Defence help Care

Defence help Care This page will be geared towards students, educations and professionals in the technology industry, and survive current news with education and job circular.

আবেদন শুরু- ১১ সেপ্টেম্বর ২০২৫আবেদন শেষ- ৫  অক্টোবর ২০২৫
12/09/2025

আবেদন শুরু- ১১ সেপ্টেম্বর ২০২৫
আবেদন শেষ- ৫ অক্টোবর ২০২৫

বিষয় : বিমানবাহিনীর প্রস্তুতি  জন্য কিছু টিপস👉 ১. শারীরিক প্রস্তুতিবিমানবাহিনীতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় শারীরিক ফি...
29/08/2025

বিষয় : বিমানবাহিনীর প্রস্তুতি জন্য কিছু টিপস

👉 ১. শারীরিক প্রস্তুতি

বিমানবাহিনীতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় শারীরিক ফিটনেসে।

দৌড়ানো অনুশীলন করুন – প্রতিদিন অন্তত ১.৬ কিমি (বা ১ মাইল) সময় ধরে দৌড়ানোর প্র্যাকটিস করুন। ধীরে ধীরে স্পিড বাড়ান।

পুশআপ ও সিটআপ – প্রতিদিন নির্দিষ্ট সংখ্যায় অনুশীলন করুন।

পুলআপ (Pull-ups) – যতটা পারেন প্র্যাকটিস করুন।

সাঁতার জানা জরুরি – যারা জানেন না, তারা এখন থেকেই শিখে নিন।

👉 ২. মানসিক প্রস্তুতি

আত্মবিশ্বাস – সব পরীক্ষায় (শারীরিক/লিখিত/মৌখিক) আত্মবিশ্বাস নিয়ে উপস্থিত হবেন।

সহনশীলতা – কঠিন ট্রেনিং ও চাপ সামলানোর মানসিক শক্তি গড়ে তুলুন।

ডিসিপ্লিন (শৃঙ্খলা) – নিজের দৈনন্দিন জীবনে সময় মেনে চলা, নিয়ম মানা অনুশীলন করুন।

👉 ৩. শিক্ষাগত/লিখিত প্রস্তুতি

বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান – এই বিষয়গুলোতে নিয়মিত অনুশীলন করুন।

কারেন্ট অ্যাফেয়ার্স – দেশ ও বিশ্বের চলমান খবর জানুন (বিশেষ করে বাংলাদেশ ও প্রতিরক্ষা সম্পর্কিত বিষয়)।

👉 ❌❌

✅মেডিকেল পরীক্ষায় বাদ পড়ার মত সমস্যা (চোখ, দাঁত, স্কিন, অ্যালার্জি, অতিরিক্ত ওজন ইত্যাদি) আগে থেকেই পরীক্ষা করিয়ে নিন।

❎ধূমপান, নেশাজাতীয় কোনো কিছু থেকে দূরে থাকুন।

✅নিয়মিত ঘুম ও ব্যায়াম করুন।

✅সময়ের মূল্য দিন—কারণ প্রতিদিনই ট্রেনিংয়ে সময় মেনে চলতেে হবে।

Defence help Care

🙅‍♂️ সবার জন্য শুভ কামনা! 🥀
তোমার সাহসিকতার নতুন যাত্রা শুরু হোক বাংলাদেশ বিমানবাহিনী দিয়ে 🇧🇩🛩️✈️

বাংলাদেশ বিমানবাহিনীতে ট্রেডভিত্তিক বিমানসেনাদের দায়িত্ব জেনে নিন..✈️✈️👉টেকনিক্যাল ট্রেড:এই শাখার বিমানসেনারা মূলত বিমান...
29/08/2025

বাংলাদেশ বিমানবাহিনীতে ট্রেডভিত্তিক বিমানসেনাদের দায়িত্ব জেনে নিন..✈️✈️

👉টেকনিক্যাল ট্রেড:
এই শাখার বিমানসেনারা মূলত বিমান রক্ষণাবেক্ষণ ও প্রকৌশল কাজে যুক্ত থাকে। এর মধ্যে বিভিন্ন বিভাগ রয়েছে— যেমন Airframe, Engine Fitter, Radio Fitter ইত্যাদি। বিমান সম্পর্কিত সব ধরনের প্রযুক্তিগত কাজ এরা সম্পাদন করে।

👉 নন-টেকনিক্যাল ট্রেড:
অফিসিয়াল বা প্রশাসনিক কাজের পাশাপাশি এরা এয়ারক্রু, ফটোগ্রাফার, ক্যাটারিং ইত্যাদি দায়িত্ব পালন করে থাকে। সংক্ষেপে বললে, টেকনিক্যাল কাজ ছাড়া অন্যান্য কার্যক্রম এরা সামলায়।

👉MTOF (Mechanical Transport Operator):
বিমানবাহিনীর বিভিন্ন পরিবহন যেমন বাস, মাইক্রোবাস, কার্গো ট্রাক ইত্যাদির যান্ত্রিক দিক ও ড্রাইভিং এর দায়িত্ব এই ট্রেডের সদস্যদের উপর থাকে।

👉 মেডিক্যাল এসিস্ট্যান্ট:
এরা মূলত ডাক্তারদের সহকারী হিসেবে কাজ করে। বিমানবাহিনীর বিভিন্ন ইউনিট, বেস বা সিএমএইচ-এ এদের দায়িত্ব।

👉 আইটি এসিস্ট্যান্ট (Information Technology): কম্পিউটার অপারেশন ও ডেটা ম্যানেজমেন্ট,নেটওয়ার্ক ও সফটওয়্যার মেইনটেইনেন্স,তথ্য ও সাইবার নিরাপত্তা,সদস্যদের আইটি সহায়তা করা এই ট্রেডের কাজ।

👉 প্রভোস্ট (Air Police)
এরা বিমানবাহিনীর ভেতরে আইন-শৃঙ্খলা বজায় রাখে। ইউনিফর্মে ডান হাতে লাল ব্যাজ দেখে সহজেই চেনা যায়। মূলত ক্যান্টনমেন্ট ও ট্রাফিক নিয়ন্ত্রণে এদের ভূমিকা বেশি।

👉 খেলোয়াড় ট্রেড:
এই ট্রেডের সদস্যরা পেশাদার খেলোয়াড় হিসেবে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করে বিমানবাহিনীকে প্রতিনিধিত্ব করে।

👉 সাইফার এসিস্ট্যান্ট:
গোপন সামরিক বার্তা কোডে রূপান্তর (Encryption) ও কোড ভাঙা (Decryption) করে নিরাপদ যোগাযোগ নিশ্চিত করা এদের প্রধান কাজ। এক কথায়, বিমানবাহিনীর গোপন বার্তা ও তথ্যের নিরাপত্তা রক্ষাকারী ট্রেড হলো সাইফার এসিস্ট্যান্ট।

👉 শিক্ষা প্রশিক্ষক (Education Instructor):
নতুন রিক্রুট ও সদস্যদের সাধারণ শিক্ষা, ইংরেজি, গণিতসহ মৌলিক বিষয় শেখানো। বিভিন্ন কোর্স ও পরীক্ষা পরিচালনা করা এদের কাজ।

এগুলো হলো বিমানসেনাদের ট্রেডভিত্তিক মূল দায়িত্বের সংক্ষিপ্ত ধারণা।
আরো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো।
নিয়মিত আপডেট তথ্য ও পরামর্শ পেতে ফলো করুন 👉 Defence help Care পেইজে।

29/08/2025

পোল্যান্ডে যুদ্ধ বিমান বিধস্ত 😥

✈️✈️
29/08/2025

✈️✈️

"The whole BMA life in one picture."
27/08/2025

"The whole BMA life in one picture."

বিমানবাহিনীর নতুন সার্কুলার ২০২৫ আবেদন - আগস্ট ২৮ থেকে সেপ্টেম্বর ৬ তারিখ পর্যন্ত।সম্ভব হলে ২৮ তারিখ রাত ১টা থেকে ২ টার ...
26/08/2025

বিমানবাহিনীর নতুন সার্কুলার ২০২৫
আবেদন - আগস্ট ২৮ থেকে সেপ্টেম্বর ৬ তারিখ পর্যন্ত।
সম্ভব হলে ২৮ তারিখ রাত ১টা থেকে ২ টার মধ্যে আবেদন কমপ্লিট করে ফেলুন।
✈️✈️

নিম্নবিত্ত টা মানা যায় না কিন্তু 😄
24/08/2025

নিম্নবিত্ত টা মানা যায় না কিন্তু 😄

Circular : 96 BMA Long Course ⚔️⚔️⚔️আবেদন : শেষ তারিখ ১৮ অক্টোবর।
28/07/2025

Circular : 96 BMA Long Course ⚔️⚔️⚔️
আবেদন : শেষ তারিখ ১৮ অক্টোবর।

BGB new circular 2025 আবেদন ২৩ জুলাই থেকে ১ আগস্ট ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন।
27/07/2025

BGB new circular 2025
আবেদন ২৩ জুলাই থেকে ১ আগস্ট
ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন।

Address

Rajshahi
6205

Website

https://www.youtube.com/@DefencewithShihab

Alerts

Be the first to know and let us send you an email when Defence help Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share