SNT মানুষ মানুষের জন্য.

SNT মানুষ মানুষের জন্য. SNT ( Social Neighbourhood Team )
স্লোগান:- সেবা আমাদের শক্তি।
আমরা এক ও অভিন্ন।
নিশ্চয়ই ভালো কাজে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে।
(4)

06/09/2025

আস সালামু আলাইকুম।
এলাকাবাসীর যৌথ উদ্যোগ ও SNT মানুষ মানুষের জন্য. সংগঠনের সার্বিক সহযোগিতায় হাতিশাইল গ্রাম সংলগ্ন বাগের মোড় বহুদিনের কাঙ্ক্ষিত ওয়াক্তিয়া মসজিদ নির্মাণ কাজ শুরু করা হয়েছে।
মসজিদ নির্মাণ এর কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা প্রয়োজন।
মসজিদ নির্মাণ করা একটা সাদকায়ে জারিয়া অন্তর্ভুক্ত কাজ। যার সওয়াবের অংশ মৃত্যুর পরও কবরে পৌঁছায়।
আপনি চাইলেই সেই সওয়াবের ভাগ নিতে পারেন সামান্য কিছু হলেও দানের মাধ্যমে।
আসুন মসজিদের কাজ সম্পন্ন করতে যার যতটুকু সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করি।
WhatsApp 01773-532493

কোনো কিছু দিতে না পারলেও অন্তত দোয়া করবেন যেন সুষ্ঠু ভাবে মসজিদ নির্মাণ এর কাজ সম্পন্ন করতে পারি।

05/09/2025

আস সালামু আলাইকুম।
সবাইকে জুম'আর শুভেচ্ছা।
আল্লাহুম্মা সল্লিআ'লা মুহাম্মদ (সাঃ).

সকল প্রশংসা আল্লাহর যিনি আমাদের অসংখ্য নেয়ামত দান করেছেন।
03/09/2025

সকল প্রশংসা আল্লাহর যিনি আমাদের অসংখ্য নেয়ামত দান করেছেন।

02/09/2025

সকল প্রশংসা আল্লাহর যিনি আমাদের সৃষ্টি করেছেন 🥰

01/09/2025

গ্রামাঞ্চলকে উন্নত ও মাদকমুক্ত করার জন্য সামাজিক ও আইনগত পদক্ষেপ একসাথে নেওয়া যেতে পারে। এখানে কিছু কার্যকর ব্যবস্থা উল্লেখ করছি:

১. সচেতনতা ও শিক্ষামূলক পদক্ষেপ
শিক্ষা প্রসার: গ্রামের শিশু ও যুবকদের জন্য বিদ্যালয়, কোচিং বা পাঠাগার প্রতিষ্ঠা করা।

মাদকবিরোধী ক্যাম্পেইন: রোড শো, ওয়ার্কশপ, পোস্টার, পুস্তিকা ও সামাজিক মিডিয়ার মাধ্যমে সচেতনতা সৃষ্টি করা।
ইতিবাচক বিনোদন: খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কমিউনিটি ক্লাবের মাধ্যমে যুবক-যুবতীদের মাদক থেকে দূরে রাখা।

২. সামাজিক নিয়ম ও সম্প্রদায়িক পদক্ষেপ

গ্রামীণ কমিটি গঠন: প্রত্যেক এলাকায় “মাদকবিরোধী কমিটি” তৈরি করা, যারা নজরদারি ও সচেতনতা কার্যক্রম পরিচালনা করবে।

জনপ্রতিবেদন ব্যবস্থা: গ্রামে মাদকবিরোধী হেল্পলাইন বা রিপোর্টিং সিস্টেম তৈরি করা।

ইতিবাচক রোল মডেল: স্থানীয় সফল ব্যক্তি বা মুক্তিযোদ্ধা, শিক্ষক, স্বাস্থ্যকর্মীদের দিয়ে উদাহরণ তৈরি করা।

৩. আইন প্রয়োগ ও প্রশাসনিক ব্যবস্থা
কঠোর আইন প্রয়োগ: মাদক ব্যবসায়ী ও সরবরাহকারীদের বিরুদ্ধে স্থানীয় পুলিশ ও প্রশাসনের সহায়তায় কঠোর পদক্ষেপ।
সামাজিক শাস্তি ও পুনর্বাসন: যাদের মাদকাসক্তি আছে তাদের পুনর্বাসন কেন্দ্র বা ট্রিটমেন্ট প্রোগ্রামে পাঠানো।
নিয়মিত চেকপোস্ট: স্থানীয় বাজার ও রাস্তা-ঘাটে র‍্যাপিড চেকপোস্ট এবং পুলিশের নজরদারি।

৪. অর্থনৈতিক ও বিকল্প কর্মসংস্থান
স্বনির্ভর প্রকল্প: কৃষি, ছোট কারখানা, হস্তশিল্প, বেকারি ইত্যাদি স্থাপন করে যুবকদের কাজে ব্যস্ত রাখা।
মাইক্রোফাইন্যান্স ও উদ্যোক্তা সমর্থন: গ্রামের যুবকদের জন্য ক্ষুদ্র ঋণ ও প্রশিক্ষণ, যাতে তারা বৈধ পথে অর্থ উপার্জন করতে পারে।

৫. স্বাস্থ্য ও মানসিক সহায়তা
মাদকাসক্তদের চিকিৎসা ও কাউন্সেলিং: স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র ও NGO মাধ্যমে।
সাইকোসোশ্যাল সহায়তা: পরিবার ও কমিউনিটি সচেতন করে আসক্তদের পুনঃপ্রবর্তনের সহায়তা।

💡 সারসংক্ষেপ:
গ্রামের উন্নয়ন ও মাদক মুক্ত করতে হলে শিক্ষা, সামাজিক সচেতনতা, আইন প্রয়োগ, বিকল্প কর্মসংস্থান ও স্বাস্থ্যসেবা একসাথে চালু করতে হবে। শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, সামাজিক সংস্কৃতি ও যুবকদের সুযোগ-সুবিধা সৃষ্টির মাধ্যমে স্থায়ী পরিবর্তন আনা সম্ভব।

31/08/2025

প্রত্যেক ব্যক্তি তার নিজস্ব কর্মফল ভোগ করবে।

সকল প্রশংসা আল্লাহর। রক্ত প্রদান করা একটা উত্তম ইবাদত। ইনশাআল্লাহ এমন মহান কাজ অবিরাম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ 🥰। আপনারা...
30/08/2025

সকল প্রশংসা আল্লাহর।
রক্ত প্রদান করা একটা উত্তম ইবাদত।
ইনশাআল্লাহ এমন মহান কাজ অবিরাম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ 🥰।

আপনারা আপনাদের নাম ঠিকানা সহ রক্তের গ্রুপ লিখে দেন। ভবিষ্যতে কারো না কারো প্রয়োজন হবে। WhatsApp 01773-532493

29/08/2025

আসুন সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে যতটুকু সামর্থ্য রয়েছে ততটুকু দিয়ে শুরু করি।
জুম'আ মোবারক

28/08/2025

মৃত্যুর পর একমাত্র যে ইবাদত এর সওয়াব কবরে পৌঁছাবে তা হলো সাদকায়ে যারিয়াহ্ ।

26/08/2025

ভালোকিছু করতে অর্থের চাইতে ইচ্ছাশক্তি গুরুত্বপূর্ণ।

শুভরাত্রি সবাইকে

ঘুনে ধরা সমাজটাকে মেরামতের জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত, প্রয়োজন আপনাদের সহযোগিতা, দোয়া ও ভালোবাসা 🥰।
26/08/2025

ঘুনে ধরা সমাজটাকে মেরামতের জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত, প্রয়োজন আপনাদের সহযোগিতা, দোয়া ও ভালোবাসা 🥰।

25/08/2025

নামাজের ফরজ বিধান কয়টি?

Address

Village+ Post: Hatishail ; Police Station: Tanore
Rajshahi
6230

Alerts

Be the first to know and let us send you an email when SNT মানুষ মানুষের জন্য. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share