
17/04/2025
রুয়েটের যেসব ভাইদের শনিবারে ক্লাস নেই, তাদেরকে উক্ত ইভেন্টে যোগ দেওয়ার দাওয়াত রইলো।
এই দুনিয়ার সবচেয়ে পবিত্র ভূমিগুলোর একটি ফিলিস্তিন আজ রক্তে ভেজা। শিশু, নারী, বীর মুজাহিদ—কেউই রেহাই পাচ্ছে না বর্বর দখলদারদের নৃশংসতা থেকে। দিনে দিনে যেন নিস্তব্ধ হয়ে আসছে আল-আকসার মিনার, অথচ এই মিনার একসময় ডেকে যেত ওহি ও জিহাদের এক অবিনাশী ডাক।
আজ যখন বিশ্ব নির্বিকার, তখন প্রয়োজন আমাদের জাগরণ। প্রয়োজন হৃদয়ের আলো জ্বালানো, চিন্তার গভীরতা বাড়ানো, আর প্রজ্ঞার সাথে অবস্থান নির্ধারণ করার।
সেই উদ্দেশ্যেই তাহরিম ফাউন্ডেশন আয়োজন করছে "সাওতুল আকসা" সেমিনারের। পুরুষদের পাশাপাশি রয়েছে পর্দার সাথে নারীদের ব্যবস্থাও। সেমিনারের আলোচনার পাশাপাশি থাকছে আরো নানা আয়োজন।
সাওতুল আকসা সেমিনার ২০২৫
একটি বিশুদ্ধ চিন্তার জমায়েত, যেখানে আমরা কথা বলব সত্য নিয়ে, ইতিহাস নিয়ে, দায়িত্ব নিয়ে।
🔹 এই সেমিনারে আলোচনা হবে—
১. ফিলিস্তিনের বাস্তবতা ও ইতিহাস
২. মুসলিম উম্মাহর দায়িত্ব ও করণীয়
৩. মিডিয়া প্রপাগান্ডার বিপরীতে সত্য তুলে ধরার উপায়
৪. নারীর ভূমিকা
৫. আল-আকসার সাথে আমাদের আত্মিক ও আদর্শিক সম্পর্ক
এছাড়াও আরও বেশ কিছু টপিকস উঠে আসবে ইনশাআল্লাহ।
🎙️ আমন্ত্রিত আলোচকবৃন্দ:
১. মুফতি নুর মুহাম্মাদ
২. ড: কাউসার হুসেইন
৩. উস্তাদ ইমরান রাইহান
৪. উস্তাদ সামছুল আরেফিন শক্তি
৫. উস্তাদ জাকারিয়া মাসুদ
৬. মাহমুদুল হাসান লিটন স্যার
৭. উস্তাদ আম্মারুল হক
৮. উস্তাদ আবু মুহাম্মাদ রাফিউজ্জামান
📅 তারিখ: ১৯ এপ্রিল ২০২৫
🕘 সময়: সকাল ১০টা - বিকাল ৫টা
📍 ভেন্যু: জেলা পরিষদ মিলনায়তন, সিএন্ডবি মোড়
💵 রেজিস্ট্রেশন ফি: ২৫০ টাকা
দুপুরের খাবারের ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ।
💳 রেজিস্ট্রেশন ফি পাঠানোর উপায়:
01777-125562 (বিকাশ/নগদ/রকেট)
01711-781753 (Cellfin)
Tazkiyah True-life Corporation
Islami Bank Bangladesh Ltd.,
Rajshahi Branch
Account: 20501130100451507
📞 যোগাযোগ:
01886-281432
ইমেইল: [email protected]
রেজিষ্ট্রেশন লিঙ্ক কমেন্টে।