেগে থাকে।"

"তোমাদের রক্তে লেখা ইতিহাস
তোমাদের চোখে দেখা আলো,
আজও আমাদের বুকে আগুন জ্বালে—
বাংলাদেশ আজও গায় সেই গান:
শহীদেরা হারায় না, তারা হয়ে থাকে প্রাণ।"
~Munzia~
05-08-2025

#জুলাইগণঅভ্যুত্থান



#গণতন্ত্রেরজন্য

#স্বপ্নের_বাংলাদেশ



01/08/2025

আজ সকালে আমাদের কারো ঘুম ভেঙেছে কফির ঘ্রাণে, কারো গরম ভাত আর ভুনা গরুর মাংসের ধোঁয়ায়।
আর গাজার হাজারো শিশুর ঘুম ভেঙেছে খালি পেট, শুকনো ঠোঁট আর মায়ের কাঁপা চোখের দিকে তাকিয়ে।

একটি পাঁচ বছরের শিশু—তিন দিন ধরে কিছু খায়নি।
তাকে জিজ্ঞেস করা হয়েছিল,
"তুমি কি ক্ষুধার্ত?"
সে বলেছিল,
"না আম্মু, আমি শুধু একটু পানি চাই... পেট ব্যথা করছে।"
না, এ কোনো কবিতা নয়।
এ বাস্তবতা—একটি জাতির ক্ষুধার ইতিহাস।

এই পৃথিবীতে যেখানে প্রতিদিন খাবার ফেলে দেওয়া হয় টন কে টন,
সেখানে গাজায় এখন একটি শুকনো রুটির জন্য মানুষ জীবন দেয়।
হাজারো শিশু ক্ষুধায় কাঁদে, কিছু নিঃশব্দে মরে যাচ্ছে—আমাদের না জানার আগেই।

দুর্ভিক্ষ কোনো গল্প নয়, গাজায় এটি বাস্তব।
প্যালেস্টাইনে এখন খাবার অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে।
দিনে প্রয়োজন ৫০০ ট্রাক সাহায্য, আসে মাত্র ২০–৩০টি।
মায়ের কোলে মারা যাচ্ছে তার দুধের শিশু, কারণ দুধ তো দূরের কথা, পানি নেই, ওষুধ নেই—ভাত নেই।

জাতিসংঘ বলেছে,
গাজা এখন “দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে” নয়,
বরং দুর্ভিক্ষের মাঝখানে দাঁড়িয়ে কান্না করছে।
দিনে ৫০০–৬০০ ট্রাক খাদ্য লাগলেও পৌঁছায় মাত্র কয়েকটি।
কত মা চোখের জল গিলে সন্তানকে ঘুম পাড়ায়—
কেবল এই আশায়, ঘুমে যেন ক্ষুধা ভুলে যায় সে।

রুটির এক টুকরোর জন্য মানুষ গুলি খাচ্ছে,
সহায়তা কেন্দ্রের সামনে দাঁড়িয়ে থেকেও পাচ্ছে না এক চামচ ভাত।
শুধু মৃত্যু, আর মৃত্যু।
তাও নিঃশব্দে, ক্যামেরার বাইরে, ‍বিশ্বের নির্লজ্জ নীরবতায়।

#গাজা_ক্ষুধার্ত #মানবতার_ডাক #ক্ষুধার্তমানবতা #ভাতচাই_গাজায় #একটু_ভাত_একটু_ভালোবাসা

21/07/2025

একটি বিমানের জায়গা ছিল ইতিহাসের জাদুঘরে।
কিন্তু সেটিকে ঝাঁকুনি দিয়ে তুলে আনা হলো আবার আকাশে—
না গুনে, না ভেবে, না বুঝে।

পুরোনো যন্ত্র, জংধরা শরীর আর ফুরিয়ে যাওয়া সামর্থ্য নিয়েই তাকে বলা হলো ‘প্রশিক্ষণের বাহন’।
আর সেই আকাশ থেকেই একদিন সে ঝাঁপিয়ে পড়লো শহরের বুকে—
শুধু একজন দক্ষ পাইলট নয়, কেড়ে নিলো আরও অনেক নিষ্পাপ প্রাণ,
যাদের অপরাধ ছিলো শুধু—ভুল জায়গায়, ভুল সময়ে থাকা।

এই ঘটনা দুর্ঘটনা নয়,
এটা আমাদের শাসনব্যবস্থার গায়ে জমে থাকা অপরাধের চিহ্ন।
যে বিমান উন্নত দেশগুলো বহু বছর আগেই বাতিল করেছে,
সেটিকেই আমাদের দেশের মাথারা তুলে ধরছে ভবিষ্যৎ তৈরির অস্ত্র হিসেবে।

এ কেমন রাষ্ট্র?
যেখানে প্রশিক্ষণের নামে স্রেফ লাশ ফেলা হচ্ছে বেসামরিক এলাকায়?
যে প্লেন উড়ার উপযুক্তই নয়,
তা কিভাবে মানুষের জীবন রক্ষা করবে?

এটা নিছক ব্যর্থতা নয়—
এটা দায়িত্বজ্ঞানহীনতার রক্তাক্ত ফল।
এটা পরিকল্পিত অবহেলা।
এটা ক্ষমতার সিঁড়িতে ওঠা দুর্নীতিবাজদের কৃতকর্ম,
আর তার শাস্তি পাচ্ছে সাধারণ মানুষ।

আজ প্রশ্ন উঠে—
এতগুলো প্রাণের হিসেব কে রাখবে?
এই অন্যায়ের জবাব কার কাছে চাইবো আমরা?
#বিমানবিধ্বস্ত #উত্তরা_বিধ্বস্ত #মাইলস্টোনদুর্ঘটনা
#প্রশিক্ষণবিমানদুর্ঘটনা #জবাবদিহি

21/07/2025

আরে ভাই, ছোট ছোট বাচ্চাদের ক্ষত-বিক্ষত, আগুনে জামা কাপড় ছিন্নবিচ্ছিন্ন, পোড়া,ঝলসে যাওয়া শরীরের ভিডিও কেন করছেন?? ভিডিও ধারণ না করে, আগে তাদেরকে সাহায্য করুন। আর যারা এ সব ভিডিও স্যোশাল মিডিয়াতে ছাড়ছেন, কেন ছাড়ছেন ভাই? কী লাভ আপনার? প্লিজ, এ সব ভিডিও দিয়েন না, এ সব দেখে দেখে হাজারো সন্তানের মা,বাবা,ভাই-বোন,আত্মীয়স্বজন নিতে পারতেছে না, অসুস্থ হয়ে পড়ছে, ট্রমায় ঢুকে যাচ্ছে। বরং পারলে আহত সোনা বাচ্চাদের হাসপাতাল নিতে,রক্ত দিতে,রক্তের ব্যবস্থা করতে নিজে সাহায্য করুণ,সাহায্য করতে মানুষকে আহবান করুন।
আল্লাহ মাইলস্টোনের কমলমতি বাচ্চাদের প্রতি সহায় হোন,হেফাজত করুণ।
তুমি মহান।

Shafiqul Al Mamun

21/07/2025

সবচেয়ে কষ্টের মৃত্যু আগুনে পুড়ে যাওয়া মৃত্যু কারণ শরীরের সমস্ত ব্যথার সিগন্যাল একসাথে দেওয়া শুরু করে

এখন পর্যন্ত কতজন মারা গেছে জানা যাচ্ছে না তাই কেউ ফেক নিউজ ছড়াবেন না আর সাথে AI কে ব্যবহার করা থেকে দূরে থাকুন এতে অনেক বিভ্রান্ত ছড়াচ্ছে। আরো একটা কথা ঘটনাকে চাপা দেওয়ার জন্য লাশ গুম এবং সংখ্যা লুকানোর মতন ঘটনা যেন না ঘটে সেই ব্যাপারে উপযুক্ত মহলের নিকট আহ্বান রইলো।
অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা অতীতের এই অসুস্থ সংস্কৃতির পুনরাবৃত্তি দেখতে চাই না
আল্লাহ সহায় হোন

The most painful death is burning alive, because the body starts sending all the pain signals at once.

So far, the exact number of deaths is unknown. Therefore, please do not spread fake news, and refrain from using AI to manipulate or create confusion. It is causing a lot of misinformation.
May Allah help us all.



#বিমানবিধ্বস্ত
#আল্লাহরহমত
#মর্মান্তিক
#গুজববন্ধকরুন
#এআইদুর্ব্যবহার
#পোড়ারকষ্ট
#আল্লাহসহায়
#সত্যখবর
#দুঃখজনক

12/07/2025

চুপ থাকলে আমরাই অপরাধী

নৃশংসভাবে একজনকে হত্যা করা হলো—পাথর দিয়ে মাথা থেঁতলে দেওয়া হলো। সমাজ দেখলো, ক্যামেরাবন্দী করলো, প্রতিবাদ করলো। কিন্তু ১৫ দিনের মাথায় ভেসে যাবে সব উত্তাপ, সবাই ফিরে যাবে ব্যস্ত জীবনে।

এক টিনেজার মেয়ে নিজের আত্মমর্যাদাকে এতটাই বড় করে দেখলো যে, নিজের জন্মদাতাদের বিরুদ্ধেই মামলা করলো।

আরেকজন টাকার লোভে নিজের জীবন বিসর্জন দিলো—প্রেমিকের প্রতারণায় প্রেগনেন্ট হয়ে এখন সোশ্যাল মিডিয়ায় 'সম্মেলন' করছে!

অন্যদিকে, SSC-তে দুই সাবজেক্টে ফেল করে একটি মেয়ে মাকে নিয়ে লাইভে এসে গর্ব করতেছে— “আমি ইউনিক, আমি ব্যতিক্রম!”

এভাবে হাজারো কাহিনী সামনে আসছে, আর সামনে আরও ভয়াবহ দৃশ্য অপেক্ষা করছে।
এগুলো নিছক আলাদা ঘটনা নয়, এগুলো একটি ধ্বংসের পূর্বাভাস।
মানুষের বিবেক ঘুমিয়ে যাচ্ছে, বুদ্ধি বিকৃতি ঘটছে, অনুভূতি মরে যাচ্ছে। সবাই কন্টেন্ট, ভাইরাল, লাইকের পেছনে ছুটছে।
এই বিকৃত সমাজের পেছনে জড়িয়ে আছে:

সোশ্যাল মিডিয়ার অসচেতন ব্যবহার

নেশার নানা রূপ (ড্রাগ, অর্থ, খ্যাতি, শরীর)

ভেঙে পড়া পারিবারিক কাঠামো

নৈতিক শিক্ষার অভাব

সাংবাদিকতার দায়হীনতা ও রাজনীতির শূন্যতা

তাহলে এসব থেকে কীভাবে মুক্তি হতে পারে?

১। পরিবারে ভালোবাসা, বন্ধুত্ব ও বিশ্বাসের পরিবেশ গড়ে তুলতে হবে।
শুধু উপদেশ নয়—শোনা, বোঝা ও পাশে থাকা দরকার। সন্তানকে শুধু নিয়ন্ত্রণ নয়, সাহচর্য দিতে হবে।

২। শিক্ষায় নৈতিকতা ও জীবনের আসল উদ্দেশ্য শেখাতে হবে।
শুধু পরীক্ষার জন্য পড়া নয়—জীবন গড়ার জন্য শিক্ষা দরকার। বিদ্যালয় ও কলেজে নৈতিক শিক্ষা, সহানুভূতি ও আত্মসম্মান শেখানো হোক।

৩। সোশ্যাল মিডিয়ার ব্যবহার হতে হবে দায়িত্বশীল ও সচেতন।
সব খবর ভাইরাল করার আগে ভাবতে শিখতে হবে—যেটা ভাইরাল করছি, সেটা সমাজ গড়ছে না ভাঙছে?

৪। সাংবাদিকতা হতে হবে মানবিক ও সত্যভিত্তিক।
সেন্সেশনাল হেডলাইন নয়, প্রগতিশীল ও মানবিক গল্প প্রচার হোক।

৫। সচেতন নাগরিক হিসেবে নিজের অবস্থান থেকে প্রতিবাদ ও পরিবর্তনের সূচনা করতে হবে।
রাস্তা-ঘাটে, অফিসে, পরিবারে—যেখানে অন্যায় দেখবো, মুখ ফিরিয়ে নয়, বিবেক জাগিয়ে রুখে দাঁড়াতে হবে।

৬। ধর্মীয় ও আধ্যাত্মিক মূল্যবোধের চর্চা করতে হবে নিজের মধ্যে।
যা শুধু রীতির মধ্যে সীমাবদ্ধ নয়, হৃদয়ের গভীরে প্রভাব ফেলে।

৭। প্রযুক্তি নির্ভর না হয়ে, সম্পর্ক নির্ভর জীবন গড়তে হবে।
ফোনের স্ক্রিন নয়—মানুষের চোখে চোখ রেখে কথা বলার সাহস ফিরিয়ে আনতে হবে।

এই পৃথিবীকে আমরা যেমন করছি, ভবিষ্যৎ তেমনই হবে। আজ এক পদক্ষেপ যদি সত্য, বিবেক ও নৈতিকতার দিকে ফেলতে পারি—আগামী প্রজন্ম বাঁচবে।

বাঁচার জন্য এখনই জেগে উঠতে হবে।
অন্যথায়, ধ্বংস শুধু ভবিষ্যতের নয়—এটা শুরু হয়ে গেছে, আজ থেকেই।
এই সমাজ আমাদের। ধ্বংস না করে, গড়ে তোলার দায় আমাদেরই।
আজ না জাগলে কাল হয়তো এই অন্ধকারে আমরা নিজেরাই হারিয়ে যাব।
~Munzia~
12-07-25
#সমাজ_পতন #মানুষ_নাকি_যন্ত্র #বিবেক_বাঁচাও #ভালোবাসা_ফিরিয়ে_আনি #নেশার_নির্বিচার #নৈতিকতা_ফিরুক #শিক্ষা_হোক_আলোকিত
#সমাজ_পতন #বিবেক_জাগো #নৈতিকতা_ফিরে_আসুক #সোশ্যাল_মিডিয়া_সচেতনতা #বাংলাদেশ_বাঁচাও

এই মুহূর্তে যা চাই, তা হলো একফোঁটা শান্তি—নিজের ভিতরের কোলাহল থামিয়ে, নিঃশব্দে বাঁচার অবকাশ। #নীরব_চলা  #আত্মসময়  #শান্...
04/07/2025

এই মুহূর্তে যা চাই, তা হলো একফোঁটা শান্তি—
নিজের ভিতরের কোলাহল থামিয়ে, নিঃশব্দে বাঁচার অবকাশ।

#নীরব_চলা #আত্মসময় #শান্তির_অন্বেষণ

"মস্তিষ্কের রোগ চোখে দেখা যায় না, কিন্তু সমাজকে ধ্বংস করে দিতে পারে।"আমরা শরীরের টিউমার, জ্বর, ডায়াবেটিস, হার্টের সমস্...
26/06/2025

"মস্তিষ্কের রোগ চোখে দেখা যায় না, কিন্তু সমাজকে ধ্বংস করে দিতে পারে।"

আমরা শরীরের টিউমার, জ্বর, ডায়াবেটিস, হার্টের সমস্যা—এসব নিয়ে কতটা চিন্তিত থাকি! ছোট্ট কোনো ব্যথা হলেও ছুটে যাই ডাক্তারের কাছে। এটা জরুরি, সন্দেহ নেই।

কিন্তু কবে ভেবেছি—মস্তিষ্কে জমে থাকা ঘৃণা, হিংসা, কুসংস্কার, গুজব, অহংকার, নেতিবাচক ভাবনা—এসব দূর করার কথা?
এসবই তো একেকটা মানসিক টিউমার, যা ধীরে ধীরে আমাদের মানবতা খেয়ে ফেলে, সমাজকে বিষাক্ত করে তোলে।

একটা অসুস্থ শরীর একা কষ্ট পায়।
কিন্তু একটা অসুস্থ চিন্তা পুরো সমাজকে কষ্ট দেয়।

তাই সময় এসেছে শুধু শরীর নয়, নিজের চিন্তাকেও শুদ্ধ করার।
সময়ের সাথে সাথে মন্দ চিন্তাকে অস্ত্রোপচারের মতো কেটে ফেলে দিতে হবে।
এই সমাজকে সুস্থ রাখতে চাইলে, আগে নিজেকে মনের দিক থেকে সুস্থ করতে হবে।

শরীরের চিকিৎসা ডাক্তার করে,
চিন্তার চিকিৎসা করতে হয় নিজের আত্মজিজ্ঞাসা দিয়ে।
~Munzia~
26.03.25

#চিন্তার_পরিবর্তন
#নেতিবাচকতা_দূর_হোক
#মনের_শুদ্ধতা
#সুস্থ_মানসিকতা
#সমাজের_আলো
#শরীর_না_মনের_চিকিৎসা







"তুমি কেমন করে সব সামলে নাও?" — এই প্রশ্নটা কেউ কখনো করে না।ছোটবেলা থেকেই শুধু একটা জিনিস শিখেছি—"সহ্য করা।"কান্না চেপে ...
24/06/2025

"তুমি কেমন করে সব সামলে নাও?" — এই প্রশ্নটা কেউ কখনো করে না।

ছোটবেলা থেকেই শুধু একটা জিনিস শিখেছি—"সহ্য করা।"
কান্না চেপে রাখতে, কষ্ট লুকিয়ে রাখতে, না চাইতে হাসতে শিখেছি।

এক সময় বাবা-মাও বুঝে ফেলল, আমি আর কারো ওপর নির্ভর করি না।
নিজেই অসুস্থ হই, নিজেই ভালো হয়ে যাই।
নিজেই ভেঙে পড়ি, আবার নিজেই জোড়া লাগাই।
নিজের কষ্টগুলো এমনভাবে লুকাতে শিখেছি, যেন কখনো ছিলই না।

কিন্তু, কখনো কি কেউ বুঝেছে, এই শক্ত মানুষটার ভেতরে কী পরিমাণ ভাঙাচোরা জমে আছে?
কখনো কি কেউ মাথায় হাত রেখে বলেছে—"তুমি একটু ক্লান্ত, তাই না?"
না, কেউ বোঝে না। কারণ সবাই ধরেই নেয়, "তুমি পারবে।"

আর এই ভাবনার মধ্যেই, তুমি একা হয়ে যেতে শিখে গেছো...
তুমি আর চাও না কেউ বোঝুক—তোমার কান্নার মানে কী?
তুমি চাও শুধু কেউ পাশে বসে থাকুক—শুধু থাকুক... কোনো প্রশ্ন না করেও।

এক সময় নিজেকেই প্রশ্ন করতে হয়—
"তুমি কেমন করে এতটা ত্যাগ শিখলে?"
কিন্তু উত্তর আসে না... শুধু বুকের ভিতর একটা ভার জমে থাকে,
যা কখনো কাউকে বলা যায় না।
~ Munzia ~
24-06-25

#নীরবতার_আড়ালে #ভেতরের_কান্না #একাকিত্ব #তবুও_বেঁচে_থাকা াঙা_মন

22/06/2025

Third
World War
মানব সভ্যতার আরো এক বিপর্যয়

21/06/2025

🌿 মস্তিষ্ককে জয় মানেই জীবনকে জয় 🌿

নিজের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করা—শুধু শক্তি নয়, এটা এক অসাধারণ ক্ষমতা।
সবাই পারে না… কারণ এই বিজয় আসলে বাইরের নয়, একান্তই ভেতরের।

দিনের পর দিন, আমরা কষ্টে ভেঙে পড়ি, হতাশায় ডুবে যাই, ভুলের দায়ে নিজেকেই অপরাধী বানাই।
কিন্তু যে ব্যক্তি নিজের মস্তিষ্ককে শাসন করতে পারে,
সে আর এসব কিছুর দাস থাকে না।
সে হয়ে ওঠে নিজের অনুভবের রাজা—
যার মুখে নীরবতা, কিন্তু চোখে থাকে আগুন।

মস্তিষ্ককে একবার যদি আপনি নিজের চিন্তাকে বোঝাতে পারেন—
"তুমি আমার অধীনে",
তাহলেই আপনি পারবেন নিজের জীবনকে যেভাবে ইচ্ছা সেভাবে গড়তে।
হতাশা আপনাকে ছুঁতে পারবে না,
দুঃখ আপনাকে ভাঙতে পারবে না।
আপনি তখন চলবেন আপনার নিজের তৈরি পথে,
যেখানে আপনার ইচ্ছাই হবে চালক।

এই নিয়ন্ত্রণ মানে কখনোই নেতিবাচকতা নয়,
বরং এই নিয়ন্ত্রণই মানুষকে তার ভেতরের আলোটা দেখতে শেখায়।

🌟 মনে রাখুন—
যে নিজের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করে,
সে শুধু নিজেকে নয়,
একটা গোটা জীবনকে নতুনভাবে গড়ে তোলে।

~Munzia~
21-06-2025

🔖

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when Munzia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share