aisha

aisha Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from aisha, Digital creator, Rajshahi.

“Heart wants love. Mind wants success. Soul want peace.”
18/05/2025

“Heart wants love. Mind wants success. Soul want peace.”

আমার পছন্দের  ছবি গুলোর মধ্যে  এটা একটা 💜
09/05/2025

আমার পছন্দের ছবি গুলোর মধ্যে এটা একটা 💜

06/05/2025

আমার এক আপু আছে,হাউজওয়াইফ। সেদিন উনার বাসায় দাওয়াত ছিল। সবাই মিলে খেতে বসলাম। আপু উনার হাজব্যান্ড কে বলছিলো কতো কষ্ট করে রান্নাটা করেছে,একটা নতুন আইটেম ও রান্না করেছে। বলতে বলতে খাবারটা হাজব্যান্ডের প্লেটে দিলো।হাজব্যান্ড চুপচাপ শুনেই গেলো।পরে আপু ইকটু আহত হয়েই বললো-"খাবারটা কেমন হয়েছে তাও বলোনা!এতো কষ্ট করলাম এপ্রিশিয়েট করলে কি হয়?"

এই কথাটা শুনে আমার লিটারেলি কান্না পাচ্ছিলো।চাকরিবাকরি বিসর্জন দিয়ে রাতদিন যার সংসারে খাটছে, তার থেকে একটা এপ্রিশিয়েশন ও ভিক্ষা করতে হচ্ছে!

বেশ ক'বছর আগে এক আংকেলকে বলতে শুনেছিলাম-"ও (উনার স্ত্রী) এতো মোটা হয়ে গেছে!নিজেকে মেইনটেইন করতেই পারেনা!"

অথচ আমার চোখে তখন ভাসছিলো আন্টি কিভাবে রাত-দিন এক করে উনাদের ছেলেদের মানুষ করছে, ঘর সামলাচ্ছে, হাঁটু ব্যথা নিয়ে ঘরের ফ্লোরটা মুছছে!এতো কিছুর পরেও গ্রেটফুল থাকা তো দূর, ফিগার কেন মেইনটেইন করছেনা তা নিয়ে উনি হতাশ।

কিছুদিন আগে রিলিজ হওয়া বলিউডের Mrs মুভিতে মেয়েটা যখন তার হাজব্যান্ডকে বলে সে* বাদদিয়ে ইকটু আদরটা করতে, তখন হাজব্যান্ড তাকে রেগে গিয়ে বলে-"নিজেকে দেখসো কেমন চেহারা হয়ে গেছে! তোমার শরীর থেকেও তো রান্নাঘরের গন্ধ আসে।আদর করতে মন চাইবে কিভাবে?"

ফেসবুকে একজনের একটা কমেন্ট দেখলাম।
"ইফতারির পরে ওয়াইফের শরীর থেকে রান্না ঘরের গন্ধ আসে।"
এক ডাক্তার আপুকে চিনি, যে বাচ্চাকাচ্চা সংসার সামলিয়ে পড়ার সুযোগ না পেয়ে পরীক্ষায় পাশ করতে পারেনি বলে তার স্বামী তাকে বলেছিলো -"তোমার তো ব্রেইনই নাই।পাশ করবা কিভাবে!"
অথচ আপুটা ডাক্তার!

মেয়েরা আসলে বোকা। নিজের কেয়ার,নিজের ক্যারিয়ার সবটা স্যাক্রিফাইস করে সংসার করে।

স্বামী-বাচ্চাকাচ্চার পিছনেই জীবন উজাড় করে দেয়।রান্নাঘরে জ্বলেপুড়ে স্বামীর পেটপূজার আয়োজন করে,তখন স্বামীই শুনায়

"তোমার শরীরে তো রান্নাঘরের গন্ধ!"

__সংগৃহীত

03/05/2025

একজন আইনজীবী একজন শিক্ষকের কাছে একটি কূয়ো বিক্রি করলেন। দুই দিন পর, আইনজীবী সেই শিক্ষকের কাছে এসে বললেন,
“আমি তো আপনাকে কূয়ো বিক্রি করেছি, কিন্তু কূয়োর ভিতরের জল তো বিক্রি করিনি! আপনি যদি জল ব্যবহার করতে চান, তবে অতিরিক্ত টাকা দিতে হবে।”

শিক্ষক হেসে উত্তর দিলেন,
“হ্যাঁ, আমিও আপনাকে বলতে যাচ্ছিলাম—আপনার জল আমার কূয়ো থেকে নিয়ে যান, না হলে আগামীকাল থেকে আপনাকেই আমার কুয়োয় জল রাখার জন্য ভাড়া দিতে হবে।”

এটা শুনে আইনজীবী ঘাবড়ে গেলেন এবং বললেন,
“আরে না না, আমি তো মজা করছিলাম!”

শিক্ষক হেসে বললেন,“আমরাই আইনজীবী ও বিচারপতি তৈরি করি! শিক্ষকের সাথে একদম চালাকি নয়।

মুল গল্প আকবর এবং বিরবল থেকে সংগৃহীত এবং পরিমার্জিত।

#অনুপ্রেরণা #মোটিভেশনাল #সংগৃহীত

বাগান বিলাস💓💖💜
02/05/2025

বাগান বিলাস💓💖💜

01/05/2025

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when aisha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share