12/07/2025
রাবি এগ্রিকালচারাল ক্লাবের নতুন কমিটি ঘোষণা : সভাপতি শুভ, সম্পাদক ধ্রুব
রাবি প্রতিনিধি | ১২ জুলাই ২০২৫, শনিবার
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এগ্রিকালচারাল ক্লাবের ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের শিক্ষার্থী খালেদুর রহমান শুভ-কে সভাপতি এবং এগ্রোনমি এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের শিক্ষার্থী ইফতেখার আলম ধ্রুব-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে আয়োজিত এক আলোচনা সভায় আনুষ্ঠানিকভাবে এ কমিটির ঘোষণা দেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা ও ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপিকা ড. সৈয়দা নুসরাত জাহান, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের অধ্যাপক ডা. মো. জালাল উদ্দীন সরদার, ক্লাবের আগের কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
সহ-সভাপতি: সোনিয়া আক্তার ও হাসান আকন্দ
যুগ্ম সাধারণ সম্পাদক: তাইয়েবা খাতুন লাবনী ও শাকিব হোসেন
কোষাধ্যক্ষ: তটিনী তারাণ্নুম
সাংগঠনিক সম্পাদক: মো. দেলোয়ার হোসেন ও আনিক ইখতিয়ার
বোর্ড সচিব: স্বর্ণা রাণী সরকার ও মো. সাগর ইসলাম
বোর্ড সদস্য: মোসা. তাসরিন আক্তার, মো. আহাদুজ্জামান আহাদ ও জাফর রায়হান শ্রাবণ
সভায় নবনির্বাচিত সভাপতি খালেদুর রহমান শুভ ও সাধারণ সম্পাদক ইফতেখার আলম ধ্রুব ক্লাবের অগ্রগতির জন্য সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, “আমরা সবাই মিলে এই ক্লাবকে বিশ্ববিদ্যালয়ের একটি মর্যাদাপূর্ণ ও সক্রিয় সংগঠনে রূপান্তর করব।”
অনুষ্ঠানে বক্তারা রাবির কৃষি শিক্ষার প্রসার এবং এগ্রিকালচারাল ক্লাবের ভুমিকার কথা তুলে ধরেন। ভবিষ্যতে আরও বেশি কৃষি-বিজ্ঞানভিত্তিক সেমিনার, কর্মশালা ও বিভিন্ন সেবামূলক উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত অতিথি ও শিক্ষকরা নতুন কমিটির জন্য শুভকামনা জানান এবং ক্লাবের সাফল্য কামনা করেন।