RUET Madrasah

RUET Madrasah Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from RUET Madrasah, Digital creator, RUET, Rajshahi.

23/09/2025

তবে মাঝেমধ্যে কলমের দরকার খুব বেশি হয়ে দাঁড়ায়। সুলতান সালাহউদ্দিন আইয়ুবির একটা উক্তি শোনেছিলাম ইমরান রাইহান হাফিজাহুল্লাহর ভিডিওতে, "আমি মিশর তলোয়ার দ্বারা নয়, কাজি ফাদিল এর কলমের দ্বারা বিজয় করেছি। " উল্লেখ্য, সুলতান সালাহউদ্দিন আইয়ুবি রাহিমাহুল্লাহ বদমাইশ শিয়াগুলোর হাত থেকে মিশরকে এক রক্তপাতহীন অভ্যুত্থানের মধ্য দিয়ে আব্বাসি খিলাফাহর অধীনে নিয়ে আসেন, যা ছিলো পবিত্রভূমির বিজয়ের অন্যতম ধাপ। আর আল জাজিরা থেকে একটা ডকুমেন্টারি সিরিজে দেখেছিলাম, কাজি ফাদিলকে তার এই কলমযুদ্ধের কারণে জেলেও যেতে হয়েছিলো জালিমদের সময়ে।

27/08/2025

Shame on Bangladesh Govt, administration, and specially the police.

Diplomas aren't engineers. ✊

Again: Sharia Law doesn’t give the states chance to be a tyrant.

15/08/2025

আজ থেকে চার বছর আগে এই দিনে পশ্চিমাদের দালাল আফগান সরকার ছাত্রদের ভয়ে পালিয়ে যায়। তারপর আইন শৃঙ্খলা রক্ষার জন্য কাবুল শহরে প্রবেশ করে ছাত্রবাহিনী। আলহামদুলিল্লাহ।
সারাবিশ্বের ইসলামী বিপ্লবের নেতৃত্বের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায় বিজয়ী ছাত্রদের(আরবিতে পড়ুন) অভিনন্দন জানানোর জন্য। সেই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে যান, পবিত্রভূমির মুক্তিসংগ্রামের নেতা চিরঅমর শহিদ(ইনশাআল্লাহ) ইসমাইল হানিয়া।
সোর্স: কোনো একটা পত্রিকার অনলাইন ভার্সন যতদূর মনে পড়ে।
সারা মুসলিমবঙ্গে সেদিন আনন্দের বন্যা বয়ে যায়।
আলহামদুলিল্লাহ। শুকরিয়া সেই মহান রবের যিনি মুমিনদের অন্তর প্রশান্ত করেছেন।
আর দাদাবাবুদের কান্না...
~ছাত্র

We failed Gazzah, now, will we fail Al Aqsa, too? Ya ummath-e-Muhammad(ﷺ). When will we wake up? Let's share another inf...
24/07/2025

We failed Gazzah, now, will we fail Al Aqsa, too? Ya ummath-e-Muhammad(ﷺ). When will we wake up?
Let's share another info for you. The western universities have specialised Institutes for dealing such issues. But not a single muslim university has an specialised Institute for studying Palestine problem. I listened from a renowned journalist about a professor facing various obstacles for trying to open such institute. This is our situation. And OIC has turned to, "Oh, I see."
~anonymous

22/07/2025

সেক্যুলার ও লিবারেল শিক্ষাব্যাবস্থা আমাদের কী ক্ষতি করেছে?
সাইয়্যেদ আদনান কাকাখাইল হাফিজাহুল্লাহ

আমাদের যে সেকুলার আর লিবারেল শিক্ষাব্যবস্থা আছে,
এই ব্যবস্থা আমাদের মধ্যে তিনটি বড় নেতিবাচক অনুভূতি সৃষ্টি করে।

যে শিক্ষা ব্যবস্থায় আল্লাহ ও তাঁর রাসূলের নাম নেই,
যেখানে তাঁদের সেই মর্যাদায় স্থান দেওয়া হয় না,
যে মর্যাদায় দেওয়া উচিত।
যেখানে আল্লাহ ও তাঁর রাসূলের বাণী নেই —
সেই ব্যবস্থার প্রথম ফলাফল হলো,
এই শিক্ষাব্যবস্থার প্রোডাক্ট, মানে এর মাধ্যমে গড়ে ওঠা মানুষ,
তার নিজের অতীতকে চিনবে না।

আমাদের আমাদের নিজস্ব ইতিহাস,
আমাদের গৌরবময় অতীত থেকে সম্পূর্ণ আলাদা করে দেওয়া হয়েছে।
বরং এখন যদি খেয়াল করে দেখেন,
যা সামান্য অতীত আমরা জানি —
সবই অপমানজনক আর হাসাহাসির বিষয় হয়ে গেছে।

আমাদের ইতিহাস আর বিশ্বাসগুলো নিয়ে ঠাট্টা,
উপহাস, মজা করা —
এসবকে সাধারণ মানুষের কাছে মজার জিনিসে পরিণত করে দেওয়া হয়েছে।

এমনকি কুরআন ও সুন্নাহতে যেসব জিনিসের বড়ই মর্যাদা,
সেগুলোকেও এই শিক্ষাব্যবস্থার মাধ্যমে ছোট করে দেখানো হয়।

এরপর, দ্বিতীয় জিনিস যা এই ব্যবস্থা আমাদের মধ্যে ঢুকিয়ে দেয়,
তা হলো — আমাদের আত্মবিশ্বাস ভেঙে দেওয়া।
আমাদের বলা হয়, তুমি কিছুই পারো না,
তোমার পূর্বপুরুষেরা কিছুই করেনি,
সবকিছু পশ্চিম থেকে এসেছে,
তাই পশ্চিমকে অনুকরণ করাই তোমার ভবিষ্যত।

তৃতীয় বিষয় হলো — এই ব্যবস্থার মানুষ
কখনো নিজের পায়ে দাঁড়ানোর মতো মানুষ হবে না।
সে হবে পশ্চিমের দাসত্ব মানা,
নিজেকে ছোট মনে করা আর সবকিছুতে
বিদেশী আদর্শ অনুসরণে গর্ববোধ করা এক ‘নকল মানুষ’।

এইভাবে এই সেকুলার ও লিবারেল শিক্ষা আমাদের মধ্যে
নিজস্বতা মুছে দেয়, বিশ্বাস দুর্বল করে,
আর আত্মসম্মানবোধ ধ্বংস করে।
সংক্ষিপ্ত অনুবাদ, মূল ভিডিও এর লিংক কমেন্টে।
~ দাহী ভাই

21/07/2025

আজ শরিয়াহ থাকলে কী হতো?
১. বিমান ক্রয়ের সময় দুর্নীতি হতো না। আমাদের হয়তোবা এই ভাঙারি জেট কিনতে হতো না। হয়তোবা আমরাই উন্নত ফাইটার বানাতে পারতাম। এটাই হয়েছে খিলাফাহর সময়। এতোগুলো প্রাণ হয়তো বেঁচে যেত।
২. ভুলবশত এই দুর্ঘটনা ঘটলে রক্তপাতের জরিমানা (দিয়্যাত) আর স্বেচ্ছায় করলে মৃত্যুদন্ড and/ or অন্য উপযুক্ত শাস্তি(এটা ফাসাদে ফিল আরদ্ব তথা যমিনে বিশৃঙ্খলার বিধান হবে কিনা জানা নাই)। ফলস্বরুপ দ্বিতীয়বার এইরকম কিছু ঘটার আগে প্রত্যেকেই সাবধান থাকতো।
৩. হত্যার কেইসে ভিক্টিমের পরিবারই ক্ষমার অধিকার থাকতো। রাষ্ট্র ভিক্টিমের পরিবারের কাটা ঘায়ে নুনের ছিটা দিয়ে অপরাধী কে ছেড়ে দিতে পারতো না।
৪. লাশ নিয়ে রাজনীতি কেউ করতে পারতো না।
হ্যাঁ, খিলাফাহ নাই বলেই এটা হইছে।
~ আপনাদের এক নগন্য দ্বীনি ভাই

বিলাদুল হারামাইন থেকে বিলাদুশ শামে সাহাবায়ে কেরামের গোত্রের সন্তানেরা মেশিন-গান হাতে ছুটছেন আর আমাদের নাকে যেন ঠেলাবিব থ...
19/07/2025

বিলাদুল হারামাইন থেকে বিলাদুশ শামে সাহাবায়ে কেরামের গোত্রের সন্তানেরা মেশিন-গান হাতে ছুটছেন আর আমাদের নাকে যেন ঠেলাবিব থেকে রক্তের ঘ্রাণ আসছে।
পবিত্রভূমি খুব শীঘ্রই ফিরে আসবে ইনশাআল্লাহ। আর একটু ধৈর্য।
~Anonymous

আরব বেদুইন মু.জাহিদিনের অবস্থা দেখে ইসলামের স্বর্ণালি যুগ খাইরুল কুরুন আর সালাফের যুগের কথা মনে চলে আসছে। আর বারবার মনে ...
19/07/2025

আরব বেদুইন মু.জাহিদিনের অবস্থা দেখে ইসলামের স্বর্ণালি যুগ খাইরুল কুরুন আর সালাফের যুগের কথা মনে চলে আসছে। আর বারবার মনে হচ্ছে, হয়তো এটাই ফিলিস৩ এর আযাদির প্রত্যক্ষ সূচনা। আমরা কবে হতে পারবো তাঁদের মতো? সাহাবায়ে কেরামের গোত্রগুলো, তাদের সন্তানরা আজ ঝড়ের বেগে ছুটে যাচ্ছে বিশ্বাসঘাতকগুলোর হাত থেকে বিলাদুশ শামের সীমান্ত রক্ষা করতে। তাদের অগ্র-অভিযান কম্পন ধরিয়ে দিবে অভিশপ্ত বানর আর শূওরের বাচ্চাদের।
আরেকটা জিনিস লক্ষ্য করলাম, বেদুইনরা যুদ্ধে যাওয়ার জন্য নিজেদের বিবাদ লড়াই সব ভুলে গিয়ে আপোষ করে ফেলছেন। শত্রুর বিরুদ্ধে লড়াই-ই নিজেদের ঐক্যবদ্ধ করে। নাহয় শত্রুই চেষ্টা করবে ভাইয়ে ভাইয়ে সংঘাত বাঁধানোর।
এটা আমরা কবে বোঝবো?

15/07/2025

ইতিহাস তার পুরাতন শিক্ষাটা আবারো স্মরণ করায়ে দিচ্ছে, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। কাল রাজাকার আজ গঙ্গি, হাসিনাশাহীর পতন থেকেও কেউ শিক্ষা নেয়নি।
-গঙ্গি

14/07/2025

আজ থেকে একবছর আগে এই রাতে ঢাবির ভাইয়েরা হাসিনার রাজাকার ন্যারেটিভ ভেঙে বেড়িয়ে এসেছিলো।
আজ যারা আবার সেই একই ন্যারেটিভ প্রতিষ্ঠা করতে চাচ্ছেন তাদের জন্য, "আপনারাও হাসিনার মতো ১৪/১৫টা লাগেজ প্রস্তুত করিয়া রাখিয়েন।"
তুমি কে আমি কে?
-রাজাকার

12/07/2025

ঊষাতৃষ ❌
নেশাতৃষ ✔️
ভিডিও সংগৃহীত।

11/07/2025

আজ থেকে ২ যুগ আগে আরেকটি দেশ এভাবে ধর্ষণ চাঁদাবাজ, ডাকাতের আস্তানা হয়ে উঠেছিলো। সেসময় একজন সাধারণ হুজুর আর তাঁর কিছু ছাত্র মিলে সেদিন রুখে দাঁড়িয়েছিলেন। আজ আপনারা তাঁদের চিনেন ছাত্রদের(আরবিতে পড়ুন) দেশ নামে। আল্লাহ তাঁদের দিয়েছেন শরিয়াহ, সম্মান, আর মুক্তি। আমরা যতো তাড়াতাড়ি বুঝবো ততোই মঙ্গল।
~anonymous

Address

RUET
Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when RUET Madrasah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share