Daily Blog Fim's

Daily Blog Fim's আমার নতুন পেইজে আপনাকে স্বাগতম

শিক্ষিকা মাহরিন চৌধুরী; একটি নাম, যা এখন সাহসিকতা আর ভালোবাসার প্রতিশব্দ। তিনি চাইলে নিজের জীবন বাঁচাতে পারতেন, কিন্তু ৮...
22/07/2025

শিক্ষিকা মাহরিন চৌধুরী; একটি নাম, যা এখন সাহসিকতা আর ভালোবাসার প্রতিশব্দ। তিনি চাইলে নিজের জীবন বাঁচাতে পারতেন, কিন্তু ৮০ ভাগ ঝলসে যাওয়া শরীর নিয়েও মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে ২০ জন শিশুকে বাঁচিয়ে নিজে হাসিমুখে বিদায় নিলেন পৃথিবী থেকে। ইন্নালিল্লাহ! তাঁর এই চলে যাওয়া যেন বুঝিয়ে দিল, শিক্ষার্থীরা তাঁর কাছে শুধু ছাত্রছাত্রী ছিল না, ছিল তাঁর নিজেরই সন্তান।
তিনি কেবল একজন শিক্ষিকা ছিলেন না—ছিলেন স্নেহময়ী মা, ছিলেন অদম্য সাহসিকা। মাহরিন চৌধুরীর এই আত্মত্যাগ কোনো সাধারণ দুর্ঘটনা নয়, এটি এক বীরগাথা, যা যুগে যুগে মানুষকে অনুপ্রেরণা জোগাবে। একজন মানুষ কতটা ভালোবাসা আর দায়িত্ববোধে পরিপূর্ণ হলে এমন চরম আত্মত্যাগ করতে পারেন, তা তিনি পুরো জাতিকে দেখিয়ে গেলেন।
আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর সাহসিকতার গল্প প্রতিটি শিক্ষার্থীর হৃদয়ে, প্রতিটি বাঙালির মনে অমর হয়ে থাকবে। এই মহান শিক্ষক-মায়ের প্রতি রইলো আমাদের সশ্রদ্ধ সালাম এবং গভীরতম ভালোবাসা। তাঁর এই অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
#মাইলস্টোনবিমানদুর্ঘটনা #মাইলস্টোনট্রাজেডি
#শিক্ষিকামাহরিনচৌধুরী

এই পেশেন্ট কে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল থেকে ঢাকা বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হচ্ছে। কোন অভিভাবক পাওয়া যায়ন...
21/07/2025

এই পেশেন্ট কে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল থেকে ঢাকা বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হচ্ছে। কোন অভিভাবক পাওয়া যায়নি। যদি কেউ চিনে থাকেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করুন

01811696033
কপি পোস্ট

উত্তরায় মাইলস্টোন কলেজের উপর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর ভীষণ হৃদয়বিদারক। হে আল্লাহ, শিশু, শিক্ষার্থী, শিক্ষক, কর্ম...
21/07/2025

উত্তরায় মাইলস্টোন কলেজের উপর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর ভীষণ হৃদয়বিদারক। হে আল্লাহ, শিশু, শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারীসহ আশেপাশের লোকজন সবাইকে আপনি আপনার হেফাজতে রাখুন । যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের জন্য শান্তি ও মাগফিরাত কামনা করি । আমিন 🤲

  ঢাকার উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ এরিয়ায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত।  বহু হতাহতের আশং...
21/07/2025


ঢাকার উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ এরিয়ায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত।

বহু হতাহতের আশংকা করা হচ্ছে।
(কালেক্টেড)

ব্রেকিং নিউজ-রংপুরে সিও বাজারে সিএনজি ষ্টেশনে বিষ্ফোরণ!বিস্ফোরণের তীব্রতা এতটাই ভয়াবহ ছিলো যে, আশপাশের ১-২ কিলোমিটার এলা...
19/07/2025

ব্রেকিং নিউজ-রংপুরে সিও বাজারে সিএনজি ষ্টেশনে বিষ্ফোরণ!

বিস্ফোরণের তীব্রতা এতটাই ভয়াবহ ছিলো যে, আশপাশের ১-২ কিলোমিটার এলাকার থাই গ্লাস একে একে চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। আশেপাশের যত টিনের চাল ছিলো—সব উড়ে গিয়েছে দূরে।
স্টেশনের পাশে থাকা প্রাইভেট কার, মাইক্রোবাস আর অ্যাম্বুলেন্সগুলো ভেঙে চুরমার হয়ে গেছে। এমনকি লোহার অ্যাঙ্গেল ছিটকে গিয়ে গাছের ওপর গিয়ে পড়েছে। চারপাশ যেন এক ভয়ংকর যুদ্ধক্ষেত্র!...

11/07/2025

ভিডিওটা একবার দেখলাম, দ্বিতীয়বার দেখার সাহস নাই🥲

29/06/2025

বাঘের বাচ্চা দেখে নিন। সাব্বাশ বাঘের বাচ্চা। 🫡
দুই পুলিশ সদস্যের অসাধারণ সাহসিকতা ও পেশাদারিত্বের মাধ্যমে এক সশস্ত্র ও গু*লি ব*র্ষণরত স*ন্ত্রাসীকে যেভাবে আটক করা হয়েছে, তা প্রশংসনীয় ও অনুকরণীয়। উক্ত ঘটনায় তিনজন পুলিশ সদস্য আহত হন।

স*ন্ত্রাসীর সঙ্গে ধস্তাধস্তির সময় স্থানীয়দের সহযোগিতা চাওয়া হলেও কেউ এগিয়ে আসেনি; বরং অনেকেই ভিডিও করতে ব্যস্ত ছিল এবং গু*লির শব্দ পেয়ে সবাই দৌড়ে পালায়। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন গুলির শব্দ শুনে পরীক্ষাকেন্দ্রের ভেতরে অবস্থানরত পুলিশ সদস্যরা ছুটে এসে অভিযানে যুক্ত হন এবং সম্মিলিত প্রচেষ্টায় সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে সক্ষম হন।

সন্ত্রাসীকে হাতকড়া পরিয়ে পুরোপুরি কব্জায় নেওয়ার পরপরই একদল উশৃঙ্খল জনতা মব তৈরি করে গাড়ি ভাঙচুর শুরু করে। পুলিশ সদস্যরা একদিকে সন্ত্রাসীকে নিয়ন্ত্রণে রাখা এবং অন্যদিকে উত্তেজিত জনতাকে সামাল দিতে হিমশিম খায়। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনাস্থল থেকে একটি ২২ বোর রিভলভার, দুটি তাজা গুলি, ৭০ পিস ইয়াবা এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

এমন সাহসী ও দায়িত্বশীল ভূমিকার জন্য সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের উপযুক্ত পুরস্কারে ভূষিত করা উচিত। তাদের এই আন্তরিকতা ও সাহস দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় অনন্য উদাহরণ হয়ে থাকবে।
#এসএমআকবর

23/06/2025

কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা করেছে ইরান!

মধ্যপ্রাচ্যে কাতার, কুয়েত, বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, ওমান, সিরিয়া, তুরস্ক মিলে মোট ১৮ টি মার্কিন সামরিক ঘাঁটিতে ৫০ হাজার মার্কিন সেনা মোতায়েন করা আছে। ভাবা যায়, ৫০ হাজার মার্কিনি এখানে যুদ্ধের জন্য ২৪ ঘন্টা তৈরি থাকে!

যাইহোক, আমি ভাবি মধ্যপ্রাচ্যের আমাদের লাখ লাখ প্রবাসীর কথা! মনে হচ্ছে মধ্যপ্রাচ্য এক অগ্নিকুণ্ডের মধ্যে দাঁড়িয়ে আছে! ফুল স্কেলে সংঘাত ছড়িয়ে পড়লে লাখ লাখ প্রবাসীর যে কী হবে??

23/06/2025

লিলি 🌸 বছরে এক বার ফুলটা ফোটে।

কখনো ট্রাকের ধাক্কা জীবন চলে যাচ্ছে, কখনো অটো টেনে হিচড়ে নিচ্ছে আবার কখনো বাইকার ডকুমেন্ট দেখানোর ভয়ে গায়ের উপর তুলে দিয়...
18/06/2025

কখনো ট্রাকের ধাক্কা জীবন চলে যাচ্ছে, কখনো অটো টেনে হিচড়ে নিচ্ছে আবার কখনো বাইকার ডকুমেন্ট দেখানোর ভয়ে গায়ের উপর তুলে দিয়ে পালিয়ে যাচ্ছে। এভাবেই প্রতিটি মুহুর্তে জীবন ঝুঁকি নিয়েই ডিউটিতে অবিচল ট্রাফিক সদস্যরা।

তীব্র রোদে পিচঢালা রাস্তায় ২-৩ মিনিটেই ঘামে ভিজে যায় পুরো শরীর, আবার পরের মিনিটেই শুকিয়ে যায় সেই ঘামভেজা ইউনিফর্ম। কোলাহল, গরম, ধুলো কিংবা বৃষ্টি —কিছুই যেন তাদের থামাতে পারে না। একসময় শরীরে বাসা বাঁধে মা রা ত্ম ক রোগ, তবুও দমিয়ে যায় না তারা।

ট্রাফিকে কর্মরত সদস্যদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা 🫡❤️

18/06/2025

কিছু লোক এমনি 😅

07/06/2025

ঈদ মোবারক 🐪🐂

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when Daily Blog Fim's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share