Shakil

Shakil I do not exist to impress the world. I exist to live my life in a way that will make me happy.

আমি তোমাকে ভালোবাসি...অবসরে মিস করবো বলে 🤙
04/09/2025

আমি তোমাকে ভালোবাসি...
অবসরে মিস করবো বলে 🤙

দারুণ বিকেলস্থান: দাতিয়া বিল, পাবনা
29/08/2025

দারুণ বিকেল
স্থান: দাতিয়া বিল, পাবনা

গ্রামীণ জীবন
29/08/2025

গ্রামীণ জীবন

নন্দীগ্রামের ভদ্রাবতী নদীতে নৌকাভ্রমণের কিছুক্ষণ
17/08/2025

নন্দীগ্রামের ভদ্রাবতী নদীতে নৌকাভ্রমণের কিছুক্ষণ

16/08/2025

বগুড়ার রাতারগুল খ্যাত ভদ্রাবতী নদীর মনোরম দৃশ্য

ফেসবুক যে একটা প্রভাবশালী মাধ্যম হবে সেটা ২০১২ সনের এর শেষে দিকেই বুঝতে পেরেছিলাম। এখানে একসময় ভিক্ষুক, মরিচ বিক্রেতা, চ...
30/07/2025

ফেসবুক যে একটা প্রভাবশালী মাধ্যম হবে সেটা ২০১২ সনের এর শেষে দিকেই বুঝতে পেরেছিলাম। এখানে একসময় ভিক্ষুক, মরিচ বিক্রেতা, চাদাবাজ, হুজুর, নাস্তিক, তাবিজ বিক্রেতা, প্রধানমন্ত্রী, জোকার, আইনজীবী সবাই আসবে। আমি ফেসবুক বানায়নি, এরকম কিছু বানানোর ইচ্ছাও কোনদিন নেই। আমি সাধারণ ব্যবহারকারী মাত্র। বাংলাদেশে বসে এতো কিছু করা যায় এই জীবনে এই অনেক। এটা নিয়ে অন্তত কোন আক্ষেপ নেই। যাইহোক ২০১০ সনে ফেসবুকের গড়ে ওঠার গল্প নিয়ে একটা অস্কার প্রাপ্ত মুভি হয়েছে 'The Social Network'। এখানে দেখানো হয়েছে কিভাবে লোভী মার্ক জাকারবার্গ তরুণ বয়সে কিভাবে তার বন্ধুর জিনিসটি কৌশলে নিজের করে নিয়েছে। এটাই সত্য, আসল উদ্যোক্তা কে আর দুনিয়া চিনলো না। মার্ক জাকারবার্গ হিরো হয়ে গেলেন। আসল নায়ক সেই ব্রাজিলের ছেলেটি পেছনে পড়ে গেলো। আমাদের চারপাশেও এরকম অনেক চোর ঘুরে বেড়াচ্ছে.. আমি প্রায় বলি বন্ধু কম থাক। ভালো বন্ধু থাক।

21/07/2025

১৯৭৬ সনের বিমানটিই ছিলো মৃত্যু ফাদ। রাষ্ট্র তৌকির কে বিমান নয় কফিন উড়াতে দিয়েছিলো। দুর্নীতি কোন পর্যায়ে গিয়েছে। নতুন বিমান কেনার বাজেট দেখিয়ে উপর মহলে চলে দুর্নীতি। তাহলে তো জনগণও একই পথে হাটবে। দুর্নীতি একটা শিল্প সাহিত্যে পরিনত হয়েছে। রডের বদলে যেমন বাশ। ক্যাপ্টেন তৌকির আপ্রাণ চেষ্টা করেছেন ঐ কফিন টা নিয়ে নিরাপদ জায়গায় বিমান ভূপতিত করতে। চাইলে ককপিটের সাহায্যে নিজে বাচতে পারতেন। সে কাজ করেননি। আজ দেখলাম ঢাকায় অনেকে যেমন অযথা ভিডিও করে ভিড় জমাচ্ছেন। এটা বিরক্তিকর কারণ। এই দোষও আমাদের। জনগণকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারিনি। তবে ম্যাডামের ২০ জনকে বাচানো এখন তার অবস্থা অনেক আশংকাজনক। আবার সবার রক্ত দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা। এটাই আসল বাঙালির পরিচয়। আমি শত কারণ খুঁজে পাই বাঙালি জাতির প্রতি বিরক্ত হওয়ার। আবার হাজারো কারণ খুঁজে পাই এই বাঙালি হিসেবে গর্বিত হওয়ার। আমাদের কি নেই? যদি শুধু একবার সিষ্টেম ঠিক হয়ে যায় এ জাতিকে কেউ রুখতে পারবে না।

প্রিয় লেঃ তৌকির এবং সকল আহত/নিহতরা, আমরা জাতি হিসেবে লজ্জিত। দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমরা...
21/07/2025

প্রিয় লেঃ তৌকির এবং সকল আহত/নিহতরা, আমরা জাতি হিসেবে লজ্জিত। দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমরা দেশ ও জাতীর জন্য ভালো প্রশিক্ষন বিমানটা পর্যন্ত আপনাদের দিতে পারিনি যেখানে আপনারা আমাদের জন্য জীবন বিসর্জন করে দেয়ার মতো সাহস দেখিয়েছেন। (তিনি এখনো বেঁচে আছেন)

আপনি শেষ সময় পর্যন্ত বেঁচে যাওয়ার সুযোগ থাকা সত্বেও ককপিট ছেড়ে যাননি। হয়তো সবাইকে বাঁচানোর শেষ চেষ্টাটুকু করেছেন।

বাংলাদেশের নাগরিকদের পক্ষ থেকে স্যালুট।

13/07/2025

ফারহানা বিথী সাগর কন্যা কাজল কে দেড় লক্ষ টাকা দিয়ে আইফোন উপহার দেন। ভালো কথা কিন্তু দেড় লক্ষ টাকা দিয়ে বাবার মাটির বাড়ি ঠিক করে দেয় না। চাইলেই ঐটা ভেঙ্গে ছোট একটা বাসা বানিয়ে একটা এসি লাগিয়ে দিতে পারতো। কিন্তু সেটা সে এখন করবে না। এটাই রাজনীতি। ঐটা করলে মাটির বাড়ির গল্প শেষ হয়ে যাবে। বাংলাদেশের বড় দুই দলেও যোগ্য ও সৎ লোকের অভাব ছিলো না। কিন্তু কেন্দ্র থেকেই তোষামোদ করা ব্যক্তিদের প্রমোট করা হয়েছে। শেখ হাসিনা যখন ২০১০ এর পর থেকে আওয়ামী লীগের বাঘা বাঘা নেতাদের উপেক্ষা করতে থাকলেন এবং আওয়ামী লীগ কে অসাধু আর পা টেপা লোকের দল বানালেন। দলে সেদিন থেকে ঘুণ ধরেছে এবং ঐতিহাসিক পতন অনিবার্য ছিলো সেটাই হয়েছে। বাকি দলগুলোকেও এ মানসিকতা থেকে বের হতে হবে। লোক দেখানো রাজনীতি বন্ধ করতে হবে। সত্য কে সত্য এবং মিথ্যাকে মিথ্যা হিসেবে না বলতে পারলে রাজনীতি দীর্ঘস্থায়ী থাকে না। আমার কাছে ব্যক্তি, দলের থেকে জনগণ ও দেশ অনেক বড়।

11/07/2025
It's been a wonderful experience to come here and explore raw nature. Every time I go somewhere in BD. I feel very fortu...
08/07/2025

It's been a wonderful experience to come here and explore raw nature. Every time I go somewhere in BD. I feel very fortunate to be born here.

ওদের সাথে ১ দিনের পরিচয়। ওরা ঢাকা থেকে এসেছে ৮ বন্ধু। সবাই প্রায় প্রতষ্ঠিত। এরপর আর কোন দিন হয়তো দেখা হবে না। তোমরা ভালো...
08/07/2025

ওদের সাথে ১ দিনের পরিচয়। ওরা ঢাকা থেকে এসেছে ৮ বন্ধু। সবাই প্রায় প্রতষ্ঠিত। এরপর আর কোন দিন হয়তো দেখা হবে না। তোমরা ভালো থেকো। অনেক দোয়া ও শুভকামনা রইল।

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shakil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share