SEAM ꕶ𝙴𝙾 ꜱᴛʀᴀᴛᴇɢʏ

SEAM ꕶ𝙴𝙾 ꜱᴛʀᴀᴛᴇɢʏ সূর্যের মতো দীপ্তিমান হতে হলে,,
প্রথমে তোমাকে সূর্যের মতোই পুড়তে হবে

16/10/2025

যেহেতু শীতকাল বিয়ের মৌসুম

11/10/2025

22/09/2025
আপনারা আম, লিচু, কাঁঠাল, জাম খাবার মৌসুমে। আম, লিচু, কাঁঠাল, জাম খাবার পর তার বীজ/আঁটি/বিচি/দানা/seeds গুলোকে ফেলে দেবেন...
21/09/2025

আপনারা আম, লিচু, কাঁঠাল, জাম খাবার মৌসুমে। আম, লিচু, কাঁঠাল, জাম খাবার পর তার বীজ/আঁটি/বিচি/দানা/seeds গুলোকে ফেলে দেবেন না। সেগুলো ভালো করে পানিতে ধুয়ে, শুকিয়ে একটা কাগজে মুড়ে রেখে দিন।

যদি কখনও কোথাও গাড়িতে করে দূরে ঘুরতে যান তবে সেই বীজগুলো অবশ্যই রাস্তার ধারের ফাঁকা জমিতে একে একে ছড়িয়ে দিন।

আসছে বর্ষার মৌসুমে সেই বীজ থেকে নতুন চারাগাছ জন্ম নেবে। যদি এদের মধ্যে একটা গাছও বেঁচে থাকে তবে সেটাই হবে এই পৃথিবীকে আপনার দেওয়া সবথেকে বড় উপহার।

ফলের গাছ শুধু পরিবেশকে অক্সিজেন দিয়ে সতেজই রাখেনা, ফল খাবার লোভে অনেক পাখি আসে গাছে গাছে। যার ফলে পরিবেশের হারিয়ে যাওয়া ভারসাম্য রক্ষা হয়।পৃথিবীর অনেক দেশই এই ভাবে গাছ লাগিয়ে পরিবেশ বাঁচানোর কাজে এগিয়ে এসেছে।

তাই আসুন আমরাও সাধ্য মতো চেষ্টা করি এই প্রকৃতিকে ভালো রাখার, আসুন গাছ লাগাই, পুকুরগুলোকে পরিস্কার রাখি, বনদপ্তর - গভর্নমেন্টের উপর সব দায় না চাপিয়ে নিজেরা সচেতন হই, প্রকৃতিকে ভালোবাসি।

আমাদের এবং আমাদের পরবর্তী প্রজন্মের অবস্থা যেন এমন না হয় আর....

©️

পুরাই বাংলাদেশের ফটোকপি
09/09/2025

পুরাই বাংলাদেশের ফটোকপি

ইন্দোনেশিয়ার পরে এবার আবার নেপাল
08/09/2025

ইন্দোনেশিয়ার পরে এবার আবার নেপাল

আজ বাংলাদেশসহ এশিয়া, ইউরোপ, আফ্রিকা আর অস্ট্রেলিয়া থেকে দেখা যাবে এক চমৎকার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।এই ঘটনা নিয়ে আমি বহু ...
07/09/2025

আজ বাংলাদেশসহ এশিয়া, ইউরোপ, আফ্রিকা আর অস্ট্রেলিয়া থেকে দেখা যাবে এক চমৎকার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।

এই ঘটনা নিয়ে আমি বহু বছর ধরে অপেক্ষা করছি এবং এ বছরের শুরু থেকে আপনাদের জানিয়ে আসছি। আকাশ পরিষ্কার থাকলে আশা করি আমরা এই ঘটনার প্রত্যক্ষদর্শী হতে পারব। এবারের পূর্ণগ্রাস স্থায়ী হবে ৮২ মিনিট! এর পর এভাবে সুস্পষ্টভাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বাংলাদেশ থেকে দেখা যাবে ২০২৮ সালের ৩১ ডিসেম্বর।

বাংলাদেশে চন্দ্রগ্রহণের সময়সূচীঃ

চন্দ্রগ্রহণ শুরু: ৭ সেপ্টেম্বর, রাত ৯:২৮
আংশিকগ্রাস শুরু: ৭ সেপ্টেম্বর, রাত ১০:২৭
পূর্ণগ্রাস শুরু: ৭ সেপ্টেম্বর, রাত ১১:৩০
সর্বোচ্চ পূর্ণগ্রাস: ৮ সেপ্টেম্বর, ভোর ১২:১১
পূর্ণগ্রাস সমাপ্তি: ৮ সেপ্টেম্বর, ভোর ১২:৫২
আংশিকগ্রাস সমাপ্তি: ৮ সেপ্টেম্বর, ভোর ১:৫৫
চন্দ্রগ্রহণ সমাপ্তি: ৮ সেপ্টেম্বর, ভোর ২:৫৫

অন্যান্য কিছু স্থানে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরুর সময়সূচীঃ
West Bengal: 7 Sep, 11:00 PM
Kathmandu: 7 Sep, 11:15 PM
Delhi: 7 Sep, 11:00 PM
Oman: 7 Sep, 09:30 PM
Saudi: 7 Sep, 08:30 PM
Egypt: 7 Sep, 8:30 PM
Moscow: 7 Sep, 8:30 PM
London: 7 Sep, 7:33 PM (Local maximum)
Spain: 7 Sep, 8:46 PM (Local maximum)
Malaysia: 8 Sep, 1:30 AM
Indonesia: 8 Sep, 1:30 AM
Japan: 8 Sep, 2:30 AM
Australia: 8 Sep, 3:00 AM
New Zealand: 8 Sep, 5:30 AM

*Partial eclipse will start an hour or so before the total eclipse so check your local details online.

পোস্টটি সবার সাথে শেয়ার করে জানিয়ে দিন।
সবার জন্য পরিষ্কার আকাশ কামনা করছি।
#চন্দ্রগ্রহণ

অন্তরের অন্তরালে অন্তহীন অস্থিরতা..!
05/09/2025

অন্তরের অন্তরালে অন্তহীন অস্থিরতা..!

ইতিহাসের পৃষ্ঠায় পৃষ্ঠায়, এক একটা সাম্রাজ্যের পতন হয়েছে তাদের সব চাইতে কাছের মানুষদের হাত ধরে। সৌদি আরবের বাদশা ফয়সাল যখ...
03/09/2025

ইতিহাসের পৃষ্ঠায় পৃষ্ঠায়, এক একটা সাম্রাজ্যের পতন হয়েছে তাদের সব চাইতে কাছের মানুষদের হাত ধরে। সৌদি আরবের বাদশা ফয়সাল যখন তার ভাইপোকে আলিঙ্গন করার উদ্দেশ্যে দু হাত বাড়িয়ে দিলেন, প্রতি উত্তরে হঠাৎই পকেট থেকে পিস্তল বের করে পরপর তিনটা গুলি করে বসলেন।

গোয়েন্দারা আসামী সনাক্ত করার জন্য অনেক গুলো পদ্ধতি অবলম্বন করে থাকে,
তার একটি হল প্রত্যেককেই সন্দেহের দৃষ্টিতে দেখা।
সব চাইতে বেশি সন্দেহ তাকে করা যাকে মনে হবে সব চাইতে কম সন্দেহজনক।

ইতিহাস আমাদের বার বার শিখিয়ে গেছে,
মানুষের জীবনের সব চাইতে বড় যে শত্রু তাকে কখনোই চেনা যায় না,
সে থাকে সব থেকে কাছের বন্ধুর মত করে।

আপনার ব্যক্তিগত জীবনেও তাই...

আপনি সব চাইতে বেশি প্রতারিত হবেন আপনার কাছের মানুষদের কাছ থেকে।

আপনাকে সব চাইতে বেশি কষ্ট দেয়া মানুষের তালিকা করলে সেখানে শত্রু না,আপন মানুষদের নাম দেখতে পাবেন।
শত্রু কখনো বিশ্বাস ঘাতক হয় না,
বিশ্বাস ঘাতকতা করে কেবল আপন মানুষরাই।

Address

Sultangonj, Godagari
Rajshahi
6290

Alerts

Be the first to know and let us send you an email when SEAM ꕶ𝙴𝙾 ꜱᴛʀᴀᴛᴇɢʏ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share