31/10/2024
২০১০ সালে চ্যাম্পিয়ন্স লীগ না জিতে, বিশ্বকাপে লাড্ডু (রেকর্ড শূন্য গোল) মেরেও এক প্লেয়ার জিতেছিলো, মনে আছে সবার? তখন কিছু বছর গেছে "শুধুমাত্র" ইন্ডিভিজুয়াল পারফর্ম্যান্সে
২০১৮ তে চ্যাম্পিয়ন্স লীগ জিতে, সারাবছর উরাধুরা পারফরম্যান্স করে, বিশ্বকাপে ৪ গোল করেও সেবছর রোনালদো জিততে পারেনাই। রোনালদোর বা* ডি অর বেশি হয়ে যাবে বলে৷ রোনালদোর নিকটতম প্রতিদ্বন্দীও কাছাকাছি না। যাক তাও লুকা মদ্রিচকে দিয়েছিলো৷
২০১৯ এ আবার সারাবছর ভ্যান ডাইকের চ্যাম্পিয়ন্স লীগ জেতা এবং অতিমানবীয় পারফরম্যান্স থাকার পরেও ওই এক চোরা জিতে যায়৷ যে চোরা ২০১৯ কোপা আমেরিকায় ১ টি গোল (সেটাও পেনাল্টি থেকে) এবং ১ টি লাল কার্ড পেয়েছিলো৷ ম্যাচ হেরে বলেছিলো "টুর্নামেন্ট সেটাপ"৷
২০২০ এ আবার চোরার কোনো খবর নাই। দুই হালি গোল খেয়ে চ্যাম্পিয়নস লীগ থেকে লজ্জাজনক বিদায়। চোরা না থাকায় লেওয়ান্দোস্কির জেতা এওয়ার্ড সেবার বাতিলই করে দিলো
২০২১ এ আবার লেওয়ান্দোস্কি সারাবছর অতিমানবীয় পারফরম্যান্স দিলো৷ ওইবছরও এক চোরা কে বাল ডি অর দিতে হবে৷ তাই নতুন এওয়ার্ড আবিষ্কার করলো লেওয়াকে দেওয়ার জন্য, যাতে চোরাকে বা* ডি আর দেয়া যায়।
২০২৩ এ আবার একই জিনিস৷ আর্লিং হাল্যান্ড ট্রেবল জিতে এবং উরাধুরা গোলবন্যা ভাসায় দিলেও বা* ডি অর চোরাকে দেয়া হলো। তখনও নতুন এক গোলস্কোরার এওয়ার্ড দেয়া হয় হালান্ড কে সান্ত্বনা দিতে৷ ওইবছরের বা* ডি অরের পরেই রদ্রি বলেছিলো, এইসব এওয়ার্ড বেইজড অন মার্কেটিং, টাকা এবং এডভার্টাইজিং৷
২০২৪ এ সারা সিজন পারফর্ম করে, চ্যাম্পিয়ন্স লীগ অসাধারণ নৈপুণ্যে জিতিয়ে, সাথে লা লীগা জিতেও ভিনিসিয়াস নাকি ডিজার্ভ করে না৷ 🤣 রদ্রি ইউরো জেতায় ডিজার্ভিং হয়ে গেছে। এই হিসাবে কার্ভাহাল তো ইউরো, চ্যাম্পিয়নস লীগ, লা লীগা, সুপারকাপ সবই জিতলো ভায়া🤣
(যতদিন চোরা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে গণহারে ব্ল্যাংক মারতেছিলো, ততদিন ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট ক্রাইটেরিয়াতে ছিলো না)