10/09/2025
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ফ্রি হেল্থ ক্যাম্প শুরু
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হেল্থ অ্যান্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশন-এর উদ্যোগে দুই দিনব্যাপী “ফ্রি হেল্থ ক্যাম্প-২০২৫” শুরু হয়েছে।
আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমি ভবনের দক্ষিণ প্রাঙ্গণে প্রথম দিনের ক্যাম্প শুরু হয়, যা চলবে দুপুর ২টা পর্যন্ত। সকাল ১০টায় ফিতা কেটে ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা সহকারী অধ্যাপক আমীরুল ইসলাম কনক, সংগঠনটির উপদেষ্টা ফার্মেসি বিভাগের অধ্যাপক আজিজুর রহমান শামীম এবং ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সহ-সভাপতি আহসান হাবিব।
উদ্বোধনের পর অতিথি ও উপদেষ্টা মণ্ডলী নিজেরাই রক্তের গ্লুকোজ ও রক্তচাপ পরীক্ষা করেন।
অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ বলেন,
“এটি সময়োপযোগী আয়োজন। বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যসেবার প্রসারে এ ধরনের উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে। আমরা এ সংগঠনের সকল কার্যক্রমকে স্বাগত জানাই।”
প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন,
“আজকের এ হেল্থ ক্যাম্প সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। শিক্ষার্থীরা যে সেবা এখানে বিনামূল্যে পাচ্ছে, তা বাইরে থেকে নিতে গেলে অনেক টাকা খরচ হতো।”
ছাত্র উপদেষ্টা সহকারী অধ্যাপক আমীরুল ইসলাম কনক বলেন,
“রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ ধরনের উদ্যোগ খুব একটা দেখা যায় না। তাই আয়োজকরা প্রশংসার দাবিদার।”
সংগঠনটির সভাপতি আরিফুল ইসলাম জানান,
“শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। এই ক্যাম্পের মাধ্যমে রক্তের গ্লুকোজ, রক্তচাপ, বিএমআই, দাঁত পরীক্ষা ইত্যাদি সম্পূর্ণ ফ্রি সার্ভিস দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রত্যেক অংশগ্রহণকারীকে একটি করে পেপসোডেন্ট দেওয়া হচ্ছে।”
তিনি আরও জানান, আগামীকালও সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত দ্বিতীয় দিনের ক্যাম্প চলবে। প্রশাসনের সহযোগিতা পেলে ভবিষ্যতে আরও বড় পরিসরে শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা নিয়ে কার্যক্রম হাতে নেওয়া হবে।
উল্লেখ্য, হেল্থ ক্যাম্প-২০২৫-এ কিট ও হেল্থ পার্টনার হিসেবে রয়েছে ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার রাজশাহী, ডেন্টাল পার্টনার পেপসোডেন্ট। মিডিয়া পার্টনার হিসেবে আছে দৈনিক উত্তরা প্রতিদিন, দৈনিক খবরের কাগজ, যমুনা টেলিভিশন, এখন টিভি, রেডিও পদ্মা এবং এনগেজড পার্টনার হিসেবে আছে আরইউ ইনসাইডার।