Rjf Shadikur Rahman

Rjf Shadikur Rahman সাধারণ পরিষদ সদস্য নং - ১৪৭৮
রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ)।

02/01/2025
'পিকআপের চাপায় নিহত ঘুমন্ত ব্যক্তি 'বগুড়ার কাহালুতে রাস্তার উপর বিছনায় শুয়ে থাকা অবস্থায় অজ্ঞাত এক পিকআপ ভ্যানের চাপায় ব...
19/09/2024

'পিকআপের চাপায় নিহত ঘুমন্ত ব্যক্তি '

বগুড়ার কাহালুতে রাস্তার উপর বিছনায় শুয়ে থাকা অবস্থায় অজ্ঞাত এক পিকআপ ভ্যানের চাপায় বুলু মিয়া নামের এক ব্যক্তি নিহত হন।১১ সেপ্টেম্বর বুধবার রাত ১০ টার দিকে কাহালু উপজেলার সাবানপুর এলাকায় কালিপাড়া সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত বুলু মিয়া কালিপাড়া এলাকার মৃত রমজান আলীর পুত্র।

কাহালু থানার এস আই মহিউদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানা যায় নিহত ব্যক্তি মাছ ধরার জন্য মাঠে বরশি ফেলে কালিপাড়া থেকে সাবানপুরের মাঝামাঝি পথে রাস্তায় গামছা পেড়ে শুয়ে ছিলেন। একটি অপরিচিত মুরগি বোঝাই পিকআপ ভ্যান তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন বিষয়টি দেখে আমাদেরকে খবর দেন।

তিনি আরও জানান, এঘটনায় নিহত ব্যক্তির স্বজনেরা কোন মামলা করবেন না বলে জানানোর পরে ঘটনাস্থলেই লাশ হস্তান্তর করা হয়।

আজ সকাল ১১টায়- জেলা বগুড়ার সিনিঃ জুডিঃ ম্যাজিঃ কোর্টে এই বাচ্চাকে পাওয়া গেছে, সুধু নাম বলতে পারে, আর কিছু বলতে পারে না S...
15/09/2024

আজ সকাল ১১টায়-
জেলা বগুড়ার সিনিঃ জুডিঃ ম্যাজিঃ কোর্টে এই বাচ্চাকে পাওয়া গেছে, সুধু নাম বলতে পারে, আর কিছু বলতে পারে না SHEAR করুন।
বাচ্চাটার জন্য দোয়া রইলো -- সে যেন নিজ পরিবারে ফিরতে পারে।

সরকারি আজিজুল হক কলেজ সংলগ্ন ওয়াবদা গেটে ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।
13/09/2024

সরকারি আজিজুল হক কলেজ সংলগ্ন ওয়াবদা গেটে ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।

Address

Bogura
Rajshahi
5800

Alerts

Be the first to know and let us send you an email when Rjf Shadikur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share