Mayabi Moni

Mayabi Moni Assalamulaikum, I am Mayabi Moni.please follow my page.Thank you
(1)

08/08/2025

সময় বদলায় না, বদলে যায় মানুষের মন।
যোগ্যতার চেয়ে বেশি কিছু পেলে, মানুষ হয় মনুষ্যত্বহী'ন!💯👍

07/08/2025

সাধারণ হও
তবে সস্তা নয়❤️👍😊

06/08/2025
06/08/2025

"যে ব্যক্তি জীবনের কর্মক্ষম সময়টায়
স্ত্রী-সন্তানের প্রতি দায়িত্ব এড়িয়ে যায়,
তাকে বার্ধক্যে মূল্য দেওয়া কঠিন হয়ে পড়ে।
সময় কখনো অবহেলা ভোলে না—
যা একদিন দেওয়া উচিত ছিল,
তা না দিলে সময় একদিন নিঃশব্দে তার প্রতিদান দেয়—
অবহেলা দিয়ে, একাকীত্ব দিয়ে…"

~ ফরিদ আহমেদ মুন্না।

06/08/2025

একটা বয়সের পর থেকে মানুষ নিজের কাছে আসতে শুরু করে, নিজেকে আরও বেশি গুরুত্ব দিতে শুরু করে।
হুটহাট এলোমেলো হয় না, কারও উচ্চবাচ্চ কথা আগের মতো গায়ে মাখে না, খুব মনখারাপে এককাপ কফি নিয়ে জানালা আগলে রাখে,,
আয়নার সামনে একটু সময় নিয়েই কাজল পরে, রাস্তায় গড়াগড়ি খাওয়া ফুল খুব সাবধানে হাতে তুলে নেয়, পছন্দের শাড়িটার যত্ন নিয়ে ভাঁজ ভাঙে, পুরোনো হাত ঘড়ির বেল্ট পাল্টায়।

খুব ছোটো ছোটো বিষয় নিয়ে এক্সাইটেড থাকে,
পেঁজা তুলো মেঘের আকাশ দেখলে খানিক থেমে গিয়ে ছবি তোলে,
ভয় পেলে চোখ বন্ধ করে নেয়, সামনের মানুষটা পছন্দসই না হলে নিঃশব্দে এড়িয়ে যায়, কান্না পেলে নিজের নাম দিয়ে তৈরি “প্লে লিস্ট” ফুল ভলিউমে হেডফোনে বাজায় কিংবা ফেভারিট ডিসটা অর্ডার দেয়।
বৃষ্টি দেখলেই সহজ হয়, দীর্ঘদিন কেউ ফিরে না এলে সজোরে মনের দরজা বন্ধ করতে শেখে।

একটা বয়সের পর মানুষ নিজেকে চিনতে শুরু করে, তখন খুব একটা বেশি কাউকে দরকার হয় না।
🙂😊

06/08/2025

যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে,যে কাঁদায় সেও অন্য জায়গায় কাঁদে, সবারই বিচার হয় শুধু সঠিক সময়ের অপেক্ষা.....😅💔🥀

06/08/2025

ভালো মানুষ ভালো নেই-
কারণ এই পৃথিবীটা এখন হিসেবের খাতায় চলে।
কে কত দিল, কে কত পেল-
সবকিছুরই হিসাব রাখতে রাখতে
মানুষ ভুলে গেছে নিঃস্বার্থ হতে।

ভালো মানুষরা আজও ভালো থাকতে চায়,
কিন্তু চারপাশের স্বার্থপরতা
তাদের নিঃশেষ করে দেয় ধীরে ধীরে।
তাদের ধৈর্যকে দুর্বলতা মনে করা হয়,
আর তাদের সরল মনকে উপহাস করে।

তবুও তারা বদলায় না,
আশা করে- এই পৃথিবীটা একদিন বুঝবে,
ভালো থাকার মানে শুধু নিজে বাঁচা নয়,
কারো জন্য মঙ্গল চাওয়া।

সত্যিই...
06/08/2025

সত্যিই...

06/08/2025

মাঝে মাঝে নিজেকে নিয়ে ভাবতে বসলে,
সবকিছু কেন যেন অন্ধকার মনে হয়।
আজকাল নিজের জন্য বড় মায়া লাগে -
কি হবার কথা ছিলো, আর কী হয়ে গেছি!

মানুষ ভালোবেসে ভালো থাকার জন্য,
আর আমি ভালোবেসেছি অন্যকে ভালো রাখতে।
এই কথাগুলো যখন ভাবি -
মনটা খুব বেশি খারাপ হয়ে যায়।

আজ বুঝি সময়ের আসল মূল্য -
তবে আজকের এই দিনে,
সবকিছুই বড় যেন মূল্যহীন মনে হয়।

☐ মূল্যহীন আজ

06/08/2025

সবসময় একা থাকার জন্য প্রস্তুত থাকুন – কিছু লোক হঠাৎ বদলে যায়।

আজ আপনি তাদের জন্য গুরুত্বপূর্ণ,
কাল হয়তো আপনি তাদের জন্য কিছুই না।

মানুষ বদলায়, সম্পর্ক বদলায় –
এটাই জীবনের আসল রূপ।😊

05/08/2025

যে দুঃখ নিজেই ডেকে এনেছি, সেটা নিয়ে আফসোস করবো কিভাবে! 🙁

05/08/2025

সহজ লভ্য মানেই সস্তা নয়👍❤️

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mayabi Moni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share