12/07/2025
চুপ থাকলে আমরাই অপরাধী
নৃশংসভাবে একজনকে হত্যা করা হলো—পাথর দিয়ে মাথা থেঁতলে দেওয়া হলো। সমাজ দেখলো, ক্যামেরাবন্দী করলো, প্রতিবাদ করলো। কিন্তু ১৫ দিনের মাথায় ভেসে যাবে সব উত্তাপ, সবাই ফিরে যাবে ব্যস্ত জীবনে।
এক টিনেজার মেয়ে নিজের আত্মমর্যাদাকে এতটাই বড় করে দেখলো যে, নিজের জন্মদাতাদের বিরুদ্ধেই মামলা করলো।
আরেকজন টাকার লোভে নিজের জীবন বিসর্জন দিলো—প্রেমিকের প্রতারণায় প্রেগনেন্ট হয়ে এখন সোশ্যাল মিডিয়ায় 'সম্মেলন' করছে!
অন্যদিকে, SSC-তে দুই সাবজেক্টে ফেল করে একটি মেয়ে মাকে নিয়ে লাইভে এসে গর্ব করতেছে— “আমি ইউনিক, আমি ব্যতিক্রম!”
এভাবে হাজারো কাহিনী সামনে আসছে, আর সামনে আরও ভয়াবহ দৃশ্য অপেক্ষা করছে।
এগুলো নিছক আলাদা ঘটনা নয়, এগুলো একটি ধ্বংসের পূর্বাভাস।
মানুষের বিবেক ঘুমিয়ে যাচ্ছে, বুদ্ধি বিকৃতি ঘটছে, অনুভূতি মরে যাচ্ছে। সবাই কন্টেন্ট, ভাইরাল, লাইকের পেছনে ছুটছে।
এই বিকৃত সমাজের পেছনে জড়িয়ে আছে:
সোশ্যাল মিডিয়ার অসচেতন ব্যবহার
নেশার নানা রূপ (ড্রাগ, অর্থ, খ্যাতি, শরীর)
ভেঙে পড়া পারিবারিক কাঠামো
নৈতিক শিক্ষার অভাব
সাংবাদিকতার দায়হীনতা ও রাজনীতির শূন্যতা
তাহলে এসব থেকে কীভাবে মুক্তি হতে পারে?
১। পরিবারে ভালোবাসা, বন্ধুত্ব ও বিশ্বাসের পরিবেশ গড়ে তুলতে হবে।
শুধু উপদেশ নয়—শোনা, বোঝা ও পাশে থাকা দরকার। সন্তানকে শুধু নিয়ন্ত্রণ নয়, সাহচর্য দিতে হবে।
২। শিক্ষায় নৈতিকতা ও জীবনের আসল উদ্দেশ্য শেখাতে হবে।
শুধু পরীক্ষার জন্য পড়া নয়—জীবন গড়ার জন্য শিক্ষা দরকার। বিদ্যালয় ও কলেজে নৈতিক শিক্ষা, সহানুভূতি ও আত্মসম্মান শেখানো হোক।
৩। সোশ্যাল মিডিয়ার ব্যবহার হতে হবে দায়িত্বশীল ও সচেতন।
সব খবর ভাইরাল করার আগে ভাবতে শিখতে হবে—যেটা ভাইরাল করছি, সেটা সমাজ গড়ছে না ভাঙছে?
৪। সাংবাদিকতা হতে হবে মানবিক ও সত্যভিত্তিক।
সেন্সেশনাল হেডলাইন নয়, প্রগতিশীল ও মানবিক গল্প প্রচার হোক।
৫। সচেতন নাগরিক হিসেবে নিজের অবস্থান থেকে প্রতিবাদ ও পরিবর্তনের সূচনা করতে হবে।
রাস্তা-ঘাটে, অফিসে, পরিবারে—যেখানে অন্যায় দেখবো, মুখ ফিরিয়ে নয়, বিবেক জাগিয়ে রুখে দাঁড়াতে হবে।
৬। ধর্মীয় ও আধ্যাত্মিক মূল্যবোধের চর্চা করতে হবে নিজের মধ্যে।
যা শুধু রীতির মধ্যে সীমাবদ্ধ নয়, হৃদয়ের গভীরে প্রভাব ফেলে।
৭। প্রযুক্তি নির্ভর না হয়ে, সম্পর্ক নির্ভর জীবন গড়তে হবে।
ফোনের স্ক্রিন নয়—মানুষের চোখে চোখ রেখে কথা বলার সাহস ফিরিয়ে আনতে হবে।
এই পৃথিবীকে আমরা যেমন করছি, ভবিষ্যৎ তেমনই হবে। আজ এক পদক্ষেপ যদি সত্য, বিবেক ও নৈতিকতার দিকে ফেলতে পারি—আগামী প্রজন্ম বাঁচবে।
বাঁচার জন্য এখনই জেগে উঠতে হবে।
অন্যথায়, ধ্বংস শুধু ভবিষ্যতের নয়—এটা শুরু হয়ে গেছে, আজ থেকেই।
এই সমাজ আমাদের। ধ্বংস না করে, গড়ে তোলার দায় আমাদেরই।
আজ না জাগলে কাল হয়তো এই অন্ধকারে আমরা নিজেরাই হারিয়ে যাব।
~Munzia~
12-07-25
#সমাজ_পতন #মানুষ_নাকি_যন্ত্র #বিবেক_বাঁচাও #ভালোবাসা_ফিরিয়ে_আনি #নেশার_নির্বিচার #নৈতিকতা_ফিরুক #শিক্ষা_হোক_আলোকিত
#সমাজ_পতন #বিবেক_জাগো #নৈতিকতা_ফিরে_আসুক #সোশ্যাল_মিডিয়া_সচেতনতা #বাংলাদেশ_বাঁচাও