
22/07/2025
শিক্ষিকা মাহরিন চৌধুরী; একটি নাম, যা এখন সাহসিকতা আর ভালোবাসার প্রতিশব্দ। তিনি চাইলে নিজের জীবন বাঁচাতে পারতেন, কিন্তু ৮০ ভাগ ঝলসে যাওয়া শরীর নিয়েও মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে ২০ জন শিশুকে বাঁচিয়ে নিজে হাসিমুখে বিদায় নিলেন পৃথিবী থেকে। ইন্নালিল্লাহ! তাঁর এই চলে যাওয়া যেন বুঝিয়ে দিল, শিক্ষার্থীরা তাঁর কাছে শুধু ছাত্রছাত্রী ছিল না, ছিল তাঁর নিজেরই সন্তান।
তিনি কেবল একজন শিক্ষিকা ছিলেন না—ছিলেন স্নেহময়ী মা, ছিলেন অদম্য সাহসিকা। মাহরিন চৌধুরীর এই আত্মত্যাগ কোনো সাধারণ দুর্ঘটনা নয়, এটি এক বীরগাথা, যা যুগে যুগে মানুষকে অনুপ্রেরণা জোগাবে। একজন মানুষ কতটা ভালোবাসা আর দায়িত্ববোধে পরিপূর্ণ হলে এমন চরম আত্মত্যাগ করতে পারেন, তা তিনি পুরো জাতিকে দেখিয়ে গেলেন।
আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর সাহসিকতার গল্প প্রতিটি শিক্ষার্থীর হৃদয়ে, প্রতিটি বাঙালির মনে অমর হয়ে থাকবে। এই মহান শিক্ষক-মায়ের প্রতি রইলো আমাদের সশ্রদ্ধ সালাম এবং গভীরতম ভালোবাসা। তাঁর এই অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
#মাইলস্টোনবিমানদুর্ঘটনা #মাইলস্টোনট্রাজেডি
#শিক্ষিকামাহরিনচৌধুরী