RUtv । রাবিটিভি

RUtv । রাবিটিভি Education I Campus |Youth

RUtv's primary goal is to present all kinds of information and internal activities of Rajshahi University to everyone.

24/07/2025

রাত আনুমানিক ১২ টা ২০ মিনিট
বোরকা পরে পালিয়ে যাওয়ার
সময় পুলিশের অভিযানে গ্রেপ্তার।
🙂

22/07/2025

সচিবালয়ে গিয়ে যুবক কট🤡

🎥 RUtv | রাবিটিভি – রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল কণ্ঠস্বরের প্ল্যাটফর্ম! 🧡💙রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাব, সংগঠন ও উদ্...
19/07/2025

🎥 RUtv | রাবিটিভি – রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল কণ্ঠস্বরের প্ল্যাটফর্ম! 🧡💙
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাব, সংগঠন ও উদ্যোক্তাদের গল্প, খবর এবং আয়োজনের প্রচারে RUtv | রাবিটিভি সবসময় আপনাদের পাশে রয়েছে।
আপনারা যা করেন, সেটিই আমরা বিশ্বকে জানাতে চাই। 🗞️📢

🔍 আপনি যদি কোনো ক্লাব, সংগঠন, ইভেন্ট, সাফল্যের গল্প বা বিশ্ববিদ্যালয়-সংক্রান্ত তথ্য শেয়ার করতে চান — তাহলে দেরি না করে আজই আমাদের কাছে পাঠিয়ে দিন!

📬 তথ্য পাঠানোর মাধ্যম:
🔸 ইমেইল করুন: [email protected]
🔸 WhatsApp করুন: 01749781727

আমাদের সাথে যুক্ত হয়ে আপনার সংগঠনের কর্মসূচি ও উদ্যোগগুলো ছড়িয়ে দিন সবার মাঝে।
RUtv | রাবিটিভি – রাজশাহীর গর্ব, রাবির প্রেরণা! 🌟

#রাবিটিভি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কত সুন্দর উদ্যোগ এক পিস মাছ-মাংস হোম ডেলিভারি বাজার
17/07/2025

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কত সুন্দর উদ্যোগ এক পিস মাছ-মাংস হোম ডেলিভারি বাজার

14/07/2025
রাবি এগ্রিকালচারাল ক্লাবের নতুন কমিটি ঘোষণা : সভাপতি শুভ, সম্পাদক ধ্রুবরাবি প্রতিনিধি | ১২ জুলাই ২০২৫, শনিবাররাজশাহী বিশ...
12/07/2025

রাবি এগ্রিকালচারাল ক্লাবের নতুন কমিটি ঘোষণা : সভাপতি শুভ, সম্পাদক ধ্রুব

রাবি প্রতিনিধি | ১২ জুলাই ২০২৫, শনিবার

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এগ্রিকালচারাল ক্লাবের ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের শিক্ষার্থী খালেদুর রহমান শুভ-কে সভাপতি এবং এগ্রোনমি এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের শিক্ষার্থী ইফতেখার আলম ধ্রুব-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

শুক্রবার (১১ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে আয়োজিত এক আলোচনা সভায় আনুষ্ঠানিকভাবে এ কমিটির ঘোষণা দেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা ও ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপিকা ড. সৈয়দা নুসরাত জাহান, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের অধ্যাপক ডা. মো. জালাল উদ্দীন সরদার, ক্লাবের আগের কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন:

সহ-সভাপতি: সোনিয়া আক্তার ও হাসান আকন্দ

যুগ্ম সাধারণ সম্পাদক: তাইয়েবা খাতুন লাবনী ও শাকিব হোসেন

কোষাধ্যক্ষ: তটিনী তারাণ্নুম

সাংগঠনিক সম্পাদক: মো. দেলোয়ার হোসেন ও আনিক ইখতিয়ার

বোর্ড সচিব: স্বর্ণা রাণী সরকার ও মো. সাগর ইসলাম

বোর্ড সদস্য: মোসা. তাসরিন আক্তার, মো. আহাদুজ্জামান আহাদ ও জাফর রায়হান শ্রাবণ

সভায় নবনির্বাচিত সভাপতি খালেদুর রহমান শুভ ও সাধারণ সম্পাদক ইফতেখার আলম ধ্রুব ক্লাবের অগ্রগতির জন্য সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, “আমরা সবাই মিলে এই ক্লাবকে বিশ্ববিদ্যালয়ের একটি মর্যাদাপূর্ণ ও সক্রিয় সংগঠনে রূপান্তর করব।”

অনুষ্ঠানে বক্তারা রাবির কৃষি শিক্ষার প্রসার এবং এগ্রিকালচারাল ক্লাবের ভুমিকার কথা তুলে ধরেন। ভবিষ্যতে আরও বেশি কৃষি-বিজ্ঞানভিত্তিক সেমিনার, কর্মশালা ও বিভিন্ন সেবামূলক উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।

এ সময় উপস্থিত অতিথি ও শিক্ষকরা নতুন কমিটির জন্য শুভকামনা জানান এবং ক্লাবের সাফল্য কামনা করেন।

12/07/2025

চাঁদাবাজদের বিরুদ্ধে, ডাইরেক্ট একশন।

12/07/2025

চাঁদাবাজদের বিরুদ্ধে হেফাজতে ইসলাম বাংলাদেশের বিক্ষোভ মিছিল।।

শিরোইল বাস স্ট্যান্ড রোডে কৃষ্ণচূড়া গাছ উপড়ে পড়ার ঘটনায় জনমনে আতঙ্করাজশাহী প্রতিনিধি: Saidur Rahman অতি বর্ষণের ফলে রাজ...
09/07/2025

শিরোইল বাস স্ট্যান্ড রোডে কৃষ্ণচূড়া গাছ উপড়ে পড়ার ঘটনায় জনমনে আতঙ্ক

রাজশাহী প্রতিনিধি: Saidur Rahman

অতি বর্ষণের ফলে রাজশাহী শহরের ভদ্রা থেকে শিরোইল বাস স্ট্যান্ড রোডে রাস্তার পাশে থাকা একটি বিশাল কৃষ্ণচূড়া গাছ উপড়ে পড়ে। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। গাছটি উপড়ে পড়ে মূল সড়কে। এতে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এলাকাবাসীর মাঝে আতঙ্কের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীদের মতে, বর্ষার সময় এমন ঝুঁকিপূর্ণ গাছ ভেঙে পড়ার ঘটনা আগেও ঘটেছে। শুধু বর্ষাকাল নয়, বছরের অন্যান্য সময়েও এসব পুরোনো গাছের শুকনো ডালপালা ভেঙে পড়ে দুর্ঘটনার আশঙ্কা থাকে। ধারণা করা হচ্ছে, গাছগুলোর শিকড় পর্যাপ্ত গভীরে প্রবেশ না করায় তারা নিজেদের ভার ঠিকমতো বহন করতে পারছে না। ফলে সামান্য ঝড়-বৃষ্টিতেই এগুলো হুমকিস্বরূপ হয়ে দাঁড়াচ্ছে।

এলাকাবাসী এবং সুধী মহল মনে করছেন, রাস্তার দুপাশের বয়স্ক ও দুর্বল গাছগুলো দ্রুত অপসারণ করা প্রয়োজন। পাশাপাশি পরিবেশের ভারসাম্য বজায় রাখতে নতুন গাছ রোপণ করার দাবিও জানানো হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন — "মানবজীবনের নিরাপত্তা সবার আগে। বড় কোনো দুর্ঘটনার আগে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।"

ছবি: সেলিম রেজা

Address

Rajshahi Univesity
Rajshahi
6000

Alerts

Be the first to know and let us send you an email when RUtv । রাবিটিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share