University of Rajshahi Writer's club

University of Rajshahi Writer's club Rajshahi University is the 2nd largest University in Bangladesh.

বিশেষ খাবার দিতে শিক্ষার্থীদের থেকে ৫০ টাকা চাঁদা নেওয়ার ঘোষণা দিয়েছে হল প্রশাসন।
24/07/2025

বিশেষ খাবার দিতে শিক্ষার্থীদের থেকে ৫০ টাকা চাঁদা নেওয়ার ঘোষণা দিয়েছে হল প্রশাসন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের নাম পরিবর্তন!রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর পক্ষ থেকে আমরা বাংলা বিভাগে...
17/07/2025

রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের নাম পরিবর্তন!

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর পক্ষ থেকে আমরা বাংলা বিভাগের শিক্ষার্থীরা চিকিৎসা কেন্দ্রের নতুন নামকরণ করেছি "নাপা সেন্টার" । ✌️

শুয়ে আছেন পিও পোষ্য কোটা 📍 সিনেট ভবন–প্যারিস রোড সংলগ্ন, রাবি ছবি: ইফতেখারুল ইসলাম মুন্না
10/12/2024

শুয়ে আছেন পিও পোষ্য কোটা

📍 সিনেট ভবন–প্যারিস রোড সংলগ্ন, রাবি

ছবি: ইফতেখারুল ইসলাম মুন্না

10/12/2024

রাজশাহী ইউনিভার্সিটি রাইটার্স ক্লাবের পক্ষ থেকে সবার কাছ থেকে লেখা আহ্বান করা যাচ্ছে...

20/10/2024

খুব সুন্দর গল্প।

20/10/2024
ঠিক এই জিনিসটাই দরকার। বাংলাদেশে যে গণতন্ত্রের বস্তাপঁচা ব্যাপারটি যুগযুগ ধরে চলে এসেছে এটার লাগাম টানার এখনই সময়। নাহ, ...
08/09/2024

ঠিক এই জিনিসটাই দরকার। বাংলাদেশে যে গণতন্ত্রের বস্তাপঁচা ব্যাপারটি যুগযুগ ধরে চলে এসেছে এটার লাগাম টানার এখনই সময়। নাহ, সত্যিই এদেশে গণতন্ত্রের প্রতিষ্ঠা বা এটা দিয়ে সংসার চালানো সম্ভব নয়। ঢাকাকেন্দ্রীক যে রাষ্ট্রকাঠামো এতদিন ধরে চলে এসেছে তার আউটপুট জিরো। ভারতে যখন পশ্চিমবঙ্গের মমতা দিল্লিকে গলাবাজি করে কথা শুনায় সেইসময়ে চলে বাংলাদেশিয় লেজুড়বৃত্তিক তেলবাজির সংস্কৃতি। যুগযুগ ধরে অনেক সাফার করা হয়েছে। এবার দরকার একদম গোড়া থেকে সংস্কার। সংবিধানকে ঢেলে সাজানোর এখনই সময়। ডিসেন্ট্রালাইজেশনের বিকল্প কিছুই নেই। এই থিউরি পুরনো হলেও প্রয়োগ এখন থেকেই শুরু হোক। চাটুকার, দালালমুক্ত ব্যবস্থাই পারে দেশটাকে রক্ষা করতে৷

No more words for this 'DAINI' please.🙏
09/08/2024

No more words for this 'DAINI' please.🙏

01/08/2024

খুব করে চাই
আকাশ ছেড়ে মেঘ ছাড়িয়ে
অঝোর ঝড়ে বৃষ্টি নামুক।

খুব করে চাই
নষ্ট ধুয়ে শ্বাসটা ছুঁয়ে
আঁশটে ভাবের শেষটা ঝড়ুক।

খুব করে চাই
প্রবলবেগে ধ্বংস হয়ে
লণ্ডভণ্ডে নষ্ট উড়ুক।

খুব করে চাই
সৃষ্টি নতুন উদয় হয়ে
সাঁজবাতিতে পায়রা বসুক।

খুব করে চাই
একটা নতুন গল্প শুরুর
গল্পে গল্পে দানা বাঁধুক।

খুব করে চাই
স্বপ্ন ঝেড়ে বাস্তবিকই
দেশটা আমার প্রাণে বাঁচুক।

''সব শালা কবি হবে, পিঁপড়ে গোঁ ধরেছে উড়বেই, দাঁতাল শুয়োর এসে রাজাসনে বসবেই’' - কবি মোহাম্মদ রফিক৷ সালটা ১৯৮৭।  সেনাশাস...
18/07/2024

''সব শালা কবি হবে,
পিঁপড়ে গোঁ ধরেছে উড়বেই,
দাঁতাল শুয়োর এসে রাজাসনে বসবেই’'
- কবি মোহাম্মদ রফিক৷

সালটা ১৯৮৭। সেনাশাসক এরশাদের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন তখন তুঙ্গে৷ স্বৈরশাসক এরশাদ লেলিয়ে দিয়েছিলো বিভিন্ন বাহিনী। আন্দোলনকে নচ্ছার করতে দমন নিপীড়নের যেসব ব্যবস্থা নেয়া প্রয়োজন সবই নেয়া হয়েছিলো। তখনও অন্যায়ভাবে ঢুকে পড়েছিলো স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো। জয়নাল, দীপালী, কাঞ্চনরা জীবন উৎসর্গ করে আন্দোলনের শক্তি দিয়েছিলো। অধিকার নিয়ে প্রশ্ন তোলা ছাত্র-ছাত্রীদের থেকে তখন আন্দোলন হয়ে উঠেছিলো গণমানুষের। সে আন্দোলনে প্রায় ৩৭০ জন জীবন দিয়েছিলেন, পঙ্গু-গুম হয়েছিলেন অসংখ্য মানুষ। হরতাল হয়েছিল প্রায় ১ বছর ৩২৮ দিন! অবরোধ হয়েছিল ৭০ দিন। জাতীয় সম্পদ ও আর্থিক ক্ষতিও হয়েছিল প্রায় ৩০ হাজার কোটি টাকার।

ইতিহাসের পুনরাবৃত্তি হয়, হতে হয় নতুন ইতিহাস রচনার জন্য। যুগে যুগে এমন ফ্যাসিস্ট, স্বৈরাচার, আত্মাভিমানী শাসক ছিল এবং তাদের পতন শুরু হয় এমন গণ আন্দোলনের হাত ধরেই। হিটলার, মুসোলিনি, বা এরশাদ কেউই ছাড় পায়নি। যেমন অধিকার বাঁচাতে প্রাণ দিয়েছে "শাল বৃক্ষের মতোন শিনা টান করে সে, মানুষ হ
য়ে বাঁচতে পীরেন জান দিয়েছে"। আমাদের আবু সাঈদ, রাফিরাও ঠিক পীরেন হয়ে জীবন দিয়েছে।
দেশটা বাঁচাতে গণজাগরণ আর কতদূর?
জাগো বাহে, কোনঠে সবাই?

Address

Rajshahi
6204

Alerts

Be the first to know and let us send you an email when University of Rajshahi Writer's club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to University of Rajshahi Writer's club:

Share

Category