
11/06/2025
যার প্রতি যত ভালোবাসা থাকে তার প্রতি অভিমানের পরিমাণটা অনেক বেশি থাকে, কিন্তু কষ্ট হয় সে মানুষগুলোই অভিমানটাকে বোঝেনা, তারা ভাবে এটা এগো, তারা ভাবে আমার কাছে তাকে আসতেই হবে, আমি ছাড়া সে অচল, কিন্তু অভিমানী মেয়েরা এমনই কষ্ট পেতে পেতে এত বেশি কঠোর হয়ে যায় যে একা চলতে শিখে যায়......