Tech by Uzzal

Tech by Uzzal ✅"Exploring Technology | Sharing Tips & Updates | Simplifying Tech for Everyone"

👉"Committed to creating original and insightful technology content.
(6)

Our mission is to simplify digital learning and provide value through every video."

04/11/2025

ফোন আসল কিনা এই কোড দিয়ে যাচাই করুন

03/11/2025

সকল সিমের এক সিম থেকে অন্য সিমে ব্যালেন্স ট্রান্সফার করুন

👉১৬ ডিসেম্বর থেকে অবৈধ মোবাইল বন্ধ! – এখনই জেনে নিন আপনার ফোন বৈধ কি না বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC) ঘোষ...
03/11/2025

👉১৬ ডিসেম্বর থেকে অবৈধ মোবাইল বন্ধ! – এখনই জেনে নিন আপনার ফোন বৈধ কি না

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC) ঘোষণা করেছে —
👉 ২০২৫ সালের ১৬ ডিসেম্বর থেকে অবৈধ বা অনুমোদনহীন মোবাইল ফোন আর নেটওয়ার্কে চলবে না!
😱এখন আপনি কী করবেন?

📱🇧🇩 আপনার ফোন বৈধ (Legal) কিনা, ১ মিনিটেই জেনে নিন!

অনেকেই এখন বিদেশ থেকে ফোন আনছেন বা বিভিন্ন দোকান থেকে কিনছেন — কিন্তু জানেন কি, ফোনটি BTRC তে রেজিস্টার করা না থাকলে সেটা ভবিষ্যতে নেটওয়ার্কে কাজ নাও করতে পারে ❌

তাই কিনে নেওয়ার আগে বা এখনই যাচাই করে নিন আপনার ফোনটি বৈধ কিনা (Valid Device)👇

---

🔹 পদ্ধতি ১: SMS দিয়ে যাচাই

১️⃣ ফোনের ডায়ালারে লিখুন 👉 * #06 #
📋 এতে আপনার ফোনের IMEI নম্বর দেখা যাবে।

২️⃣ এখন মোবাইলের SMS অ্যাপে লিখুন —

KYD

উদাহরণ:

KYD 352982765432101

📤 পাঠিয়ে দিন 16002 নম্বরে।

🟢 কিছুক্ষণের মধ্যে আপনি জানতে পারবেন —
✅ “Your device is valid” 👉 ফোনটি বৈধ
⚠️ “Not registered” 👉 ফোনটি অবৈধ

---

🔹 পদ্ধতি ২: অনলাইনে যাচাই

🌐 ভিজিট করুন 👉 www_neir_btrc_gov_bd
সেখানে “IMEI Check” এ গিয়ে IMEI নম্বর লিখে Submit দিন।
ফলাফল সঙ্গে সঙ্গে দেখতে পাবেন।

---

⚙️ যদি ফোন অবৈধ দেখায় তাহলে করণীয়

দোকান থেকে কিনে থাকলে ক্রয়ের রসিদসহ বিক্রেতার সাথে যোগাযোগ করুন।

বিদেশ থেকে আনা ফোন হলে নিজেই রেজিস্ট্রেশন করতে পারেন 👉 NEIR ওয়েবসাইটে “IMEI Registration” অপশন ব্যবহার করে।

---

💡 নিজে জানুন, অন্যকেও জানান — যাতে কেউ প্রতারিত না হয়।
📲 শেয়ার করুন পোস্টটি, সবাই উপকৃত হোক 🇧🇩


#ফোন_যাচাই #ফোন_টিপস #নিরাপদ_প্রযুক্তি #উপকারী_পোস্ট

🔐 ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলেন? — দ্রুত ও সহজ সমাধান (বাংলায়)যদি ফেসবুকে লগইন করতে না পারেন, নিচের ধাপগুলো অনুসরণ করুন ...
02/11/2025

🔐 ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলেন? — দ্রুত ও সহজ সমাধান (বাংলায়)
যদি ফেসবুকে লগইন করতে না পারেন, নিচের ধাপগুলো অনুসরণ করুন — নিজে করে ফেলুন বা প্রয়োজনে বন্ধুদের পাঠিয়ে দিন:

১) প্রথমে: facebookcom → Forgot password? ক্লিক করুন।
২) আপনার যুক্ত ইমেইল/মোবাইল/ইউজারনেম দিন → সার্চ করুন।
৩) ফেসবুক যে ইমেইল/ফোন দেখায়, সেটা থেকে কোড নিতে পারবেন কিনা চেক করুন। কোড পেলে লিখে ভেরিফাই করে নতুন পাসওয়ার্ড দিন।
৪) যদি আপনি ইমেইল বা ফোনে অ্যাক্সেস না পান:
• facebookcom/login/identify ব্যবহার করুন (একই ডিভাইস/ব্রাউজার হলে সহজ)।
• আগে যদি Trusted Contacts সেট করে রাখেন, তাদের থেকে কোড নিয়ে এক্সেস নিন।
• সবকিছু ব্যর্থ হলে ফেসবুককে আপনার আইডি (পাসপোর্ট/নাগরিকত্বপত্র) দেখাতে হতে পারে — নির্দেশনা মেনে পাঠান।
৫) যদি আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে থাকে: facebookcom/hacked এ যান এবং “My account is compromised” সিলেক্ট করে সিকিউরিটি স্টেপ পূরণ করুন।

✨ নিরাপত্তা টিপস:
• শক্ত পাসওয়ার্ড ব্যবহার করুন (কমপক্ষে 12 অক্ষর, বড়-ছোট অক্ষর + সংখ্যা + সিম্বল)।
• একই পাসওয়ার্ড অন্য কোথাও ব্যবহার করবেন না।
• Two-Factor Authentication (2FA) চালু করুন (Auth app বেশি নিরাপদ)।
• Settings → Security & Login → “Where you're logged in” চেক করে অচেনা ডিভাইস লগআউট করুন।

#পাসওয়ার্ড

বাংলাদেশে প্রতিটি মোবাইল অপারেটরের (Grameenphone, Robi, Airtel, Banglalink, Teletalk) নিজস্ব কোড ও নিয়ম আছে ব্যালেন্স, ম...
02/11/2025

বাংলাদেশে প্রতিটি মোবাইল অপারেটরের (Grameenphone, Robi, Airtel, Banglalink, Teletalk) নিজস্ব কোড ও নিয়ম আছে ব্যালেন্স, মিনিট বা এমবি ট্রান্সফারের জন্য। নিচে আমি সব অপারেটরের ট্রান্সফার কোড ও পদ্ধতি দিচ্ছি 👇

---

📱 Grameenphone (GP)

💰 ব্যালেন্স ট্রান্সফার:

1. ডায়াল করুন 👉 *121*1500 #

2. তারপর অপশন থেকে “Balance Transfer” নির্বাচন করুন

3. রিসিপিয়েন্ট নাম্বার ও পরিমাণ দিন

📍 শর্টকাট পদ্ধতি:
*121*1500*1*প্রাপকের নাম্বার*পরিমাণ #
উদাহরণ: *121*1500*1*017######XX*20 #

🔹 শর্ত: ১০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত পাঠানো যায়
🔹 দিনে সর্বোচ্চ ৫ বার ট্রান্সফার করা যায়

---

📞 Robi

💰 ব্যালেন্স ট্রান্সফার:

1. ডায়াল করুন 👉 *140*8 #

2. তারপর নির্দেশনা অনুসরণ করুন

📍 শর্টকাট:
*140*8*প্রাপকের নাম্বার*পরিমাণ #
উদাহরণ: *140*8*018######XX*30 #

🔹 দিনে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত ট্রান্সফার করা যায়

---

📶 Airtel

💰 ব্যালেন্স ট্রান্সফার:

1. ডায়াল করুন 👉 *141*8 #

2. অপশন থেকে “Balance Transfer” সিলেক্ট করুন

📍 শর্টকাট:
*141*8*প্রাপকের নাম্বার*পরিমাণ #
উদাহরণ: *141*8*016######XX*25 #

---

📲 Banglalink

💰 ব্যালেন্স ট্রান্সফার:

1. ডায়াল করুন 👉 *100*প্রাপকের নাম্বার*পরিমাণ #
উদাহরণ: *100*019######XX*50 #

🔹 শর্ত: ১০–১০০ টাকা পর্যন্ত পাঠানো যায়

---

💻 Teletalk

💰 ব্যালেন্স ট্রান্সফার:

1. ডায়াল করুন 👉 *124 #

2. অপশন থেকে “Balance Transfer” নির্বাচন করুন
অথবা SMS পদ্ধতিতে:
TP [Number] [Amount] পাঠান 112 নম্বরে
উদাহরণ: TP 015######XX 30 → Send to 112

---

📦 মিনিট ও এমবি ট্রান্সফার:

👉 সরাসরি মিনিট বা এমবি ট্রান্সফার সাধারণত সব অপারেটরেই সম্ভব নয়।
তবে কিছু ক্ষেত্রে “Gift Pack” দেওয়া যায় —
যেমন:

🔹 GP

*121*1010 # → “Gift” অপশন থেকে এমবি বা মিনিট পাঠানো যায়।

🔹 Robi/Airtel

My Robi / My Airtel App ব্যবহার করে এমবি বা মিনিট গিফট করা যায়।

🔹 Banglalink

MyBL App → “Send Gift” → প্যাক নির্বাচন করে পাঠান।

🔹 Teletalk

Teletalk App → “Gift” সেকশন থেকে ডেটা বা মিনিট পাঠানো যায়।

02/11/2025

১টি সেটিংস ON রাখুন ফোন চলবে অনেক দিন

01/11/2025

অনুমতি ছাড়া ফোনে হাত দিলেই লক হয়ে যাবে

01/11/2025

📱 আপনার ফোন হারিয়ে গেলেও ফিরে পাবেন—একটা নাম্বারই পারে বাঁচাতে!

31/10/2025

ভুলে যাওয়া সকল আইডির পাসওয়ার্ড বের করুন

👇 নিচে অ্যান্ড্রয়েড ফোনে ডায়ালারে টাইপ করে সাবেকি (secret / service) মেনু বা টেস্ট চালানোর জন্য ২৫টি প্রচলিত গোপন কোড ...
31/10/2025

👇 নিচে অ্যান্ড্রয়েড ফোনে ডায়ালারে টাইপ করে সাবেকি (secret / service) মেনু বা টেস্ট চালানোর জন্য ২৫টি প্রচলিত গোপন কোড দিলাম। মনে রাখবেন: এগুলো সব ডিভাইসেই কাজ নাও করতে পারে — মডেল, নির্মাতা ও কাস্টম রোম অনুযায়ী ভিন্নতা থাকে। বিশেষ করে যা ফ্যাক্টরি রিসেট করে (dangerous) — সেগুলো চলানোর আগে অবশ্যই ব্যাকআপ নিন।

1. * #06 # — ফোনের IMEI নম্বর দেখায়।

2. * #* #4636 #* #* — ফোন ইনফো (ব্যাটারি, ব্যবহার, নেটওয়ার্ক স্ট্যাট) দেখায়।

3. * #* #34971539 #* #* — ক্যামেরার ফার্মওয়্যার/ক্যাম ইনফো।

4. * #* #232338 #* #* — Wi-Fi MAC ঠিকানা দেখায়।

5. * #* #1234 #* #* — PDA / ফার্মওয়্যার ইনফো দেখায়।

6. * #* #4986*2650468 #* #* — হার্ডওয়্যার / সফটওয়্যার ইনফো (কিছু ডিভাইসে)।

7. * #* #1472365 #* #* — GPS টেস্ট মেনু (টেস্ট/কনফিগ)।

8. * #* #1575 #* #* — GPS কন্ট্রোল/টেস্ট অপশন।

9. * #* #232331 #* #* — Bluetooth টেস্ট।

10. * #* #7262626 #* #* — ফিল্ড টেস্ট / নেটওয়ার্ক ইন্সপেকশন (সব ডিভাইসে না)।

11. * #0* # বা * #* #0* #* #* — (বিশেষত Samsung) হার্ডওয়্যার ডায়াগনস্টিক / LCD, সেন্সর টেস্ট।

12. * #* #0289 #* #* — অডিও (সাউন্ড) টেস্ট।

13. * #* #0588 #* #* — প্রোক্সিমিটি সেন্সর টেস্ট।

14. * #* #0842 #* #* — ভাইব্রেশন ও ব্যাকলাইট টেস্ট।

15. * #* #2664 #* #* — টাচস্ক্রীন টেস্ট (টাচ সেন্সিটিভিটি)।

16. * #* #0283 #* #* — অডিও লুপব্যাক / পকেট লুপ টেস্ট।

17. * #* #197328640 #* #* — সার্ভিস মোড মেনু (ডায়াগনস্টিক/সার্ভিস)।

18. * #* #273283*255*663282* #* #* — মিডিয়া/ফাইল ব্যাকআপ ট্রিগার (লম্বা কোড) — কিছু ডিভাইসে ব্যাকআপ অপশন।

19. * #* #7780 #* #* — সফট ফ্যাক্টরি রিসেট (ব্যাকআপ নিয়ে নিন)।

20. *2767*3855 # — ফুল হার্ড রিসেট / রোম রিইনস্টল (অত্যন্ত বিপজ্জনক — সাবধান)।

21. * #* #225 #* #* — ক্যালেন্ডার স্টোরেজ/ইভেন্ট ইনফো।

22. * #* #426 #* #* — Google Play Services / FCM (Firebase) ডায়াগনস্টিক ইনফো (কিছু ডিভাইসে)।

23. * #* #7594 #* #* — পাওয়ার বাটনের আচরণ পরিবর্তন (পাওয়ার মেনু/শাটডাউন ক্রিয়া) — কিছু ফোনে কাজ করে।

24. * #* #8255 #* #* — Google Talk (GTalk) সার্ভিস মনিটর (কিছু পুরোনো/নির্দিষ্ট ডিভাইসে)।

25. * #* #1111 #* #* — সফটওয়্যার / FTA ভার্সন ইনফো (কিছু ডিভাইসে)।

📱 সেকেন্ড হ্যান্ড iPhone কেনার আগে অবশ্যই যা যাচাই করবেন 👇একটু ভুল করলেই হাজার টাকার ক্ষতি! তাই কেনার আগে এই ১০টি বিষয় ভ...
31/10/2025

📱 সেকেন্ড হ্যান্ড iPhone কেনার আগে অবশ্যই যা যাচাই করবেন 👇

একটু ভুল করলেই হাজার টাকার ক্ষতি! তাই কেনার আগে এই ১০টি বিষয় ভালোভাবে দেখে নিন 👇

1️⃣ বাহ্যিক অবস্থা (Body & Display):
স্ক্রিনে ফাটল, স্ক্র্যাচ বা ডেন্ট আছে কিনা দেখুন। বাটনগুলো ঠিকভাবে কাজ করছে কিনা পরীক্ষা করুন।

2️⃣ IMEI / Serial Number যাচাই করুন:
👉 https://checkcoverage.apple.com এ গিয়ে নম্বর দিয়ে ফোনের আসল তথ্য ও ওয়ারেন্টি চেক করুন।

3️⃣ iCloud Lock আছে কিনা দেখুন:
ফোন রিসেট দিন। যদি Apple ID বা পাসওয়ার্ড চায়, বুঝবেন iCloud লক আছে — ❌ কখনো কিনবেন না!

4️⃣ Battery Health:
Settings > Battery > Battery Health থেকে চেক করুন। ৮৫%-এর নিচে থাকলে ব্যাটারি দ্রুত শেষ হবে।

5️⃣ Face ID / Touch ID টেস্ট করুন।

6️⃣ ক্যামেরা ও মাইক্রোফোনে ভিডিও রেকর্ড করে পরীক্ষা করুন।

7️⃣ সিম ও নেটওয়ার্ক টেস্ট করুন:
কল, ডেটা ও Wi-Fi ঠিকমতো চলছে কিনা দেখুন।

8️⃣ স্টোরেজ ও পারফরম্যান্স:
ফোনে হ্যাং বা ল্যাগ হচ্ছে কিনা যাচাই করুন।

9️⃣ Water Damage বা রিপেয়ার ইতিহাস দেখুন।

🔟 মূল্য ও মডেল যাচাই করুন:
মডেল নাম্বার Apple-এর সাইটে মিলিয়ে নিন, বাজারদরের সাথে তুলনা করুন।

🟢 অতিরিক্ত টিপস:

“Find My iPhone” অফ আছে কিনা দেখুন।

সঠিক চার্জার নিন।

সম্ভব হলে Apple Store বা সার্ভিস সেন্টারে প্রাথমিক চেকআপ করান।

💡 স্মার্টভাবে কিনুন, ঠকবেন না!

30/10/2025

জাতীয় জরুরী কিছু ফোন নম্বর

Address

Shahjahanpur, Bogura
Rajshahi
5801

Alerts

Be the first to know and let us send you an email when Tech by Uzzal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share