The SIRAJ

The SIRAJ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from The SIRAJ, Video Creator, Rajshahi.

Successful হতে গেলে কি লাগে?
- অপমান, খারাপ সময়,কিছু মানুষের বিশ্বাসঘাতকতা,হার,প্রচন্ড জেদ,চেষ্টার শক্তি, আত্নবিশ্বাস,আর আল্লাহর রহমত ব্যাস জয় নিশ্চিত!!
'' ইনশাআল্লাহ ''

😅😅😅
26/03/2025

😅😅😅

23/02/2025

ছাত্রদল: শিবিরকে গুপ্ত রাজনীতি ছেড়ে প্রকাশ্যে আসতে হবে
শিবির: আচ্ছা। আমরা আগামীকাল প্রকাশ্যে ডাকসুর আলোচনা সভায় আসব।

(আলোচনা সভায় আসার পর)
ছাত্রদল: স্বাধীনতাবিরোধী শক্তি এখানে কেন? আমরা এই সভায় থাকব না।

ছাত্রদল পরদিন: শিবিরকে প্রকাশ্যে আসতে হবে।
শিবির: আচ্ছা ভাই! আজকে আমরা প্রকাশ্যে মধুতে সংবাদ সম্মেলন করব।

(সম্মেলন করার পর)
ছাত্রদল: মধুদার হত্যাকারী শিবির মধুতে কেন? প্রশাসন জবাব চাই

আমার মনে হয় ছাত্রদল আসলে কী চায় ওরা নিজেরাও জানে না।
মধুদা হত্যা হইছে ৭১ সালের ২৫ মার্চ শিবিরের জন্ম হইছে ৭৭ এ!

গতকাল অপু ভাইয়ের ল্যাম্বরগিনি গাড়ি কেনার ভিডিও দেখে অনেকেই ভাবতেছে পড়াশোনা কি আসলেই লস প্রজেক্ট? না, মোটেও না। অপুর কাছে...
24/01/2025

গতকাল অপু ভাইয়ের ল্যাম্বরগিনি গাড়ি কেনার ভিডিও দেখে অনেকেই ভাবতেছে পড়াশোনা কি আসলেই লস প্রজেক্ট? না, মোটেও না। অপুর কাছে বা টিকটকারদের কাছে ওর লাইফটা ডেফিনিটলি সাকসেসফুল।

কিন্তু আপনার কি একটাবারও অপুর মতো টিকটকে ভিডিও করার মতো মানসিকতা আছে? বা কখনো ইচ্ছে হইছে? আশা করি হয়নাই। এইটাই আপনার রুচিবোধ যা আপনি শিক্ষার মাধ্যমে অর্জন করছেন। এই রুচিবোধের স্যাটিসফেকশন লেভেল ল্যাম্বরগিনি গাড়ির চাইতেও দামি।❤️

জেল থেকে আফিয়া siদ্দিকীর একটি চিঠি, চিঠিটা পড়লে চোখের পানি ধরে রাখা সম্ভব না)“বাগরাম জেল থেকে মজলুম মহিয়সী আফিয়া siদ্দিক...
21/01/2025

জেল থেকে আফিয়া siদ্দিকীর একটি চিঠি, চিঠিটা পড়লে চোখের পানি ধরে রাখা সম্ভব না)

“বাগরাম জেল থেকে মজলুম মহিয়সী আফিয়া siদ্দিকীর লেখা সেই চিঠিটি! হে আমার ঘুমন্ত/মৃত জাতি” আমার নাম ডঃ আফিয়া siদ্দিকি, আমি Massachusetts Institute Of Technology (USA) থেকে লেখাপড়া শেষ করেছি, আমার তিনটি বাচ্চা রয়েছে আমি তাদের খবর জানিনা, হয়ত তাদেরকে মেরে ফেলা হয়েছে, আমার উদ্দেশ্য ছিল আপনাদের সহায়তায় অর্জিত আমার উচ্চ শিক্ষার মাধ্যমে আমার জাতিকে সাহায্য করা। আমাকে অ*পহরন করা হয় আমার নিজের দেশ ‘পাকিস্তান’ থেকে আমার দেশের তথাকথিত নামধারি মুরতাদ সেনাবাহিনী দ্বারা এবং আমায় বিক্রি করে দেয়া হয় আমে*রিকার কাছে। এর পর তারা আমার উপর চালায় পাশবিক অত্যা*চার। নির্দয়ভাবে নির্যা*তন করা হয়, আ*ঘাত করা হয় এবং ধর্ষন করা হয় একের পর এক! আমার কয়েদী নম্বার দেয়া হয়েছে ৬৫০। আমি এখন মুসলিম দেশ আফগা*নিস্তানের কারাগার থেকে আমার ব*ন্দী জীবনের প্রতিটি মুহূর্তে দোয়া করি আমার ভাই সেই মুহাম্মদ বিন কাশিমের জন্য। আমি সারা বিশ্বের জনসংখ্যার এক পঞ্চমাংশের জনসংখ্যার মুসলিমদের বোন। ইসলামের শুরু থেকেই আমার জাতি ঐতিহাসিকভাবে বিখ্যাত তাদের ভাই/বোনদের হে*ফাযত করার জন্য এবং শ*ত্রুর কবল থেকে তাদেরকে রক্ষা করার জন্য। হযরত উমর (রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু) বলেছিলেন- “যদি কোন কুকুর ফুরাত নদীর ধারে মরে থাকে তাহলে শেষ বিচারের দিন উমর সেই কুকুরের মৃত্যুর জন্য দায়ী থাকবে। এই মুহুর্তে আমি নিজে নিজে হাঁটতে পারিনা! আমার একটি কিডনি বের করে ফেলা হয়েছে! বুকে গু*লিবিদ্ধ করা হয়েছে এবং আমার বুকে গু*লির আ*ঘাত রয়েছে! আমার জন্য সব ধরনের মেডিক্যাল এবং বৈধ ও সাধারণ সুযোগ-সুবিধা প্রত্যা*খান করা হয়েছে! এটা নিশ্চিত নয় যে আমি বেচে থাকব না মরে যাব। আমি তোমাদের জন্য বোন হওয়ার যে মর্যাদা তার রদ চাই। আমি একজন গর্বিত মুসলিম, আমি নূরে মুজাসসাম হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার অনুসারী, হযরত আবু বক্কর সিদ্দিক (রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু), ওমর (রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু), উসমান (রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু), আলী (রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু), এবং তার সকল সাহাবী ও তার সকল সঠিক ও সত্যপন্থি অনুসারীদের কন্যা। আমি তোমাদের বোন হতে চাইনা! আমার উদ্ধারকারী আল্লাহ এবং আমি তার কাছে সাহায্য ও করুণা চাই, তোমাদের কাছে নয়। আমি কোন পাকিস্তানি হতে চাই না, যাদের রয়েছে ৬ লক্ষ সৈন্যবা*হিনী, বিশেষ ফোর্স এস,এস,জি কিন্তু তারা আমাকে রক্ষা করতে ব্যার্থ হয়েছে। তারা আমাকে রক্ষা করার প্রতি*শ্রুতি দিয়েছিল কিন্তু যখন আমি সাহায্যের জন্য তাদের দিকে তাকিয়ে থাকলাম তখন তারা আমাকে প্রত্যা*খান করল। আমার সেই মুসলিম উম্মাহ বলে ডাকা! লোকদের রয়েছে লক্ষ লক্ষ সৈন্যবাহিনী সব ধরনের ট্যাঙ্ক, বন্দুক, জঙ্গি বিমান, সাবমেরিন, কিন্তু তারা এখন পর্যন্ত আমাকে উদ্ধারে এগিয়ে আসেনি। কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দেয়ার ব্যাপারে তোমাদের চিন্তার কিছু নেই, কারন তোমাদেরকে এ বিষয়ে কোন প্রশ্নও করা হবেনা এবং তোমাদেরকে কোন উত্তরও দেওয়া লাগবেনা। এজন্য যে তোমরা কেউ মুসলিম হিসাবে আমার ভাই নও, এবং ইসলাম ধর্মের জন্য ও ইসলামের অন্তর্ভুক্তির জন্য ও আমার ভাই নও। তোমরা কেউ আরবী, কেউ ইরানী, কেউ ফিলিস্তিনী, কেউ আফ্রিকানী, কেউ পাকিস্তানী, কেই হিন্দুস্তানী, কেউ বাংলাদেশী, কেউ মালেশিয়ানী, কেউ ইন্দোনেশিয়ানী, কেউ দক্ষীন এশীয় হতে পারো, তবে তোমরা কেউ মুসলিম নও। আমার কথায় যদি তোমর তোমরা আঘা*ত পেয়ে থাক তাহলে আমি খুবই দুঃখিত, কিন্তু তোমরা কেউ এটা চিন্তাও করতে পারবে না যে, আমি কি ধরনের আঘাত প্রাপ্ত!
ডঃ আফিয়া siদ্দিকী

এই হল তথাকথিত নারী স্বাধীনতার বাস্তবতা। নিজের স্বামীর জন্য রান্না-বান্না করা, নিজের ঘর পরিষ্কার- পরিচ্ছন্ন করা ও নিজ সন্...
21/01/2025

এই হল তথাকথিত নারী স্বাধীনতার বাস্তবতা। নিজের স্বামীর জন্য রান্না-বান্না করা, নিজের ঘর পরিষ্কার- পরিচ্ছন্ন করা ও নিজ সন্তানের লালন- পালন করাকে পরাধীনতা মনে করে। অথচ পর পুরুষের পায়ের তলা পরিষ্কার করা আর ময়লা, দুর্গন্ধময় নখ কেটে দেয়াকে নিজেদের স্বাধীনতা মনে করে 😅

বাস্তবতা হল- পশ্চিমাদের বানানো নারী স্বাধীনতা নিছক্ ধোঁকা ছাড়া কিছুই না। ঠিক মরীচিকার মতো; দূর থেকে দেখতে পানি জ্বলমল করছে মনে হলেও কাছে গেলে বিভীষিকাময় শুষ্ক মরুভূমির বালি ছাড়া আর কিছুই দেখতে পাওয়া যায় না।
অথবা বলতে পারো- ঠিক মরুভূমির চোরা বালির মত। ভরসার মনে করে পা' দিবে তো অতল গহ্বরে হারিয়ে যাবে।
হ্যাঁ, তথাকথিত নারী স্বাধীনতার এটাই বাস্তবতা 😢

তার প্রফাইল পিক এটা 😡
19/01/2025

তার প্রফাইল পিক এটা 😡

🤣🤣
17/01/2025

🤣🤣

অল্প বয়সে বিয়ে করার সুফল🥰
17/01/2025

অল্প বয়সে বিয়ে করার সুফল🥰

06/01/2025

মেজর ডালিম ৭৫-এ যা করেছেন, সেই আইডিওলজিতে অটল থেকেছেন তিনি। কোনো দ্বিধা বা পিছুটান নাই। আওয়ামী লীগের শাসনামলে তাকে সবচেয়ে খারাপ ব্যক্তি হিসেবে উপস্থাপন করার চেষ্টা হলেও, আজ ২০২৪ সালে এসেও তাকে ঘিরে মানুষের কৌতূহল কমেনি।

নিজ আদর্শে অটল থাকা, বাইরের সব প্রতিকূলতা উপেক্ষা করেও স্থির থাকার গুণই বিপ্লবীর প্রধান বৈশিষ্ট্য। বিপ্লবীরা ভয় পায় না, ধোঁকাবাজি করে না, কারো পরোয়া করে না। এটাই বিপ্লবীর পরিচয়।

তাহসানের জায়গায় একজন হুজুর কে কল্পনা করেন,যে তার ১৫ বছর বয়সের ব্যবধানের একজন মেয়েকে বিয়ে করছে। দেখবেন নেড়ি কু*কু*র*রা গর...
05/01/2025

তাহসানের জায়গায় একজন হুজুর কে কল্পনা করেন,যে তার ১৫ বছর বয়সের ব্যবধানের একজন মেয়েকে বিয়ে করছে। দেখবেন নেড়ি কু*কু*র*রা গর্বে গর্ভবতী হওয়ার বদলে কান্না করছে '''''

লাকি ভাস্কর ফিল্মে কত নিয়া পালাইছিল, ১০০ কোটি রূপি না? এটা ইউএস ডলার হিসেবে ১২ মিলিয়ন ডলার। আর এইদিকে তানভীর মিশুক "নগদ"...
27/12/2024

লাকি ভাস্কর ফিল্মে কত নিয়া পালাইছিল, ১০০ কোটি রূপি না? এটা ইউএস ডলার হিসেবে ১২ মিলিয়ন ডলার। আর এইদিকে তানভীর মিশুক "নগদ" থেকেই নাকি নিছেন ২,৩৫৬ কোটি টাকা। ইউএস ডলার হিসেবে ১,৮৮০ মিলিয়ন ডলার।

ইন্ডিয়া, যতোই ফিল্ম বানাও, আমাদের সাথে পারবা না। আমাদের মিশুক তোমাদের লাকির চাইতে অনেক অনেক বেশী লাকি। তোমাদের লাকি ভাস্করের নাম পালটাইয়া রাখা উচিৎ, ভাস্কর মিশুক।

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when The SIRAJ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category