06/05/2025
আমার এক আপু আছে,হাউজওয়াইফ। সেদিন উনার বাসায় দাওয়াত ছিল। সবাই মিলে খেতে বসলাম। আপু উনার হাজব্যান্ড কে বলছিলো কতো কষ্ট করে রান্নাটা করেছে,একটা নতুন আইটেম ও রান্না করেছে। বলতে বলতে খাবারটা হাজব্যান্ডের প্লেটে দিলো।হাজব্যান্ড চুপচাপ শুনেই গেলো।পরে আপু ইকটু আহত হয়েই বললো-"খাবারটা কেমন হয়েছে তাও বলোনা!এতো কষ্ট করলাম এপ্রিশিয়েট করলে কি হয়?"
এই কথাটা শুনে আমার লিটারেলি কান্না পাচ্ছিলো।চাকরিবাকরি বিসর্জন দিয়ে রাতদিন যার সংসারে খাটছে, তার থেকে একটা এপ্রিশিয়েশন ও ভিক্ষা করতে হচ্ছে!
বেশ ক'বছর আগে এক আংকেলকে বলতে শুনেছিলাম-"ও (উনার স্ত্রী) এতো মোটা হয়ে গেছে!নিজেকে মেইনটেইন করতেই পারেনা!"
অথচ আমার চোখে তখন ভাসছিলো আন্টি কিভাবে রাত-দিন এক করে উনাদের ছেলেদের মানুষ করছে, ঘর সামলাচ্ছে, হাঁটু ব্যথা নিয়ে ঘরের ফ্লোরটা মুছছে!এতো কিছুর পরেও গ্রেটফুল থাকা তো দূর, ফিগার কেন মেইনটেইন করছেনা তা নিয়ে উনি হতাশ।
কিছুদিন আগে রিলিজ হওয়া বলিউডের Mrs মুভিতে মেয়েটা যখন তার হাজব্যান্ডকে বলে সে* বাদদিয়ে ইকটু আদরটা করতে, তখন হাজব্যান্ড তাকে রেগে গিয়ে বলে-"নিজেকে দেখসো কেমন চেহারা হয়ে গেছে! তোমার শরীর থেকেও তো রান্নাঘরের গন্ধ আসে।আদর করতে মন চাইবে কিভাবে?"
ফেসবুকে একজনের একটা কমেন্ট দেখলাম।
"ইফতারির পরে ওয়াইফের শরীর থেকে রান্না ঘরের গন্ধ আসে।"
এক ডাক্তার আপুকে চিনি, যে বাচ্চাকাচ্চা সংসার সামলিয়ে পড়ার সুযোগ না পেয়ে পরীক্ষায় পাশ করতে পারেনি বলে তার স্বামী তাকে বলেছিলো -"তোমার তো ব্রেইনই নাই।পাশ করবা কিভাবে!"
অথচ আপুটা ডাক্তার!
মেয়েরা আসলে বোকা। নিজের কেয়ার,নিজের ক্যারিয়ার সবটা স্যাক্রিফাইস করে সংসার করে।
স্বামী-বাচ্চাকাচ্চার পিছনেই জীবন উজাড় করে দেয়।রান্নাঘরে জ্বলেপুড়ে স্বামীর পেটপূজার আয়োজন করে,তখন স্বামীই শুনায়
"তোমার শরীরে তো রান্নাঘরের গন্ধ!"
__সংগৃহীত