Aman Er Platform

Aman Er Platform Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Aman Er Platform, Digital creator, Rajshahi.

⛔বিসিএস প্রস্তুতি,
⛔প্রাইমারি শিক্ষক নিয়োগ, ⛔ব্যাংক জব প্রস্তুতি⛔শিক্ষক নিবন্ধন ⛔ 11-20 Grade Govt Job ⛔Educational videos⛔English Learning ⛔ personal development ⛔Educational courses all types of

25/09/2025

ব্রেকিং 🔥
ইনশাআল্লাহ আজ বৃহস্পতিবার প্রকাশিত হচ্ছে ৪৭তম বিসিএস প্রিলি. রেজাল্ট।

23/09/2025

ব্রেকিং নিউজ 🔥
৫০তম বিসিএস সার্কুলার পহেলা নভেম্বর এবং প্রিলিমিনারি পরীক্ষা এপ্রিলে অনুষ্ঠিত হবে। গুছিয়ে প্রস্তুতি নেওয়ার উত্তম সময় । বিস্তারিত👇

21/09/2025

প্রাথমিকের প্রধান শিক্ষকের ১১২২টি পদে আজ থেকেই আবেদন শুরু।
👉 পরীক্ষার ধরন:
✅ ৯০ নম্বরের MCQ
✅ ১০ নম্বরের ভাইভা
প্রাইমারি প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগের অনলাইন ব্যাচে যুক্ত হতে চাইলে ইনবক্স করুন...

20/09/2025

৪৭ তম বিসিএস প্রিলি কাট মার্কস কত হবে?৪৭ তম বিসিএস প্রিলি প্রশ্ন বিশ্লেষণ/47th Bcs prilli Cut Marks

19/09/2025

২ ঘন্টা ধরে ৪১ ও ৪৩ বিসিএস এর ৪ জন বসে ৪৭ এনালাইসিস করে দেখলাম -

৯০-৯৫ ক্ষীণ আশা রাখুন।
৯৫-১০০ টুকটাক রিটেন শুরু করে দিন।
১০০-১০৫ এই রেঞ্জেই কাট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। রিটেন পুরোদমে শুরু করুন।
১০৫+ সেইফ জোন।

এনালাইসিস ক্লাসে ৭০ জন পরীক্ষার্থীসহ এক্সাম স্ট্র‍্যাটেজি ও প্রশ্ন সলভের টেকনিকের ২ ঘন্টার ক্লাসটি কাল রেকর্ড দিয়ে দিবো সকাল ১১ টায়।

পূর্ণাঙ্গ বিশ্লেষণ -

বাংলা - ১২ (অত্যন্ত কঠিন)
ইংরেজি - ২০ (মডারেট)
বাংলাদেশ- ১৬ (কঠিন)
আন্তর্জাতিক - ১০ (কঠিন)
ভূগোল - ৫ (মডারেট)
বিজ্ঞান - ৬ (অত্যন্ত কঠিন)
আইসিটি - ৪ (অনেক অনেক কঠিন 🙄)
ম্যাথ - ৮ (সহজ মনে হলেও ট্রিকি প্রশ্নে নেগেটিভ আসবে)
মানসিক- ৭ (কঠিন)
নৈতিকতা - ৬ (বেশ সহজ)

সর্বমোট- ৯৪ টি প্রশ্ন পারার মতো হয়েছে। তবে প্রিলি তারাই পাস করবে যারা কোন সাব্জেক্টে কিছু মার্ক বেশি তুলে এগিয়ে যাবে। সেক্ষেত্রে, আরও ৫-৬ মার্ক বেশি পেতে হবে।

সার্বিক বিবেচনায়, আমরা ধারণা করছি কাটমার্ক ১০০-১০৫ রেঞ্জেই থাকবে। তবে, ৯৫ থাকলেও লিখিত শুরু করে দিন।

আর যারা ৩৫ এ ৮২ ছিল বলছেন তাদের শুধু এটুকু বলবো যে, একদম নতুন সিলেবাস নিয়ে যে ২০০ নম্বরের প্রিলি হয় সেখানে বাজারে বই ছিল খুবই কম আর এখনকার মতো এত ম্যাটারিয়াল আর এমনিটিস ছিল না। ৪৮ বিশেষ বিসিএসের প্রশ্ন যথেষ্ট কঠিন হলেও ১১২+ কাট চলে এসেছে।

তাই কাট ৯৫ এর নিচে নামার সম্ভাবনা খুবই কম বলে মনে হয়।

16/09/2025

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাংলায় ২৫ এ ২৫ পাওয়ার উপায়?প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

16/09/2025

১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা শুধুমাত্র MCQ পদ্ধতিতেই অনুষ্ঠিত হবে।

📝 পরীক্ষার ধরন:

General Knowledge (জেনারেল): ১০০ নাম্বার

Subject-based (সাবজেক্টিভ): ১০০ নাম্বার
➡️ মোট: ২০০ নাম্বার

⚡️ বিশেষ তথ্য:

এবার কোনো লিখিত পরীক্ষা থাকছে না।

পরীক্ষা হবে শুধু ২০০ নাম্বারের MCQ আকারে।

📌 সূত্র: ডেইলি ক্যাম্পাস
বি.দ্র- এটি ডেইলি ক্যাম্পাসের সূত্র থেকে বলা হয়েছে,অফিসিয়াল সার্কুলার আসলেই সবকিছু বোঝা যাবে,কমেন্টে লিঙ্ক যুক্ত করা হলো নিউজের।

15/09/2025

📢 বড় সুখবর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে! 🎓

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৮৯তম একাডেমিক কাউন্সিলের বৈঠকে প্রথমবারের মতো পিএইচডি প্রোগ্রাম চালুর সুপারিশ করা হয়েছে।

✅ প্রাথমিকভাবে ১২টি বিভাগে পিএইচডি প্রোগ্রাম চালু হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
🎯 এর মাধ্যমে কুবিতে গবেষণা ও উচ্চশিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হবে ইনশাআল্লাহ।

13/09/2025

🚨 সরকারি চাকরি নাকি প্রাইভেট জব? কোনটা আপনার জন্য?

আমাদের দেশের ছেলে-মেয়েরা ক্যারিয়ার নিয়ে যত টেনশন করে পৃথিবীর আর কোনো দেশের কিডস এত টেনশন করে কি না এই ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। যদিও আমাদের বাবা-মার এক্সপেক্টেশন, ফ্যমিলি প্রেশার, সোশাল এক্সেপ্টেন্স, ইকোনমি এই টেনশনের নিমিত্তে অনেকখানি দায়ী তবে আজকে আমি ওই আলাপে যাবো না।

বিসিএস, সরকারি চাকরি এই শব্দ দুইটার সমার্থক শব্দ হলো ✨সোনার হরিণ✨। বাংলাদেশে ৩০ বছরের কম বয়সী স্টুডেন্টদের (পড়ুন middle age adult দের) পরম আরাধ্য বিষয় এই "সোনার হরিণ"। কেউ কেউ তো একদম ভার্সিটির ফার্ষ্ট ইয়ার থেকেই প্রিপারেশন নেওয়া শুরু করে দেয়।এই মোটা মোটা সাধারণ জ্ঞানের বই পড়ে, কারেন্ট অ্যাফেয়ার্স মুখস্ত করে, পেপার পত্রিকার চাঞ্চল্যকর খবর পড়ে, কোচিং করে আরো কত আয়োজন।
পুরোপুরি এলাহী কারবার।

পুরো ২৪/২৫ বছর পড়াশোনা করার পর অনেকেই এই কম্পিটিটিভ পড়াশোনার ভেজালে আর পরতে চায় না। ওদের তাহলে অপশন কি?
অপশন অনেক আছে তবে one of the most desirable অপশন হলো কর্পোরেট জব/ প্রাইভেট চাকরি।

হ্যাঁ! দুইটাই অসাধারণ সেক্টর, দুটো দিয়েই আপনি সুন্দর একটা লাইফ lead করতে পারবেন সত্য। কিন্তু, আপনার জন্য কোনটা right সেটা কিভাবে choose করবেন?

চলেন আজকে আপনাদেরকে দুটো sector এর pros and cons গুলো দেখিয়ে দেই যাতে করে আপনার ভালোমন্দ বিচার করে choose করতে সুবিধা হয়। ভূমিকা লম্বা হয়ে গেলেও আজকে আমি ঘুরিয়ে-পেঁচিয়ে কিছু বলব না। ডাইরেক্ট বলে দেব, কোন পথে গেলে কী পাবেন, আর কী হারাবেন। তো প্রথমেই —

🎯 সরকারি চাকরি: “সোনার হরিণের শিকার”

🔰 কীভাবে পাবেন?
✅ BCS/প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে হবে।
✅ জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, গণিত, ইংরেজি, বাংলাদেশ বিষয়ক সব মুখস্ত করতে হয়।
✅ কোচিং, গাইড বই, endless রিভিশন একদম নিত্যসঙ্গী।

🗣️ কম্পিটিশন কেমন?
✅ প্রতি বছর লাখ লাখ চাকরি প্রার্থী এই পরীক্ষা দেয়, সিলেক্ট হয় কয়েক হাজার মাত্র।
✅ চান্স রেশিও = ১% এরও কম।

🌟 সুবিধা?
✅ স্থায়ী চাকরি, ফিউচারের টেনশন কম
✅ পেনশন + লাইফটাইম সিকিউরিটি
✅ সোশাল রেসপেক্ট (সরকারি চাকরি মানেই লাইফ “settled”)
✅ পাওয়ার + ইনফ্লুয়েন্স
✅ ক্ষেত্রবিশেষ (সরকারি আবাসন + যাতায়াতের জন্য বাস/গাড়ি)

📌 অসুবিধা :
❌ প্রচণ্ড লম্বা প্রস্তুতি, অনেক সময় ৩–৫ বছর খেয়ে ফেলে
❌ প্রমোশন সিস্টেম অনেক সময় স্লো
❌ ফ্লেক্সিবিলিটি নেই, রুটিনমাফিক কাজ

📌 স্যালারি রেঞ্জ :
🔻 শুরুতে ২২–৩০ হাজার (গ্রেড অনুযায়ী), পরের দিকে বাড়তে বাড়তে লাখ+।

🎯 প্রাইভেট/কর্পোরেট জব: “৯–৫ এর রোলারকোস্টার”

🔰 কীভাবে ঢুকবেন?
✅ Relevant ডিগ্রি + প্র্যাকটিক্যাল স্কিল (যেমন: Excel, Presentation, Digital Marketing, Communication) লাগবে।
✅ সাধারণত ইন্টার্নশিপ দিয়ে শুরু, তারপর ধাপে ধাপে climb up.

🗣️ কি ধরনের স্কিল দরকার :
✅ প্রফেশনাল কমিউনিকেশন
✅ প্রেজেন্টেশন + টেকনিক্যাল টুলস
✅ ইংরেজিতে fluency
✅ টিমওয়ার্ক + প্রবলেম সলভিং

🌟 সুবিধা :
✅ স্যালারি গ্রোথ ফাস্ট
✅ প্রোমোশনের সুযোগ + নেটওয়ার্কিং
✅ মাল্টিন্যাশনাল কোম্পানি হলে গ্লোবাল এক্সপোজার
✅ নতুন স্কিল শিখে ক্রমাগত আপগ্রেড

📌 অসুবিধা :
❌ ওয়ার্ক প্রেসার বেশি
❌ জব সিকিউরিটি কম
❌ ৯–৫ শুধু কাগজে কলমে কিন্তু আসলে ৮–৯ হতে পারে 😅

📌 স্যালারি রেঞ্জ :
🔻 শুরুতে ২৫–৪০ হাজার, MNC/প্রমোশনে সহজেই লাখের ওপরে।

⚖️ তাহলে কোনটা আপনার জন্য?
👉 যদি আপনি স্ট্যবিলিটি + সোশাল রেসপেক্ট চান তাহলে সরকারি চাকরি আপনার জন্য গুড অপশন হতে পারে।
👉 যদি আপনি ফাস্ট গ্রোথ + নতুন এক্সপ্লোরেশনের চান্স চান তাহলে প্রাইভেট জব might be your thing.

একটা কথা মনে রাখবেন সরকারি হোক বা প্রাইভেট, শেষ পর্যন্ত আপনার game changer কিন্তু আপনার স্কিলসেট ই।
আপনি আসলে কী পারেন, সেই জিনিসটাই আপনার ক্যারিয়ারকে define করবে।

💭 পরের বার ক্যারিয়ার নিয়ে টেনশন এলে এটা মনে রাখুন “জীবন আপনার। খেলাটাও আপনার। আর খেলায় জিততে হলে আপনার স্ট্র্যাটেজি আপনাকেই বানাতে হবে।”
তবে Don't worry! এই পুরো জার্নিতে আপনি একা না। আপনাকে cheer করার জন্য Iqra talks থাকবে সাথে।You'll figure it out 💪🏻
Best wishes 🍀

👉 ৪৯ তম বিসিএস প্রিলি (১০ অক্টোবরেই)
10/09/2025

👉 ৪৯ তম বিসিএস প্রিলি (১০ অক্টোবরেই)

10/09/2025

প্রাইমারি শিক্ষক এবং প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার খুব কম সময়ে প্রস্তুতি নেওয়ার উপায়?

09/09/2025

প্রতিবছর নভেম্বর থেকে পরবর্তী অক্টোবরের মধ্যেই বিসিএস পরীক্ষা ও নিয়োগ সম্পন্ন করতে ৫ বছরের রোডম্যাপ দিয়েছে পিএসসি।
ℹ সূত্র: প্রথম আলো
তাই ১ নভেম্বরই ৫০তম বিসিএস এর সার্কুলার আসবে

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aman Er Platform posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share