বাপুজি/bapugi21

বাপুজি/bapugi21 this page is mainly funny page.

18/12/2023

marid system

09/08/2023

জান্নাতের কিছু নিয়ামত সমুহঃ 🤍🌸
জান্নাতে সর্ব প্রথম গান শোনাবেন হুরেরা,
তাতে কেটে যাবে ৭০ হাজার বছর,
জান্নাতি বাতাসে গাছের পাতার সাথে
মিলিয়ে অপূর্ব এক বাজনা সৃষ্টি করবে,
আর জান্নাতের হুরদের সাথে সুর মিলাবে।
সুরের মুর্ছনায় গোটা জান্নাত মুখরিত হয়ে
যাবে।
আল্লাহ্ তখন জান্নাত বাসীদের কাছে
জানতে
চাইবেন, "কেমন লাগলো?"
সকলেই জবাব দিবে, খুব ভাল,
আল্লাহ্ বলবেন, এর চেয়েও ভাল শোন,
জান্নাত বাসী বলবে "হে আল্লাহ্ এর চেয়ে
ভাল কি?"
তখন আল্লাহ্ হযরত দাউদ (আঃ) কে ডাক দিয়ে
বলবেন,
"হে দাউদ এবার তুমি শুনাও"।
দাউদ (আঃ) বলবেন,
"হে আল্লাহ্ আমার কন্ঠ তো দুনিয়াতে
ছিল যবুর শরীফে",
আল্লাহ্ বলবেন, "তোমার কন্ঠ
ফিরিয়ে দিলাম, কোরআন শরীফ শোনাও"।
হযরত দাউদ(আঃ) কোরআনের সূরা তোয়াহা
শোনাবেন!
জান্নাত বাসী মুগ্ধ হয়ে যাবে।
আল্লাহ্ আবার বলবেন, "কেমন লাগলো?"
জান্নাতিরা বলবে, "মারহাবা, খুব ভাল
লাগলো।"
আল্লাহ্ বলবেন, "এর চেয়ে ভাল শোন.!"
জান্নাত বাসীরা বলবে, "হে আল্লাহ্ এর চেয়ে
ভাল কি হতে পারে?"
আল্লাহ্ পাক রসুলুল্লাহ্ (সাঃ) কে বলবেন, "হে
আমার প্রিয় হাবিব এবার আপনি ওদের
শোনান!"
রাসুলুল্লাহ্ (সাঃ) কোরআনের হৃদয় সুরা ইয়াসিন
তেলাওয়াত করবেন।
পুরা জান্নাত আনন্দে মুখরিত হয়ে যাবে আর
ধ্বনি তুলবে, "আল্লাহু আকবার "।
আল্লাহ্ আবারও জানতে চাইবেন, কেমন
লাগলো?
জান্নাতবাসীরা বলবেন, আল্লাহ্ সবকিছু
থেকে এটাই বেশি ভাল লাগলো!
আল্লাহ্ বলবেন, "এর চেয়েও ভাল আছে.!"
জান্নাতবাসী অবাক হয়ে বলবে, "আল্লাহ্ এর
চেয়ে ভাল কিছু আছে??"
আল্লাহ্ জবাব দিবেন, "এর চেয়ে ভাল যা তা
হলো তোমাদের রব!
আল্লাহ্ বলবেন, "রিজওয়ান(একজন ফেরেস্তা)
পর্দা সরিয়ে দাও, আজ আমার
বান্দা আমার দীদার করবে, আমাকে দেখবে।
"আল্লাহু আকবার"! পর্দা সরে যাবে ও সবাই
আল্লাহর দীদার লাভ করবে..!!।
আল্লাহকে দেখার পরে বান্দা অস্থীর হয়ে
যাবে, তখন জান্নাতের হুর কি? শরাব কি ? নহর
কি? ফল কি? সব কিছুকে মূল্যহীন মনে হবে.!!
বান্দা বলবে, "আল্লাহ্ কিছুই চাইনা, শুধু তোমার
দীদার চাই!
তোমাকে দেখতে চাই..!!
এরপর আল্লাহ সূরা আর-রহমান পাঠ করবেন।
আর মানুষ শুনে হাজার হাজার বছর বেহুশ হয়ে
পড়বে। আল্লাহর হুকুমে হুশ আসবে।
আল্লাহু আকবার.....!!!

সবাই মন থেকে আলহামদুলিল্লাহ বলি।🤍

শুনেছি মহিষ চুরিকরতে নাকি তিন (০৩) চোর লাগে।১ম চোর... মহিষের গলার ঘন্টা খুলেবাজাতে বাজাতে গ্রামের উত্তর দিকে রওনা হয়।২য় ...
06/08/2023

শুনেছি মহিষ চুরি
করতে নাকি তিন (০৩) চোর লাগে।

১ম চোর... মহিষের গলার ঘন্টা খুলে
বাজাতে বাজাতে গ্রামের উত্তর দিকে রওনা হয়।

২য় চোর... মহিষ নিয়ে গ্রামের দক্ষিন দিকে যেতে থাকে।

৩য় চোর... ভালো মানুষ সেজে গ্রামের মানুষের সাথে মিশে যায়।

তারপর ভালো মানুষ সাজা
৩য় চোর... গ্রামের মানুষদের পরামর্শ দেয়
ঘন্টার শব্দ যেদিক থেকে আসছে মহিষ সেই দিকেই গিয়েছে। গ্রামবাসী ঘন্টার শব্দের দিকেই দৌড়াতে থাকে।

ঘন্টা নিয়ে যাওয়া
১ম চোর... নিরাপদ দুরত্বে গিয়ে ঘন্টা ফেলে দিয়ে অন্ধকারে মিশে যায়। গ্রামবাসী ঘন্টা খুঁজে পেয়ে ওইটা নিয়েই মশগুল থাকে।

মহিষ নিয়ে যাওয়া
২য় চোর... মহিষ নিয়ে নিরাপদে চলে যায়। এদিকে
ভদ্র মানুষরুপী ৩য় চোরকে কিছুক্ষন পর আর খুঁজে পাওয়া যায় না।

যাই হোক, এ দেশের যে কোন ইস্যুতে মিডিয়া
প্রথমে ঘন্টা বাজিয়ে বাজিয়ে একদিকে যেতে যেতে হঠাৎ মিলিয়ে যায়। তারপর কথিত সুশীল সমাজের পরামর্শে দেশবাসী ঘন্টার শব্দের দিকেই হাটতে থাকে।

এদিকে ঘটনার মূল নায়ক ঘটনা ঘটিয়ে নিরাপদ স্থানে পৌঁছে যায়।

মিডিয়া এক সময় থেমে যায়।
নতুন ইস্যু তৈরীতে ব্যস্ত হয়ে যায়।

দেশবাসী কুড়িয়ে পাওয়া ঘন্টা টা
বাজাতে থাকে, বাজাতেই থাকে আর
ভাবতে থাকে কি হলো কিভাবে হলো আর কি হবে....
© শেখ তৌহিদুর রহমান তাওহীদ ভাইর ID থেকে।

22/07/2023

আসলেই তো জোস একটা সাউন্ড 🤣🤣

Send a message to learn more

Address

Rajshahi
6596

Telephone

+8801737398114

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাপুজি/bapugi21 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বাপুজি/bapugi21:

Share

Category