28/12/2025
হাত-পায়ে পেরেক ঠুকে হত্যা: এই বর্বরতার শেষ কোথায়?
রাজশাহীর বাগমারায় ভ্যানচালক ওমর ফারুকের ওপর যে পৈশাচিকতা চালানো হয়েছে, তা কেবল অপরাধ নয়—বরং সভ্য সমাজের মুখে এক কলঙ্কজনক চপেটাঘাত। মিথ্যা অপবাদে হাত-পায়ে লোহার পেরেক গেঁথে এবং পৈশাচিক নির্যাতনের মাধ্যমে একজন মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে।
সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো, যখন শত শত মানুষের সামনে এই বীভৎসতা চলছিল, তখন প্রশাসনের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। মুমূর্ষু ফারুককে চিকিৎসার বদলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান এই পৈশাচিকতাকে আরও ত্বরান্বিত করেছে। আমরা কি একে ‘বিচারিক হত্যাকাণ্ড’ বলব না?
আজ (২৮ ডিসেম্বর ২০২৫) ‘ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ (ইয়াস)’ ও ‘ভঙ্গী নৃত্য শিল্পালয়’-এর পক্ষ থেকে আমরা রাজশাহীর বিভাগীয় কমিশনার, ডিআইজি (রাজশাহী রেঞ্জ), জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সুপার (এসপি) বরাবর স্মারকলিপি পেশ করেছি।
আমরা স্পষ্ট জানিয়েছি, ফারুকের পরিবারের অশ্রু যেন রাষ্ট্রের বিচার ব্যবস্থার ওপর থেকে মানুষের আস্থা কেড়ে না নেয়।
📍 আমাদের ৫ দফা সুনির্দিষ্ট দাবি:
১. বিশেষ ট্রাইব্যুনালে ঘাতক রেজাউল ও মতিনসহ সকল আসামির দ্রুততম সময়ে ফাঁসি নিশ্চিত করা।
২. চিকিৎসার বদলে সাজা প্রদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া।
৩. ফারুকের ১৩ বছরের এতিম সন্তান ও বৃদ্ধ বাবা-মায়ের জন্য ২০ লক্ষ টাকা রাষ্ট্রীয় ক্ষতিপূরণ।
৪. মামলার এজাহারভুক্ত সকল পলাতক আসামিকে অনতিবিলম্বে গ্রেফতার।
৫. ভুক্তভোগী পরিবার ও মামলার প্রত্যক্ষদর্শী সাক্ষীদের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা।
নিহত ফারুকের এতিম সন্তানের আর্তনাদ আজ প্রতিটি বিবেকবান মানুষের বিবেককে নাড়া দিচ্ছে। এই পৈশাচিকতার শেষ না দেখে আমরা রাজপথ ছাড়ব না। ন্যায়বিচার নিশ্চিত হোক। ✊⚖️
মোঃ শামীউল আলীম শাওন
সভাপতি, ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ (ইয়াস)
লেখক, উন্নয়ন ও অধিকারকর্মী।
(প্রদত্ত স্মারকলিপির বাকি কপিগুলো কমেন্ট বক্সে)
#ন্যায়বিচার_চাই ারুক_হত্যাকাণ্ড #বাগমারা