AZWA - আজওয়া

AZWA - আজওয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রিয় খেজুরের নাম ছিল "আজওয়া" (Ajwa)

দুনিয়া নিয়ে কত আর ব্যস্ত থাকবে থাকো, যেটা আমাদের জন্য সর্বপ্রথম কাজ ছিলো, সেটা করিনা আমরা, যে শিক্ষা আমাদের আগে নেয়া উ...
09/08/2025

দুনিয়া নিয়ে কত আর ব্যস্ত থাকবে থাকো, যেটা আমাদের জন্য সর্বপ্রথম কাজ ছিলো, সেটা করিনা আমরা,
যে শিক্ষা আমাদের আগে নেয়া উচিত ছিল সেটার কথা তো ভাবিই না উল্টা, সেটা থেকে দূরে থাকার চেষ্টা করি আমরা, কেননা এতে যদি দুনিয়াবী কার্যকলাপের কোনো বেহাত ঘটে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে! তাই নোই কি?🙂

আমরা আজও বুঝলাম না 🍃
16/07/2025

আমরা আজও বুঝলাম না 🍃

হায়রে দুনিয়া 🌿
12/07/2025

হায়রে দুনিয়া 🌿

আল্লাহ তা'আলা মুমিনদেরকে মদ, জুয়া, মূর্তি এবং ভাগ্য-নির্ধারক তীর (যেমন: জুয়া খেলার জন্য ব্যবহৃত তীর) থেকে দূরে থাকার নির...
07/07/2025

আল্লাহ তা'আলা মুমিনদেরকে মদ, জুয়া, মূর্তি এবং ভাগ্য-নির্ধারক তীর (যেমন: জুয়া খেলার জন্য ব্যবহৃত তীর) থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন।🚫
[ প্রমাণ নিচে ]

🍀 লজ্জা 🍀
30/06/2025

🍀 লজ্জা 🍀

‘আবদুল্লাহ্ ইব্‌ন ‘আম্‌র (রাঃ) হতে বর্ণিতঃحَدَّثَنَا عَبْدَانُ، عَنْ أَبِي حَمْزَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ...
26/06/2025

‘আবদুল্লাহ্ ইব্‌ন ‘আম্‌র (রাঃ) হতে বর্ণিতঃ

حَدَّثَنَا عَبْدَانُ، عَنْ أَبِي حَمْزَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ـ رضى الله عنهما ـ قَالَ لَمْ يَكُنِ النَّبِيُّ صلى الله عليه وسلم فَاحِشًا وَلاَ مُتَفَحِّشًا وَكَانَ يَقُولُ ‏ "‏ إِنَّ مِنْ خِيَارِكُمْ أَحْسَنَكُمْ أَخْلاَقًا ‏"‏‏.‏

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) অশ্লীল ভাষী ও অসদাচরণের অধিকারী ছিলেন না। তিনি বলতেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তিই সর্বোত্তম যে নৈতিকতায় সর্বোত্তম।

আমাদের রব কে আমরা আজও ভয় করিনা, যার কারণে চারিপাশে যে ফেৎনাগুলো চলছে, সেই ফেৎনাতে আমরা সকলে জর্জরিত।❗️                 ...
25/06/2025

আমাদের রব কে আমরা আজও ভয় করিনা, যার কারণে চারিপাশে যে ফেৎনাগুলো চলছে, সেই ফেৎনাতে আমরা সকলে জর্জরিত।❗️

ইসলামে কোন্‌ জিনিসটি উত্তম?🌿আবূ মূসা (রাঃ) হতে বর্ণিতঃحَدَّثَنَا سَعِيدُ بْنُ يَحْيَى بْنِ سَعِيدٍ الْقُرَشِيِّ، قَالَ ح...
24/06/2025

ইসলামে কোন্‌ জিনিসটি উত্তম?🌿

আবূ মূসা (রাঃ) হতে বর্ণিতঃ

حَدَّثَنَا سَعِيدُ بْنُ يَحْيَى بْنِ سَعِيدٍ الْقُرَشِيِّ، قَالَ حَدَّثَنَا أَبِي قَالَ، حَدَّثَنَا أَبُو بُرْدَةَ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ قَالَ قَالُوا يَا رَسُولَ اللَّهِ أَىُّ الإِسْلاَمِ أَفْضَلُ قَالَ ‏ "‏ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ

তিনি বলেন, তারা (সাহাবাগণ) জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসূল! ইসলামে কোন্‌ জিনিসটি উত্তম? তিনি বললেনঃ যার জিহবা ও হাত হতে মুসলিমগণ নিরাপদ থাকে।
(মুসলিম ১/১৪ হাঃ ৪২, আহমাদ ৬৭৬৫)

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when AZWA - আজওয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share