Mili'r tukitaki

Mili'r tukitaki tukitaki shokh ar kaj
(6)

ফেসবুক পেজ খোলার নিয়ম জানতে চাচ্ছেন? চলুন খুব সহজে কিভাবে একটি পেজ খোলা যায় তা জেনে নেই 👇🫰ফেসবুক পেজ খোলার নিয়ম:♠️১. ...
24/07/2025

ফেসবুক পেজ খোলার নিয়ম জানতে চাচ্ছেন?
চলুন খুব সহজে কিভাবে একটি পেজ খোলা যায় তা জেনে নেই 👇

🫰ফেসবুক পেজ খোলার নিয়ম:

♠️১. প্রথমে, আপনার ফেসবুক একাউন্টে লগইন করুন।

♠️২. এরপর, "পেজ" অপশনটিতে যান (ডানদিকে অথবা মেনু থেকে)।

♠️৩. পেজ তৈরি করুন" (Create Page) অপশনটিতে ক্লিক করুন।

♠️৪. এখানে আপনার পেজের জন্য একটি নাম, বিভাগ এবং বিবরণ দিন।

♠️৫. পেজ তৈরি করুন" (Create Page) বাটনে ক্লিক করুন।

♠️৬. প্রোফাইল ছবি এবং কভার ফটো যোগ করুন।

✅আপনার পেজটিকে আরও আকর্ষণীয় করতে অন্যান্য সেটিংস (যেমন: বাটন যোগ করা, মেসেজ সেটিংস ইত্যাদি) সম্পন্ন করুন।✌️


📌ফেসবুক থেকে টাকা কামানো এখন ইউটিউব থেকেও সহজ!✌️✅ পেজ খুললেই শুরু করা যায়👉 ইউটিউবের মতো ১০০০ সাবস্ক্রাইবার, ৪০০০ ঘন্টা ...
24/07/2025

📌ফেসবুক থেকে টাকা কামানো এখন ইউটিউব থেকেও সহজ!✌️

✅ পেজ খুললেই শুরু করা যায়
👉 ইউটিউবের মতো ১০০০ সাবস্ক্রাইবার, ৪০০০ ঘন্টা ওয়াচ টাইমের ঝামেলা নেই।

📱 মোবাইল দিয়েই ভিডিও আপলোড
👉 কম খরচে সহজে কনটেন্ট বানিয়ে ইনকাম শুরু করা যায়।

🎥 ভিডিও + রিলস = ইনকামের দ্বার
👉 ফেসবুক রিলস আর ভিডিও দুটো থেকেই আয় করা যায়।

💵 রিলস বোনাস + অ্যাড ইনকাম
👉 রিলস ভিউ বেশি হলে ফেসবুক নিজে থেকেই ইনকাম দিতে শুরু করে।

⭐ Facebook Stars (গিফট ইনকাম)
👉 লাইভ করলে ফ্যানরা স্টার দিয়ে ইনকাম করতে সাহায্য করে।

শুভকামনা রইলো সকল কনটেন্ট ক্রিয়েটরদের জন্য 🌹🌹


আলহামদুলিল্লাহ, শুভ সকাল।হাল ছেড়ে দিলেন মানে হেরে গেলেন।জীবন মানেই উত্থান পতনের লড়াইয়ে যারা টিকে থাকবে দিনশেষে তারাই ...
23/07/2025

আলহামদুলিল্লাহ, শুভ সকাল।
হাল ছেড়ে দিলেন মানে হেরে গেলেন।জীবন মানেই উত্থান পতনের লড়াইয়ে যারা টিকে থাকবে দিনশেষে তারাই আসল মানুষ।



📍ফেসবুক আপডেট ২০২৫ — কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর..🔥🔥👉 Content Monetisation এখন আরও সহজ!ফেসবুক এনেছে নতুন ইনসাইট অপশন,...
23/07/2025

📍ফেসবুক আপডেট ২০২৫ — কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর..🔥🔥

👉 Content Monetisation এখন আরও সহজ!
ফেসবুক এনেছে নতুন ইনসাইট অপশন, যেখানে আপনি আপনার ভিডিওর ভিউ, রিচ, এনগেজমেন্ট ও আয় সহজেই দেখতে পারবেন..😀

⚠️ শুধু বেশি ভিউ নয়, এখন এনগেজমেন্টও গুরুত্বপূর্ণ!

📊 ড্যাশবোর্ডে যোগ হয়েছে আরও ডিটেইলস অ্যানালিটিক্স।

🎥 রিলস বা শর্ট ভিডিওতে ভালো এনগেজমেন্ট মানেই ভালো ইনকাম।

✌️ নতুনদের জন্য বড় সুযোগ! এখন কম ফলোয়ার থাকলেও কনটেন্ট ভালো হলে ইনকাম শুরু হতে পারে!

👍 আপনি কি এখনো কনটেন্ট বানানো শুরু করেননি? সময় এখনই!

✅নিয়মিত পোস্ট করুন, ট্রেন্ড ফলো করুন,

✅কমিউনিটি গাইডলাইন মেনে চলো:

ফেসবুকের নিয়ম না মানলে পেজের আয় বন্ধ হয়ে যেতে পারে। ভুয়া খবর, সহিংসতা, কপিরাইট কনটেন্ট—এসব এড়িয়ে চলো।

বি:দ্র:এটা কিন্তু আমার ড্যাশবোর্ড নয়। শুধুমাত্র আপনাদের ইন্সপায়ার করার জন্য অ্যাড করলাম।

নতুনদের জন্য শুভকামনা.....🌷🌷🌷


যাদের পেইজ আছে কিন্তু রিচ কম—এই পোস্টটি আপনাদের জন্য! #  হ্যাশট্যাগ কী? কিভাবে কাজ করে⁉️আর কোন ভুলগুলো আমরা বারবার করি⁉️...
23/07/2025

যাদের পেইজ আছে কিন্তু রিচ কম—এই পোস্টটি আপনাদের জন্য!

# হ্যাশট্যাগ কী? কিভাবে কাজ করে⁉️
আর কোন ভুলগুলো আমরা বারবার করি⁉️

অনেকে পোস্টে হ্যাশট্যাগ দেন—
#ফলোয়ার, #টপফ্যান, , …
কিন্তু জানো কি?
এসব হ্যাশট্যাগ ফেসবুকের অ্যালগরিদমে কোনো কার্যকর ভূমিকা রাখে না।

> আপনার পোস্ট শুধু ফলোয়ার বা টপফ্যানদের কাছে পৌঁছানো নয়—
আপনার উদ্দেশ্য হওয়া উচিত ফলোয়ারদের বাইরেও আপনার অনুভব ছড়িয়ে দেওয়া।
আর সেই পথেই সঠিক হ্যাশট্যাগ সবচেয়ে বড় হাতিয়ার..........✌️✌️

👉 হ্যাশট্যাগ কীভাবে কাজ করে?
হ্যাশট্যাগ হলো নির্দিষ্ট বিষয়ভিত্তিক ট্যাগ, যা পোস্টকে সেই বিষয়ের অধীনে খুঁজে পেতে সাহায্য করে।

👉 ফেসবুক কীভাবে পোস্ট দেখায়?
তোমার পোস্ট মূলত তোমার ফলোয়ারদের কাছেই পৌঁছে যায়।
তাই অপ্রাসঙ্গিক হ্যাশট্যাগ (যেমন , ) ব্যবহার করে কোনো অতিরিক্ত রিচ পাওয়া যায় না।

👉 কেন ভুল হ্যাশট্যাগ বিপদ ডেকে আনে?
– রিচ কমে যেতে পারে
– অ্যালগরিদম পোস্টকে কম গুরুত্ব দেয়
– পাঠকের মনেও ভুল বার্তা যায়

✅ সঠিক হ্যাশট্যাগ কেমন হওয়া উচিত? যেমন -
✔️ বিষয়ভিত্তিক: #ভালোবাসা, #একাকীত্ব, #মেঘ
✔️ পেইজ/সিরিজভিত্তিক: #ভেতরঘরেরশব্দ, #নীরবঅনুভব
✔️ সার্চযোগ্য ও অর্থবহ শব্দ

🌟 মনে রাখো:
👉 অনেক সময় যাদের ফলোয়ার কম,
তাদের পোস্টেও রিচ হয় হাজার হাজার—
শুধুমাত্র সঠিক হ্যাশট্যাগ ব্যবহারের কারণে।

স্মার্ট ব্যবহারই সফলতা এনে দেয়।
অর্থহীন শব্দ নয়, অনুভব ছুঁয়ে যাওয়া হ্যাশট্যাগই আসল শক্তি।
নিজের আলো ঠিক জায়গায় ছড়াও…....🌷🌷

#হ্যাশট্যাগ_ব্যবহার #ফেসবুক_টিপস #

📍📍নতুন পেজ খুলেছেন? এখন ভাবছেন—"ফেসবুক থেকে ইনকাম কীভাবে হয়?"তাহলে এই লেখাটা আপনার জন্য। ধৈর্য ধরে পড়েন, কারণ এখানে অনে...
23/07/2025

📍📍নতুন পেজ খুলেছেন? এখন ভাবছেন—"ফেসবুক থেকে ইনকাম কীভাবে হয়?"
তাহলে এই লেখাটা আপনার জন্য। ধৈর্য ধরে পড়েন, কারণ এখানে অনেক দরকারি কথা আছে, যেটা আপনার কাজে লাগবেই....♣️♣️

-আমরা অনেকেই দেখি কেউ Facebook থেকে টাকা পাচ্ছে, কেউ বোনাস পাচ্ছে, কেউ স্টার নিয়ে ইনকাম করছে। তখন নিজের মনে প্রশ্ন আসে—"আমি পারব না?"🌷🌷
পারবেন, অবশ্যই পারবেন। শুধু সঠিক নিয়মটা জানতে হবে।

✨✨ Facebook Stars কী, আর আপনি কিভাবে ইনকাম করবেন?

আপনার পেজে যদি ৫০০ জন ফলোয়ার থাকে, তাহলে Facebook আপনাকে Stars Setup করার অপশন দেবে।
Stars মানে মানুষ আপনাকে ভালো লাগলে আপনাকে ভার্চুয়াল উপহার হিসেবে Star⭐ পাঠাবে।
প্রতিটি স্টার মানে ০.০১ ডলার, মানে প্রায় ৮৩ পয়সা।
যদি কেউ আপনাকে ১০০টা স্টার পাঠায়, আপনি পাবেন ১ ডলার, মানে প্রায় ১০০ টাকা।
একজন না দিলেও, অনেকেই যদি ছোট ছোট করে স্টার পাঠায়—মাস শেষে ভালো ইনকাম দাঁড়ায়।

⭐⭐ স্টার পাঠাতে হলে মানুষকে Star কিনে দিতে হয়।
যেমন—প্রথমবার ২৯টা স্টার কিনতে লাগে প্রায় ৩৫ টাকা।
তাই আপনি যদি ভালো কনটেন্ট দেন, ভিডিও বানান বা লাইভে যান, তখন দর্শকদের বলতে পারেন:
"ভালো লাগলে ছোট্ট একটা স্টার পাঠিয়ে উৎসাহ দিন!"
এতে মানুষ খুশি হয়ে স্টার পাঠাবে, আর আপনি ইনকাম করবেন।🫵

🎁 Facebook Bonus কী, আর কে পায়?

Bonus মানে ফেসবুক আপনাকে সরাসরি টাকা দেবে আপনার পোস্ট বা ভিডিওর পারফরম্যান্স অনুযায়ী।
তবে এখানে একটা শর্ত আছে—Bonus নিজের ইচ্ছায় পাওয়া যায় না, Facebook আপনাকে Invite করলে তবেই পাওয়া যায়।

👉কিন্তু Facebook কাকে Invite করে?

➡️ যার পোস্টে রিয়্যাক্ট, কমেন্ট, শেয়ার বেশি
➡️ যার কনটেন্ট মানুষ দেখছে, শেয়ার করছে
➡️ যে নিয়মিত কাজ করছে, আর অন্যদের পোস্টেও এনগেজ করছে

👉তাই রিচ আর এনগেজমেন্ট বাড়াতে হবে।
আপনার পোস্টে যত বেশি মানুষ লাইক-কমেন্ট করবে, শেয়ার করবে—তত বেশি Facebook বুঝবে আপনি একজন Creator, তখন আপনাকেও বোনাস দেওয়ার সুযোগ দিবে।

📌 কিছু ভুল, যেগুলো আমাদের রিচ কমিয়ে দেয়:

🔴 Follow back না পেলে Unfollow করে দেওয়া
🔴 অন্যের পোস্টে কিছু না বলা বা লাইক না দেয়া
🔴 শুধু নিজের কনটেন্ট নিয়েই ব্যস্ত থাকা

আপনার যদি ফলোয়ার কমও থাকে, কিন্তু আপনি নিয়মিত কাজ করেন, অন্যদের সাপোর্ট করেন—Facebook আপনাকে অনেক দূর নিয়ে যেতে পারে।

✍️ সহজ কথায় শেষ কথা:

– সবাই Facebook-এ ছবি, ভিডিও, লেখা শেয়ার করি
– কিন্তু যারা নিয়ম করে, ভালো কনটেন্ট দেয়, আর পরস্পরকে সাপোর্ট করে—তারা কিন্তু সত্যি সত্যিই ইনকাম করছে
– তাই হিংসা করে নয়—একটু Like, একটা Comment, একটা Share করলেই আপনি কারো জন্য আশীর্বাদ হয়ে উঠতে পারেন
সবাই মিলে এগিয়ে গেলে, সবার জয় হবেই।
শুরুটা কঠিন হলেও, নিয়ম করে কাজ করলে ফল আসবেই।
আপনিও পারবেন, একটু সাহস রাখুন, নিয়ম মেনে কাজ করুন.....♥️♥️

সবার জন্য শুভকামনা,,,,,,🌹🌹



🔥 কনটেন্ট মনিটাইজেশন আবার ফিরে আসছে! হতাশ হওয়ার কিছু নেই ✅গত কিছুদিন ধরে অনেকেই মনিটাইজেশন অপশন হারিয়ে চিন্তায় পড়ে গিয়েছ...
23/07/2025

🔥 কনটেন্ট মনিটাইজেশন আবার ফিরে আসছে! হতাশ হওয়ার কিছু নেই ✅

গত কিছুদিন ধরে অনেকেই মনিটাইজেশন অপশন হারিয়ে চিন্তায় পড়ে গিয়েছিলেন। কিন্তু এখন দেখা যাচ্ছে, অনেকের আইডিতে আবার সেই অপশন ফিরে আসছে!

এটা প্রমাণ করে —
✌️ফেসবুক পর্যবেক্ষণ করছে
✌️ভালো কনটেন্ট কখনোই বৃথা যায় না
✌️ ধৈর্যই হচ্ছে আসল চাবিকাঠি

🎯 যারা এখনো মনিটাইজেশন ফিরে পাননি, হতাশ হবেন না! নিয়মিত ও মানসম্পন্ন কনটেন্ট তৈরি করে যান, সৎভাবে কাজ করে যান — ফেসবুক ঠিকই মূল্য দেবে।

📌 নতুনদের জন্য বার্তা:
শুধু রেজাল্ট দেখেই না, প্রক্রিয়াটাকে ভালোবেসে কাজ করুন। অনেক সময় ফেসবুক পরীক্ষা-নিরীক্ষা চালায়, সেটার প্রভাব পড়ে। কিন্তু যারা থেমে যান না, তারাই সফল হন👍👍

✅ যারা ফিরে পেয়েছেন, তাদের জন্য শুভকামনা
✅ যারা পাননি, প্রস্তুত থাকুন — আপনার সময় আসবেই!

নতুনদের জন্য শুভকামনা....🌹🌹

আসসালামু আলাইকুম,, আলহামদুলিল্লাহ,, শুভ সকাল সবাইকে,সারাটা দিন খুব ভালো কাটুক সবার শুভকামনা রইলো 💕
22/07/2025

আসসালামু আলাইকুম,, আলহামদুলিল্লাহ,, শুভ সকাল সবাইকে,সারাটা দিন খুব ভালো কাটুক সবার শুভকামনা রইলো 💕

ফেসবুক স্টোরি থেকে আয় করার নতুন সুযোগ: ফেসবুক ক্রমাগত তাদের মনিটাইজেশন সিস্টেম আপডেট করছে, আর এবার তারা ফেসবুক স্টোরি থ...
22/07/2025

ফেসবুক স্টোরি থেকে আয় করার নতুন সুযোগ:

ফেসবুক ক্রমাগত তাদের মনিটাইজেশন সিস্টেম আপডেট করছে, আর এবার তারা ফেসবুক স্টোরি থেকেও আয় করার সুযোগ এনেছে।
যারা ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামের অংশ, তারা এখন তাদের পাবলিক স্টোরির ভিউ থেকে অর্থ উপার্জন করতে পারবেন। এই নতুন ফিচার কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বড় সুযোগ তৈরি করতে পারে।

📌ফেসবুক স্টোরি থেকে আয়ের জন্য প্রয়োজনীয় শর্তাবলী

যারা ফেসবুক স্টোরি থেকে আয় করতে চান, তাদের অবশ্যই কিছু শর্ত পূরণ করতে হবে:

✅1. যোগ্যতা:

ফেসবুকের পার্টনার মনিটাইজেশন পলিসি মেনে চলতে হবে।

স্টোরিগুলো পাবলিক (Public) থাকতে হবে।

আপনাকে অবশ্যই ফেসবুকের যোগ্য দেশগুলোর মধ্যে থাকতে হবে।

✅2. মনিটাইজেশন প্রোগ্রামে যোগদানের নিয়ম:

আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল পেশাদার মোডে (Professional Mode) থাকতে হবে।

যথেষ্ট ভিউ এবং এনগেজমেন্ট থাকতে হবে (ফেসবুক সাধারণত নির্দিষ্ট ভিউ রিকোয়ারমেন্ট দেয়)।

✅3. আয়ের ধরন:

ফেসবুক স্টোরির উপর অ্যাড ব্রেকস (Ad Breaks) বা ইন-স্টোরি অ্যাডস যুক্ত হতে পারে।

স্পন্সরশিপ ও ব্র্যান্ড ডিলের মাধ্যমে অতিরিক্ত ইনকামের সুযোগ থাকবে।

📌ফেসবুক স্টোরি থেকে আয় করার স্টেপ-বাই-স্টেপ গাইড

✅১. প্রোফাইল বা পেজ মনিটাইজেশন চেক করুন

প্রথমে দেখে নিন, আপনি ফেসবুকের মনিটাইজেশন পলিসির আওতায় পড়েন কিনা। এটি চেক করতে:

✔️Facebook Creator Studio বা Meta Business Suite এ যান।

✔️Monetization সেকশনে গিয়ে Eligibility Status চেক করুন।

✅২. স্টোরি পাবলিক করুন

ফেসবুক স্টোরি পোস্ট করার সময় সেটাকে “Public” অপশনে সেট করুন।

প্রাইভেট বা ফ্রেন্ডস অনলি স্টোরি মনিটাইজড হবে না।

✅৩. নিয়মিত ও আকর্ষণীয় কন্টেন্ট তৈরি করুন

কন্টেন্ট যেন অরিজিনাল এবং এনগেজিং হয়।

স্টোরির মাধ্যমে ব্র্যান্ড বা প্রোডাক্ট প্রোমোশনও করা যেতে পারে।

✅৪. ইন-স্টোরি অ্যাডস চালু করুন।

ফেসবুক পেমেন্ট সেটআপ করুন (PayPal বা ব্যাংক অ্যাকাউন্ট)।

আয়ের রিপোর্ট চেক করতে Meta Business Suite → Monetization Section এ যান।

নির্দিষ্ট থ্রেশহোল্ড (সাধারণত $100) অতিক্রম করলে টাকা তুলতে পারবেন।

ফেসবুক স্টোরি থেকে আয় বাড়ানোর টিপস

✔️নিয়মিত কন্টেন্ট পোস্ট করুন – প্রতিদিন ৩-৫টি স্টোরি ✔️পোস্ট করলে বেশি রিচ পাওয়া যায়।
✔️ভিডিও স্টোরি পোস্ট করুন – ভিডিও কন্টেন্ট বেশি এনগেজমেন্ট পায়।
✔️ট্রেন্ডিং টপিক কভার করুন – জনপ্রিয় বিষয়ের উপর কন্টেন্ট তৈরি করুন।
✔️ইন্টারেক্টিভ স্টোরি ব্যবহার করুন – পোল, কুইজ, এবং স্টিকার ব্যবহার করে ভিউ বাড়ান।
শেয়ার করুন ও প্রচার করুন – স্টোরিগুলো বিভিন্ন গ্রুপে শেয়ার করলে বেশি ভিউ পাবেন।

📌ফেসবুক স্টোরি মনিটাইজেশন সম্পর্কিত সাধারণ প্রশ্ন

✅১. স্টোরির জন্য ইনকাম কেমন হয়?

ইনকাম নির্ভর করে ভিউ, এনগেজমেন্ট, এবং বিজ্ঞাপনের ধরন এর উপর। উন্নত দেশ থেকে ভিউ বেশি হলে সিপিএম রেট বেশি পাওয়া যায়।

✅২. নতুন পেজ বা প্রোফাইল কি মনিটাইজ হবে?

না, নতুন পেজ বা প্রোফাইলের জন্য নির্দিষ্ট পরিমাণ এনগেজমেন্ট এবং ফলোয়ার দরকার।

✅৩. স্টোরির মনিটাইজেশন কবে চালু হবে?

ফেসবুক এই ফিচার কিছু নির্দিষ্ট দেশে চালু করেছে, ধীরে ধীরে অন্য দেশেও চালু হবে।

✅৪. সব স্টোরি কি মনিটাইজড হবে?

না, শুধু পাবলিক স্টোরিগুলো মনিটাইজড হবে এবং ফেসবুকের নীতিমালা মেনে চলতে হবে।

✍️শেষ কথা।

ফেসবুক স্টোরি মনিটাইজেশন নতুন এবং লাভজনক সুযোগ হতে পারে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য। যদি আপনি নিয়মিতভাবে উচ্চমানের, আকর্ষণীয় এবং ট্রেন্ডিং কন্টেন্ট তৈরি করতে পারেন, তাহলে সহজেই ফেসবুক থেকে উপার্জন করা সম্ভব।

কিছু জানার থাকলে কমেন্ট বক্সে চলে আসুন.........


Learn to pick up yourself up even when you're alone. Learn to be strong even when you're hurt, devastated,and longly.At ...
22/07/2025

Learn to pick up yourself up even when you're alone. Learn to be strong even when you're hurt, devastated,and longly.
At the end of the day,you must always remember that you should be the first person to not given up yourself everyday.

আর কিছু বলার নাই......!!!💔

📌📌কন্টেন্ট মনিটাইজেসন ছোট বড় সব পেজে দিচ্ছে,যেমন ১ হাজার ফলোয়ার তেমনি  ৫ হাজার ফলোয়াররে ও  ! তাই আপনারা হতাশ হবেন না ক...
22/07/2025

📌📌কন্টেন্ট মনিটাইজেসন ছোট বড় সব পেজে দিচ্ছে,যেমন ১ হাজার ফলোয়ার তেমনি ৫ হাজার ফলোয়াররে ও ! তাই আপনারা হতাশ হবেন না কাজ করে যান ইনশাআল্লাহ কষ্টের ফল ঠিকই পেয়ে যাবেন..! তবে কনটেন্ট মনিটাইজেশন পেতে হলে কিছু নিয়ম তো আছেই সেগুলো ফুল ফিল করতে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে..!!
এখন কনটেন্ট মনিটাইজেশন দিচ্ছে এনগেজমেন্ট এর উপর নির্ভর করে !! তাই এখনি এনগেজমেন্ট বাড়িয়ে নিন..!! Engagement বাড়াতে চাইলে কমেন্টের কোনো বিকল্প নেই,আপনারা অনেকেই বলেন এনগেজমেন্ট কিভাবে বাড়াবো !!

♠️আপনাদের জন্য এংগেজমেন্ট টিপস নিয়ে চলে আসলাম..!!
♠️এনগেজমেন্ট বাড়াতে হলে সর্বপ্রথম আপনাকে কমেন্ট ও রিপ্লে কমেন্ট করতে হবে..!!

✅কমেন্ট করলে লাভ অনেক,

✅নিজের পরিচিত বাড়ে

✅engagement বাড়ে -

✅ফলোয়ার বাড়ে -

👍তাহলে দেরি কেন -
আপনি আমাকে কমেন্ট করুন আমি আপনাকে কমেন্ট করি🤝

📍আপনারা যারা Content monitazsion নিয়ে ভাবছেন। তারা নিচের লেখাটা Copy করর submit করেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন ✅Dear Faceboo...
22/07/2025

📍আপনারা যারা Content monitazsion নিয়ে ভাবছেন। তারা নিচের লেখাটা Copy করর submit করেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন ✅

Dear Facebook team,
I am very excited to join Facebook Content monetization program. I believe that this tool will help me to connect more audience and generate more revenue. I committed that I will follow the monetization all rules, guideline and creating more real authentic and engaging video. Thank you for considering my application.

Thanks and regards
এখানে আইডির নাম

নোট: অবশ্যই আপনার পেজ বা প্রোফাইল নিট এন্ড ক্লিন হতে হবে। ফেসবুকের গাইডলাইন ভঙ্গ করে এমন কোন কনটেন্ট, কমেন্ট, ছবি (এক কথায় কোন কিছুই) থাকা যাবে না। তাহলে এপ্লিকেশন করেও কোন লাভ হবে না।

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when Mili'r tukitaki posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share