28/05/2025
ভালোবাসার মতোন লস প্রোজেক্ট হয়তো এই জগতে আর কিছুই হয় না। বলা নেই, কওয়া নেই হঠাৎ করেই একদিন কোনো কারণ ছাড়াই কারোর মাঝে নিজেকে হারিয়ে ফেলার নামই ভালোবাসা। অথচ কোনো যুক্তি নেই, কোনো প্রশ্নের উত্তর নেই, ফিরে আসার পথ নেই।
তখন মন ভাববার সময়ও দেয় না যে, মানুষটা দেখতে কেমন, তার জাত কী, ধর্ম কী, অবস্থান কেমন, কোথা থেকে আসছে, তার সাথে মানাবল কি-না, তারে নিয়ে জীবন পারি দেয়া যাবে কিনা। শুধু মনে হয় শ্বাস সচল রাখতে হলে এরেই আমার দরকার নিজের জীবনে।
এরপর থেকে মানুষের নিজের বলতে কিছু অবশিষ্ট থাকে না। মন নিজের কিন্তু দখল চলে সেই মানুষের। মস্তিষ্ক নিজের কিন্তু ভাবে তাকে নিয়ে। চোখ নিজের কিন্তু পানি আসে সেই মানুষটার দুঃখে, ঠোঁট নিজের কিন্তু হাসি খেলে তার নামে। সে ছাড়া সবই শূন্য যেন।
ভালোবাসার মানেই হচ্ছে বিনা লড়াইয়ে আত্নসমর্পণ। যেখানে সবার সামনে আপনার মাথা খুব উঁচু, সেখানে একজনার সামনে চোখ তুলতেও আপনার মাঝে যেন হাজারো দ্বিধা কাজ করে। তার কোনো ভুল চোখে পড়ে না। সমস্ত অপরাধ, তার প্রতিনিয়ত কষ্ট দেওয়াও ক্ষমা।
ভালোবাসা এমন প্রোজেক্ট যা দিয়ে লাভবান হওয়া যায় না। পেয়ে গেলে নিজের সব দিয়ে জীবনভর ভালোবেসে যাওয়া লাগে, আগলে রাখা লাগে, যত্ন করা লাগে। আর হারিয়ে ফেললে ভুলে যাওয়া যায় না, বাঁচতে ইচ্ছে করে না, হাসতে মনে থাকে না, ভালো থাকতেই মন চায় না।