
16/07/2025
আসসালামু আলাইকুম। বাংলাদেশ সামীল গার্মেন্টস, শ্রমিক কল্যাণ ফেডারেশনের। প্রিয় সদস্য বিন্দু, আপনাদের সকলের দোয়া ও ভালবাসায়, টানা সপ্তম, বারের মত আবারো, বাংলাদেশ সামীল গার্মেন্টস, শ্রমিক কল্যাণ ফেডারেশনে,কেন্দ্রীয় কমিটির সভাপতি, হিসেবে আপনাদের মাঝে আসতে পেরে নিজেকে, অনেক সৌভাগ্যমান মনে করছি। টানা সপ্তমবারের, মতো বাংলাদেশ সামীল গার্মেন্টস শ্রমিক কল্যাণ, ফেডারেশনের,প্রধান উপদেষ্টার কাছে শপথ বাক্য পাঠ করে নিজেকে অনেক ধন্য মনে করছি। আপনারা সকলেই আমাকে দোয়া করবেন ও ভালোবাসা দিবেন, আমি যেন আমার প্রিয় গার্মেন্টস শ্রমিক ভাই ও, বোনদের জন্য ভালো কিছু উপহার দিতে পারি। অবশেষে,জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে, শুভেচ্ছা ও অভিনন্দন ভালো থাকুন। আল্লাহ হাফেজ