সুনয়না

সুনয়না hey!! beautiful people ৺
★Assalamualaikum ★
"welcome to my tiny world "

15/08/2025

সব পাপের হিসাব শেষে যখন আমাকে জান্নাতে দিবেন তখনো আমাকে একাই রাখবেন কোন সাথী দরকার নাই, আমি ইহকাল এর মতো পরকালেও একাই থাকতে চাই 🤲

14/08/2025

অনেক কথা বলা মানুষটা যদি হঠাৎ চুপ হয়ে যায়,তবে বুঝে নিও আ'ঘা'ত টা তুমি তাকে অনেক গভীরে দিয়েছো!'😅💔

14/08/2025

- ভালোবাসলে ফ্যাসিস্ট হতে হয়, আমি ছাড়বো না, কোন অবস্থাতেই না!
তাছাড়া ভালোবাসবেন না 🤎

09/08/2025

আমার খুব শখ ছিলো নিজের একটা সংসার হবে, সেখানে আমি লাল টুকটুকে বউ সেজে যাবো, খুব যত্নে প্রতিটা কোনা সাজাবো ,ঘরের আনাচে কানাচে শুধু ভালোবাসা ছড়িয়ে থাকবে, ঘরের মানুষ গুলো আপন হবে নিজের হবে, আমাকে ভালোবাসবে, আমি পরম যত্নে তাদের সেবা করবো , রান্না করবো , ভালোবাসবো, সব শেষে সেখানে থেকে শুধু একটু সম্মান আর ভালোবাসা চাইবো,, এটা কি খুব বেশি কিছু চাওয়া??
কিন্তু,,,
হয়তো আমি এসবের অযোগ্য তাই কখনো হয়নি আর হবেও না কোন দিন,, কিছু সময় ভাগ্য কে মেনে নিতে হয়, একা থাকতে শিখতে হয় , আশা কম করতে হয়, তাহলেই জীবন সুন্দর ....

09/08/2025
দুইজনের প্রেম ছিল,কোনো কারণে টিকে নাই।তারপর দুইজনই মুভঅন করেছে, পছন্দসই মানুষকে বিয়ে করেছে। এখন প্রফেশনাল কারণে একসাথে এ...
05/08/2025

দুইজনের প্রেম ছিল,কোনো কারণে টিকে নাই।তারপর দুইজনই মুভঅন করেছে, পছন্দসই মানুষকে বিয়ে করেছে।

এখন প্রফেশনাল কারণে একসাথে এক স্টেজে এসেছে, পারফর্ম করেছে, কথাবার্তা ও হয়ত সবই স্ক্রিপ্টেডই ছিল।

তাও বাঙালি-"ওদের চোখ দেখেই বুঝা যাচ্ছে একজন আরেকজনকে এখনো কতটা ভালোবাসে!দেবের চোখ কেমন ছলছল করছিল!আফসোস নিয়ে তাকাচ্ছিল শুভশ্রীর দিকে!আহারে!চলেন আমরা সবাই শাহবাগ ব্লক করে ওদের বিবাহের দাবি জানাই ইউসুফ সরকারের কাছে!" 🤲{Copid}

এমনি গাইজ এমনি!

31/07/2025

মানুষ গুলা কেমন যেন, না জানে সুন্দর ব্যাবহার। না আছে, এদের মনে মায়া-দয়া। না আরেকজনকে নিয়ে ভাবে। না ভালবাসতে জানে, না শ্রদ্ধা করতে জানে। যতটুকু অনুভূতি ছিল, সব ভোতা হয়ে গেছে। পাথর সমতুল্য এক একজনের হৃদয়। এত বেশি এগ্রেশন। এত বেশি বিভেদ। এই বিভেদের তাড়নায় একদিন তিলে তিলে শেষ হয়ে যায়, বুঝতেও পারে না। বুঝতে চায়ও না।

30/07/2025

আমি নিজেই নিজেকে তু'চ্ছ তা'চ্ছিল্য করেছি অন্যের কাছে নিজের অবস্থান টা নিজেই নামিয়েছি আমাকে সস্তা ভাবার মনমানসিকতা আমি নিজেই তৈরি করেছি আমার সাথে বিশ্বাস ঘা-তকতা করার সাহস-টা ও আমি নিজেই দিয়েছি কারন আমি সুযোগ না দিলে কেউ আমাকে ছুঁতে ও পারতো না ভা'ঙা তো দূরের কথা
ভুলটা আমারই!
তাই অভিযোগ টা একান্ত নিজের উপর-ই।

30/07/2025

ভাইরাল কন্টেস্ট..... 📣
কমেন্ট করেন সবাই😌 যার কমেন্টে কোন রিয়্যাক্ট/কমেন্ট থাকবে না তার জন্যে পেজের পক্ষ থেকে একটা সুন্দর গিফট থাকবে।

সময় আজকে থেকে আগস্ট ১ তারিখ রাত ১২ টা পর্যন্ত 😌।
বি:দ্র: একটা আইডি থেকে একটা কমেন্ট ই গ্রহণযোগ্য হবে

30/07/2025

একটা সময় মনে হইতো আমারো একটা সংসার হোক।
কিন্তু কি অদ্ভুত আমার সেই ইচ্ছেটাও মরে গেছে

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when সুনয়না posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share