31/10/2024
Digital marketing যে মার্কেটিং ব্যবস্থায় বিভিন্ন ডিজিটাল মাধ্যম যেমন ইন্টারনেট, মুঠোফোন, সোশ্যাল মিডিয়া ইত্যাদি ব্যবহার করে কোন ব্যবসায়িক প্রতিষ্ঠান তার উৎপাদিত পণ্য বা সেবা সমূহের প্রচার করে থাকে তাকে ডিজিটাল মার্কেটিং বলে।
ডিজিটাল মার্কেটিং কত প্রকার ও কি কি?
১। এসইও (SEO) ...
২। কনটেন্ট মার্কেটিং (Content Marketing) ...
৩। ই-মেইল মার্কেটিং (Email Marketing) ...
৪। সার্চ ইঞ্জিন মার্কেটিং (SEM) ...
৫। পে-পার ক্লিক (PPC) ...
৬। ইলেকট্রনিক বিলবোর্ড মার্কেটিং (Billboard Marketing) ...
৭। রেডিও মার্কেটিং (Radio Marketing) ...
৮। সোশ্যাল মিডিয়া মার্কেটিং (SMM)
ডিজিটাল মার্কেটিং এর ভবিষ্যত কি
প্রচলিত মার্কেটিং পদ্ধতি থেকে সরে এসে মানুষ এখন তাদের ব্যবসায়ের প্রসার করার জন্য ডিজিটাল মার্কেটিং-এর ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। একারণে Digital Marketing সেক্টরের গুরুত্ব প্রতিনিয়ত অনেক বেড়েই চলেছে।
প্রচলিত এবং পুরনো ধাচের মার্কেটিং পদ্ধতিতে কাস্টমার এর নিকট পৌঁছানো এবং বিক্রয় বৃদ্ধি করতে অনেক সময়ের প্রয়োজন হয়। কিন্তু, অনলাইনে ইন্টারনেট মার্কেটিং এর সহযোগিতায় পুরো বিশ্বে অল্প সময়ের মাঝে অধিক পরিমাণ কাস্টমার এর নিকট বিজ্ঞাপন দেয়া এবং ব্যবসায়ের বিক্রয় বৃদ্ধির মাধ্যমে ব্যবসায়ের প্রচার ও প্রসার বৃদ্ধি করা সম্ভব। ঠিক এ কারণেই ডিজিটাল মার্কেটিংকে ঘিরে তৈরি হচ্ছে নতুন সব কর্মক্ষেত্র।
আমরা সবাই কমবেশি জানি ডিজিটাল মার্কেটিং এর ভবিষ্যৎ উজ্জ্বল। এই পোস্টে আমি আপনাদের সাথে কোন কোন ডিজিটাল মাধ্যম গুলোর মধ্যে ধরনের প্লাতফর্মের এর চাহিদা বাড়বে ও ক্যারিয়ার হিসেবে এটি কেমন হবে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। তো চলুন, শুরু করা যাক।
ব্যবসা ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং-এর ভবিষ্যৎ
ইন্টারনেটের ব্যাপক ব্যবহার বৃদ্ধি, মোবাইল ডিভাইসের জনপ্রিয়তা বৃদ্ধি, সোশ্যাল মিডিয়া ব্যবহার বৃদ্ধি, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং মেশিন লার্নিং (ML) এর বিকাশ অতি দ্রুত হওয়ার কারণে বর্তমানে ডিজিটাল বিপণন এর চাহিদাও প্রতিনিয়ত বেড়ে চলেছে।
ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে স্বল্প খরচে বিশ্বব্যাপী প্রচুর পরিমাণে গ্রাহকের নিকট বিজ্ঞাপন দেয়ার মাধ্যমে বিক্রয় বৃদ্ধি করা যায়।
ডিজিটাল প্রযুক্তি ভিত্তিক নতুন অনেক ব্যবসায় গড়ে উঠছে। তাই, অনেক কাজের ক্ষেত্র সৃষ্টি হচ্ছে। ফলে, ডিজিটাল মার্কেটিং জানে এমন মানুষদের চাহিদা তাই দিন দিন বেড়েই চলেছে।
গ্রাহকের কাছে প্রচার বা মার্কেটিং করার জন্য ডিজিটাল মার্কেটিং এর সুবিধা অনেক তাই পণ্য ক্রয় ও বিক্রয়ের জন্য এটি জনপ্রিয় হাতিয়ার হয়ে উঠেছে।
ব্যবসায় মালিকরা তাদের ব্যবসায়ের প্রচার অতি দ্রুত এবং স্বল্প খরচে করার জন্য অনলাইন মার্কেটিং বেঁছে নিচ্ছেন। তারা অনলাইনে তাদের ব্র্যান্ড বা প্যন্যের প্রচারণা চালাতে বিনিয়োগ করছেন। তাই, প্রতিটি সেক্টরেই নতুন নতুন কাজের ক্ষেত্র সৃষ্টি হচ্ছে।
শেষ কথা
আজকের এই পোস্টে আপনাদের সাথে ডিজিটাল মার্কেটিং এর ভবিষ্যৎ কী তা নিয়ে বিস্তারিত তথ্য আলোচনা করেছি। এছাড়াও, ডিজিটাল মার্কেটিং সেক্টর প্রতিনিয়ত কী পরিমাণে বৃদ্ধি পাচ্ছে সেটি সম্পর্কে ধারণা দেয়ার চেস্টা করেছি। ডিজিটাল মার্কেটিং এর ফিউচার যদি বর্তমান অবস্থার উপরে যাচাই করা হয় তবে অনেক সম্ভাবনার দেখা মিলে। তাই, আপনি যদি এই সেক্টরে টিকে থাকতে চান এবং একজন ডিজিটাল মার্কেটার হিসেবে ক্যারিয়ার গড়তে চান, তবে অবশ্যই নিজেকে আপডেট রাখতে হবে।