Shamiul Alim Shawon

Shamiul Alim Shawon "Shamiul Alim Shawon" is a Official page Of Journalist Md. Shamiul Alim Shawon.

হাত-পায়ে পেরেক ঠুকে হত্যা: এই বর্বরতার শেষ কোথায়?রাজশাহীর বাগমারায় ভ্যানচালক ওমর ফারুকের ওপর যে পৈশাচিকতা চালানো হয়েছে, ...
28/12/2025

হাত-পায়ে পেরেক ঠুকে হত্যা: এই বর্বরতার শেষ কোথায়?

রাজশাহীর বাগমারায় ভ্যানচালক ওমর ফারুকের ওপর যে পৈশাচিকতা চালানো হয়েছে, তা কেবল অপরাধ নয়—বরং সভ্য সমাজের মুখে এক কলঙ্কজনক চপেটাঘাত। মিথ্যা অপবাদে হাত-পায়ে লোহার পেরেক গেঁথে এবং পৈশাচিক নির্যাতনের মাধ্যমে একজন মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে।

সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো, যখন শত শত মানুষের সামনে এই বীভৎসতা চলছিল, তখন প্রশাসনের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। মুমূর্ষু ফারুককে চিকিৎসার বদলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান এই পৈশাচিকতাকে আরও ত্বরান্বিত করেছে। আমরা কি একে ‘বিচারিক হত্যাকাণ্ড’ বলব না?

আজ (২৮ ডিসেম্বর ২০২৫) ‘ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ (ইয়াস)’ ও ‘ভঙ্গী নৃত্য শিল্পালয়’-এর পক্ষ থেকে আমরা রাজশাহীর বিভাগীয় কমিশনার, ডিআইজি (রাজশাহী রেঞ্জ), জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সুপার (এসপি) বরাবর স্মারকলিপি পেশ করেছি।

আমরা স্পষ্ট জানিয়েছি, ফারুকের পরিবারের অশ্রু যেন রাষ্ট্রের বিচার ব্যবস্থার ওপর থেকে মানুষের আস্থা কেড়ে না নেয়।

📍 আমাদের ৫ দফা সুনির্দিষ্ট দাবি:
১. বিশেষ ট্রাইব্যুনালে ঘাতক রেজাউল ও মতিনসহ সকল আসামির দ্রুততম সময়ে ফাঁসি নিশ্চিত করা।
২. চিকিৎসার বদলে সাজা প্রদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া।
৩. ফারুকের ১৩ বছরের এতিম সন্তান ও বৃদ্ধ বাবা-মায়ের জন্য ২০ লক্ষ টাকা রাষ্ট্রীয় ক্ষতিপূরণ।
৪. মামলার এজাহারভুক্ত সকল পলাতক আসামিকে অনতিবিলম্বে গ্রেফতার।
৫. ভুক্তভোগী পরিবার ও মামলার প্রত্যক্ষদর্শী সাক্ষীদের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা।

নিহত ফারুকের এতিম সন্তানের আর্তনাদ আজ প্রতিটি বিবেকবান মানুষের বিবেককে নাড়া দিচ্ছে। এই পৈশাচিকতার শেষ না দেখে আমরা রাজপথ ছাড়ব না। ন্যায়বিচার নিশ্চিত হোক। ✊⚖️

মোঃ শামীউল আলীম শাওন
সভাপতি, ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ (ইয়াস)
লেখক, উন্নয়ন ও অধিকারকর্মী।

(প্রদত্ত স্মারকলিপির বাকি কপিগুলো কমেন্ট বক্সে)

#ন্যায়বিচার_চাই ারুক_হত্যাকাণ্ড #বাগমারা

The atrocities committed against Omar Farooq, such as stripping him naked and beating him for two hours in front of hund...
23/12/2025

The atrocities committed against Omar Farooq, such as stripping him naked and beating him for two hours in front of hundreds of people, hammering eight to ten large nails into his hands and feet, and drowning him in the dirty water of a river while he was thirsty, are not isolated crimes. They are the most extreme acts of inhumanity. This barbarity has surpassed even the darkness of the Middle Ages.

This incident is a ‘disgrace to civilization’. I demand exemplary punishment for the guilty.

রাজশাহীর বাগমারায় ভ্যানচালক ওমর ফারুককে (৩৮) চুরির অপবাদে পৈশাচিক কায়দায় নির্যাতন ও পরবর্তীতে কারাহেফাজতে মৃত্.....

13/12/2025

আজ দুপুরে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় থাকা পুকুরগুলো সরজমিনে পরিদর্শন করার লক্ষ্যে রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি), পরিবেশ অধিদপ্তর রাজশাহীর কর্মকর্তারা সহ আমি এবং আমাদের সংগঠন Youth Action For Social Change - YASC এর নেতৃবৃন্দরা সম্মিলিতভাবে যাই।

এ সময় পরিদর্শনকৃত অধিকাংশ পুকুর ভরাট করা হচ্ছে এমনটি দেখতে পাই।

রাজশাহী মহানগরীর বোসপাড়া মকবুল হালদারের মোড় এলাকার দুটি পুকুর (স্থানীয় নাম কেয়ার পুকুর ও ও ছোট পুকুর) এবং সাধুর মোড় এলাকার কেমিকো ওষুধ ফ্যাক্টরির পেছনের পুকুরটি সরেজমিনে পরিদর্শনে দেখি ভরাট করা হচ্ছে।

পরিদর্শন শেষে চলে আসার পরে রাতে একটি ফোন কল পাই। ফোন কলের রেকর্ড থাকছে ভিডিওটির শেষে।

(বিস্তারিত জানতে দেখুন ভিডিওটি)

This afternoon, the Assistant Commissioner (Land) of Rajshahi District Administration, officials of the Department of Environment, Rajshahi, and I, along with the leaders of our organization Youth Action For Social Change - YASC, went together to inspect the ponds in different areas of Rajshahi city.

At that time, we saw that most of the ponds we inspected were being filled.

During our on-site inspection, we saw that two ponds (local names Care Pond and O Chhota Pond) in the Bospara Makbul Halderer Mor area of Rajshahi city and the pond behind the Chemico Pharmaceutical Factory in the Sadhur Mor area were being filled.

After returning from the inspection, I received a phone call at night. The record of the phone call is at the end of the video.

(Watch the video for details)

fans

06/12/2025

আলহামদুলিল্লাহ!
আল্লাহুম্মা বারিক লাহু!

আল্লাহর অশেষ রহমতে অবশেষে মামা হলাম। আজ শনিবার (০৬ ডিসেম্বর) ছোট বোনের মেয়ে হয়েছে। বোন ও ভাগ্নি আল্লাহর রহমতে সুস্থ আছে।

সকলেই তাদের দুজনের জন্য দোয়া করবেন।

লিংক কমেন্টে
04/12/2025

লিংক কমেন্টে

দেশজুড়ে শিক্ষক তথা শিক্ষাপ্রতিষ্ঠানে অরাজকতা বিরাজমান সেই বিষয় নিয়ে আমার একটা লেখা আজ সোমবার প্রকাশিত হয়েছে বাংলাদেশ...
16/11/2025

দেশজুড়ে শিক্ষক তথা শিক্ষাপ্রতিষ্ঠানে অরাজকতা বিরাজমান সেই বিষয় নিয়ে আমার একটা লেখা আজ সোমবার প্রকাশিত হয়েছে বাংলাদেশের প্রাচীনতম জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার ৯ নং পাতায়।

আশা করি আপনারা সকলে পত্রিকাটি কিনে/সংগ্রহ করে পড়ে দেখবেন।

( Epaper লিংক কমেন্টে দেয়া হল)

fans Daily Ittefaq

বিস্তারিত কমেন্ট এ
11/11/2025

বিস্তারিত কমেন্ট এ

01/11/2025

রাজশাহী মুসলিম উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে 'হট্টগোল'

শিক্ষানগরী রাজশাহীর ঐতিহ্যবাহী ও প্রাচীনতম শিক্ষাপ্রতিষ্ঠান প্রাচীন রাজশাহী মুসলিম উচ্চ বিদ্যালয় রাজশাহীর বর্তমান দায়িত্ব পালনকরী প্রধান শিক্ষক মো. একরামুল হক এর নানামুখী অনিয়ম ও দুর্নীতির ফলে বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানটির পরিস্থিতি খারাপের দিকে।

সার্বিক বিষয় নিয়ে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও তীব্র চাপা উত্তেজনা বিরাজমান।

বিস্তারিত তথ্য দেখুন ভিডিওতে fans

The current acting headmaster of the traditional and oldest educational institution of the educational city of Rajshahi, the ancient Rajshahi Muslim High School, Rajshahi, Md. Ekramul Haque, has been dismissed due to various irregularities and corruption.

#রাজশাহী_মুসলিম_উচ্চ_বিদ্যালয়

19/10/2025

তানোরের ঐতিহ্যবাহী ও শতবর্ষী গোকুল মথুরা খেলার মাঠে আয়োজিত মরহুম হাসেন আলী প্রামানিক দিং স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর সেমিফাইনাল খেলার অংশবিশেষ।

গোকুল মথুরা ফুটবল ক্লাব, স্বপ্নচারী যুব উন্নয়ন সংগঠন ও ইয়ুথ অ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ ইয়্যাস যৌথভাবে এই টুর্নামেন্টের আয়োজন করে।

12/10/2025

While delivering a brief speech as a guest at a roadshow organized to mark World Migratory Bird Day 2025.

I request everyone to watch and listen to the video of the speech carefully. If you have any comments about this speech, please comment.

বিশ্ব পরিযায়ী পাখি দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত এক পথসভায় অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানকালে।

সকলের কাছে অনুরোধ রইলো বক্তব্যের ভিডিওটি মনোযোগ সহকারে দেখা ও শোনার জন্য। এই বক্তব্য কে কেন্দ্র করে আপনার যে কোন মন্তব্য যদি থাকে তা কমেন্ট করে জানাতে পারেন।


fans Syeda Rizwana Hasan

27/09/2025

রসনা বিলাসে নতুন কিছু! 😋

ঘরে তৈরি মিষ্টির নরম আর রসালো স্বাদে মন ভরে যাক। ভিডিওতে দেখুন কীভাবে সহজে তৈরি করা যায় এই দারুণ মিষ্টিগুলো।

#মিষ্টি #মিষ্টিপ্রেমী #রেসিপি #ঘরেতৈরি

19/09/2025

দেখুন কিভাবে রান্না করা হচ্ছে গরুর মাংস

(গরুর মাংস রান্নার আংশিক ভিডিও)

Address

Rajshahi
6000

Telephone

+8801794894315

Website

https://cutt.ly/rZDdxxe

Alerts

Be the first to know and let us send you an email when Shamiul Alim Shawon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shamiul Alim Shawon:

Share