Md Yasin Arafat

Md Yasin Arafat You have to make the dream you see in your sleep come true. InshaAllah, you can. Education video | gaming video | podcast | Travel video | writing | ETC |

বাংলা ১ম পত্র (নবম শ্রেণী)/ প্রবাস বন্ধু
30/06/2025

বাংলা ১ম পত্র
(নবম শ্রেণী)/ প্রবাস বন্ধু

নিশির হাওয়া বইছে ধীরে,তারা হাসে আকাশ ঘিরে।চাঁদের আলো সোনালী রঙে,স্বপ্ন বোনে শিশুর ঢঙে।পাতার ফাঁকে জোনাক জ্বলে,রাতের বুকে...
13/06/2025

নিশির হাওয়া বইছে ধীরে,
তারা হাসে আকাশ ঘিরে।
চাঁদের আলো সোনালী রঙে,
স্বপ্ন বোনে শিশুর ঢঙে।

পাতার ফাঁকে জোনাক জ্বলে,
রাতের বুকে গান তোলে।
নীরবতা বলে যায় কথা,
প্রকৃতিরই মধুর ব্যাখা।

🚀 নতুন লেখকের নতুন যাত্রা—“আলোর পথযাত্রী” আজ ফেসবুকে রিলিজ হলো! সবাই পড়ে মতামত দিও! #২০২৫
13/06/2025

🚀 নতুন লেখকের নতুন যাত্রা—“আলোর পথযাত্রী” আজ ফেসবুকে রিলিজ হলো! সবাই পড়ে মতামত দিও!
#২০২৫

"অন্ধকার যত গভীর হোক, একটুকু আলোই জীবন বদলে দিতে পারে।"
09/05/2025

"অন্ধকার যত গভীর হোক, একটুকু আলোই জীবন বদলে দিতে পারে।"

22/04/2025

গল্পের নাম: "তিতলি আর রঙিন পাহাড়"

এক ছিল তিতলি নামের এক ছোট মেয়ে। সে ছিল খুব কৌতুহলী আর স্বপ্নবাজ। তিতলি সবসময় চায় নতুন কিছু শিখতে, জানতে আর খুঁজে পেতে। তার প্রিয় জায়গা ছিল তাদের বাড়ির পেছনের মাঠ – সেখান থেকে দূরে দেখা যেতো এক রঙিন পাহাড়। কেউ কখনো সেখানে যায়নি। সবাই বলত, “ওখানে যাওয়া নিষেধ, ওটা জাদুর পাহাড়।”

কিন্তু তিতলি ভাবলো, “আমি নিজে গিয়ে দেখে আসবো, যদি সত্যিই জাদু থাকে, তাহলে কত মজা হবে!”

একদিন সকালে সে একটা ব্যাগে কিছু বিস্কুট, একটা পানির বোতল আর প্রিয় ছবির বই নিয়ে হাঁটতে বের হলো। হেঁটে হেঁটে সে পৌঁছে গেল রঙিন পাহাড়ের পাদদেশে। পাহাড়টা সত্যিই রঙিন – লাল, সবুজ, নীল, বেগুনি – যেন রঙধনু মাটিতে নেমে এসেছে!

তিতলি পাহাড়ে উঠতেই দেখলো আশেপাশে উড়ছে রঙিন প্রজাপতি, গাছগুলো গান গাইছে, আর বাতাসে ভেসে আসছে এক মিষ্টি ঘ্রাণ। একটু ওপরে উঠতেই সে এক ছোট্ট পেঁচার সাথে দেখা পেলো। পেঁচাটা বলল,
– “তুমি কি সত্যিই সাহসী? তবে আমাকে একটি ধাঁধার উত্তর দাও!”

পেঁচার ধাঁধা:
"যে কাঁধে নেই বোঝা,
চলে সে পায়ের খোঁজে,
দিনে লুকায়, রাতে জ্বলে –
বল তো কে সে?"

তিতলি কিছুক্ষণ চিন্তা করলো। তারপর হেসে বলল, “এই তো সহজ! উত্তর হলো — চাঁদ!”

পেঁচা খুশি হয়ে বলল, “ঠিক বলেছো! এসো, আমি তোমায় পাহাড়ের জাদুর বাগানে নিয়ে যাই।”

তিতলি গেল বাগানে। সেখানে ছিল এমন ফুল, যা মানুষের মন পড়ে ফেলতে পারে, এমন গাছ যা গান গাইতে পারে, এমন ফল যা খেলে মন খুশি হয়ে যায়। তিতলি পুরো দিন খেললো, শিখলো, আর আনন্দে ভরে গেল তার ছোট্ট মন।

শেষে, সন্ধ্যা হওয়ার আগেই পেঁচা তাকে পাহাড়ের নিচে নামিয়ে দিলো। তিতলি বাড়ি ফিরে এল এক নতুন অভিজ্ঞতা আর আনন্দ নিয়ে।

সেইদিন থেকে সে তার বন্ধুবান্ধবদের শেখায়,
“ভয় নয়, জ্ঞান খোঁজো, প্রশ্ন করো আর খুঁজে বের করো – তবেই জীবন হবে জাদুর মতো সুন্দর!”

22/04/2025

প্রথম শ্রেণী | সহজ অংক | কমেন্ট উত্তর দাও |

(*)৫টি বাচ্চা আছে। প্রত্যেকের কাছে ৩টি করে চকোলেট আছে।
প্রশ্ন: সব মিলে কতটি চকোলেট আছে?

20/04/2025

একটি পণ্যে ২০% লাভ করে ৯৬ টাকা বিক্রি করা হয়। ক্রয়মূল্য কত ছিল?

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Yasin Arafat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share