13/09/2025
🚨 সরকারি চাকরি নাকি প্রাইভেট জব? কোনটা আপনার জন্য?
আমাদের দেশের ছেলে-মেয়েরা ক্যারিয়ার নিয়ে যত টেনশন করে পৃথিবীর আর কোনো দেশের কিডস এত টেনশন করে কি না এই ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। যদিও আমাদের বাবা-মার এক্সপেক্টেশন, ফ্যমিলি প্রেশার, সোশাল এক্সেপ্টেন্স, ইকোনমি এই টেনশনের নিমিত্তে অনেকখানি দায়ী তবে আজকে আমি ওই আলাপে যাবো না।
বিসিএস, সরকারি চাকরি এই শব্দ দুইটার সমার্থক শব্দ হলো ✨সোনার হরিণ✨। বাংলাদেশে ৩০ বছরের কম বয়সী স্টুডেন্টদের (পড়ুন middle age adult দের) পরম আরাধ্য বিষয় এই "সোনার হরিণ"। কেউ কেউ তো একদম ভার্সিটির ফার্ষ্ট ইয়ার থেকেই প্রিপারেশন নেওয়া শুরু করে দেয়।এই মোটা মোটা সাধারণ জ্ঞানের বই পড়ে, কারেন্ট অ্যাফেয়ার্স মুখস্ত করে, পেপার পত্রিকার চাঞ্চল্যকর খবর পড়ে, কোচিং করে আরো কত আয়োজন।
পুরোপুরি এলাহী কারবার।
পুরো ২৪/২৫ বছর পড়াশোনা করার পর অনেকেই এই কম্পিটিটিভ পড়াশোনার ভেজালে আর পরতে চায় না। ওদের তাহলে অপশন কি?
অপশন অনেক আছে তবে one of the most desirable অপশন হলো কর্পোরেট জব/ প্রাইভেট চাকরি।
হ্যাঁ! দুইটাই অসাধারণ সেক্টর, দুটো দিয়েই আপনি সুন্দর একটা লাইফ lead করতে পারবেন সত্য। কিন্তু, আপনার জন্য কোনটা right সেটা কিভাবে choose করবেন?
চলেন আজকে আপনাদেরকে দুটো sector এর pros and cons গুলো দেখিয়ে দেই যাতে করে আপনার ভালোমন্দ বিচার করে choose করতে সুবিধা হয়। ভূমিকা লম্বা হয়ে গেলেও আজকে আমি ঘুরিয়ে-পেঁচিয়ে কিছু বলব না। ডাইরেক্ট বলে দেব, কোন পথে গেলে কী পাবেন, আর কী হারাবেন। তো প্রথমেই —
🎯 সরকারি চাকরি: “সোনার হরিণের শিকার”
🔰 কীভাবে পাবেন?
✅ BCS/প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে হবে।
✅ জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, গণিত, ইংরেজি, বাংলাদেশ বিষয়ক সব মুখস্ত করতে হয়।
✅ কোচিং, গাইড বই, endless রিভিশন একদম নিত্যসঙ্গী।
🗣️ কম্পিটিশন কেমন?
✅ প্রতি বছর লাখ লাখ চাকরি প্রার্থী এই পরীক্ষা দেয়, সিলেক্ট হয় কয়েক হাজার মাত্র।
✅ চান্স রেশিও = ১% এরও কম।
🌟 সুবিধা?
✅ স্থায়ী চাকরি, ফিউচারের টেনশন কম
✅ পেনশন + লাইফটাইম সিকিউরিটি
✅ সোশাল রেসপেক্ট (সরকারি চাকরি মানেই লাইফ “settled”)
✅ পাওয়ার + ইনফ্লুয়েন্স
✅ ক্ষেত্রবিশেষ (সরকারি আবাসন + যাতায়াতের জন্য বাস/গাড়ি)
📌 অসুবিধা :
❌ প্রচণ্ড লম্বা প্রস্তুতি, অনেক সময় ৩–৫ বছর খেয়ে ফেলে
❌ প্রমোশন সিস্টেম অনেক সময় স্লো
❌ ফ্লেক্সিবিলিটি নেই, রুটিনমাফিক কাজ
📌 স্যালারি রেঞ্জ :
🔻 শুরুতে ২২–৩০ হাজার (গ্রেড অনুযায়ী), পরের দিকে বাড়তে বাড়তে লাখ+।
🎯 প্রাইভেট/কর্পোরেট জব: “৯–৫ এর রোলারকোস্টার”
🔰 কীভাবে ঢুকবেন?
✅ Relevant ডিগ্রি + প্র্যাকটিক্যাল স্কিল (যেমন: Excel, Presentation, Digital Marketing, Communication) লাগবে।
✅ সাধারণত ইন্টার্নশিপ দিয়ে শুরু, তারপর ধাপে ধাপে climb up.
🗣️ কি ধরনের স্কিল দরকার :
✅ প্রফেশনাল কমিউনিকেশন
✅ প্রেজেন্টেশন + টেকনিক্যাল টুলস
✅ ইংরেজিতে fluency
✅ টিমওয়ার্ক + প্রবলেম সলভিং
🌟 সুবিধা :
✅ স্যালারি গ্রোথ ফাস্ট
✅ প্রোমোশনের সুযোগ + নেটওয়ার্কিং
✅ মাল্টিন্যাশনাল কোম্পানি হলে গ্লোবাল এক্সপোজার
✅ নতুন স্কিল শিখে ক্রমাগত আপগ্রেড
📌 অসুবিধা :
❌ ওয়ার্ক প্রেসার বেশি
❌ জব সিকিউরিটি কম
❌ ৯–৫ শুধু কাগজে কলমে কিন্তু আসলে ৮–৯ হতে পারে 😅
📌 স্যালারি রেঞ্জ :
🔻 শুরুতে ২৫–৪০ হাজার, MNC/প্রমোশনে সহজেই লাখের ওপরে।
⚖️ তাহলে কোনটা আপনার জন্য?
👉 যদি আপনি স্ট্যবিলিটি + সোশাল রেসপেক্ট চান তাহলে সরকারি চাকরি আপনার জন্য গুড অপশন হতে পারে।
👉 যদি আপনি ফাস্ট গ্রোথ + নতুন এক্সপ্লোরেশনের চান্স চান তাহলে প্রাইভেট জব might be your thing.
একটা কথা মনে রাখবেন সরকারি হোক বা প্রাইভেট, শেষ পর্যন্ত আপনার game changer কিন্তু আপনার স্কিলসেট ই।
আপনি আসলে কী পারেন, সেই জিনিসটাই আপনার ক্যারিয়ারকে define করবে।
💭 পরের বার ক্যারিয়ার নিয়ে টেনশন এলে এটা মনে রাখুন “জীবন আপনার। খেলাটাও আপনার। আর খেলায় জিততে হলে আপনার স্ট্র্যাটেজি আপনাকেই বানাতে হবে।”
তবে Don't worry! এই পুরো জার্নিতে আপনি একা না। আপনাকে cheer করার জন্য Iqra talks থাকবে সাথে।You'll figure it out 💪🏻
Best wishes 🍀