02/03/2025
আত্মাশুদ্ধির জন্য নিজের কাছে প্রশ্ন
১,আমাদের জীবনে কত দিন এক টানা নামাজ পড়েছি নিজের বিবেক কে প্রশ্ন করেন?
২,কত দিন আপনি দান সদকা করছেন প্রশ্ন করেন?
৩,নিজের পরিবারে কি আপনি ইসলাম প্রতিষ্ঠা করেছেন?
৪,আপনার জীবনে কত দিন নিয়মিত কুরআন তেলাওয়াত করেছে?
৫, জীবনে কি কবরের কথা মনে করে কান্না করেছেন ?
৬, দৈনন্দিন জীবনে কি জিকির আযকার করছেন করার কথা মনে করছেন?
৭, কত দিন তাহাজ্জুদ এর নামাজ পড়ে আল্লাহ তায়ালার কাছে আপনার চাওয়া চাইছেন?
৮, আপনি কি হালাল পন্থায় চলাফেরা ও হালাল খবার খাচ্ছেন?
৯, আপনি কি সুদ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করছেন?
১০, আপনি কি আল্লাহ তায়ালা কে ভয় করার মতো ভয় করতে পারছেন?
১১ আল্লাহ কে ভয় করে কত দিন তাওবা করে নিজেকে ফিরে এনেছেন?
অতএব আপনাদের প্রতি আমার অনুরোধ দয়া করে এ কথা গুলো মনে করবেন এবং আল্লাহ তায়ালা কে রাজিখুশি করে পরকালীন জীবনের জন্য কিছু একটা ভালো কাজ করে মৃত্যু বরন করার নিয়ত করবেন।
প্রিয় দ্বীনি ভাই -বোন আপনার আল্লাহ কে ভয় করে
প্রবিত্র মাহে রমজানের মধ্যে দিয়ে জীবনের সকল গুনাহ গুলো কে মাফ করে নিয়ে সারাটি বছর যেন এ মহে রমজান এর মতো করে জীবন কে পরিচলনা করতে পারেন সে চেষ্টা করবেন সবাই ( আমিন )