Al Amin Official

Al  Amin   Official আল্লাহ সর্বশক্তিমান🥰
(1)

12/10/2025

“সোলজার” এর জন‍্য শুভ কামনা বাংলা সিনেমার “কিং” । লাভ ইউ ।

স্ক্যাবিস হলো একটি চর্মরোগ যা 'সারকোপটিস স্ক্যাবি' নামক এক ধরনের মাইট বা পরজীবী দ্বারা সৃষ্ট হয়, যা ত্বকের নিচে গর্ত করে...
12/10/2025

স্ক্যাবিস হলো একটি চর্মরোগ যা 'সারকোপটিস স্ক্যাবি' নামক এক ধরনের মাইট বা পরজীবী দ্বারা সৃষ্ট হয়, যা ত্বকের নিচে গর্ত করে থাকে। এর প্রধান লক্ষণগুলো হলো তীব্র চুলকানি ও লালচে ফুসকুড়ি। এই রোগটি সরাসরি ত্বকের সংস্পর্শে বা আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত কাপড়, বিছানার চাদর ও তোয়ালে ব্যবহারের মাধ্যমে দ্রুত ছড়ায়।
কারণ
মাইট সংক্রমণ: 'সারকোপটিস স্ক্যাবি' নামক পরজীবী মাইট ত্বকের নিচে প্রবেশ করে ডিম পাড়ে এবং বংশবৃদ্ধি করে।
ছড়িয়ে পড়ার পদ্ধতি:
সরাসরি ত্বকের সংস্পর্শ।
আক্রান্ত ব্যক্তির পোশাক, বিছানার চাদর, তোয়ালে বা গামছা ব্যবহার করা।
বিশেষ করে শিশুদের মধ্যে এই রোগ ব্যাপকভাবে ছড়ায়।
লক্ষণ
তীব্র চুলকানি, যা রাতের বেলায় আরও বেড়ে যায়।
ছোট ছোট লালচে ফুসকুড়ি বা র‍্যাশ।
ত্বকের নিচে মাইটের আঁকাবাঁকা রেখার মতো চিহ্ন দেখা যেতে পারে।
প্রতিকার ও চিকিৎসা
ডাক্তারের পরামর্শ: স্ক্যাবিস নিরাময়ের জন্য অবশ্যই একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।
ওষুধ: ডাক্তার স্ক্যাবিস-এর জন্য নির্দিষ্ট ক্রিম বা লোশন যেমন পারমেথ্রিন জাতীয় ওষুধ ব্যবহারের পরামর্শ দেন।
একই সময়ে চিকিৎসা: যেহেতু রোগটি অত্যন্ত সংক্রামক, তাই আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা পরিবারের সকলের একই সময়ে চিকিৎসা করানো উচিত।
ব্যক্তিগত স্বাস্থ্যবিধি:
নিয়মিত গোসল করা এবং ত্বক পরিষ্কার রাখা।
আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত কাপড়, বিছানার চাদর ইত্যাদি গরম পানিতে ধুয়ে রোদে শুকিয়ে নিতে হবে।
সতর্কতা: চিকিৎসা সত্ত্বেও চুলকানি কয়েক দিন পর্যন্ত থাকতে পারে। তাই নিয়মিত ও সঠিকভাবে চিকিৎসা চালিয়ে যাওয়া জরুরি

আমরা ভাবি, কটন বাড কান পরিষ্কার করে। কিন্তু বিজ্ঞান বলছে ঠিক এর উল্টোটা! এটি কানের ময়লাকে ঠেলে কানের পর্দার আরও কাছে নিয়...
12/10/2025

আমরা ভাবি, কটন বাড কান পরিষ্কার করে। কিন্তু বিজ্ঞান বলছে ঠিক এর উল্টোটা! এটি কানের ময়লাকে ঠেলে কানের পর্দার আরও কাছে নিয়ে যায়, যা সাধারণ প্রক্রিয়ায় আর বেরিয়ে আসতে পারে না। ফলাফল? 🫩

১. ময়লা জমতে জমতে কানের ভেতরে শক্ত জট (Impacted Wax) তৈরি হয়, যা আপনার শোনার ক্ষমতা কমিয়ে দেয় এবং কানে তীব্র ব্যথা হতে পারে।

২. কানের ভেতরের ত্বক অত্যন্ত সংবেদনশীল। কটন বাডের সামান্য আঘাতেও সেখানে ঘা হতে পারে। এই ক্ষত থেকে রক্তপাত, চুলকানি এবং মারাত্মক ইনফেকশন (Otitis Externa) হওয়ার ঝুঁকি থাকে।

৩. অসাবধানতাবশত সামান্য জোরে খোঁচা লাগলেই কানের পর্দা ফেটে যেতে পারে। মারাত্মক ক্ষেত্রে, এটি কানের ভেতরের সূক্ষ্ম হাড়গুলোকে পর্যন্ত ক্ষতিগ্রস্ত করতে পারে, যা আপনাকে সাময়িক বা এমনকি স্থায়ীভাবে বধির করে দেওয়ার জন্য যথেষ্ট!

বিশেষজ্ঞদের মতে, আমাদের কানের ময়লা বা খোল (Earwax) আসলে কানের সুরক্ষা কবচ। এটি বাইরে থেকে ময়লা ও ব্যাকটেরিয়াকে ভেতরে ঢুকতে বাধা দেয়। কান প্রাকৃতিক নিয়মেই নিজে থেকে পরিষ্কার হয়ে যায়, তাই আলাদা করে পরিষ্কার করার কোনো প্রয়োজন নেই।

এরপরও কানে বেশি অস্বস্তি হলে বা কম শুনলে, নিজে চিকিৎসা না করে একজন নাক-কান-গলা বিশেষজ্ঞের পরামর্শ নিন। 🧑‍⚕️😊

10/10/2025

গোফ ছাড়া মনে শান্তি পাইনা

10/10/2025

এমনিই হয় ব্রাদার

09/10/2025

যে কোনো সময়,,ভ,,, দিব

08/10/2025

আমি এখনো ভালো হয়নাই

07/10/2025

এমনি💖💖

07/10/2025

Emni..💖

06/10/2025

hmmm

বাংলাদেশের অধিকাংশ মানুষ জাহান্নামি হতে পারে,,এর কারণ হিসেবে আমার কাছে যেটা মনে হয় ১,বাংলাদেশের ৯৯% মানুষ প্রত্যক্ষ -প্র...
05/10/2025

বাংলাদেশের অধিকাংশ মানুষ জাহান্নামি হতে পারে,,এর কারণ হিসেবে আমার কাছে যেটা মনে হয়
১,বাংলাদেশের ৯৯% মানুষ প্রত্যক্ষ -প্ররক্ষ ভাবে সুদের সাথে জড়িত।
২. ৯০% সরকারি অফিসে ঘুষ ছাড়া কোনো কাজ হয়না।
৩.বাংলাদেশের ৫০% এর বেশি মানুষ আত্তীয় সজনের সম্পত্তি জোর করে খাচ্ছে।
৪.বাংলাদেশের মানুষ যাকাত দেই তবে ৯০% বড়োলোক ব্যক্তিরা সঠিক সম্পদের হিসাব করে দেইনা,,তারা তাদের ইচ্ছে মতো দেই
৫. ইসলাম ধর্ম নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে রয়েছে অনেক ভেদাভেদ,,
৬.একগ্রামের মানুষ অন্য গ্রামে নামাজ পড়তে গেলে নামাজের নিয়ম আলাদা,কিন্তু ইসলামের নিয়ম সবার জন্য এক।
৭.ইসলাম ধর্মের মানুষ হয়েও অন্য ধর্মের অনুষ্ঠানে যাওয়া, খাওয়া,এইগুলোও ইসলামে নিষিদ্ধ, তারপরও এখন নিজেদের সার্থের জন্য কিছু মানুষ অন্য ধর্মের অনুষ্ঠানে গিয়ে আনন্দ উপভোগ করছে।
৮.মানুষ হয়ে মানুষ খুন করা সব থেকে বড়ো পাপ,,কিন্তু এখন বাংলাদেশ এ এইটা ডাল-ভাত।
৯. মিথ্যা ফতুয়া দিয়ে মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে অনেকে।

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Amin Official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share