নীল সাহেব - Nill Saheb

নীল সাহেব - Nill Saheb .





- আপনার ডাকবাক্সে ফেলে আসা অহেতুক চিঠির বেওয়ারিশ প্রেরক আমি.!/😅




28/05/2025

ভালোবাসার মতোন লস প্রোজেক্ট হয়তো এই জগতে আর কিছুই হয় না। বলা নেই, কওয়া নেই হঠাৎ করেই একদিন কোনো কারণ ছাড়াই কারোর মাঝে নিজেকে হারিয়ে ফেলার নামই ভালোবাসা। অথচ কোনো যুক্তি নেই, কোনো প্রশ্নের উত্তর নেই, ফিরে আসার পথ নেই।

তখন মন ভাববার সময়ও দেয় না যে, মানুষটা দেখতে কেমন, তার জাত কী, ধর্ম কী, অবস্থান কেমন, কোথা থেকে আসছে, তার সাথে মানাবল কি-না, তারে নিয়ে জীবন পারি দেয়া যাবে কিনা। শুধু মনে হয় শ্বাস সচল রাখতে হলে এরেই আমার দরকার নিজের জীবনে।

এরপর থেকে মানুষের নিজের বলতে কিছু অবশিষ্ট থাকে না। মন নিজের কিন্তু দখল চলে সেই মানুষের। মস্তিষ্ক নিজের কিন্তু ভাবে তাকে নিয়ে। চোখ নিজের কিন্তু পানি আসে সেই মানুষটার দুঃখে, ঠোঁট নিজের কিন্তু হাসি খেলে তার নামে। সে ছাড়া সবই শূন্য যেন।

ভালোবাসার মানেই হচ্ছে বিনা লড়াইয়ে আত্নসমর্পণ। যেখানে সবার সামনে আপনার মাথা খুব উঁচু, সেখানে একজনার সামনে চোখ তুলতেও আপনার মাঝে যেন হাজারো দ্বিধা কাজ করে। তার কোনো ভুল চোখে পড়ে না। সমস্ত অপরাধ, তার প্রতিনিয়ত কষ্ট দেওয়াও ক্ষমা।

ভালোবাসা এমন প্রোজেক্ট যা দিয়ে লাভবান হওয়া যায় না। পেয়ে গেলে নিজের সব দিয়ে জীবনভর ভালোবেসে যাওয়া লাগে, আগলে রাখা লাগে, যত্ন করা লাগে। আর হারিয়ে ফেললে ভুলে যাওয়া যায় না, বাঁচতে ইচ্ছে করে না, হাসতে মনে থাকে না, ভালো থাকতেই মন চায় না।

04/05/2025
02/05/2025

জীবনে একবার হলেও টাঙ্গুয়ার হাওর যাওয়া উচিত 🖤

02/05/2025

"অনেক দিন ভালো করে ঘুমাই না। একদিন ভালো করে ঘুমাবো - সেই বন্দোবস্ত করতে গিয়ে নির্ঘুম রাত কাটে প্রতিদিন। তারপর ঘন্টা তিনেক চোখ বুজে ধড়ফড়িয়ে উঠি।

জীবনটা এমন হয়ে যায় একদিন। এখানে স্বপ্ন পূরণ করতে গিয়ে স্বপ্ন বিক্রি করে বাড়ি ফিরতে হয়। আস্তে আস্তে স্বপ্ন ফুরিয়ে যায়। এরপর আর বাড়ি ফেরা হয় না।"

01/05/2025

অহংকার ছাড়া মানুষ ফুলের থেকেও সুন্দর। ❤️🌼

27/04/2025

let me fix myself first, so i can offer you the best version of me

25/04/2025

প্রেমিকার চেয়ে প্রকৃতি সুন্দর!🌸😌

23/04/2025

বৃষ্টি হওয়ায় আগে প্রকৃতি ভয়ংকর সুন্দর! ⛈️😫

22/04/2025

শুধু মানুষ না ,পশুরাও নিরবতা খুঁজে ❤️

22/04/2025

Silence is a true friend who never betrays."

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when নীল সাহেব - Nill Saheb posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share