
12/09/2025
আমার চোখ, আমার ছায়া, সবই ক্লান্ত।
আমার সমস্ত অংগ একসঙ্গে মৃত্যুর গান গাইতে উদ্যত!
একদিন হঠাৎ আমার সময় ফুরোবে,
সকাল হবে না তখন আর,
আসবে না বিকেল কিংবা সন্ধ্যা,
দিনভর নাকে লাগবে আগরবাতির ঘ্রাণ!
সেদিন নিভে যাবে আমার বুকে বেড়ে ওঠা
পরম আরাধ্য প্রান।