24/08/2025
বিজয়-২৪ হলের বিভিন্ন সমস্যা সমাধানে ২৮ দফা দাবি জানিয়ে স্মারকলিপি দিলো ছাত্রশিবির
ক্যাম্পাস টুডে ডেস্ক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের বিভিন্ন সমস্যা সমাধান ও শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নের দাবিতে প্রাধ্যক্ষ বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সোমবার (২৪ আগস্ট) হল সভাপতি ইমরুল হাসান মিশকাতের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা এ স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে শিক্ষার্থীদের আবাসিক জীবনযাত্রার মানোন্নয়নে ২৮ দফা দাবি উত্থাপন করা হয়।
উত্থাপিত ২৮ দফা দাবি:
১। ডাইনিং-এ পর্যাপ্ত ভর্তুকির মাধ্যমে পুষ্টিকর ও সুস্বাদু খাবার নিশ্চিত করা।
২। সপ্তাহে অন্তত তিন দিন হল প্রশাসন শিক্ষার্থীদের সঙ্গে ডাইনিং ও ক্যান্টিনে খাবার গ্রহণ করে খাবারের মান তদারকি করা।
৩। দ্রুত সময়ের মধ্যে উচ্চগতির ইন্টারনেট সেবা নিশ্চিত এবং রাউটারবিহীন কক্ষে রাউটার স্থাপন করা।
৪। হল মসজিদের সংস্কার (ওজুখানা, মেঝেতে টাইলস, এসি ও উন্নত সাউন্ড সিস্টেম সংযোজন)।
৫। মেধা ও সিনিয়রিটির ভিত্তিতে সিট বরাদ্দ নিশ্চিত করা।
৬। রিডিং রুম আধুনিকীকরণ (টাইলস, এসি ও উন্নতমানের আসন ব্যবস্থা)।
৭। হল লাইব্রেরিতে উন্নত আসন, পর্যাপ্ত বই সংগ্রহ ও ২৪ ঘণ্টা পাঠদানের ব্যবস্থা।
৮। পত্রিকা রুম সংস্কার।
৯। প্রতিটি ফ্লোরে বিশুদ্ধ পানির ফিল্টার ও পানির লাইন স্থাপন।
১০। বাথরুম আধুনিকীকরণ (টাইলস, নতুন ট্যাপ, ঝর্ণা, হ্যাঙ্গার, স্যান্ডেল) ও নিয়মিত পরিষ্কার করা।
১১। ওয়াশরুমে পর্যাপ্ত স্যানিটারি ব্যবস্থা নিশ্চিত করা।
১২। গেস্ট রুম আধুনিকীকরণ (টাইলস, সোফা, টিভি ও ওয়াই-ফাই সংযোগ)।
১৩। হলের সার্বিক নিরাপত্তায় কার্যকর ব্যবস্থা ও পর্যাপ্ত সিসিটিভি স্থাপন।
১৪। সাইকেল গ্যারেজে সিসিটিভি স্থাপন।
১৫। ডাইনিংয়ের আসবাব (প্লেট, গ্লাস, জগ ইত্যাদি) বাড়ানো।
১৬। টিভি রুমকে আধুনিক গ্যালারি রুম অথবা রিডিং রুমে রূপান্তর।
১৭। মাদক নিয়ন্ত্রণে কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণ।
১৮। সক্রিয় সামাজিক সংগঠনগুলোর জন্য নির্দিষ্ট অফিস রুম বরাদ্দ।
১৯। হল চত্বর ও অভ্যন্তরে পরিচ্ছন্নতা বৃদ্ধি ও পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন।
২০। হলের অভ্যন্তরে খাবার ও কনফেকশনারি দোকানের ব্যবস্থা।
২১। হলের সৌন্দর্যবর্ধনে কার্যকর উদ্যোগ গ্রহণ।
২২। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার আয়োজন ও সরঞ্জামের ব্যবস্থা।
২৩। হল চত্বরে একটি মিনি ব্যায়ামাগার স্থাপন।
২৪। মশা নিধনে কার্যকর ব্যবস্থা গ্রহণ।
২৫। বারান্দা ও করিডোরে পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা।
২৬। মাসে অন্তত দুইবার শিক্ষার্থীদের সঙ্গে হল প্রশাসনের বৈঠক।
২৭। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য হলের অভ্যন্তরে মুক্তমঞ্চ নির্মাণ।
২৮। শিক্ষার্থী ও হল কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা।
স্মারকলিপি প্রদানকালে শিবির নেতারা বলেন, “শিক্ষার্থীদের ন্যায্য ও যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রশাসন দ্রুত বাস্তবায়ন করবে বলে আমরা প্রত্যাশা করি।”
#রাজশাহীবিশ্ববিদ্যালয় #বিজয়২৪হল #ছাত্রশিবির #স্মারকলিপি #শিক্ষার্থীঅধিকার #ক্যাম্পাস_টুডে