ImanDipto

ImanDipto ইচ্ছাশক্তি মজবুত করো
আশার আলো দেখবেই,
রাত্রি তোমাকে শুভ কিছুর
আভাস দিয়ে যাচ্ছেই।🥰

07/10/2024

ছোট্ট একটি পদ্ধতি🙂

অন্যমনস্কতা এমন একটা রোগ - যা মানুষের বোধশক্তি ও মনকে আঘাত করে। সতর্ককারী ইন্দ্রিয় খুইয়ে বসে।কেবল খোসা নিয়ে ভাবতে থাক...
15/09/2024

অন্যমনস্কতা এমন একটা রোগ - যা মানুষের বোধশক্তি ও মনকে আঘাত করে। সতর্ককারী ইন্দ্রিয় খুইয়ে বসে।কেবল খোসা নিয়ে ভাবতে থাকে অর্থাৎ কেবল বাহ্যিক ছবি চোখে ভাসতে থাকে ।তাত্ত্বিক বিষয়গুলো এমন মানুষের মাথায় ঢোকে না।শুধু শুরু নিয়ে পড়ে থাকে ,তারপর কি হবে তা জানে না।

°কুরআন মাজীদে অন্যমনস্কতা নিয়ে কঠোর ভাষায় সতর্ক করা হয়েছে ।বলা হয়েছে :-

“আমরা জাহান্নামের জন্যই তৈরি করেছি জিন ইনসানের অনেককে ।তাদের অন্তর আছে তবে তা দিয়ে তারা উপলব্ধি করে না।
তাদের চোখ আছে,তবে তো দিয়ে তারা দেখে না।তাদের কান আছে,তবে তো দিয়ে তারা শোনে না।এরা পশুর মতো; বরং আরো অধিক বিভ্রান্ত ও অচেতন”_ সূরা আরাফ -১৭৯
[এছাড়া সূরা আরাফ এর ২০৫, রুম এর ৬-৭ এবং সূরা কাহাফ এর ২৮ নং আয়াতে এদের নিয়ে কথা বলা হয়েছে]

আশ্চর্যের ব্যাপার হলো এমন মানুষও পাওয়া যাবে - যার জীবনকাল একশ বছরের চেয়ে বেশি, কিন্তু তাকওয়া ও সৎকাজের খাতায় অর্জন শ...
15/09/2024

আশ্চর্যের ব্যাপার হলো এমন মানুষও পাওয়া যাবে - যার জীবনকাল একশ বছরের চেয়ে বেশি, কিন্তু তাকওয়া ও সৎকাজের খাতায় অর্জন শূন্য বা তারও নিচে।যাকে লেনদেনের ভাষায় বলে উল্টো ঋণী।

আল্লাহ তাআলা জান্নাত ও মাগফিরাতের দিকে দ্রুততার সঙ্গে প্রতিযোগিতার মাধ্যমে দৌড়ানোর আদেশ দিয়েছেন । জান্নাত ও মাগফিরাতের...
13/09/2024

আল্লাহ তাআলা জান্নাত ও মাগফিরাতের দিকে দ্রুততার সঙ্গে প্রতিযোগিতার মাধ্যমে দৌড়ানোর আদেশ দিয়েছেন । জান্নাত ও মাগফিরাতের দিকে দৌড়ানোর অর্থ সেটা লাভের উপকরণের দিকে দৌড়ানো। আর উপকরণ হলো ইমান , তাকওয়া ও উত্তম আমল । এখানে প্রতিযোগিতা কিংবা প্রতিদ্বন্দ্বিতা শুধু প্রশংসনীয়ই নয় ; কাম্যও বটে ।

"সুতরাং সকল কল্যাণকর কাজে প্রতিযোগিতা করে এগিয়ে যাও ।" _ সূরা বাকারা ; ১৪৮

আহলে কিতাব ও তাদের উপর নাযিলকৃত কল্যাণের বিষয়ে বলেছেন -

"আল্লাহ চাইলে তোমাদের সকলকে একটি উম্মতই বানাতে পারতেন । কিন্তু তিনি তোমাদের কল্যাণের ভিত্তিতে পরীক্ষা করতে চান । সুতরাং তোমরা কল্যাণের কাজের প্রতিযোগিতা কর ।" _ সূরা মায়েদা;৪৮

অন্য আয়াতে এসেছে,

"তোমরা প্রতিযোগিতা করে দৌড়ে এসো তোমার প্রভুর ক্ষমার দিকে আর সেই জান্নাতের দিক ।"
_ সূরা হাদীদ ; ২১

"এ বিষয়ে প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিত ।" _ সূরা মুতাফিফিন ; ২৬ ∆

আমি যা জানি তোমরা যদি জানতেতাহলে খুব কমই হাসতে এবং প্রচুর কাঁদতে।                _ মুহাম্মদ (সা:)
08/09/2024

আমি যা জানি তোমরা যদি জানতে
তাহলে খুব কমই হাসতে এবং প্রচুর কাঁদতে।
_ মুহাম্মদ (সা:)

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when ImanDipto posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share