Muslim Hub - মুসলিম হাব

Muslim Hub - মুসলিম হাব .





- আপনার ডাকবাক্সে ফেলে আসা অহেতুক চিঠির বেওয়ারিশ প্রেরক আমি.!/😅




01/08/2025

আসসালামু আলাইকুম। 'Muslim Hub'-এর নতুন একটি পর্বে আপনাকে স্বাগতম।
আজ আমরা পবিত্র কুরআনে বর্ণিত ইতিহাসের অন্যতম ক্ষমতাধর কিন্তু সবচেয়ে অহংকারী এক শাসক—নমরুদের উত্থান এবং তার ভয়ংকর পতনের কাহিনীর গভীরে প্রবেশ করবো। আপনি কি জানেন, যে বাদশা নিজেকে পৃথিবীর রব দাবি করেছিলো এবং আকাশের দিকে তীর ছুঁড়ে স্বয়ং আল্লাহ্‌কে হত্যা করার দুঃসাহস দেখিয়েছিলো, তাকে আল্লাহ্‌ ধ্বংস করেছিলেন তাঁর সৃষ্টির সবচেয়ে দুর্বল একটি প্রাণী—একটি মশা দিয়ে!

এই পূর্ণাঙ্গ ডকুমেন্টারিতে আপনি দেখবেন:
🔹 নমরুদের বিশাল সাম্রাজ্য এবং তার ক্ষমতার দম্ভ।
🔹 নবী ইব্রাহিম (আঃ) এর সাথে তার সেই ঐতিহাসিক বিতর্ক।
🔹 নবী ইব্রাহিম (আঃ) কে আগুনে নিক্ষেপ করার সেই ঘটনা এবং আল্লাহর অবিশ্বাস্য মোজেজা।
🔹 নমরুদের আল্লাহ্‌র বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং মশার বাহিনীর আগমন।
🔹 কিভাবে একটি ক্ষুদ্র মশা ৪০০ বছর ধরে তাকে যন্ত্রণা দিয়েছিলো এবং তার অপমানজনক মৃত্যুর কারণ হয়েছিলো।

নমরুদের এই কাহিনী অহংকারের পতনের এক চূড়ান্ত এবং ভয়ংকর উদাহরণ।
এই ভয়ংকর পরিণতি থেকে আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা কী? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে আমাদের ঈমানী আলোচনায় অংশ নিন।

ভিডিওটি যদি আপনার হৃদয়কে নাড়া দিয়ে থাকে, তবে লাইক ও শেয়ার করে কুরআনের এই শক্তিশালী সতর্কবার্তাটি সবার মাঝে ছড়িয়ে দিন। 'মুসলিম Hub' পরিবারের একজন সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন।

**od #নমরুদ #নবীইব্রাহিম #ইসলামিককাহিনী #কুরআনেরগল্প #অহংকারেরপতন

25/07/2025

যে নারীর বিরুদ্ধে স্বয়ং আল্লাহ্‌ সূরা নাযিল করেন আবু লাহাবের স্ত্রীর অজানা কাহিনী | Muslim Hub

25/07/2025

ফেরেশতাদের জগৎ: জিবরাঈল (আঃ) এর ৬০০ ডানা ও আরশ বহনকারী (বিস্তারিত)

25/07/2025

দাজ্জালের সাথে সরাসরি সাক্ষাৎ: সাহাবী তামিম আদ-দারী (রাঃ) এর অবিশ্বাস্য কাহিনী

19/07/2025

একটা ক্ষণ…
চোখ বন্ধ করে ভাবো—
বুহুৎসাহারা দিনগুলোর কথা,
সেই ছোট্ট ঘরের হাসি, মায়ের কোলে নিরাপদ না বলা স্মৃতি।

কিন্তু এখন…
তোমার পাশে নেই কেউ,
শুধু রুমের দেয়ালে ঝরা আলো,
কই বোঝাবে সেই হারানো স্পর্শ?

জীবন হেঁটে যায় অবিরাম —
বিছিন্ন পথ, অচেনা রাস্তায়,
তবু কোনো কোনো মোড়ে
আবার ফিরে আসে সেই স্মৃতির হাসি।

মাঝে মাঝে মনে হয়…
তাইতো,
ভালবাসার মানুষরা
অপরাহ্নে ফুরিয়ে যায়,
আমরা বুঝতে পারি না—
তাদের না থাকা,
কতটা অখ্যাত এক প্রত্যাবর্তন।

তবু হাঁটা থেমে যায় না—
কারণ কেউ তো অপেক্ষা করছে—
বাবা রো প্রশ্নহীন দোয়া,
মা রো পেছনে শুধু ভালোবাসা,
ভাই-বোনেরা একটু দিশাহীন,
কিন্তু নিজের মতো করে প্রতীক্ষী।

তোমার জীবনের সব “সর্বশেষ” মুহূর্তগুলো—
তোদের সাথে লুকানো হাসি,
চোখের কোণে চুপসার বেদনা,—
এসব একদিন গিয়ে দাঁড়াবে
স্বপ্নের একটা দোতলা ছাদে।

কথাটা বলবো—
যে ফিরে যায়, তার জন্য চোখ ফুলো না,
তাদের সাথে থাকা সব সুন্দর ঘটনা
মনের ডায়েরিতে চিরকাল থাকবে।

আর যাদের ভেতর কান্নার শব্দ টিকে আছে—
তোমার সবার অভিমান, তোমার প্রতীক্ষা—
তোমার খুঁজে পাওয়ার আশা,
ওটা সবই তোমার জীবনের অনন্য এক গল্প।

জীবনের সব অপূর্ণতা,
তোমাকে গড়ে তোলে
আর তোমার "আজ"-এ বিশাল এক শক্তি যোগায়।

শেষে বলি—
তোমার নিজের সত্যিকারের গল্পে
তুমি নিজেই প্রধান চরিত্র।
নিজেকে ভালোবাসো,
নিজেকে বিশ্বাস করো,
কারণ এই গল্পে তুমি কখনো হারাবে না।

নীল সাহেব☔💐

28/05/2025

ভালোবাসার মতোন লস প্রোজেক্ট হয়তো এই জগতে আর কিছুই হয় না। বলা নেই, কওয়া নেই হঠাৎ করেই একদিন কোনো কারণ ছাড়াই কারোর মাঝে নিজেকে হারিয়ে ফেলার নামই ভালোবাসা। অথচ কোনো যুক্তি নেই, কোনো প্রশ্নের উত্তর নেই, ফিরে আসার পথ নেই।

তখন মন ভাববার সময়ও দেয় না যে, মানুষটা দেখতে কেমন, তার জাত কী, ধর্ম কী, অবস্থান কেমন, কোথা থেকে আসছে, তার সাথে মানাবল কি-না, তারে নিয়ে জীবন পারি দেয়া যাবে কিনা। শুধু মনে হয় শ্বাস সচল রাখতে হলে এরেই আমার দরকার নিজের জীবনে।

এরপর থেকে মানুষের নিজের বলতে কিছু অবশিষ্ট থাকে না। মন নিজের কিন্তু দখল চলে সেই মানুষের। মস্তিষ্ক নিজের কিন্তু ভাবে তাকে নিয়ে। চোখ নিজের কিন্তু পানি আসে সেই মানুষটার দুঃখে, ঠোঁট নিজের কিন্তু হাসি খেলে তার নামে। সে ছাড়া সবই শূন্য যেন।

ভালোবাসার মানেই হচ্ছে বিনা লড়াইয়ে আত্নসমর্পণ। যেখানে সবার সামনে আপনার মাথা খুব উঁচু, সেখানে একজনার সামনে চোখ তুলতেও আপনার মাঝে যেন হাজারো দ্বিধা কাজ করে। তার কোনো ভুল চোখে পড়ে না। সমস্ত অপরাধ, তার প্রতিনিয়ত কষ্ট দেওয়াও ক্ষমা।

ভালোবাসা এমন প্রোজেক্ট যা দিয়ে লাভবান হওয়া যায় না। পেয়ে গেলে নিজের সব দিয়ে জীবনভর ভালোবেসে যাওয়া লাগে, আগলে রাখা লাগে, যত্ন করা লাগে। আর হারিয়ে ফেললে ভুলে যাওয়া যায় না, বাঁচতে ইচ্ছে করে না, হাসতে মনে থাকে না, ভালো থাকতেই মন চায় না।

04/05/2025
02/05/2025

জীবনে একবার হলেও টাঙ্গুয়ার হাওর যাওয়া উচিত 🖤

02/05/2025

"অনেক দিন ভালো করে ঘুমাই না। একদিন ভালো করে ঘুমাবো - সেই বন্দোবস্ত করতে গিয়ে নির্ঘুম রাত কাটে প্রতিদিন। তারপর ঘন্টা তিনেক চোখ বুজে ধড়ফড়িয়ে উঠি।

জীবনটা এমন হয়ে যায় একদিন। এখানে স্বপ্ন পূরণ করতে গিয়ে স্বপ্ন বিক্রি করে বাড়ি ফিরতে হয়। আস্তে আস্তে স্বপ্ন ফুরিয়ে যায়। এরপর আর বাড়ি ফেরা হয় না।"

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when Muslim Hub - মুসলিম হাব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share