16/10/2025
টিউশনি সমাচার!!!
এক নেতার মেয়েকে এইচএসসির ফিজিক্স আর কেমিস্ট্রি পড়াইতাম। আংকেল ফোন দিয়ে জানালেন, মেয়ে A+ পাইছে। সেজন্য তারা অনেক খুশি। তাই আজ আমাকে ‘চিফ গেস্ট’ করে বাসায় ছোটখাটো একটা ঘরোয়া প্রোগ্রাম প্লাস খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। আমি যেন অবশ্যই থাকি।
নেতার বাড়িতে ছোটোখাটো ঘরোয়া প্রোগ্রাম মানেও বিশাল ব্যাপারস্যাপার। এমন আমন্ত্রণ ফেলে দেওয়া যায় না। তাই সুন্দর করে সেজেগুজে রেডি হয়ে রওনা দিলাম স্টুডেন্টের বাসার উদ্দেশ্যে। কিন্তু খালি হাতে তো আর যাওয়া যায় না। তাই রাজভোগের দুই কেজি মিষ্টিও নিলাম সাথে।
মিষ্টি হাতে বাসে যেতে যেতে প্ল্যান করছি— খাবার টেবিলে বসে কোন খাবারটা আগে খাব, কোন খাবারটা পরে খাব, আর কোন খাবারটা এভয়েড করব। এমন সময় ফোনে স্টুডেন্টের মেসেজ— “স্যার, আপনি আজকে কোনোভাবেই আমাদের বাসায় আইসেন না। আমি আপনার পড়ানো ফিজিক্স, কেমিস্ট্রিসহ তিন সাব্জেক্টে ফেল করছি। এখন আব্বা আপনারে খুঁজতাছে। কাজী ডাকাও শেষ। আপনি আসলেই আব্বা আমাদের দুইজনের বিয়া দিয়া দিবে।” 🙂
©Admission Informer