19/07/2025
হিমুর চরিত্রটা আমার পছন্দের, কিন্তু রুপা আমার প্রিয়। রুপার সাজের বর্ণনা মুগ্ধ হয়ে পড়ি, রুপার মতো সাজবো বলে অনেকবার ভেবেছি, কিন্তু রুপার মতো সাজা কখনোই হয়নি, কিন্তু মাঝে মাঝে রুপার মতো কড়া অভিভাবক হয়ে ওঠি আমি, রুপা তো তার ভবঘুরে হিমুকে শাসন করতো আর আমি আমার কাছের প্রিয় সিরিয়াস মানুষগুলোকে শাসন করে বেড়ায়। আমি কিন্তু ঠিকঠাক শাসন করতে পারি তোমাকে। মাঝে মাঝে খামখেয়ালিটা আমার জন্মগত, কিন্তু খামখেয়ালি গুলো একদম হিমুর মত। আমি জোৎস্না দেখা শিখেছি আমার মায়ের কাছ থেকে, কিন্তু জোসনা উপভোগ করা মুগ্ধ হয়ে জোছনা দেখা আপনার কাছ থেকে শিখেছি। কুচি কুচি করে আলু কেটে ঘি এর মধ্যে ভেজে, সে ঘিয়ে মরিচ ভেজে ঝাল ঝাল করে মাখা ভাত না খেয়েই খাওয়ার স্বাদ বুঝতে পেরেছি। লিখে কোন মানুষের ভেতরে চরিত্র ঢুকিয়ে দেওয়া সহজ কাজ নয়, লিখে কোন মানুষকে খাওয়ানো সাদ, জোসনা দেখে আনন্দ পাওয়ানোর স্বাদ বুঝানো আপনাকে দাঁড়াই সম্ভব। সেই ছোটবেলায় আপনার যাদুতে মুগ্ধ হয়েছিলাম, এখনো ঠিক সেরকমই আছি। আজকের এই দিনটি কেন আসে জীবনে, আপনার সাথে কখনো দেখা হয়নি কথা তো দূরে থাক, বই পরে আপনাকে যতটা চিনেছি ততটা আর না চিনলেও হবে বহু কাল বহু বছর বহু যুগ। বই আমার চিরকালের সঙ্গী বই পড়ার সময় এখন খুব মনে হয় আপনি থাকলেই পারতেন, জোসনা বিলাস গুলো হয়তো আরো অন্যরকম ভাবে হতো। আচ্ছা কলম জাদুকর আপনি কি ওপারে জোসনা দেখেন! যতটা বিস্ময় হয়ে পৃথিবীতে দেখেছিলেন?