Tech by Uzzal

Tech by Uzzal ✅"Exploring Technology | Sharing Tips & Updates | Simplifying Tech for Everyone"

👉"Committed to creating original and insightful technology content.
(6)

Our mission is to simplify digital learning and provide value through every video."

👉আপনার ব্যক্তিগত মান-সম্মান বাঁচাতে আপনার ফোন থেকে সমস্ত সার্চ হিস্ট্রি ডিলিট করা খুবই দরকারি। আমি ধাপে ধাপে বলে দিচ্ছি—...
10/09/2025

👉আপনার ব্যক্তিগত মান-সম্মান বাঁচাতে আপনার ফোন থেকে সমস্ত সার্চ হিস্ট্রি ডিলিট করা খুবই দরকারি। আমি ধাপে ধাপে বলে দিচ্ছি—

🔷 ফেসবুক সার্চ হিস্ট্রি ডিলিট

1. Facebook অ্যাপ থেকে

🔸Facebook খুলুন

🔸উপরের Search bar ট্যাপ করুন

🔸সেখানে আপনার সাম্প্রতিক সার্চ দেখাবে → ডান পাশে “Clear all” বা “Clear recent searches” চাপুন

2. Activity Log থেকে

🔸আপনার Profile → তিন দাগ (☰) → Settings & Privacy → Settings এ যান

🔸Activity Log → Search history এ যান

🔸এখান থেকে একে একে বা একসাথে সব ডিলিট করতে পারবেন

🔷 YouTube সার্চ হিস্ট্রি ডিলিট

1. YouTube অ্যাপ থেকে

🔸YouTube খুলুন

🔸উপরে আপনার প্রোফাইল ছবিতে চাপুন

🔸Settings → History & privacy এ যান

🔸Clear search history চাপুন

🔸চাইলে Pause search history অন করে রাখতে পারেন যাতে ভবিষ্যতে আর হিস্ট্রি না জমে

🔷 Google Chrome সার্চ হিস্ট্রি ডিলিট

1. Chrome অ্যাপ থেকে

🔸Chrome খুলুন

🔸ডান দিকের তিন ডট (⋮) চাপুন

🔸History নির্বাচন করুন

🔸উপরে Clear browsing data চাপুন

🔸এখানে Browsing history, Cookies and site data, Cached images and files টিক চিহ্ন দিন

🔸Time range এ → All time নির্বাচন করুন

🔸শেষে Clear data চাপুন

👉 চাইলে গুগল অ্যাকাউন্টে ঢুকে myactivity.google.com থেকে সব সার্চ হিস্ট্রি মুছে দিতে পারবেন।

✅ এভাবে করলে আপনার ফেসবুক, ইউটিউব আর ক্রোমে করা সার্চগুলো আর কেউ দেখতে পাবে না।

ফোনে অতিরিক্ত বিজ্ঞাপন সাধারণত আসে অ্যাপস, ব্রাউজার, নোটিফিকেশন সেটিংস, আর গুগল অ্যাকাউন্টের অ্যাড পারসোনালাইজেশন থেকে। ...
09/09/2025

ফোনে অতিরিক্ত বিজ্ঞাপন সাধারণত আসে অ্যাপস, ব্রাউজার, নোটিফিকেশন সেটিংস, আর গুগল অ্যাকাউন্টের অ্যাড পারসোনালাইজেশন থেকে। নিচে ধাপে ধাপে বলে দিচ্ছি কোন সেটিংসগুলো অফ/অন করলে বিজ্ঞাপন তুলনামূলকভাবে কমে যাবে—

🔧 ১. গুগল অ্যাড পারসোনালাইজেশন বন্ধ করুন

যান: Settings → Google → Ads

"Opt out of Ads Personalization" অন করে দিন।
👉 এতে আপনার ব্যবহার অনুযায়ী টার্গেটেড বিজ্ঞাপন কম দেখাবে।

🔧 ২. পারমিশন ও ব্যাকগ্রাউন্ড অ্যাপস চেক করুন

Settings → Apps (বা Application Manager) এ গিয়ে

যেসব অ্যাপে অপ্রয়োজনীয় বিজ্ঞাপন আসে, সেগুলোর Notification বন্ধ করে দিন।

Background data বা Draw over other apps পারমিশন বন্ধ করুন।

🔧 ৩. ব্রাউজার সেটিংস পরিবর্তন করুন

যদি Chrome ব্যবহার করেন → Settings → Site settings → Pop-ups and redirects → Off করে দিন।

Ads অপশনেও Off করে দিন।

🔧 ৪. Play Store এর "Play Protect" ব্যবহার করুন

যান: Play Store → Profile icon → Play Protect → Settings

"Scan apps with Play Protect" অন রাখুন।
👉 এতে ক্ষতিকর বা অ্যাডওয়্যার ধরনের অ্যাপ ইনস্টল হওয়া রোধ করবে।

🔧 ৫. অ্যাপ পারমিশন ও নোটিফিকেশন কন্ট্রোল করুন

Settings → Privacy → Permission Manager এ গিয়ে লোকেশন, মাইক্রোফোন, কন্ট্যাক্টস– অপ্রয়োজনীয় অ্যাপ থেকে সরিয়ে দিন।

অচেনা বা কম ব্যবহার করা অ্যাপ আনইনস্টল করে ফেলুন।

🔧 ৬. অতিরিক্ত টিপস

মাঝে মাঝে ক্যাশ ক্লিয়ার করুন।

"Cleaner" টাইপ থার্ড-পার্টি অ্যাপ না ব্যবহার করাই ভালো (এসব থেকেই বেশি বিজ্ঞাপন আসে)।

চাইলে Ad-blocker browser (যেমন Brave Browser) ব্যবহার করতে পারেন।

👉 এভাবে করলে ফোনে বিজ্ঞাপন অনেক কমে আসবে।

🌿 "শুভ সকাল – আজকের দিনটা হোক তোমার স্বপ্নের পথে প্রথম পদক্ষেপ।"
09/09/2025

🌿 "শুভ সকাল – আজকের দিনটা হোক তোমার স্বপ্নের পথে প্রথম পদক্ষেপ।"

👉 সাধারণত অ্যান্ড্রয়েড বা আইফোনে প্যাটার্ন লক / পিন লক ভুলে গেলে সেটি আনলক করার অফিশিয়াল উপায়গুলোতে প্রায় সবসময় ডাটা র...
08/09/2025

👉 সাধারণত অ্যান্ড্রয়েড বা আইফোনে প্যাটার্ন লক / পিন লক ভুলে গেলে সেটি আনলক করার অফিশিয়াল উপায়গুলোতে প্রায় সবসময় ডাটা রিসেট করতে হয়, অর্থাৎ ফোনের সব ডাটা মুছে যায়। তবে কয়েকটি পরিস্থিতিতে আপনি ডাটা ডিলিট না করেও লক খুলতে পারেন।

🔑 সমাধানগুলো (ডাটা না হারিয়ে)

1. Samsung ফোন হলে

Samsung-এর Find My Mobile ওয়েবসাইটে (https://findmymobile . samsung . com) গিয়ে আপনার Samsung account দিয়ে লগইন করুন।

সেখান থেকে Unlock অপশন বেছে নিন।

ডাটা মুছবে না, শুধু লক খুলে যাবে।

2. Google (অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার)

আগে পুরোনো অ্যান্ড্রয়েডে Forgot Pattern / Forgot PIN অপশন থাকত, এখন নতুন ভার্সনে নেই।

তবে কিছু ডিভাইসে এখনো Google account দিয়ে ভেরিফাই করে লক খোলা যায় (শুধু পুরোনো ভার্সনে সম্ভব)।

3. Xiaomi / Oppo / Vivo / Realme ইত্যাদি ফোন

কিছু ব্র্যান্ডের নিজস্ব ক্লাউড সার্ভিস থাকে (যেমন Mi Cloud, Oppo Cloud)।

যদি আগে থেকে আপনার অ্যাকাউন্ট লগইন করা থাকে এবং “Find Device” সক্রিয় থাকে, তাহলে সেখান থেকে রিমোটলি আনলক করা সম্ভব।

4. Biometric (Fingerprint / Face ID)

যদি ফোনে ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আনলক চালু থাকে, তাহলে এগুলো দিয়ে প্রবেশ করে পরে সেটিংসে গিয়ে নতুন পিন/প্যাটার্ন সেট করতে পারেন।

5. সার্ভিস সেন্টার / অফিশিয়াল সাপোর্ট

অনেক সময় ব্র্যান্ডের অথরাইজড সার্ভিস সেন্টারে গেলে তারা আপনার মালিকানা যাচাই করে (বিল/বক্স/আইডি) ডাটা ডিলিট না করেই আনলক করে দেয়।

⚠️ যে ক্ষেত্রে ডাটা না হারিয়ে আনলক সম্ভব নয়:

যদি আপনার ফোনে ক্লাউড সার্ভিস বা ফিঙ্গারপ্রিন্ট/ফেস আইডি আগে থেকে চালু না থাকে, তবে দুঃখজনকভাবে একমাত্র উপায় হলো Factory Reset (যাতে সব ডাটা মুছে যাবে)।

জিমিনি (Gemini) দিয়ে ছবি এডিট করার জন্য একটা ফুল গাইডলাইন দিচ্ছি যাতে তুমি সহজে বুঝতে পারো কিভাবে ধাপে ধাপে কাজ করতে হবে...
08/09/2025

জিমিনি (Gemini) দিয়ে ছবি এডিট করার জন্য একটা ফুল গাইডলাইন দিচ্ছি যাতে তুমি সহজে বুঝতে পারো কিভাবে ধাপে ধাপে কাজ করতে হবে। Gemini সাধারণত Google Gemini (AI টুল) কে বোঝানো হয়, যেটা দিয়ে তুমি টেক্সট, কোড, এমনকি ছবি এডিট বা পরিবর্তনের কাজও করতে পারো। নিচে আমি পুরো প্রসেসটা বুঝিয়ে দিলাম:

🔹 ১. Gemini অ্যাক্সেস করা

1. তোমার মোবাইল/কম্পিউটারে Google Gemini অ্যাপ (আগে Bard নামে ছিল) ইন্সটল করে নাও।

2. ব্রাউজার দিয়েও gemini.google.com থেকে ব্যবহার করা যায়।

3. তোমার Google অ্যাকাউন্ট দিয়ে লগইন করো।

🔹 ২. ছবি এডিট শুরু করার নিয়ম

1. Gemini তে ঢুকে ইমেজ আপলোড অপশন থাকবে (📷 ক্যামেরা আইকন ক্লিক করো)।

2. তোমার যে ছবি এডিট করতে চাইবে সেটি আপলোড করো।

3. ছবির সাথে সাথে তুমি ইনস্ট্রাকশন (command) লিখবে। যেমন:

“Background white করে দাও।”

“এটা cartoon style এ এডিট করো।”

“ছবির brightness বাড়াও।”

“পিছনের অবাঞ্ছিত মানুষ মুছে দাও।”

🔹 ৩. কী কী এডিট করা যায় Gemini দিয়ে

Background change/remove → অন্য রঙ বা scenery বসানো।

Face enhancement → ত্বক সুন্দর করা, উজ্জ্বল করা।

Object remove/add → ছবির ভেতর থেকে কিছু সরানো বা নতুন কিছু যোগ করা।

Filters & Styles → Vintage, Cartoon, Anime, Oil Painting ইত্যাদি স্টাইল।

Resize & Crop → ছবিকে ছোট/বড় করা বা কাটছাঁট করা।

Text on Image → ছবির উপর লেখা বসানো।

🔹 ৪. ভালো এডিট পাওয়ার টিপস

✔️ Instruction স্পষ্টভাবে দাও (যেমন: "make background blue sky" → ভালো কাজ হবে)।
✔️ একবারে একটার বেশি জটিল কাজ লিখলে মাঝে মাঝে ঠিকমতো নাও হতে পারে। তাই ধাপে ধাপে এডিট করো।
✔️ এডিট করার পর Gemini তোমাকে একাধিক অপশন দেবে → যেটা ভালো লাগে সেটি Save Download করে রাখো।

🔹 ৫. সেভ ও শেয়ার

এডিট করা ছবি ডাউনলোড করে তোমার গ্যালারিতে সংরক্ষণ করতে পারবে।

চাইলে সরাসরি শেয়ার বাটন থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা যাবে।

👉 ভালো লাগলে শেয়ার করে আপনার টাইমে রেখে দিন আর এমন টিপস পেতে পেজটি ফলো দিয়ে সাথে থাকুন।

সিমের কল লিস্ট বের করার জন্য কয়েকটি উপায় আছে। এটা আপনার কোন অপারেটর (Grameenphone, Robi, Airtel, Banglalink, Teletalk)...
06/09/2025

সিমের কল লিস্ট বের করার জন্য কয়েকটি উপায় আছে। এটা আপনার কোন অপারেটর (Grameenphone, Robi, Airtel, Banglalink, Teletalk) ব্যবহার করছেন তার উপর নির্ভর করে। সাধারণভাবে যেভাবে করা যায়:

১. USSD কোডের মাধ্যমে

প্রতিটি অপারেটরের কিছু নির্দিষ্ট কোড থাকে যেগুলো ডায়াল করে শেষ কিছু কল হিস্টোরি বা ব্যালেন্স কাটার হিস্টোরি দেখা যায়।

উদাহরণ: *121 #, *222 # ইত্যাদি (অপারেটর ভেদে আলাদা)।

২. মোবাইল অ্যাপ (MyGP, MyRobi, MyBL, MyAirtel, MyTeletalk)

আপনার সিমের অফিশিয়াল অ্যাপ ডাউনলোড করুন।

অ্যাপে লগইন করলে আপনি Call History / Usage History দেখতে পারবেন।

সেখানে কল, এসএমএস, ডাটা ব্যবহার সবই দেখা যায়।

৩. অপারেটরের ওয়েবসাইট থেকে

সিমের রেজিস্টার্ড নাম্বার দিয়ে লগইন করতে হয়।

লগইন করলে ৩০ দিন পর্যন্ত কল লিস্ট দেখা যায় (কিছু ক্ষেত্রে বেশি)।

৪. কাস্টমার কেয়ারে যোগাযোগ করে

আপনার এনআইডি যাচাই করার পর কাস্টমার কেয়ার থেকে কল হিস্টোরি ইমেইল বা এসএমএস আকারে দিতে পারে।

তবে সিকিউরিটির জন্য সাধারণত মালিক নিজে যেতে হয় বা এনআইডি ভেরিফিকেশন করতে হয়।

👉 মনে রাখবেন, কল লিস্ট সরাসরি মোবাইলের ফোন থেকে নয়, বরং অপারেটরের সার্ভার থেকে পাওয়া যায়। তাই সঠিক তথ্য পেতে হলে অফিশিয়াল অ্যাপ, ওয়েবসাইট বা কাস্টমার কেয়ার ব্যবহার করাই নিরাপদ।

👾মোবাইলে ভাই'রাস বা ম্যাল'ওয়্যার সাধারণত অ্যাপ, ফাইল বা সন্দে'হজনক লি'ঙ্কের মাধ্যমে ঢুকে থাকে। নিচে সহজভাবে বলছি কিভাবে...
04/09/2025

👾মোবাইলে ভাই'রাস বা ম্যাল'ওয়্যার সাধারণত অ্যাপ, ফাইল বা সন্দে'হজনক লি'ঙ্কের মাধ্যমে ঢুকে থাকে। নিচে সহজভাবে বলছি কিভাবে চেক করবেন এবং কিভাবে রিমুভ করবেন:

🔍 মোবাইলে ভাই'রাস চেক করার উপায়

1. অস্বাভাবিক আচরণ লক্ষ্য করুন

ফোন হঠাৎ গরম হয়ে যাওয়া

ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়া

ডেটা অস্বাভাবিকভাবে বেশি খরচ হওয়া

হঠাৎ অজানা অ্যাপ ইনস্টল হওয়া বা বিজ্ঞাপন আসা

2. অ্যান্টিভা'ইরাস অ্যাপ ব্যবহার করুন

Google Play Store বা App Store থেকে Avast, Kaspersky, Bitdefender, Norton ইত্যাদি বিশ্বস্ত অ্যান্টিভা'ইরাস অ্যাপ ইনস্টল করুন।

Full Scan চালান।

3. Google Play Protect (অ্যান্ড্রয়েডের জন্য)

Play Store খুলুন → Profile আইকনে চাপুন → Play Protect → Scan দিন।

এটি সন্দেহজনক অ্যাপ সনাক্ত করবে।

🛠️ মোবাইল থেকে ভাইরাস রিমুভ করার উপায়

1. সন্দেহজ'নক অ্যাপ আনইনস্টল করুন

Settings → Apps → Installed apps → অচেনা বা ব্যবহার না করা অ্যাপ Uninstall করুন।

2. Safe Mode এ মোবাইল চালু করুন

পাওয়ার বাটন চেপে ধরে রাখুন → Safe Mode সিলেক্ট করুন (কিছু মোবাইলে ভিন্ন হতে পারে)।

Safe Mode এ তৃতীয় পক্ষের অ্যাপ বন্ধ থাকে, তখন সহজে ভাইরাস অ্যাপ আনইনস্টল করা যায়।

3. অ্যান্টিভা'ইরাস দিয়ে ক্লিন করুন

অ্যান্টিভা'ইরাস অ্যাপ ইনস্টল করে Full Scan দিন এবং Remove Threats চাপুন।

4. Browser Cache & Download ফাইল মুছুন

অনেক সময় ভাই'রাস ব্রাউজার ফাইল বা ডাউনলোডে লুকিয়ে থাকে।

Settings → Storage → Cache/Clean Storage ক্লিয়ার করুন।

5. Factory Reset (শেষ উপায়)

যদি কোনভাবেই ভাই'রাস রিমুভ না হয়, তাহলে ব্যাকআপ নিয়ে Settings → System → Reset → Factory Reset করুন।

এতে মোবাইল একদম নতুন অবস্থায় ফিরে যাবে।

⚠️ ভাই'রাস থেকে বাঁচার উপায়

কেবল Google Play Store বা App Store থেকে অ্যাপ ডাউনলোড করুন।

অচেনা লি'ঙ্ক বা ফাইল ডাউনলোড করবেন না।

অবি'শ্বস্ত ওয়ে'বসাইট থেকে APK ফাইল ইনস্টল করবেন না।

সবসময় সফটওয়্যার আপডেট করে রাখুন।

বাংলাদেশে NID (জাতীয় পরিচয়পত্র/ভোটার কার্ড)-এ কোনো ভুল থাকলে খুব সহজে অনলাইনে অথবা স্থানীয় ইউনিয়ন/উপজেলা/সিটি কর্পোরেশন ...
04/09/2025

বাংলাদেশে NID (জাতীয় পরিচয়পত্র/ভোটার কার্ড)-এ কোনো ভুল থাকলে খুব সহজে অনলাইনে অথবা স্থানীয় ইউনিয়ন/উপজেলা/সিটি কর্পোরেশন নির্বাচন অফিসে গিয়ে সংশোধন করা যায়। নিচে ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটা দিলাম:

🔹 অনলাইনে NID সংশোধন করার নিয়ম

1. ওয়েবসাইটে যান
👉 https://services.nidw.gov.bd

2. লগইন করুন

NID নম্বর / স্মার্টকার্ড নম্বর

জন্মতারিখ

মোবাইল নম্বর ভেরিফিকেশন (OTP)

3. সংশোধনের জন্য আবেদন করুন

“তথ্য সংশোধন” (Correction) অপশন সিলেক্ট করুন।

যেসব তথ্য ভুল আছে সেগুলো ঠিক করে দিন (যেমন নাম, জন্মতারিখ, ঠিকানা, ছবি ইত্যাদি)।

4. ডকুমেন্ট আপলোড করুন

নামের ভুল হলে: শিক্ষাগত সনদ / জন্ম সনদ / পাসপোর্ট

জন্মতারিখের ভুল হলে: জন্ম সনদ / শিক্ষাগত সনদ

ঠিকানার ভুল হলে: নাগরিক সনদ / বিদ্যুৎ বিল

অন্যান্য তথ্যের জন্য প্রমাণস্বরূপ কাগজপত্র

5. ফি প্রদান করুন (প্রয়োজন হলে)

কিছু ছোটখাটো সংশোধন ফ্রি হয়।

জন্মতারিখ/নামের মতো বড় সংশোধনে ফি দিতে হয় (সাধারণত 230 টাকা বা 345 টাকা, কাগজের ধরণ অনুযায়ী)।

6. আবেদন সাবমিট করুন

সব তথ্য যাচাই করে সাবমিট করুন।

একটি স্লিপ/টোকেন পাবেন।

7. অফিস ভিজিট (প্রয়োজন হলে)

অনলাইনে আবেদন করার পর অনেক সময় বায়োমেট্রিক ভেরিফিকেশনের জন্য স্থানীয় নির্বাচন অফিসে যেতে হয়।

🔹 অফলাইনে (নির্বাচন অফিসে) সংশোধন

আপনার উপজেলা/থানা নির্বাচন অফিসে যান।

ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিন।

ফি পরিশোধ করে টোকেন সংগ্রহ করুন।

নির্ধারিত সময়ে নতুন কার্ড সংগ্রহ করুন।

🔹 মনে রাখবেন

ছোটখাটো ভুল (ঠিকানা, বানান ইত্যাদি) সহজে সংশোধন হয়।

বড় ধরনের পরিবর্তনে (নাম, জন্মতারিখ ইত্যাদি) শক্ত প্রমাণপত্র লাগে।

সবসময় আসল কাগজপত্র স্ক্যান/ফটোকপি করে সাথে রাখবেন।

নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় ভালোভাবে যাচাই করা উচিত, যাতে ফোনটি দীর্ঘদিন নির্ভরযোগ্যভাবে ব্য...
03/09/2025

নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় ভালোভাবে যাচাই করা উচিত, যাতে ফোনটি দীর্ঘদিন নির্ভরযোগ্যভাবে ব্যবহার করতে পারেন। নিচে মূল বিষয়গুলো দিলাম:

🔋 পারফরম্যান্স ও হার্ডওয়্যার

1. প্রসেসর (CPU & GPU): সর্বশেষ জেনারেশনের প্রসেসর নিন (যেমন Snapdragon, MediaTek Dimensity, Exynos ইত্যাদি)। প্রসেসর যত ভালো, ফোন তত দ্রুত কাজ করবে।

2. র‌্যাম (RAM): কমপক্ষে 6GB বা তার বেশি ভালো, যাতে একসাথে অনেক অ্যাপ চালানো যায়।

3. স্টোরেজ (ROM): অন্তত 128GB বেছে নেওয়া ভালো। তবে যদি MicroSD কার্ড সাপোর্ট থাকে, তাহলে সুবিধা।

📱 ডিসপ্লে

4. ডিসপ্লের টাইপ: AMOLED বা OLED ডিসপ্লে IPS LCD থেকে ভালো।

5. রিফ্রেশ রেট: 90Hz বা 120Hz স্ক্রিন হলে আরও স্মুথ অভিজ্ঞতা পাবেন।

6. রেজোলিউশন: ফুল HD+ (1080p) বা তার বেশি হলে ছবি ও ভিডিও ভালো লাগবে।

📸 ক্যামেরা

7. মেগাপিক্সেল নয়, কোয়ালিটি: শুধু MP নয়, সেন্সরের মান (Sony, Samsung ইত্যাদি) এবং OIS (Optical Image Stabilization) আছে কি না দেখুন।

8. ফ্রন্ট ক্যামেরা: সেলফি ও ভিডিও কলে ভালো কোয়ালিটি চাইলে 16MP+ ভালো অপশন।

9. ভিডিও রেকর্ডিং: 4K বা 60fps সাপোর্ট থাকলে আরও ভালো।

🔋 ব্যাটারি ও চার্জিং

10. ব্যাটারি ক্যাপাসিটি: অন্তত 5000mAh ভালো।

11. চার্জিং: ফাস্ট চার্জিং (30W–100W পর্যন্ত বিভিন্ন মডেল) আছে কি না দেখুন।

12. চার্জার বক্সে আছে কি না: অনেক ব্র্যান্ড এখন চার্জার দেয় না।

📡 কানেক্টিভিটি ও সফটওয়্যার

13. 5G সাপোর্ট: ভবিষ্যতের জন্য 5G সাপোর্ট থাকলে ভালো।

14. Wi-Fi & Bluetooth ভার্সন: সর্বশেষ ভার্সন (Wi-Fi 6, Bluetooth 5.2+) চেক করুন।

15. অ্যান্ড্রয়েড ভার্সন ও আপডেট: সর্বশেষ অ্যান্ড্রয়েড ও অন্তত ২–৩ বছরের সফটওয়্যার আপডেট প্রমিস আছে কি না।

🔐 সিকিউরিটি

16. ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক: দ্রুত ও নির্ভরযোগ্য কিনা দেখুন।

17. সিকিউরিটি আপডেট: ব্র্যান্ড নিয়মিত সিকিউরিটি আপডেট দেয় কি না নিশ্চিত করুন।

🎧 অন্যান্য

18. স্পিকার: স্টেরিও স্পিকার থাকলে ভালো সাউন্ড কোয়ালিটি পাবেন।

19. হেডফোন জ্যাক: যদি ব্যবহার করেন, দেখুন আছে কি না।

20. NFC সাপোর্ট: মোবাইল পেমেন্টের জন্য কাজে লাগতে পারে।

21. বিল্ড কোয়ালিটি: Gorilla Glass প্রটেকশন বা ওয়াটার রেসিস্ট্যান্ট (IP rating) আছে কি না।

👉 সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো—আপনার বাজেট ও প্রয়োজন অনুযায়ী সঠিক ব্যালান্স খুঁজে নেওয়া।

অ্যান্ড্রয়েড ফোনে কিছু গুরুত্বপূর্ণ সিকিউরিটি কোড (USSD/Secret Codes) আছে, যেগুলো ব্যবহার করে আপনি আপনার ফোনের বিভিন্ন ...
03/09/2025

অ্যান্ড্রয়েড ফোনে কিছু গুরুত্বপূর্ণ সিকিউরিটি কোড (USSD/Secret Codes) আছে, যেগুলো ব্যবহার করে আপনি আপনার ফোনের বিভিন্ন তথ্য ও সেটিংস চেক করতে পারবেন। নিচে কয়েকটি দরকারি কোড এবং তাদের কাজ দেওয়া হলো:

📱 অ্যান্ড্রয়েড সিকিউরিটি কোডসমূহ

1. * #06 #
👉 ফোনের IMEI নম্বর চেক করতে পারবেন। হারানো ফোন ট্র্যাক বা ব্লক করার জন্য জরুরি।

2. * #* #4636 #* #*
👉 ফোন, ব্যাটারি ও Wi-Fi সম্পর্কিত বিস্তারিত তথ্য দেখতে পারবেন।
(যেমন – ব্যাটারির Health, নেটওয়ার্ক স্ট্যাটাস ইত্যাদি)।

3. * #* #7780 #* #*
👉 Factory Reset (Soft Reset) – ফোনের অ্যাপ ও ডেটা মুছে ফেলে সিস্টেম ডিফল্টে ফেরত আনবে।
⚠️ ব্যবহার করার আগে ব্যাকআপ রাখতে হবে।

4. *2767*3855 #
👉 Hard Reset / Full Wipe – ফোনের সব ডেটা (সেটিংস, ফাইল, অ্যাপ) সম্পূর্ণ মুছে ফেলবে।
⚠️ খুব সতর্কতার সাথে ব্যবহার করতে হবে।

5. * #* #197328640 #* #*
👉 Service Mode – ফোনের নেটওয়ার্ক ও টেস্টিং সেটিংস চালু হবে (শুধু টেকনিক্যাল ইউজারদের জন্য)।

6. * #* #273282*255*663282* #* #*
👉 ফোনের মিডিয়া ফাইল (ছবি, ভিডিও, মিউজিক) ব্যাকআপ করার অপশন।

7. * #* #1472365 #* #*
👉 GPS টেস্ট – ফোনের লোকেশন সার্ভিস সঠিকভাবে কাজ করছে কিনা চেক করতে পারবেন।

8. * #* #1234 #* #*
👉 ফোনের সফটওয়্যার ভার্সন (Firmware Info) দেখতে পারবেন।

9. * #* #232338 #* #*
👉 Wi-Fi MAC Address দেখার কোড।

10. * #* #232331 #* #*
👉 Bluetooth টেস্ট করার কোড।

⚠️ সতর্কতা:
সব কোড সব অ্যান্ড্রয়েড ফোনে কাজ নাও করতে পারে। কিছু কোড ব্যবহার করলে ফোনের ডেটা মুছে যেতে পারে, তাই আগে ব্যাকআপ রাখা উচিত।

01/09/2025

সকল সিমের এক সিম থেকে অন্য সিমে ব্যালেন্স ট্রান্সফার করুন ১ মিনিটে

অতিরিক্ত সিমের রেজিস্ট্রেশন বাতিল করবেন যেভাবেবাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC) ব্যক্তিগত নিরাপত্তা ও সাইবার অ...
01/09/2025

অতিরিক্ত সিমের রেজিস্ট্রেশন বাতিল করবেন যেভাবে

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC) ব্যক্তিগত নিরাপত্তা ও সাইবার অপরাধ রোধে সিম রেজিস্ট্রেশন সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে একজন ব্যক্তির নামে সর্বোচ্চ ১০(দশ)টি মোবাইল সিম রেজিস্ট্রেশন করা যাবে। আগে এই সংখ্যা ছিল ১৫(পনের)টি।

২০১৫ সালে সিম রেজিস্ট্রেশনে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাধ্যতামূলক করে BTRC। ২০১৭ সালে একজন গ্রাহকের নামে সর্বোচ্চ ১৫টি সিম রেজিস্ট্রেশনের সীমা নির্ধারণ করা হয়। তবে BTRC এর সাম্প্রতিক পর্যবেক্ষণে দেখা গেছে, অধিকাংশ গ্রাহক এত সংখ্যক সিম ব্যবহার করেন না। পাশাপাশি অপারেটরদের অ'সুস্থ প্রতি'যোগিতা, জাতীয় নিরা'পত্তা ও আন্তর্জাতিক চর্চার আলোকে নতুন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

BTRC জানিয়েছে, ১০(দশ)টির বেশি সিম যেসব গ্রাহকের নামে নিবন্ধিত আছে, তা নির্ধারিত সময়ের মধ্যে ডি-রেজিস্টার না করলে আই'নগত জটি'লতায় পড়তে হতে পারে। এমন সিম যেকোনো সময় বন্ধ করে দেওয়া হতে পারে। যদি আপনার নামে অতিরিক্ত সিম রেজিস্টার করা থাকে, তাহলে তা বাতিল বা বন্ধ করার জন্য কিছু উপায় আছে:

🔎 ১. প্রথমে নিজের নামে কয়টি সিম রেজিস্টার আছে তা চেক করুন-

🔹মোবাইলে ডায়াল করুন: *16001 #

🔹আপনার এনআইডি নাম্বার লিখে দিন।

🔹SMS এ আপনার নামে নিবন্ধিত সব সিম নাম্বার চলে আসবে।

📌 ২. অতিরিক্ত সিম বাতিল করার উপায়

1. গ্রাহক সেবা সেন্টারে যান (SIM Operator Customer Care):

🔹যেই অপারেটরের সিম বাতিল করতে চান, তাদের গ্রাহক সেবায় যান।

🔹সাথে আপনার জাতীয় পরিচয়পত্র (NID) নিয়ে যান।

🔹অতিরিক্ত বা অপ্রয়োজনীয় সিম বন্ধ করার আবেদন করুন।

2. অপারেটর হেল্পলাইন এ যোগাযোগ করুন:

🔹গ্রামীণফোন: 121

🔹রবি: 123

🔹এয়ারটেল: 786

🔹বাংলালিংক: 121

🔹টেলিটক: 121

কাস্টমার কেয়ারের মাধ্যমে তারা আপনাকে গাইড করবে কোন সিম কিভাবে বন্ধ করবেন।

3. BICTRA (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন - BTRC) এ অভিযোগ করুন:

যদি নিজে বাতিল করতে সমস্যা হয়, তাহলে BTRC হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন: 100
অথবা তাদের ওয়েবসাইট থেকে অনলাইন অভিযোগ করতে পারবেন।

👉 মনে রাখবেন, সিম বাতিল করতে অবশ্যই সঠিক মালিকের উপস্থিতি এবং NID প্রমাণ লাগবে।

📢সতর্কবার্তা: ৩০ অক্টোবর ২০২৫-এর মধ্যে অতিরিক্ত বা অপ্রয়োজনীয় সিম নিজ উদ্যোগে বন্ধ না করলে তা অ'বৈধ হিসেবে বিবেচিত হবে। এমনকি ভবিষ্যতে আ'র্থিক লেন'দেন, নিরা'পত্তা বা যোগাযোগ ব্যবস্থায় সমস্যার সম্মুখীন হতে পারেন গ্রাহক।

শেয়ার করে প্রত্যেককে সচেতন করুন। আর গুরুত্বপূর্ণ টিপস পেতে পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন ধন্যবাদ।

Address

Shahjahanpur, Bogura
Rajshahi
5801

Alerts

Be the first to know and let us send you an email when Tech by Uzzal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share