≈সকল সমস্যার সমাধান দিতে পারে ≈ আল-কোরআন ≈

  • Home
  • ≈সকল সমস্যার সমাধান দিতে পারে ≈ আল-কোরআন ≈

≈সকল সমস্যার সমাধান দিতে পারে ≈ আল-কোরআন ≈ উভয় জাহানের সফলতায় আমাদের কাম্য।

19/05/2024

যিনার গুনাহের ভয়াবহতা ❗
┇ যুলফিকার আহমাদ নকশবন্দী ┇

ওরা  যদি  বাতিলের ওপর থেকে নতি স্বীকার করতে না পারে , যেখানে ওরা  মরলে জাহান্নাম কনফার্ম , সেখানে আমি হকের উপর থেকে মারা...
08/05/2024

ওরা যদি বাতিলের ওপর থেকে নতি স্বীকার করতে না পারে , যেখানে ওরা মরলে জাহান্নাম কনফার্ম , সেখানে আমি হকের উপর থেকে মারা গেলে যদি জান্নাত পাই তাহলে আমি কেন নতি স্বীকার করবো? আমি কেন পিছু হটব?
আল্লামা মামুনুল হক

17/08/2023

মেয়েদের জীবনের সেরা ওয়াজ কান্না আসবেই | Abrarul Haque Asif

মেয়েদের পর্দা করার বিধান কেনো ফরয করা হয়েছে তা আগামী কয়েক বছরের মধ্যে পৃথিবীর সবাই জানতে পারবেন এবং অনুভব করতে পারবেন।সম...
12/08/2023

মেয়েদের পর্দা করার বিধান কেনো ফরয করা হয়েছে তা আগামী কয়েক বছরের মধ্যে পৃথিবীর সবাই জানতে পারবেন এবং অনুভব করতে পারবেন।
সম্প্রতি AI Technology এর কিছু ঝলক অলরেডি আপনারা দেখেছেন। যেকোনো অবস্থার একটা মেয়ের ছবি কে নগ্ন ছবিতে নিখুঁতভাবে পরিবর্তন করা সম্ভব হচ্ছে। AI Technology এর প্রাথমিক ধাপে যদি এই অবস্থা হয় তাহলে সামনে কত ভয়ংকর পরিস্থিতি অপেক্ষা করছে!
এখনো সময় আছে আপনার মায়ের, বোনের, বউয়ের, আত্মীয়-স্বজনের ছবি অনলাইনের সকল মিডিয়া থেকে সরিয়ে নিন।
যখন একটা অঘটন ঘটে যাবে তখন আপনি শত চেষ্টা করলেও আপনার সম্মান আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবেন না।
অনলাইন হোক আর অফলাইন হোক পর্দা মেইন্টেইন করুন সবখানে নয়ত ভয়াবহ বিপদ ও আযাব আপনার জন্য অপেক্ষা করছে।
পরিশেষে বলবো, সময় থাকতে সাবধান হোন।

17/04/2023
29/03/2023

রোজার নিয়ত করার বিশুদ্ধ পদ্ধতি কী??

17/03/2023

وَيَرزُقهُ مِن حَيثُ لا يَحتَسِبُ وَمَن يَتَوَكَّل عَلَى اللَّهِ فَهُوَ حَسبُهُ إِنَّ اللَّهَ بالِغُ أَمرِهِ قَد جَعَلَ اللَّهُ لِكُلِّ شَيءٍ قَدرًا
এবং তিনি তাকে এমন উৎস থেকে রিযক দিবেন যা সে কল্পনাও করতে পারবে না। আর যে আল্লাহর ওপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট। আল্লাহ তাঁর উদ্দেশ্য পূর্ণ করবেনই। নিশ্চয় আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটি সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন।
আত ত্বালাক, আয়াত : ৩

15/03/2023

বিকাশ ও ব্যাংকের ফতুয়া নিয়ে কোটি টাকার চ্যা,লেঞ্জ গ্রহণ করতে পারবে না আহলে হাদিস| মুফতি রেজাউল করিম আবরার| M***i Rezaul korim abrar

14/03/2023

قُلۡ اِنۡ کُنۡتُمۡ تُحِبُّوۡنَ اللّٰہَ فَاتَّبِعُوۡنِیۡ یُحۡبِبۡکُمُ اللّٰہُ وَیَغۡفِرۡ لَکُمۡ ذُنُوۡبَکُمۡ ؕ وَاللّٰہُ غَفُوۡرٌ رَّحِیۡمٌ

(হে নবী! মানুষকে বলে দাও, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাক, তবে আমার অনুসরণ কর, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপরাশি ক্ষমা করবেন। আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু।
—আলে ইমরান - ৩১

07/03/2023

আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিতঃ নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ
কোন কিছু খেয়ে অথবা কিছু পান করে বান্দাহ আল্লাহ্‌ তা‘আলার প্রশংসা করলে অবশ্যই তিনি তার উপর সন্তুষ্ট হন।
রেফারেন্সঃ
জামে আত-তিরমিজি ১৮১৬

25/10/2022

সকাল ও বিকালের যিক্‌রের ফযীলত
আনাস রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি হাদীসটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মারফূ‘ হিসেবে বর্ণনা করেছেন,

“কোনো গোষ্ঠী যারা যিক্‌র করছে, তাদের সাথে ফজরের সালাতের পরে সূর্য উঠা পর্যন্ত সময় বসা আমার কাছে ইসমাঈলের বংশধরদের চার জন দাস মুক্তির থেকেও বেশি প্রিয়।

অনুরূপভাবে কোনো গোষ্ঠী যারা যিক্‌র করছে, তাদের সাথে আসরের সালাতের পরে সূর্য ডুবা পর্যন্ত সময় বসা আমার কাছে চার জন দাস মুক্তির থেকেও বেশি প্রিয়।”

আবূ দাউদ, নং ৩৬৬৭। আর শাইখ আলবানী, সহীহ আবি দাউদ ২/৬৯৮ তে হাদীসটিকে হাসান বলেছেন। হাদীসটি হাকিম সংকলন করেছেন, ১/৫৬[২] আর শাইখ আলবানী একে সহীহুত তারগীব ওয়াত-তারহীবে সহীহ বলেছেন ১/২৭[৩] আর তিনি একে নাসাঈ।

Address


Telephone

+8801650168081

Website

Alerts

Be the first to know and let us send you an email when ≈সকল সমস্যার সমাধান দিতে পারে ≈ আল-কোরআন ≈ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share