
11/06/2025
জয়-পরাজয় থাকুক মাঠে, বন্ধুত্ব থাকুক চিরকাল!
গ্রুপ পর্ব থেকে ফাইনালে আসা, ফাইনালে এসে হার। যদি ও খেলায় হারজিত থাকেই। সম্পূর্ণ টুর্নামেন্টে টিমের সকলে যেভাবে উৎসাহিত ছিল, সত্যি মনে রাখার মত।আগামীতে ইনশাআল্লাহ চাম্পিয়ন হবো আমরা।
ফলাফল: রানার্স আপ।
( জাহানপুর স্কুল প্রিমিয়ার লীগ)
এসএসসি ব্যাচ ২০১৬।