SNT মানুষ মানুষের জন্য.

  • Home
  • SNT মানুষ মানুষের জন্য.

SNT মানুষ মানুষের জন্য. SNT ( Social Neighbourhood Team )
স্লোগান:- সেবা আমাদের শক্তি।
আমরা এক ও অভিন্ন।
নিশ্চয়ই ভালো কাজে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে।
(4)

আস সালামু আলাইকুম। সকলে একটি করে জনকল্যাণমূলক কাজ যা গ্রামীণ সমাজে অনেক ভালো ভূমিকা রাখবে সেই সম্পর্কে উপদেশ দিয়ে যান। ...
10/08/2025

আস সালামু আলাইকুম।
সকলে একটি করে জনকল্যাণমূলক কাজ যা গ্রামীণ সমাজে অনেক ভালো ভূমিকা রাখবে সেই সম্পর্কে উপদেশ দিয়ে যান।
ইনশাআল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো আস্তে আস্তে বাস্তবায়ন করার।

আমাদের সংগঠনের সাথে যেকোনো ভাবে যুক্ত থাকতে চাইলে যোগাযোগ করুন। WhatsApp 01773-532493

07/08/2025

অন্যায় প্রতিবাদ না করতে পারলে অন্তত অন্যায় কারী কে ঘৃণা করুন।

একসাথে গড়ে তুলি সোনার বাংলা 🇧🇩🇧🇩

05/08/2025

বিশ্ব পলাতক দিবসের শুভেচ্ছা 😀😀🇧🇩

আস সালামু আলাইকুম। আমাদের সংগঠনের কাজ সুষ্ঠু ভাবে পরিচালনার নিমিত্তে বেশ কিছু কর্মী প্রয়োজন। আগ্রহী প্রার্থীদের অবশ্যই ...
04/08/2025

আস সালামু আলাইকুম।
আমাদের সংগঠনের কাজ সুষ্ঠু ভাবে পরিচালনার নিমিত্তে বেশ কিছু কর্মী প্রয়োজন। আগ্রহী প্রার্থীদের অবশ্যই ৬নং কামারগাঁ ইউনিয়ন পরিষদ এ বসবাসরত স্থানীয় বাসিন্দা হতে হবে। তানোর রাজশাহী।

আর আপনি চাইলে আমাদের সংগঠনের আর্থিক সহযোগি হতে পারেন।
যোগাযোগ WhatsApp 01773-532493
একটা সুস্থ ও সুন্দর সমাজ ব্যবস্থা প্রবর্তনের জন্য আমাদের এই পথ চলা। আর এতে শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা প্রয়োজন।

আস সালামু আলাইকুম। আমাদের পরবর্তী প্রোগ্রাম হবে মেডিকেল ক্যাম্পেইন। গ্রামের অনেক মানুষ চিকিৎসা সেবা যথাযথ ভাবে নিতে পারে...
03/08/2025

আস সালামু আলাইকুম।

আমাদের পরবর্তী প্রোগ্রাম হবে মেডিকেল ক্যাম্পেইন। গ্রামের অনেক মানুষ চিকিৎসা সেবা যথাযথ ভাবে নিতে পারে না। তাদের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই প্রচেষ্টা।
আমাদের এই চেষ্টা ভালো ভাবে সম্পন্ন করতে আপনাদের অংশগ্রহণ প্রয়োজন।
আমাদের সংগঠনের সাথে অংশীদার হতে যোগাযোগ করুন।

 #রক্তের গ্রুপ জানা কেন প্রয়োজন?1. জরুরি অবস্থায় দ্রুত চিকিৎসা:দুর্ঘটনা, অপারেশন, প্রসবকালীন জটিলতা বা হঠাৎ রক্তক্ষরণে...
01/08/2025

#রক্তের গ্রুপ জানা কেন প্রয়োজন?

1. জরুরি অবস্থায় দ্রুত চিকিৎসা:
দুর্ঘটনা, অপারেশন, প্রসবকালীন জটিলতা বা হঠাৎ রক্তক্ষরণের মতো পরিস্থিতিতে তৎক্ষণাৎ রক্তের প্রয়োজন হতে পারে। তখন যদি নিজের রক্তের গ্রুপ জানা থাকে, চিকিৎসক দ্রুত সঠিক রক্ত সরবরাহ করতে পারেন।

2. অপারেশন ও চিকিৎসায় নিরাপত্তা:
বড় ধরনের অস্ত্রোপচার, কেমোথেরাপি, ডায়ালাইসিস ইত্যাদির সময় সঠিক গ্রুপের রক্ত দিতে হয়। ভুল রক্ত দিলে মারাত্মক প্রতিক্রিয়া (Hemolytic reaction) হতে পারে, যা প্রাণঘাতী।

3. গর্ভাবস্থার জটিলতা এড়ানো:
মায়ের রক্তের গ্রুপ (বিশেষত Rh-negative) এবং শিশুর রক্তের গ্রুপের অমিল হলে জটিলতা (Erythroblastosis fetalis) দেখা দিতে পারে। আগে থেকে রক্ত গ্রুপ জানা থাকলে এটি প্রতিরোধ করা যায়।

4. রক্তদাতা ও গ্রহণকারী হিসেবে প্রস্তুতি:
নিজের গ্রুপ জানলে অন্যকে রক্তদান সহজ হয়, আর নিজের প্রয়োজন হলে কার কাছ থেকে রক্ত নেওয়া যাবে, সেটাও আগেভাগে পরিকল্পনা করা যায়।

5. ব্যক্তিগত পরিচয়ের অংশ হিসেবে:
দুর্ঘটনা বা অজ্ঞান অবস্থায় (যখন যোগাযোগ সম্ভব নয়) পরিচয়পত্রে রক্ত গ্রুপ থাকলে দ্রুত চিকিৎসা পাওয়া যায়।

রক্তদান করার উপকারিতা
রক্তদান শুধু অন্যের জীবন বাঁচায় না, দাতার জন্যও উপকারী।

১. শারীরিক উপকারিতা

নতুন রক্তকণিকা তৈরিতে সহায়তা: রক্তদানের পর শরীর নতুন রক্ত তৈরি করে, যা রক্ত সঞ্চালন ব্যবস্থাকে সক্রিয় রাখে।

আয়রন জমে যাওয়া প্রতিরোধ: নিয়মিত রক্তদান শরীরে অতিরিক্ত আয়রন জমে গিয়ে হৃদরোগ বা লিভারের ক্ষতি হওয়ার ঝুঁকি কমায়।

হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি হ্রাস: গবেষণায় দেখা গেছে, নিয়মিত রক্তদান রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে।

২. মানসিক উপকারিতা

মানবিক সন্তুষ্টি: একজন দাতা জানেন যে তাঁর রক্ত অন্যের জীবন বাঁচিয়েছে—এটি মানসিক প্রশান্তি দেয়।
সামাজিক দায়বদ্ধতা পূরণ: রক্তদান একটি মহান সামাজিক কাজ, যা সমাজে একতা ও সহমর্মিতা বাড়ায়।

৩. বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা:

রক্তদানের আগে দাতার রক্তচাপ, হিমোগ্লোবিন, সংক্রামক রোগের স্ক্রিনিং ইত্যাদি পরীক্ষা হয়, যা নিজের স্বাস্থ্যের সম্পর্কে ধারণা দেয়।

কত ঘনঘন রক্তদান করা যায়?
সুস্থ প্রাপ্তবয়স্ক পুরুষ: প্রতি ৩–৪ মাসে একবার।
সুস্থ প্রাপ্তবয়স্ক নারী: প্রতি ৪–৬ মাসে একবার।

কে রক্তদান করতে পারবেন না?
অল্প বয়সী (১৮ বছরের নিচে) বা খুব বেশি বয়স্ক।
ওজন ৫০ কেজির কম।
গুরুতর অসুস্থতা, সংক্রামক রোগ (হেপাটাইটিস, এইডস ইত্যাদি) থাকলে।
গর্ভবতী বা সদ্য সন্তান জন্মদান করা নারী।

সংক্ষেপে:
নিজের রক্ত গ্রুপ জানা জরুরি কারণ এটি জীবন বাঁচানোর মতো গুরুত্বপূর্ণ মুহূর্তে দ্রুত ব্যবস্থা নিতে সাহায্য করে। আর রক্তদান করলে অন্যের জীবন রক্ষা হয় এবং দাতার নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যেরও উপকার হয়।

সৌজন্যে SNT মানুষ মানুষের জন্য.

আস সালামু আলাইকুম। আমাদের সংগঠনের সহযোগি হতে চাইলে WhatsApp message করুন। হোক সেটা কায়িক অথবা আর্থিক। ইনশাআল্লাহ সমাজের...
17/07/2025

আস সালামু আলাইকুম।
আমাদের সংগঠনের সহযোগি হতে চাইলে WhatsApp message করুন। হোক সেটা কায়িক অথবা আর্থিক।
ইনশাআল্লাহ সমাজের জন্য আমরা আছি আপনার সাথে 🥰।

আস সালামু আলাইকুম।দ্বিতীয় দিনের ধারাবাহিক SNT মানুষ মানুষের জন্য. সংগঠনের পক্ষ থেকে কৃষ্ণপুর (কামারগাঁ) গ্রামে বৃক্ষ বি...
13/07/2025

আস সালামু আলাইকুম।

দ্বিতীয় দিনের ধারাবাহিক SNT মানুষ মানুষের জন্য. সংগঠনের পক্ষ থেকে কৃষ্ণপুর (কামারগাঁ) গ্রামে বৃক্ষ বিতরণ কর্মসূচী পালন করা হয় এবং সুষ্ঠু ভাবে গাছ বিতরণ করা হয়।
আর উক্ত কাজ সম্পন্ন করতে কায়িকশ্রম দিয়ে সহযোগিতা করেন Md. Tuhin ভাই।

Address

Village+ Post: Hatishail ; Police Station: Tanore

6230

Alerts

Be the first to know and let us send you an email when SNT মানুষ মানুষের জন্য. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share