afra's lifestyle

afra's lifestyle আলহামদুলিল্লাহ
সবকিছুর জন্য�����
(1)

বাতাসের দোষ দিয়ে কি করবেন যেখানে আপনার নিজের খুঁটি টা ঠিক না ।
19/04/2025

বাতাসের দোষ দিয়ে কি করবেন যেখানে আপনার নিজের খুঁটি টা ঠিক না ।

17/04/2025

দুনিয়াতে এত সুখ চাইলে হবে ? সোনা। দুনিয়া যদি সুখের জায়গা হয়তো তাহলে খুদা জান্নাত বানাইতো না ।

যতই সাধারণ জীবন যাপন করবেন, জীবন ততটাই সহজ ও  দুশ্চিন্তা মুক্ত। ননস্টিক প্যানে একটি সামান্য স্ক্র্যাচ থেকে ৯ হাজার বিষাক...
17/04/2025

যতই সাধারণ জীবন যাপন করবেন, জীবন ততটাই সহজ ও দুশ্চিন্তা মুক্ত।

ননস্টিক প্যানে একটি সামান্য স্ক্র্যাচ থেকে ৯ হাজার বিষাক্ত মাইক্রো-প্লাস্টিক উন্মুক্ত হয়। আর প্রলেপ উঠে গেলে সে সংখ্যা পৌঁছাতে পারে ২০ লাখে! যা প্রতিবার রান্নায় মেশে খাবারের সাথে।

ননস্টিক প্যান, খুন্তি— এসবে টেফলনের প্রলেপ দেওয়া হয়। টেফলন প্লাস্টিক জাতীয় পলিমার। সাধারণ প্লাস্টিক নয়, বরং এটি একটি 'ফরেভার কেমিক্যাল', যা কখনও নষ্ট করা যায় না। একে 'চিরস্থায়ী বিষ' বললেও ভুল হবে না।

এসব সরঞ্জাম একটু পুরনো হলেই খাবারের সাথে মিশতে থাকে এসব কেমিক্যাল, যা দীর্ঘ সময় ব্যবহারে নারী ও পুরুষ উভয়েরই বন্ধ্যাত্ব দেখা দিতে পারে! এমনকি শিশুর বিকাশ ও ক্যানসারের কারণও এসব কণা। হরমোনের ভারসাম্যহীনতারও সূত্রপাত এখান থেকেই।

৯৯% আমেরিকানের রক্তে বিভিন্ন মাত্রায় এই রাসায়নিক পাওয়া গেছে। ব্যাখ্যা: বিজ্ঞানপ্রিয়।

সূত্র: Science of the Total Environment (
©

17/04/2025

আমার হাত নাকি আল্লাহ ফেরাউন এর মতন তৈরি করেছে 😅 লম্বা ,আমার আফরা মনি মেহেদী দিয়ে দিয়েছে কেমন হইয়েছে 🌿🌿

এটা কি কে বলতে পারে 😅
17/04/2025

এটা কি কে বলতে পারে 😅

17/04/2025

যেই ইদ্রিস বউ এর তলে চুরি পরে থাকে সে আবার পরের বউ কে হুমকি দেই 🤣তুই ইট মারলে পাটকেল পাবি 🤣আবু জেহেল ,

শুভ দুপুর
17/04/2025

শুভ দুপুর

17/04/2025

বৃষ্টির পানির সাথে ঝরে যাক তোদের শত্রুরা ধ্বংস হোক শত্রু ,, যখন বড় হবি এমনি চিনতে পারবি তখন সবকিছু অসুল করে নিস ।আসল মুখোশ খুলে যাবে ইনশাল্লাহ ।

16/04/2025

ইজরায়েল রাও বহু শিশু হত্যা করেছে ,এরকম কিছু ইজরায়েল চেষ্টা প্ল্যান চালিয়ে যাচ্ছে আল্লাহ ছেড়ে দেই ছাড় দেইনা ।

16/04/2025

জালিমের অত্যাচার 10 দিন আল্লাহর বিচার 1 দিন ।শুভ সকাল

15/04/2025

আলহামদুলিল্লাহ ।শুকরিয়া আল্লাহ

15/04/2025

ইজরায়েল আর অত্যাচার অতিরিক্ত হওয়ার পর তাদেরকে এমন নিকৃষ্ট ভাবে মারা হবে যে গাছ এর পিছনে লুকালে ও গাছ কথা বলবে তাদের শাস্তি দেওয়ার জন্য সব অত্যাচারীদের ও বিচার হবে সরিষা পরিমাণ তিল তিল করে.....ইজরায়েল রুপি মানুষ রাও বাদ যাবে না।

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when afra's lifestyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share