Shakil 009

Shakil 009 I do not exist to impress the world. I exist to live my life in a way that will make me happy.

08/12/2025

যুগপৎ আন্দোলনের ছোট দলগুলোর সাথে BNP বেঈমানী করেছে। এটার ফলাফল খুব একটা ভালো হবে না।

The sun is out at Shah Makhdum Airport (RJH). ☀️ ✈️
07/12/2025

The sun is out at Shah Makhdum Airport (RJH). ☀️ ✈️

আমাদের একজন হামজা চৌধুরী আছেন। গত ম্যাচে নেপালের বিরুদ্ধে বাই সাইকেল গোল করেছেন। এই গোল অনেক দিন ফুটবল প্রেমীদের মনে থাক...
18/11/2025

আমাদের একজন হামজা চৌধুরী আছেন। গত ম্যাচে নেপালের বিরুদ্ধে বাই সাইকেল গোল করেছেন। এই গোল অনেক দিন ফুটবল প্রেমীদের মনে থাকবে। আজ ইন্ডিয়ার বিরুদ্ধে নিশ্চিত একটি গোল ক্লিয়ার করেছেন।

আমরা জাতিগত ভাবে ভীষণ বিদেশ প্রেমী। মেসি, রোনালদো বাইসাইকেল গোল বা এরকম সেভ দিলে ফেসবুকে ফুটবলভক্তরা যেরকম উল্লাস করে এরকম উল্লাস হামজার ক্ষেত্রে হচ্ছেনা। এটা কবিগুরু রবিন্দ্রনাথ ঠাকুর আরো আগে বলে গেছেন তার 'স্ফুলিঙ্গ' কাব্যগ্রন্থের একটি ছোট কবিতার মধ্যে দিয়ে।

বহু দিন ধ’রে বহু ক্রোশ দূরে
বহু ব্যয় করি বহু দেশ ঘুরে
দেখিতে গিয়েছি পর্বতমালা,
দেখিতে গিয়েছি সিন্ধু।

দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া
একটি ধানের শিষের উপরে
একটি শিশিরবিন্দু।

হামজা বাংলাদেশের জন্য ফুটবল খেলতে রাজি হয়েছে এটাই আমাদের জন্য অনেক। তার খেলা দেখেই বুঝা যায় যে বাংলাদেশ টিমের জন্য নিজের সেরাটা দেওয়া চেষ্টা করছে। আমার কাছে এই বিষয়টি দারুণ লেগেছে। বাংলাদেশ ফুটবলে আরো হামজা আসবে। বাচ্চারা মেসি-রোনালদো নয় ঘরের মাটিতে হামজাকে দেখে অনুপ্রাণিত হবে। নতুন হামজা তৈরি হবে, বাংলাদেশ ফুটবল এগিয়ে যাবে।

এখনকার প্রজন্ম বুঝবেনা বাংলাদেশ ফুটবলের প্রতি দর্শক ও সমর্থকদের কি জোয়ার ও আবেগ ছিলো। আগেকার দিনে মোহামেডান-আবাহনী এই দু...
18/11/2025

এখনকার প্রজন্ম বুঝবেনা বাংলাদেশ ফুটবলের প্রতি দর্শক ও সমর্থকদের কি জোয়ার ও আবেগ ছিলো। আগেকার দিনে মোহামেডান-আবাহনী এই দুই ক্লাবের ম্যাচ হলে BTV তে লাইভ হতো এবং শহর থেকে মফস্বলের গ্রাম পর্যন্ত কোটি কোটি দর্শক TV সেটের সামনে বসে উপভোগ করতো। গত ২০ বছর বাংলাদেশ ফুটবল ICU তে ছিলো। বাংলাদেশ ফুটবল বিলুপ্ত হয়ে যাচ্ছিলো। এদেশে ফুটবল শুধু এলাকার টুর্নামেন্ট হিসেবেই টিকে ছিলো। দাদীর শাড়ি বা দাদার চশমা যেমন তাদের অনুপস্থিতিতে যত্নে আলমারীতে রাখা থাকে। হামজা, জামালরা ফুটবলটা মনে হচ্ছে যত্ন নিয়ে আলমারী থেকে বের করেছেন আর তা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে চান। ২২ বছর পর ভারতের বিপক্ষে জয়। এটা এক দারুণ অনুভূতি। বাংলাদেশ ফুটবল তার সোনালী দিন একটু একটু করে ফিরে যাচ্ছে। আরো অনেক কাজ বাকি আছে। শুভকামনা।

সাবধান ❌ এই ধরনের লিংকে প্রবেশ করা থেকে বিরত থাকুন। নিজের MFS ও ব্যাংক একাউন্ট নিরাপদ রাখুন 🔥
13/11/2025

সাবধান ❌ এই ধরনের লিংকে প্রবেশ করা থেকে বিরত থাকুন। নিজের MFS ও ব্যাংক একাউন্ট নিরাপদ রাখুন 🔥

13/11/2025

এটাই সেই তেঁতুল গাছ, যার জন্যে পরে এই উপজেলার নাম হয় তেঁতুলিয়া।

হেমন্তের এক সকালে চাকলাহাট নদীর তীরে
12/11/2025

হেমন্তের এক সকালে চাকলাহাট নদীর তীরে

07/11/2025

৮ ফ্লেভারের চা দিয়ে একটি বক্সের রিভিউ | 8 Flavours Tea BoX Unboxing

Late Friday morning 🌅
07/11/2025

Late Friday morning 🌅

04/11/2025

পঞ্চগড় শহর থেকে যেভাবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন

04/11/2025

পঞ্চগড়ের মহারাজার দিঘির বর্তমান অবস্থা

04/11/2025

পঞ্চগড়ের অনেক পুরাতন ও ঐতিহ্যবাহী শাহী মসজিদেকে যেমন দেখলাম

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shakil 009 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share