
23/04/2025
মোমবাতি আলাদা কিন্তু আলো একই। মানুষ তো মানুষ ই মানুষের কোন জাত হয়না । সবচেয়ে বড় কথা হল মানুষ। তাইতো সাধক জালালউদ্দিন খাঁ বলেছেন হাত পা নিয়ে জন্ম নিলে মানুষ বলে কয়না তারে, মানুষ হইতে কয়জন পারে। আর দরবেশ লালন সাঁইজি বলেছেন মানুষ ভজলে সোনার মানুষ হবি। বর্তমান বিশ্বে জন্ম নেয়া মানুষের অভাব নেই।কিন্তু কর্ম ,আচার আচরন, চলাফেরা , বিচার,বিবেক বিবেচনায় ,মানুষ হয়ে গেছে পশুর থেকেও অধম। তাইতো বিশ্ব বিখ্যাত মাওলানা জালালুদ্দিন রুমি বলেছেন, আমি অনেক পোশাক দেখেছি যেগুলোর মধ্যে মানুষ নেই আবার আমি অনেক মানুষ দেখেছি যাদের গায়ে কোন পোশাক নেই।