Tamanna' Next

  • Home
  • Tamanna' Next

Tamanna' Next আমি রান্না করতে ভালোবাসি এবং ঘুরতে ভালোবাসি

একদিন ছুটি হবে অনেক দূরে যাবো নীল আকাশে সবুজ ঘাসে খুশি তে হারাবো।
21/07/2025

একদিন ছুটি হবে অনেক দূরে যাবো নীল আকাশে সবুজ ঘাসে খুশি তে হারাবো।

20/07/2025

খুব ইচ্ছে করে এই বর্ষার ঝুম বৃৃষ্টি তে তোমার সাথে ভিজব।
পিচ ঢালা রাস্তায় তুমি আমার হাতটা আলতো করে ধরে হাঁটবে।
আমি মুগ্ধ হয়ে বৃষ্টি অনুভব করব আর তুমি মুগ্ধ হয়ে আমাকে দেখবে।
আশ্চর্য হয়ে বলবে এই বৃষ্টি তে তোমায় অপরুপ লাকছে।
আমি মুচকি হেঁসে তোমার হাতটা আরো শক্ত করে ধরব।
এক হাতে তোমার হাতটা ধরব আর অন্য হাতে তোমার দেওয়া কদম ফুল।
হঠাৎ বৃৃষ্টি ভেজা খোলা চুলে খালি পায়ে মাঝ রাস্তায় দারিয়ে চিৎকার করে বলব তোমায় ভীষন ভালোবাসি।

19/07/2025

হিমুর চরিত্রটা আমার পছন্দের, কিন্তু রুপা আমার প্রিয়। রুপার সাজের বর্ণনা মুগ্ধ হয়ে পড়ি, রুপার মতো সাজবো বলে অনেকবার ভেবেছি, কিন্তু রুপার মতো সাজা কখনোই হয়নি, কিন্তু মাঝে মাঝে রুপার মতো কড়া অভিভাবক হয়ে ওঠি আমি, রুপা তো তার ভবঘুরে হিমুকে শাসন করতো আর আমি আমার কাছের প্রিয় সিরিয়াস মানুষগুলোকে শাসন করে বেড়ায়। আমি কিন্তু ঠিকঠাক শাসন করতে পারি তোমাকে। মাঝে মাঝে খামখেয়ালিটা আমার জন্মগত, কিন্তু খামখেয়ালি গুলো একদম হিমুর মত। আমি জোৎস্না দেখা শিখেছি আমার মায়ের কাছ থেকে, কিন্তু জোসনা উপভোগ করা মুগ্ধ হয়ে জোছনা দেখা আপনার কাছ থেকে শিখেছি। কুচি কুচি করে আলু কেটে ঘি এর মধ্যে ভেজে, সে ঘিয়ে মরিচ ভেজে ঝাল ঝাল করে মাখা ভাত না খেয়েই খাওয়ার স্বাদ বুঝতে পেরেছি। লিখে কোন মানুষের ভেতরে চরিত্র ঢুকিয়ে দেওয়া সহজ কাজ নয়, লিখে কোন মানুষকে খাওয়ানো সাদ, জোসনা দেখে আনন্দ পাওয়ানোর স্বাদ বুঝানো আপনাকে দাঁড়াই সম্ভব। সেই ছোটবেলায় আপনার যাদুতে মুগ্ধ হয়েছিলাম, এখনো ঠিক সেরকমই আছি। আজকের এই দিনটি কেন আসে জীবনে, আপনার সাথে কখনো দেখা হয়নি কথা তো দূরে থাক, বই পরে আপনাকে যতটা চিনেছি ততটা আর না চিনলেও হবে বহু কাল বহু বছর বহু যুগ। বই আমার চিরকালের সঙ্গী বই পড়ার সময় এখন খুব মনে হয় আপনি থাকলেই পারতেন, জোসনা বিলাস গুলো হয়তো আরো অন্যরকম ভাবে হতো। আচ্ছা কলম জাদুকর আপনি কি ওপারে জোসনা দেখেন! যতটা বিস্ময় হয়ে পৃথিবীতে দেখেছিলেন?

14/07/2025

There was a time when I deeply wished to walk barefoot on the road on a winter morning with a loved one, strolling until exhaustion. And just as tiredness would set in, we’d reach that favorite spot of mine. But the dream remained just a dream.

12/07/2025

I feel like I understand myself too much.

16/06/2025

You will have to let go of many people in life because you must live much better, you must stay in peace of mind. True happiness isn’t in external pleasures, but in the joy of the soul. There’s a spiritual bliss in solitude.

02/06/2025

আপনি আপনার জীবন থেকে অপ্রয়োজনীয় মানুষগুলোকে যখন বিদায় করে দিবেন, তখনই আপনার জীবনে ভালো কিছু ঘটা আরম্ভ করবে এবং এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়।

01/06/2025
07/05/2025

এই লেখাটা আমি তিন বছর আগে ফেসবুকে পোস্ট করেছিলাম আজ মেমোরি এসেছে ।

হুমায়ূন আহমেদের "উঠোন পেরিয়ে দুই পা" উপন্যাসে পড়েছিলাম যে হুমায়ূন আহমেদ যখন আমেরিকাতে পিএইচডি করছিলেন তখন উনার হুট করে একদিন মনে হলো বহুদিন বর্ষায় কচুরিপানা ভর্তি পুকুরে ব্যাঙের ডাক শোনা হয়নি। তখন সে বাংলাদেশে তার ছোট ভাই মোহাম্মদ আহসান হাবীবকে চিঠি লিখেন যে ক্যাসেটে ব্যাঙের ডাক রেকর্ড করে আমেরিকাতে পাঠানোর জন্য তারপর মোহাম্মদ আহসান হাবীব অনেক কষ্ট করে ক্যাসেট প্লেয়ার রেকর্ড করতে সক্ষম হন তার ধারণা সে যখনই রেকর্ড করেন ব্যাঙ তখনই চুপ হয়ে যায় রেকর্ড করা ক্যাসেট প্লেয়ার আমেরিকা পাঠাতে সক্ষম হন। হুমায়ূন আহমেদ সেই সময় নর্থ ডাকোটাই পরিচিত কিছু বাঙালিকে নিমন্ত্রণ করলেন তার বাসায় সবাই যখন খেতে বসেছেন ব্যাকগ্রাউন্ড হিসেবে তিনি মিউজিকটা অন করে মনে মনে ভাবে সবাইকে চমকে দিবে অতঃপর তিনি নিজেই চমকে যান খেয়াল করেন খাবার খাওয়া বন্ধ করে সবাই চুপচাপ এবং সবার চোখ দিয়ে পানি পরছে। আর হুমায়ূন আহমেদ মনে মনে বলছিল দিনশেষে যেখানেই থাকি না কেন যেমন টায় থাকি না কেন আমরা বাঙালি আমরা বাংলাদেশকে ভালবাসি। আমার অবস্থাটা আজ কিছুটা সেইরকমই কালকে নওগাঁ ছেড়ে রাজশাহীতে চলে যাব স্বাভাবিক একটু কেমন লাগছিল হঠাৎ এবারের বর্ষার প্রথম ব্যাঙের ডাক কানে এলো আর হুমায়ূন আহমেদ স্মৃতিচারণ আমারও স্মৃতিচারণ হয়ে গেল। প্রিয় হুমায়ূন আহমেদ আপনার সব লেখা কিন্তু আমার মোটামুটি মুখস্ত কথায় কথায় ভালোই উদাহরণ দিতে পারি আমার তো বুদ্ধি নাই আপনার মত লিখার।

আজি ঝরো ঝরো বাদল দিনে
28/04/2025

আজি ঝরো ঝরো বাদল দিনে

22/04/2025

আল্লাহ্ তোমার সন্তুষ্টির জন্য এতো কিছুর পরেও আলহামদুলিল্লাহ।

17/04/2025

জীবনের প্রতিটি ভুল আমাকে শিখিয়েছে কীভাবে আরও ভালোভাবে এগিয়ে যেতে হয়, ব্যর্থতা সাফল্যেরই আরেকটি শিক্ষা। সময়ের সাথে ধৈর্য্য রাখলে জীবনের অনেক কঠিন সমস্যাও সহজ হয়ে যায়, সবকিছুরই একটি সঠিক মুহূর্ত থাকে। বড় বড় জিনিসের পিছনে না ছুটে ছোট ছোট মুহূর্তের সুখকে মূল্য দিলেই জীবন হয়ে ওঠে সহজ ও সুন্দর।
নিজের strengths আর weaknesses বুঝে নেওয়াই হলো বুদ্ধিমানের কাজ, কারণ আত্মবিশ্বাসই হলো সবচেয়ে বড় শক্তি।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamanna' Next posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share