RUET Madrasah

RUET Madrasah Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from RUET Madrasah, Digital creator, RUET, Rajshahi.

রুয়েটের যেসব ভাইদের শনিবারে ক্লাস নেই,  তাদেরকে উক্ত ইভেন্টে যোগ দেওয়ার দাওয়াত রইলো।
17/04/2025

রুয়েটের যেসব ভাইদের শনিবারে ক্লাস নেই, তাদেরকে উক্ত ইভেন্টে যোগ দেওয়ার দাওয়াত রইলো।

এই দুনিয়ার সবচেয়ে পবিত্র ভূমিগুলোর একটি ফিলিস্তিন আজ রক্তে ভেজা। শিশু, নারী, বীর মুজাহিদ—কেউই রেহাই পাচ্ছে না বর্বর দখলদারদের নৃশংসতা থেকে। দিনে দিনে যেন নিস্তব্ধ হয়ে আসছে আল-আকসার মিনার, অথচ এই মিনার একসময় ডেকে যেত ওহি ও জিহাদের এক অবিনাশী ডাক।

আজ যখন বিশ্ব নির্বিকার, তখন প্রয়োজন আমাদের জাগরণ। প্রয়োজন হৃদয়ের আলো জ্বালানো, চিন্তার গভীরতা বাড়ানো, আর প্রজ্ঞার সাথে অবস্থান নির্ধারণ করার।

সেই উদ্দেশ্যেই তাহরিম ফাউন্ডেশন আয়োজন করছে "সাওতুল আকসা" সেমিনারের। পুরুষদের পাশাপাশি রয়েছে পর্দার সাথে নারীদের ব্যবস্থাও। সেমিনারের আলোচনার পাশাপাশি থাকছে আরো নানা আয়োজন।

সাওতুল আকসা সেমিনার ২০২৫
একটি বিশুদ্ধ চিন্তার জমায়েত, যেখানে আমরা কথা বলব সত্য নিয়ে, ইতিহাস নিয়ে, দায়িত্ব নিয়ে।

🔹 এই সেমিনারে আলোচনা হবে—
১. ফিলিস্তিনের বাস্তবতা ও ইতিহাস

২. মুসলিম উম্মাহর দায়িত্ব ও করণীয়

৩. মিডিয়া প্রপাগান্ডার বিপরীতে সত্য তুলে ধরার উপায়

৪. নারীর ভূমিকা

৫. আল-আকসার সাথে আমাদের আত্মিক ও আদর্শিক সম্পর্ক
এছাড়াও আরও বেশ কিছু টপিকস উঠে আসবে ইনশাআল্লাহ।

🎙️ আমন্ত্রিত আলোচকবৃন্দ:
১. মুফতি নুর মুহাম্মাদ
২. ড: কাউসার হুসেইন
৩. উস্তাদ ইমরান রাইহান
৪. উস্তাদ সামছুল আরেফিন শক্তি
৫. উস্তাদ জাকারিয়া মাসুদ
৬. মাহমুদুল হাসান লিটন স্যার
৭. উস্তাদ আম্মারুল হক
৮. উস্তাদ আবু মুহাম্মাদ রাফিউজ্জামান

📅 তারিখ: ১৯ এপ্রিল ২০২৫
🕘 সময়: সকাল ১০টা - বিকাল ৫টা
📍 ভেন্যু: জেলা পরিষদ মিলনায়তন, সিএন্ডবি মোড়

💵 রেজিস্ট্রেশন ফি: ২৫০ টাকা
দুপুরের খাবারের ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ।

💳 রেজিস্ট্রেশন ফি পাঠানোর উপায়:
01777-125562 (বিকাশ/নগদ/রকেট)
01711-781753 (Cellfin)
Tazkiyah True-life Corporation
Islami Bank Bangladesh Ltd.,
Rajshahi Branch
Account: 20501130100451507

📞 যোগাযোগ:
01886-281432
ইমেইল: [email protected]

রেজিষ্ট্রেশন লিঙ্ক কমেন্টে।

16/04/2025

We strongly condemn it. Is he Muslim yet? This question must be raised.

শোনলাম রুয়েটের বৈশাখপূজার অনুষ্ঠানে নাকি একটা ছাত্রছাত্রীও যায় নাই?
14/04/2025

শোনলাম রুয়েটের বৈশাখপূজার অনুষ্ঠানে নাকি একটা ছাত্রছাত্রীও যায় নাই?

We stand with solidarity fro the people of Gazza, for the Mujahideen of Gazza, the land of Izzah.
12/04/2025

We stand with solidarity fro the people of Gazza, for the Mujahideen of Gazza, the land of Izzah.

নির্ভরযোগ্য মাধ্যমে গাজ্জায় অর্থ পাঠাতে পারেন।
09/04/2025

নির্ভরযোগ্য মাধ্যমে গাজ্জায় অর্থ পাঠাতে পারেন।

“রুয়েট আবাবিল ১৯: গা #জার বেঁচে থাকার গল্পে সহানুভূতির অংশীদার হোন”

গা*জার আকাশে আজ আর তারা জ্বলে না, জ্বলে কেবল আগুনের গোলা। নিরীহ মানুষ, নিস্পাপ শিশু, কোলের সন্তান—এক মুহূর্তে ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে বোমার আঘাতে।

কে কাকে বাঁচাবে?

রাস্তাঘাটে রক্তের স্রোত, হাসপাতালে জায়গা নেই, খাবার নেই, আশ্রয় নেই—তবুও বাঁচার আকুতি থেমে নেই।
আমরা বহু দূরে, কিন্তু নিষ্পাপ একটি শিশুর কান্না আমাদের হৃদয়ে এক অগ্নিশিখা তৈরি করুক। আমাদের বিবেকের মশাল আবার জ্বলে উঠুক, যেন মুসলিম উম্মাহর সোনালী অতীতের মতো।

মুমিনের সামাজিক বন্ধন একটি শরীরের মতো। যখন মানুষ তার কোনো একটি অঙ্গে ব্যথা অনুভব করে, গোটা শরীর তখন তার সঙ্গ দেয়। এমনকি একটি অঙ্গের ব্যথা তার পুরো দেহের আরাম ও স্বস্তি কেড়ে নেয়। ঠিক তেমনি মুমিনরা পরস্পর সহমর্মী, অন্তরঙ্গ ভাই। যখন কোনো ভাই কষ্ট বা বিপদে আক্রান্ত হয়, তখন বাকি সবাই তার পাশে দাঁড়ায়, তার ব্যথায় ব্যথিত হয়।

এ জন্য নবী করিম (সা.) মুমিনের পারস্পরিক অবস্থাকে একটি শরীরের সঙ্গে তুলনা করে বলেছেন, "মুমিনদের উদাহরণ তাদের পারস্পরিক ভালোবাসা, দয়ার্দ্রতা ও সহানুভূতির দিক থেকে একটি মানবদেহের মতো। যখন তার একটি অঙ্গ আক্রান্ত হয়, তখন তার সমস্ত দেহ ডেকে আনে তাপ ও অনিদ্রা।" (মুসলিম, হাদিস : ৬৪৮০)

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মুমিন মুমিনের জন্য ইমরাতের ন্যায়, যার এক অংশ অন্য অংশকে মজবুত করে রাখে। এরপর তিনি (হাতের) আঙ্গুলগুলো (আরেক হাতের) আঙ্গুল (এর ফাকে) ঢুকালেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপবিষ্ট ছিলেন। এমন সময় এক ব্যাক্তি কিছু প্রশ্ন করার জন্য কিংবা কোন প্রয়োজন পূরণের জন্য এল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে ফিরে তাকালেন এবং বললেনঃ তোমরা তার জন্য (কিছু দেওয়ার) সুপারিশ করো। এতে তোমাদের সাওয়াব দেওয়া হবে। আল্লাহ তার নবীর আবেদন অনুযায়ী যা ইচ্ছা তা করেন।

রুয়েট আবাবিল ১৯ এর পক্ষ থেকে গা*জার মা-বোনদের জন্য, যারা আজ পৃথিবীর সবচেয়ে বড় কারাগারে বন্দী, সহায়তার একটি ক্ষুদ্র কিন্তু আন্তরিক উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের হাত বাড়ানোই হতে পারে কোনো এক নিরীহ মানুষের একমাত্র আশ্রয়, যা তাকে বাঁচিয়ে রাখবে।

আপনার দান আমরা সরাসরি পৌঁছানোর চেষ্টা করবো গা*জার মজলুম মানুষের কাছে। আপনার সাহায্য তাদের বেঁচে থাকার সুযোগ দিতে পারে, তাদের মুখে হাসি ফোটাতে পারে।

সহযোগিতার মাধ্যম:
📱 Bkash: 01740030391
📱 Nagad: 01740030391
📱 Rocket: 017400303918

রেফারেন্স: Help Gaza from RUET

🏦 Bank Name: Rupali Bank PLC
Bank Account: A/C No: 3723010031035,
Branch: RUET Corp. BR., Rajshahi.
Account Name: Nafew Rahman
For any confusion
Contact: 01725959516

আসুন, আমরা তাদের বুকভরা কান্নাকে ভালোবাসার সান্ত্বনায় রূপ দিই। একমাত্র একজন মানুষের প্রাণ বাঁচানোই যেন আজ মানবতার সবচেয়ে বড় জয়।

আমরা রুয়েট মাদ্রাসাহ বলতে কী বোঝাই? শুনুন শাইখ হারুন ইজহার হাফিজাহুল্লাহর মুখে।
26/03/2025

আমরা রুয়েট মাদ্রাসাহ বলতে কী বোঝাই? শুনুন শাইখ হারুন ইজহার হাফিজাহুল্লাহর মুখে।

বাংলাদেশে ইসলামবিদ্বেষ কারণ ও স্বরূপ সন্ধান সেমিনার (২৮/৯/২৪) এ শায়খ হারুন ইযহার (হাফিঃ) এর বক্তব্য। শায়খ জানাচ্ছে.....

20/03/2025

#014
পবিত্রভূমি আমাদের শিখিয়ে দিচ্ছে এক হাতে তলোয়ার আর আরেকহাতে কুরআন খারাপ কিছু নয় মোটেও। পথপ্রদর্শক কিতাব আর সাহায্যকারি তরবারিই আক্বসার মুক্তির পথ। আমরা আমেরিকাকে ততোদিন শান্তিতে থাকতে দিবো না যতোদিন গায্যায় আমাদের ভাইয়েরা শান্তি না পাবে। বিইযনিল্লাহ।
~Anonymous

20/03/2025

#013
আমরা বললাম , অস্ত্র ছেড়ে কলম ধরো, অসির চেয়ে মসি বড়ো। অস্ত্র ছেড়ে দিয়ে বাবরি হারালাম। এখন আর কলমের খোঁচায় উদ্ধার হচ্ছে না, তবে কালি দিয়ে শুধু কান্নাকাটিই করে যাচ্ছি

09/03/2025

#012
কিছু দিন আগে বাংলাদেশ এর এক স্বনামধন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও গিয়েছিলাম একটু কাজের জন্য ।পুরোটা সময় ক্যাম্পাস এ মাথা নিচু করে হেঁটে যেতে হয়েছে । ক্যাম্পাস এত বেশি দ্বীনদারিতাহীন ও ফ্রি মিক্সিং এর আখড়া হতে পারে জানা ছিল না ।আল্লাহ আমাদের কে রুয়েট এ নিয়ে এসেছেন এই জন্য শুকরিয়া আদায় করা উচিত আমাদের, আলহামদুলিল্লাহ ।আমাদের ক্যাম্পাস ও দ্বীন এর বুঝ আছে এমন স্টুডেন্ট সংখা দিন দিন বাড়ছে।ক্যাম্পাস ও দ্বীনী প্রোগ্রাম গুলা হচ্ছে আলহামদুলিল্লাহ।
~Anonymous

05/03/2025

RUET MADRASAH ✊

Address

RUET
Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when RUET Madrasah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share