NishRat Diary

NishRat Diary Assalamu Alaikum❤️We are Nishat and Ratri. Welcome to our page🌸
For any sponsorships or inquiries, please contact us via email - [email protected]

24/08/2025

বোর হচ্ছি তাই একটু লাইভে আসলাম

বারিশা হকের কাছ থেকে fashan শিখতে চান কে কে ???
10/08/2025

বারিশা হকের কাছ থেকে fashan শিখতে চান কে কে ???

এক বান্ধবী যখন ছবি তোলে আরেকজনের অবস্থা এমন হয় কুলির মতো
08/08/2025

এক বান্ধবী যখন ছবি তোলে আরেকজনের অবস্থা এমন হয় কুলির মতো

“নদীর ধার, ফুলের হাসি, আর আমার এক টুকরো গল্প…”🫶🌊🌸
06/08/2025

“নদীর ধার, ফুলের হাসি, আর আমার এক টুকরো গল্প…”
🫶🌊🌸

06/08/2025

আসসালামু আলাইকুম । কাজ করতে করতে একটু লাইভে আসলাম

ফোনের খাবারের ছবি দেখলে আবার খেতে মন চায়
05/08/2025

ফোনের খাবারের ছবি দেখলে আবার খেতে মন চায়

03/08/2025

জায়ান বাবুকে নিয়ে ছাদ বাগানে ড্রাগন তুলতে আসলাম । কত ড্রাগন হইছে
মাশাল্লাহ বলতে ভুলবেন না

Loyalty is rare, but when you find it, never let go🩵
03/08/2025

Loyalty is rare, but when you find it, never let go🩵

02/08/2025

রিযিক…

গত তিনদিন ধরে পুরো উত্তরা, টঙ্গীবাজার ঘুরে আমার পাখির খাবার না পেয়ে আজ সকাল বেলা কাঁটাবন খাবার খুঁজতে গেলাম।

পাখির খাবার কিনে বের হবো এমন সময় একটা ভ‍্যানের উপর কিছু রেডিমেইড থ্রিপিস দেখলাম। একটা ভাঁজ করা থ্রিপিস চোখে পড়লো দূর থেকেই। কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম দাম।

আমি থ্রিপিস একেবারেই পরিনা। আমার সংগ্রহে শাড়ি আর ওয়েস্টার্ন সব। থ্রিপিস একেবারেই হাতে গোনা। বড়জোড় ১২ পিস। আমি এতোটাই কম পড়ি থ্রিপিস।

তাও আমার অজান্তেই কিভাবে কিনলাম, কি মনে করে কিনলাম, কেনো কিনলাম আমার কাছে যুক্তি নেই। আমার কোনোভাবেই ওই পোশাক কেনার কথা না।

আসার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে দেখলাম একটি মেয়ে পুরোপুরি উলঙ্গ হয়ে শুয়ে আছে। মাথার নিচে দুহাত ভাঁজ করে দিয়ে, আকাশের দিকে সটান তাকিয়ে। বলাবাহুল্য সে মানসিক ভারসাম্যহীন।

আমি অনেকটা ভয়ে ভয়ে কাছে গেলাম। চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। কিছু রিক্সাওয়ালা দেখি ওকে দেখে মজাই পাচ্ছে। যেহেতু ড্রাইভার কিংবা কোনো সহ‍যোগী সাথে নেই, সত‍্যি বলতে আমি কাছে যেতে ভয় পাচ্ছিলাম।

মিনিট দশেক এভাবেই দাঁড়িয়ে সাহস করলাম, পুরোপুরি কাছে গেলাম, সে আমার দিকে তাকিয়ে। থ্রিপিসটা বের করে ওর হাতে দিলাম।

মেয়েটি উঠে বসে থ্রিপিস নিলো। কোনো কথা না বলে পরেও নিলো। আবার একই ভাবে শুয়ে আকাশের দিকে তাকিয়ে রইলো।

সাথে পানির বোতল, আর বিস্কুট ছিলো। ওর পায়ের কাছে সেটা রাখলাম। ও একবার আঁড়চোখে দেখে নিয়ে আবার আকাশের দিকে তাকিয়ে থাকল।

ঘুম থেকে উঠে এতো সকালেই আমার কাঁটাবন যাওয়া লাগলো!! আমি জানিনা সেই জামাটি কেনো আমাকে টেনেছিলো, আমি জানিনা কেনো আমি কিনলাম!!

উত্তর একটাই রিযিক। এই ভারসাম‍্যহীন মেয়েটির ঘটনা তখন থেকে আমার মাথায় ঘুরছে। আমি এতো আশ্চর্য আর কোনোদিন হইনি। তার রিযিকের জামা দিতেই আল্লাহপাক আমাকে ওখানে নিয়েছিলেন, তিনি নিজেই হয়তো সেই জামাটি এই মেয়েটির জন‍্য পছন্দ করেছিলেন। সুবহানাল্লাহ

আল্লাহপাক কখন কার সাহায্য করার জন‍্য কাকে পাঠিয়ে দেন তা একমাত্র তিনিই জানেন। আল্লাহ পাকের দরবারে লাখো শুকরিয়া আমার ঈমান আজকের এই ঘটনায় আরও শক্ত করে দেয়ার জন‍্য।

আল্লাহু আকবার, তিনিই রাব্বুল আলামীন🤲❤️

01/08/2025
28/07/2025

আপনার কাছে সুখে থাকার মনে কি ?ভালোবাসার মানে কি ? কত টাকা মাসে পেলে নিজেকে সফল ভাববেন অভাব থাকবে না ? ফ্রিডমের মানে কি ?

Address

Rajshahi
6212

Website

Alerts

Be the first to know and let us send you an email when NishRat Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share