22/07/2025
সেক্যুলার ও লিবারেল শিক্ষাব্যাবস্থা আমাদের কী ক্ষতি করেছে?
সাইয়্যেদ আদনান কাকাখাইল হাফিজাহুল্লাহ
আমাদের যে সেকুলার আর লিবারেল শিক্ষাব্যবস্থা আছে,
এই ব্যবস্থা আমাদের মধ্যে তিনটি বড় নেতিবাচক অনুভূতি সৃষ্টি করে।
যে শিক্ষা ব্যবস্থায় আল্লাহ ও তাঁর রাসূলের নাম নেই,
যেখানে তাঁদের সেই মর্যাদায় স্থান দেওয়া হয় না,
যে মর্যাদায় দেওয়া উচিত।
যেখানে আল্লাহ ও তাঁর রাসূলের বাণী নেই —
সেই ব্যবস্থার প্রথম ফলাফল হলো,
এই শিক্ষাব্যবস্থার প্রোডাক্ট, মানে এর মাধ্যমে গড়ে ওঠা মানুষ,
তার নিজের অতীতকে চিনবে না।
আমাদের আমাদের নিজস্ব ইতিহাস,
আমাদের গৌরবময় অতীত থেকে সম্পূর্ণ আলাদা করে দেওয়া হয়েছে।
বরং এখন যদি খেয়াল করে দেখেন,
যা সামান্য অতীত আমরা জানি —
সবই অপমানজনক আর হাসাহাসির বিষয় হয়ে গেছে।
আমাদের ইতিহাস আর বিশ্বাসগুলো নিয়ে ঠাট্টা,
উপহাস, মজা করা —
এসবকে সাধারণ মানুষের কাছে মজার জিনিসে পরিণত করে দেওয়া হয়েছে।
এমনকি কুরআন ও সুন্নাহতে যেসব জিনিসের বড়ই মর্যাদা,
সেগুলোকেও এই শিক্ষাব্যবস্থার মাধ্যমে ছোট করে দেখানো হয়।
এরপর, দ্বিতীয় জিনিস যা এই ব্যবস্থা আমাদের মধ্যে ঢুকিয়ে দেয়,
তা হলো — আমাদের আত্মবিশ্বাস ভেঙে দেওয়া।
আমাদের বলা হয়, তুমি কিছুই পারো না,
তোমার পূর্বপুরুষেরা কিছুই করেনি,
সবকিছু পশ্চিম থেকে এসেছে,
তাই পশ্চিমকে অনুকরণ করাই তোমার ভবিষ্যত।
তৃতীয় বিষয় হলো — এই ব্যবস্থার মানুষ
কখনো নিজের পায়ে দাঁড়ানোর মতো মানুষ হবে না।
সে হবে পশ্চিমের দাসত্ব মানা,
নিজেকে ছোট মনে করা আর সবকিছুতে
বিদেশী আদর্শ অনুসরণে গর্ববোধ করা এক ‘নকল মানুষ’।
এইভাবে এই সেকুলার ও লিবারেল শিক্ষা আমাদের মধ্যে
নিজস্বতা মুছে দেয়, বিশ্বাস দুর্বল করে,
আর আত্মসম্মানবোধ ধ্বংস করে।
সংক্ষিপ্ত অনুবাদ, মূল ভিডিও এর লিংক কমেন্টে।
~ দাহী ভাই